Sbb1413
|
নমস্কার, আমার নাম এসবিবি১৪১৩, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। আমি বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি উইকিমিডিয়া কমন্স, ইংরেজি উইকিভ্রমণ ও উইকিউপাত্তে নিজের অবদান রেখেছি। আমি বাংলা উইকিপিডিয়ায় সাধারণত ভারত-সংক্রান্ত নিবন্ধ নিয়ে সম্পাদনা (মূলত ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ) করি, তবে আমি অন্যান্য বিষয়ের নিবন্ধেরও বাংলায় অনুবাদ করেছি।
ঐ শহরের বাসিন্দা না হলেও আমি সাম্প্রতিককালে কলকাতা নিয়ে বিভিন্ন উইকিমিডিয়া প্রজেক্টে সম্পাদনা করেছি। ২০২০ সাল পর্যন্ত আমি ইংরেজি উইকিপিডিয়ায় মহাকাশ-সঙ্ক্রান্ত নিবন্ধের সম্পাদনা করেছিলাম। পরবর্তীকালে (২০২০–২১) আমি বিভিন্নরকমের পুনর্নির্দেশ তৈরিতে মশগুল হয়ে পরেছিলাম, যার ফলে আমি এখনো পর্যন্ত ইংরেজি উইকিপিডিয়া সম্প্রদায়ের কাছে বিরাগভাজন হয়ে আছি। তাই আমি শপথ নিয়েছি, কোনো কারণ ছাড়া যেকোনো উইকিমিডিয়া প্রজেক্টে পুনর্নির্দেশ তৈরি করব না।
কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কসম্পাদনা
ভাষাসম্পাদনা
জাতিতে ভারতীয় বাঙালি হওয়ার জন্য আমার মাতৃভাষা অবশ্যই বাংলা, তবে ইংরেজি ভাষাতেও আমার যথেষ্ট দখল আছে। তাই ইংরেজি উইকিপিডিয়া বাদে ইংরেজি ও বাংলা ভাষার বিভিন্ন উইকিমিডিয়া প্রজেক্টে আমাকে পেতে পারেন। এছাড়া বহুভাষিক উইকিমিডিয়া কমন্স ও উইকিউপাত্তেও আমি অংশগ্রহণ করি। হিন্দি ভাষায় মধ্যম স্তরের জ্ঞান থাকায় আমি এখনো পর্যন্ত কোনো হিন্দিভাষী উইকিমিডিয়া প্রজেক্টে তেমন অবদান রাখিনি।
| ||