হাদেস বা হেডিস (প্রাচীন গ্রিক ভাষায়: ᾍδης হাদ্যাস্‌, ইংরেজি রূপ: Hades হেইডীজ়্‌) গ্রিক পুরান অনুযায়ী পাতালপুরীর দেবতা এবং পাতালপুরীর নাম।[] হাদেস ক্রোনোসরিয়ার পুত্র এবং গ্রিক পুরাণের বারো অলিম্পিয়ানদের মধ্যে অন্যতম। পিতা ক্রনাসকে বিতাড়িত করে জেউস, পোসেইদন এবং হাদেস তিন ভাই যথাক্রমে স্বর্গমর্ত্য, সমুদ্র ও পাতালপুরী ভাগ করে নেন। হাদেস দিমিতিরের কন্যা পার্সিফোনকে অপহরণ করে বিয়ে করে।

হেডিস
রোমান সমকক্ষপ্লুটো, ডিস প্যাটার, অরকাস

রোমক পুরাণে হেডিসের প্রতিষঙ্গী চরিত্র প্লুটো

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Cartwright, Mark, "Hades", World History Encyclopedia, সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৫ .
বারো অলিম্পিয়ান
জিউস | হেরা | পসেইডন | হেডিস | হেস্তিয়া | দিমিতির | আফ্রোদিতি | আথেনা | অ্যাপোলো | আর্তেমিস | আরেস | হেফাইস্তোস | হার্মিস | দিয়োনুসোস