বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা


আপনার তৈরি মহাকাশ অনুসন্ধান নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি মহাকাশ অনুসন্ধান নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - মৈত্রী (আলাপ), শনিবার ১৫:৪০, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৭:১৬, ১৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদনা
  দলগত কাজের পদক
সুপ্রিয় SamihaRahman,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) ১৯:৩৪, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদ প্রসঙ্গে

সম্পাদনা

সামিহা আপু, মহাকাশ অনুসন্ধান নিবন্ধটি অনুবাদের জন্য ধন্যবাদ। তবে দয়া করে যান্ত্রিক অনুবাদ থেকে বিরত থাকুন। এই ধরণের টেকনিকাল শব্দ সম্বলিত নিবন্ধ অনুবাদ বেশ সময়স্বাপেক্ষ এবং কঠিনও বটে। তাই জটিল বাক্যগুলো ভেঙে প্রয়োজনে সরল বাক্যে লিখতে পারেন। প্রয়োজনে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। বাংলা উইকিপিডিয়াতে আপনার সক্রিয় অবদানের জন্য আরো একবার ধন্যবাদ। S Shamima Nasrin (আলাপ) ১১:০৫, ১৮ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার মতামতের জন্য ধন্যবাদ৷ এটি আমার প্রথম নিবন্ধ ছিল এবং আমি এখনও শিখছি৷ আমি সর্বোচ্চভাবে নিবন্ধটি উন্নত করার চেষ্টা করব৷ Samiha Rahman ১১:৩২, ২০ মে ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

রঙ তত্ত্ব

সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে দুই/তিন প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে দুই/তিন প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সম্পাদনা
 
সুপ্রিয়, SamihaRahman। আলাপ:পরীক্ষা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৫, ৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৫, ৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় SamihaRahman,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করবে অথবা অনুষ্ঠানে কেউ উপস্থিত না থাকলে পরবর্তীতে তার পুরস্কার ডাকযোগে পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ৭:৫১, ০৮ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

 
সুপ্রিয় SamihaRahman,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

মহাশূন্যে যাত্রার ইতিহাস

সম্পাদনা

@সামিহা আপু, মহাশূন্যে যাত্রার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটি নিবন্ধ, লিখতে থাকুন, আপনার উইকিপিডিয়ার সম্পাদনা শুভ হোক। মেঘবান রাজপুত্র (মেঘবতী রাজকন্যার অপেক্ষায়) পারভেজ সিরাজি (আলাপ) ১৫:৩৫, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি মহাশূন্যে যাত্রার ইতিহাস নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি মহাশূন্যে যাত্রার ইতিহাস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ওয়াকিম (আলাপ), মঙ্গলবার ১৯:২১, ০৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি প্রবঞ্চনা নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি প্রবঞ্চনা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ওয়াকিম (আলাপ), মঙ্গলবার ১৯:২৮, ০৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি স্পেস রেস নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি স্পেস রেস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ওয়াকিম (আলাপ), রবিবার ১০:৫৩, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে

সম্পাদনা

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং অ্যাপোলো কর্মসূচি নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০৭:০৭, ২৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ প্রতিযোগীতা ২০২৩

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, আপনি আর্টেমিস প্রোগ্রাম নিবন্ধটি নিয়ে কাজ করবেন বলে নাম লিখিয়েছিলেন কিন্তু এতে এখনো কোনও কাজ করেন নি ও/বা এক সপ্তাহের বেশি সময় ধরে এটি ফেলে রেখেছেন। আপনাকে আর্টেমিস প্রোগ্রাম নিবন্ধটি কাজ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি, নতুবা প্রতিযোগিতার নিয়ম অনুসারে অন্য কাউকে নিবন্ধটি নিয়ে কাজ করতে সুযোগ দেওয়া হবে। আপনি যদি নিবন্ধটি নিয়ে আর কাজ করতে না চান, আপনি এই তালিকা থেকে অন্য আরেকটি নিবন্ধ বেছে নিতে পারেন। ধন্যবাদ। — AKanik 💬 ১৫:২২, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন

সম্পাদনা
 
সুপ্রিয় SamihaRahman, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
(نقاش) عبد الله ০৯:৪১, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত অ্যাডা লাভলেস নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত অ্যাডা লাভলেস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ≈ MS Sakib  «আলাপ» ১৫:১৯, ২০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত স্পেস এক্স নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় SamihaRahman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত স্পেস এক্স নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ≈ MS Sakib  «আলাপ» ২০:৪৯, ২০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন

সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি শীর্ষ ১৬ জনের একজন হয়েছেন। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৬, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!

সম্পাদনা
 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৮, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বৈজ্ঞানিক সূত্র নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

বৈজ্ঞানিক সূত্র নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বৈজ্ঞানিক সূত্র পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মোঃ মারুফ হাসান (আলাপ) ১৬:৩৪, ১৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বৈজ্ঞানিক সূত্র পৃষ্ঠাটিকে খসড়া নামস্থানে স্থানান্তরের বিজ্ঞপ্তি

সম্পাদনা

প্রিয় SamihaRahman, বৈজ্ঞানিক সূত্র নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এক বা একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এখনও মূল নামস্থানের জন্য উপযুক্ত নয় , কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে রচনাশৈলী, যান্ত্রিকতা, উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধ থেকে না বুঝেই অনুলিপি ইত্যাদি। মানোন্নয়নের সুযোগ অক্ষুণ্ণ রেখেই পাতাটি খসড়া নামস্থানে স্থানান্তর করা হয়েছে। আপনি বা অন্য যেকোনো ব্যবহারকারীকে এখানে নিবন্ধটির মানোন্নয়ন বা উল্লেখিত সমস্যা নিরসনের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটিকে পুনরায় মূল নামস্থানে স্থানান্তর না করতেও অনুরোধ করা হচ্ছে।

পুনশ্চঃ টানা ৬ মাসের মধ্যে কোনোরূপ উল্লেখযোগ্য ও গঠনমূলক (উদাহরণ: অনুল্লেখ্য/বট সম্পাদনা ইত্যাদি গণনায় ধরা হবেনা) সম্পাদনা না হলে বা উল্লেখিত সমস্যাগুলোর নিরসন না হলে নিবন্ধটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং খসড়া নামস্থান থেকেও অপসারিত হবে। এটি করা হবে দ্রুত অপসারণের বিচারধারার স১৩ অনুসারে। -- Aishik Rehman (আলাপ) ০৫:৩০, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পূৰ্ণিমা দেবী বৰ্মন নিবন্ধটি সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় SamihaRahman, আমি Tanvir 360। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৮ জানুয়ারি, ২০২৪ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৫ দিন পূর্বে পূৰ্ণিমা দেবী বৰ্মন নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি আকারে অনেক ছোট
  2. নিবন্ধটিতে কোন উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত নেই
  3. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
  2. নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
  3. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ১৩:১৯, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় SamihaRahman,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Request to translate the article of IC engine

সম্পাদনা

hi, it's hasib, I've found your name in IC engine article, may I translate that article? I'm interested in that topic Hasib1560 (আলাপ) ০২:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Sorry for the late reply, but sure you can do it. I am too busy with academics anyway. Thank you SamihaRahman (আলাপ) ১৬:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:বৈজ্ঞানিক সূত্র অপসারণের জন্য ট্যাগ করা হয়েছে

সম্পাদনা
 

আপনার তৈরি "বৈজ্ঞানিক সূত্র" খসড়াটিতে গত ছয় মাসে কোনো সম্পাদনা হয়নি।

যেহেতু নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানের অনুপযোগী বিষয়বস্তু অসীম সময়ের জন্য রাখা হয় না, তাই খসড়াটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনার যদি খসড়াটি মানোন্নয়নের বা খসড়ার সমস্যাগুলো দূর করার পরিকল্পনা থাকে, তবে এটি সম্পাদনা করুন এবং খসড়া থেকে {{db-g13}}, {{db-draft}} অথবা {{db-afc}} কোড অপসারণ করুন।

যদি খসড়াটি ইতিমধ্যে অপসারিত হয়ে থাকে এবং এটি উন্নয়নের জন্য পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এখানে অনুরোধ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রশাসক এটি পুনরুদ্ধার করে দিবেন।

আপনার অবদানের জন্য ধন্যবাদ! KanikBot (আলাপ) ১৩:৫০, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪-এ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ!

সম্পাদনা

সুধী,

আপনার উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ! ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪ আজ থেকে শুরু হয়েছে, এবং ইতোমধ্যে পর্যালোচনা শুরু করে না থাকলে এখনই শুরু করুন!

প্রশ্ন বা সহায়তার জন্য:

আপনার অংশগ্রহণই আমাদের উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করে তুলবে।

ধন্যবাদ!

আয়োজকদের পক্ষে -- Yahya (আলাপ | অবদান) ১৪:০৭, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

সম্পাদনা
 
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন