সভ্য
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ফেব্রুয়ারি ২০২৪) |
সভ্য (ইংরেজি: Fellow) বলতে কোনও শিক্ষায়তনিক বা জ্ঞানচর্চামূলক সমিতি, সভা বা সংস্থার একজন সদস্যকে বোঝায়। উচ্চতর গবেষণার জন্য কোনো ব্যক্তি বিশেষকে কোনো পদে নিযুক্ত করা যাতে তাকে বৃত্তি প্রদান করা হয়। [১] শিক্ষায়তনিক সমিতির সভ্যরা সাধারণত নিয়মিতভাবে আলোচনা করার জন্য একটি সম্মেলনে একত্রিত হন এবং সেখানে তাদের জ্ঞানের ক্ষেত্র বা সংশ্লিষ্ট পেশার বিভিন্ন দিক নিয়ে পরস্পরের সাথে আলোচনা করেন। অনেক সময় "সভ্য" পরিভাষাটি সমিতির "সাধারণ সদস্য" থেকে উচ্চতর "বিশিষ্ট সদস্য" অর্থে ব্যবহার করা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ merriam, webster। "Definition of Fellow"। www.merriam-webster.com/dictionary। সংগ্রহের তারিখ 22-02-2022। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)