ব্যবহারকারী আলাপ:খাঁ শুভেন্দু
| |||
{{subst:db-badfiletype-notice|চিত্র:গার্ডেনরিচ উড়ালপুল.jpg|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৫:৫২, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Sbb1413 আমি তো দেখলাম ব্যবহার হচ্ছে। মেহেদী আবেদীন ০৫:৫৫, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
- গার্ডেনরিচ উড়ালপুল ২০১৮ সালে নির্মাণ করা হয়েছে এবং এটি এখনও আছে। অর্থাৎ, এর ছবি তোলা সম্ভব। এটি কোনো ঐতিহাসিক স্থাপনা হলে তবে অমুক্ত চিত্র ব্যবহার করতে হবে। এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ০৬:০০, ২৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
Invitation to Rejoin the Healthcare Translation Task Force সম্পাদনা
You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)
জেমস বন্ডের চলচ্চিত্র তালিকা-এর খসড়া নামস্থানে স্থানান্তর প্রসঙ্গে সম্পাদনা
প্রিয় খাঁ শুভেন্দু, জেমস বন্ডের চলচ্চিত্র তালিকা নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এক বা একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এখনও মূল নামস্থানের জন্য উপযুক্ত নয়, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রায় পুরোটাই ইংরেজিতে লিখিত। মানোন্নয়নের সুযোগ অক্ষুণ্ণ রেখেই পাতাটি খসড়া নামস্থানে স্থানান্তর করা হয়েছে। আপনি বা অন্য যেকোনো ব্যবহারকারীকে এখানে নিবন্ধটির মানোন্নয়ন বা উল্লেখিত সমস্যা নিরসনের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটিকে পুনরায় মূল নামস্থানে স্থানান্তর না করতেও অনুরোধ করা হচ্ছে।
পুনশ্চঃ টানা ৬ মাসের মধ্যে কোনোরূপ উল্লেখযোগ্য ও গঠনমূলক (উদাহরণ: অনুল্লেখ্য/বট সম্পাদনা ইত্যাদি গণনায় ধরা হবেনা) সম্পাদনা না হলে বা উল্লেখিত সমস্যাগুলোর নিরসন না হলে নিবন্ধটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং খসড়া নামস্থান থেকেও অপসারিত হবে। এটি করা হবে দ্রুত অপসারণের বিচারধারার স১৩ অনুসারে। Aishik Rehman (আলাপ) ১৬:২০, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
বিবরণ যোগের অনুরোধ (২৯ নভেম্বর ২০২৩) সম্পাদনা
সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২৯ নভেম্বর ২০২৩ টেমপ্লেটটি ইতিমধ্যে কারো দ্বারা তৈরি হলেও বিবরণ অংশটি ফাঁকা রয়েছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ২৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]