পসেইডন (গ্রিক: Ποσειδῶν) ছিলেন গ্রিক পুরাণের সমুদ্র, ঝড় ও ভূমিকম্পের দেবতা। এট্রুস্ক্যান পুরাণের সমুদ্রদেব নেথুনস ও তার রোমান পুরাণের সমুদ্রদেবতা নেপচুন (নেপচুনের নামকরণ হয়েছে নেথুনসের নামানুসারে) – উভয়েই পসেইডনের সমতুল্য। লিনিয়ার বি লিপি থেকে জানা যায়, পিলোসথিবসে প্রাক-অলিম্পিয়ান ব্রোঞ্জযুগেও পসেইডনের পূজা প্রচলিত ছিল। পরে তাকে জিউসহেডিসের ভাইয়ের রূপে অলিম্পিয়ান দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত করা হয়। পসেইডনের সন্তানাদি অনেক। এথেন্স নগরের অধিকার দখলের প্রতিযোগিতায় তিনি অ্যাথেনার কাছে পরাস্ত হন। কিন্তু তাকে অন্যান্য অনেক হেলেনিক শহরের রক্ষাকর্তা মনে করা হত। পসেইডনের নামে একটি হোমারীয় স্তোত্র পাওয়া যায়।

পসেইডন
সমুদ্র, ঝড়, ভূমিকম্প ও অশ্বের দেবতা
কোপেনহেগেন বন্দরে পসেইডনের মূর্তি
আবাসসমুদ্র
প্রতীকত্রিশূল, মাছ, ডলফিন, ঘোড়াষাঁড়
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাক্রোনাসরিয়া
সহোদরহেডিস, ডিমিটার, হেস্টিয়া, হেরা, জিউস
সঙ্গীঅ্যাফ্রোদিতি
সন্তানথেসিউস, ট্রিটন, পলিফেমাস, সিরেসোর
সমকক্ষ
রোমান সমকক্ষনেপচুন

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Greek myth (aquatic olympian)

বারো অলিম্পিয়ান
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস