উইকিপিডিয়া:ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪/টিউটোরিয়াল

১) প্রথমে {{subst:ভালো নিবন্ধ বিজ্ঞপ্তি|নিবন্ধ=নিবন্ধের নাম|দিন=7}} ~~~~ লেখাটি মনোনয়নকারীর আলাপ পাতায় সংযুক্ত করুন।

২) এরপর নিবন্ধ পর্যালোচনা শুরু করুন।

৩) নিবন্ধের আলাপ পাতায় থাকা পর্যালোচনা শুরু করুন লিংকটিতে ক্লিক করুন। ফলে একটি নতুন পাতা তৈরি হবে পাতা তৈরি হবে, যেখানে এরকম লেখা থাকবে:

==ভালো নিবন্ধের পর্যালোচনা==
{{ভালো নিবন্ধের সরঞ্জাম}}
{{subst:GAN/subst|{{subst:PAGENAME}}}}

'''পর্যালোচক:''' [[ব্যবহারকারী:{{subst:REVISIONUSER}}|{{subst:REVISIONUSER}}]] ([[ব্যবহারকারী আলাপ:{{subst:REVISIONUSER}}|আলাপ]] '''·''' [[বিশেষ:অবদান/{{subst:REVISIONUSER}}|অবদান]]) ~~~~~

<!-- দয়া করে এই লেখার নিচে সব পর্যালোচনার মন্তব্য যোগ করুন এবং উপরের কোন কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে পর্যালোচনাটি একটি একক অনুচ্ছেদের মধ্যে থাকবে, দয়া করে পর্যালোচনার সময় স্তর ২ শিরোনাম (==...==) ব্যবহার করবেন না। স্তর ৩ (===...===), স্তর ৪ ব্যবহার করুন। -->

৪) এরপর নিচে এই লেখাটি যোগ করুন:

=== পর্যালোচনা ==
{{subst:GAList|overcom=|1a=|1b=|1com=|2a=|2b=|2c=|2com=|3a=|3b=|3com=|4=|4com=|5=|5com=|6a=|6b=|6com=|7=|7com=}} </nowiki>

এতে করে এরকম একটি লেখা দেখতে পারবেন:

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

৫) পর্যালোচনা করা কালীন বিভিন্ন মানদন্ড অনুসারে তা উত্তীর্ণ না কি অনুত্তীর্ন অথবা অন্য কোনো মত থাকলে তা উক্ত মান দন্ডের পাশে লিখুন। যেমন: এখানে কয়েকটি সংকেত রয়েছে, যা {{GAList/check}} ব্যবহার করে লেখা হয়েছে:

৫.১ মনদন্ড পূরণ করলে:

{{GAList/check|+}} বা {{GAList/check|y}}

৫.২ মনদন্ড পূরণ না করলে:

{{GAList/check|-}} বা {{GAList/check|n}}

৫.৩ নিশ্চিত না হলে :

{{GAList/check|?}}

৫.৪ ঐ মানদন্ড নিয়ে পর্যালোচনা চলাকালে:

{{GAList/check|hold}}

৫.৫ ঐ মানদন্ডের বিষয়ে নিরপেক্ষ থাকলে ফাঁকা রেখে দিন।

{{GAList/check|}}

৬) নিবন্ধে কোনো সমস্যা থাকলে মনোনয়নকারীর আলাপ পাতায় নিম্নের লেখাটি যোগ করে বার্তা দিতে পারেন।

{{subst:ভালো নিবন্ধ বিজ্ঞপ্তি|নিবন্ধ=নিবন্ধের নাম|ফলাফল=পর্যালোচনাধীন|দিন=7}} ~~~~

৭) পর্যালোচনা শেষে উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ তা সিদ্ধান্ত অংশে লিখুন।

৮) পাতাটি উত্তীর্ণ হলে নিম্নের কাজ গুলো করুন। আর নাহলে ১১ নং ধাপে যান।

৯) {{উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/যততম নিবন্ধ}} নামে একটি টেমপ্লেট তৈরি করুন। এরপর সেখানে প্রধান পাতার জন্য সারাংশ হিসাবে ছোট একটি অনুচ্ছেদ লিখুন। যেখানে অবশ্যই কোনো প্রকার অমুক্ত চিত্র, লাল লিংক, তথ্যসূত্র ও ইংরেজি শব্দ থাকবে না।

১০) এরপর প্রধান পাতার জন্য সূচনাংশ শিরোনামে নিচে এই লেখাটি যুক্ত করে দিন।

{{উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/যততম নিবন্ধ}} - [[উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/যততম নিবন্ধ]] ~~~~

১১) এরপর নিবন্ধ পাতায় সবার উপরে {{ভাল নিবন্ধ}} টেমপ্লেটটি যুক্ত করে দিন।

১২) নিবন্ধের আলাপ পাতায় থাকা {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটটি অপসারণ করুন এবং

{{নিবন্ধ ইতিহাস
| action1 = GAN
| action1date = পর্যালোচনার তারিখ (2024-07-06)
| action1link = /ভালো নিবন্ধ ১
| action1result = Listed
| action1oldid =  পাতার ইতিহাস থেকে প্রাপ্ত যে রিভিশন আইডিটি উত্তীর্ণ (7460343)
| currentstatus = উত্তীর্ণ হলে '''GA''' এবং অনুত্তীর্ণ হলে '''failedGA''' লিখুন
|topic = যে বিষয়ের নিবন্ধ
}}

১৩) মনোনয়কারীর আলাপ পাতায় উত্তীর্ণ হলে {{subst:ভালো নিবন্ধ বিজ্ঞপ্তি|নিবন্ধ=নিবন্ধের নাম|ফলাফল=উত্তীর্ণ}} ~~~~ অন্যথায় {{subst:ভালো নিবন্ধ বিজ্ঞপ্তি|নিবন্ধ=নিবন্ধের নাম|ফলাফল=অনুত্তীর্ণ}} ~~~~ লিখে বার্তা দিন।

১৪) পর্যালোচনা শেষে উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতা থেকে ভুক্তিটি (যদি থাকে) মুছে দিতে ভুলবেন না।