ব্যবহারকারী আলাপ:পারভেজ সিরাজি
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা
সুপ্রিয় পারভেজ সিরাজি! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১২:৫১, ৩ মে ২০১৯ (ইউটিসি) |
সম্পূর্ণভাবে অনুবাদ করার অনুরোধ সম্পাদনা
শুভেচ্ছা নিন। নিবন্ধগুলি সংক্ষিপ্ত করে অনুবাদ না করে সম্পূর্ণভাবে অনুবাদ (অন্তত ২-৩ অনুচ্ছেদসহ) করার অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ জানাই বাংলা উইকিতে অবদান রাখার জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:০৬, ৮ মে ২০১৯ (ইউটিসি)
- ভাই আপনি সেই চার/পাঁচ লাইনের নিবন্ধ তৈরি করছেন। এই ছোট নিবন্ধ পাঠকের কোন উপকারে আসবে না। তাই তাড়াহুড়ো করবেন না একাধিক নিবন্ধ করার জন্য। একটা নিবন্ধ বানান, তাতে চলচ্চিত্রের কাহিনী, অভিনেতা-নেত্রী ইত্যাদি যোগ করেন। তারপর অন্যটিতে যান। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩২, ১১ মে ২০১৯ (ইউটিসি)
- করবো আস্তে আস্তে। পারভেজ সিরাজি (আলাপ) ১৩:৩৩, ১১ মে ২০১৯ (ইউটিসি)
আচ্ছা। চেষ্টা করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৬, ১১ মে ২০১৯ (ইউটিসি)
- নিবন্ধগুলো ইংরেজিতেও stub আকারে রয়েছে। পারভেজ সিরাজি (আলাপ) ১৩:৩৭, ১১ মে ২০১৯ (ইউটিসি)
স্বাগতম! সম্পাদনা
পারভেজ সিরাজি, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি Nafiur14 বেশ কিছুদিন যাবত উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি, সুতরাং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}}
লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:
- ভূমিকা
- উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভ
- কিভাবে একটি পাতা সম্পাদনা করবেন
- সাহায্য পাতা
- বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন! একজন মহাপুরুষ (আলাপ) ১২:৩৫, ১১ মে ২০১৯ (ইউটিসি)
ভারতীয় সেনাবাহিনী সম্পাদনা
ভারতীয় দল সেনা বলে কিছু হয় না , এটা হিন্দিতে বলে । আর হিন্দি নাম বাংলা উইকিপিডিয়া তে দেয়ার কোনো মানে হয়না। ভারতীয় সেনাবাহিনী ই যথার্থ নাম।
ভারতীয় সেনা সম্পাদনা
ভারতীয় সেনা নিবন্ধটি ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী নামে স্থানান্তরিত করা হয়েছে। আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনী এই নামটিই যুক্তিযুক্ত, কারণ এই নামটিই বিভিন্ন সংবাদ পত্র ব্যবহার করে, অপর পক্ষে ভারতীয় থলসেনা (ভারতীয় স্থলসেনা) কখনো কোথাও ব্যবহৃত হতে দেখিনি। ......... খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:২০, ৯ জুলাই ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক! সম্পাদনা
অনুল্লেখ্য পদক | |
আপনার হাত ধরে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধশালী হয়ে উঠুক। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। — মোহাম্মদ-নাবিল • ১৫:৪২, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি) |
অপ্রয়োজনীয় দ্ব্যর্থতা নিরসন সম্পাদনা
সুপ্রিয় পারভেজ সিরাজি, আপনাকে প্রায়ই বিভিন্ন শিরোনামের বন্ধনীতে দ্ব্যর্থতা নিরসন দিতে দেখা যায়। যেসব শিরোনাম সম্পর্কিত একাধিক নিবন্ধ নেই, সেসব শিরোনামের বন্ধনীতে দ্ব্যর্থতা নিরসন অপ্রয়োজনীয়।--ওয়াকিম (আলাপ) ০৬:২১, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা
সুপ্রিয় পারভেজ সিরাজি, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |