বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন

সম্পাদনা

শুভেচ্ছা, উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আমার উত্তরটি দেখুন ও সে অনুযায়ী কাজটি করে নিন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিক অনুবাদ

সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। আমি এলোমেলোভাবে আপনার অনুবাদ করা কিছু নিবন্ধ পর্যালোচনা করলাম। যার সবকটির অনুবাদ আমার কাছে যান্ত্রিক অনুবাদ মনে হয়েছে। অনুগ্রহ করে আপনার পূর্বের নিবন্ধগুলোর অনুবাদ যাচাই করে সংশোধন করুন। অগ্রীম ধন্যবাদ। -- Yahya (আলাপ | অবদান) ১৭:৩৭, ৩০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে বার্তা দেওয়ার পরও আপনি যান্ত্রিক নিবন্ধ তৈরি অব্যাহত রেখেছেন। অনুগ্রহ করে নতুন নিবন্ধ তৈরি না করে পূর্বেরগুলো সংশোধন করুন। -- Yahya (আলাপ | অবদান) ১৮:১৮, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার বাতিল করা হয়েছে। সম্পাদনায় সক্রিয় থাকলেও ইচ্ছাকৃতভাবে বার্তা উপেক্ষা করা যাচ্ছেন। পরবর্তীতে পুরনো নিবন্ধ সংশোধন না করে নতুন যান্ত্রিক অনুবাদসহ নিবন্ধ তৈরি করলে আপনাকে সম্পাদনা থেকে বাধা দেওয়া হতে পারে। -- Yahya (আলাপ | অবদান) ২০:৩২, ১৫ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাইয়া, আগে ২০২৪ কোপা আমেরিকা, উয়েফা ইউরো ২০২৪, ২০২৪ ওএফসি নেশন্স কাপ, ২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ এর কাজ গুলো শেষ করে নিই। তারপরে পূর্বের যান্ত্রিক নিবন্ধগুলো সংশোধন করার চেষ্টা করবো। অনুরাগ (আলাপ) ০৭:১৯, ১৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@অনুরাগ, আপনি নতুন নিবন্ধ তৈরি অব্যাহত রেখেছেন! পুরনো নিবন্ধগুলোর যান্ত্রিক অনুবাদ কি সংশোধন করে ফেলেছেন? @Yahya ভাই, একটু দেখুন তো। Ahmed Reza Khan (আলাপ) ০৯:৫১, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan ভাই কিছু করছিলাম। চলমান চার টুর্নামেন্টের কারণে সময় পাইনা। ভাইয়া বাকি গুলো আমাকে নিবন্ধগুলোর আলোচনা পাতায় মেনশন করিয়েন। অনুরাগ (আলাপ) ১০:১৯, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
সময় সংশোধন করা চেষ্টা করবো। অনুরাগ (আলাপ) ১০:২২, ২৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

সম্পাদনা

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

২০২৫ এশিয়া কাপ

সম্পাদনা

২০২৫ এশিয়া কাপ নিবন্ধে একটু সংশোধন প্রয়োজন আপনি একটু সংশোধন করবেন। বিশেষ করে শিরোনামে দল ও যোগ্যাতা এটা একটু সংশোধন করবেন। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১২:১৯, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মালেক ভাইয়া আমি আপাতত ২০২৪ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজ এবং ২০২৪ ডুরান্ড কাপ নিয়ে ব্যস্ত আছি। সময় পেলে করে দেওয়ার চেষ্টা করবো। অনুরাগ (আলাপ) ১২:২৪, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@মোঃ মালেক ইসলাম করা হয়েছে। অনুরাগ (আলাপ) ০৬:১৪, ২৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

২০২৬ আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ

সম্পাদনা

২০২৬ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এই নিবন্ধনটি সংশোধন প্রয়োজন মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৩:৪৬, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

দুবাই ক্রিকেট কাউন্সিল গ্রাউন্ড নং ২ নিবন্ধটি সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অনুরাগ, আমি R1F4T। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৩১ আগস্ট, ২০২৪ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৯ দিন পূর্বে দুবাই ক্রিকেট কাউন্সিল গ্রাউন্ড নং ২ নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি আকারে অনেক ছোট
  2. নিবন্ধটিতে কোন উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত নেই
  3. নিবন্ধটি একটি অসম্পূর্ণ নিবন্ধ

আপনি যা করতে পারেন:

  1. নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
  2. নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। -- R1F4T (আলাপ · অবদান) ১৬:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র পেলে সংযোগ করে দিব। অনুরাগ (আলাপ) ১৬:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন