উইকিপিডিয়া এশীয় মাস হলো একটি বার্ষিক নিবন্ধ তৈরি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার উদ্দেশ্য বাংলা উইকিপিডিয়া সহ বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় এশিয়া সম্পর্কিত নিবন্ধ তৈরি করা এবং উইকিপিডিয়াতে সমতা আনা। ২০১৫ সাল থেকে, প্রতিটি অংশগ্রহনকারী স্থানীয় সম্প্রদায় প্রতি বছরের নভেম্বর মাস জুড়ে একটি অনলাইন এডিটাথন পরিচালনা করে, যা তাদের নিজস্ব দেশ ব্যতীত এশিয়া সম্পর্কিত নিবন্ধ তৈরি করে। তবে, ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল বাংলা উইকিপিডিয়ায় এই এডিটাথনের মূল উদ্দেশ্য। অংশগ্রহনকারী সম্প্রদায় কেবল এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। গত পাঁচ বছরে, ২,৯০০-এরও অধিক উইকিপিডিয়া সম্পাদক কর্তৃক ৬০ টিরও অধিক ভাষার উইকিপিডিয়া সংস্করণে প্রায় ৩৭,৫০০ এরও বেশি ভালো মানের নিবন্ধ তৈরি করেছে।