Sdmahfuz
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় Sdmahfuz! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৩:৫৯, ৩০ এপ্রিল ২০১৫ (ইউটিসি) |
আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়েখে ফুলবাড়ি রাহঃ
সম্পাদনাআল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী রাহমাতুল্লাহি আলাইহি ১৯১৫ সালে সিলেট জিলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা রেজওয়ানুদ্দীন চৌধুরী, মা খয়রুন্নেসা চৌধুরী ছবি বিবি। মোট ভাইবোন ছয় জনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ছয় বৎসর বয়সে মামার বাড়ি রণকেলী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। অতঃপর গোলাপগঞ্জ এম. সি. একাডেমীতে অষ্টম শেণী পর্যন্ত লেখাপড়া করেন। ১৩ বৎসর বয়সে ইলমে দ্বীন শিক্ষার গভীর আগ্রহ নিয়ে শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে চলে যান দারুল উলুম দেওবন্দে। শায়খুল ইসলাম মাদানী, আল্লামা ইদ্রিস কান্দালবি, আল্লামা এযায আলী, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহিম প্রমুখ মনীষীর শিষ্যত্ব লাভে ধন্য হন। দাওরায়ে হাদিস শেষ করে ইলমে তাফসির অধ্যয়নের জন্য চলে যান প্রখ্যাত মুফাসসির আল্লামা আহমদ আলী লাহুরী রাহ’র সান্নিধ্যে। ১৩৭৩ হিজরী ২৯ রমজান সকালবেলা শায়খুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তাঁকে তরীকতের খিলাফত প্রদান করেন। ১৯৫৮ ইং মুতাবিক ১৩৫৬ বাংলায় স্বীয় উস্তাদ ও মুর্শিদের নামে সিলেটের ঢাকাদক্ষিণে প্রতিষ্ঠা করেন দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা। ১৯৬৪ সাল মুতাবিক ১৩ই আশ্বিন ১৩৭০ বাংলায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রতিষ্ঠা করেন মল্লিকপুর দারুল উলুম মাদ্রাসা। তাছাড়া তাঁর সার্বিক তত্ত্বাবধানে দেশের আনাচে কানাচে তাঁর শাগরিদ ও মুরিদগণ গড়ে তুলেন অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৬ সালে দাওয়াতে দ্বীনের উদ্দেশ্যে এশিয়া ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ইন্তেকালের কিছুদিন আগে তাঁর বিশিষ্ট খলীফা মাওলানা আব্দুস সালাম শায়খে বাগরখলীকে একটি প্রতিষ্ঠান গড়ে তুলার নির্দেশ প্রদান করেন। ১৯৯১ সালে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জে প্রতিষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া মতিনিয়া মাদ্রাসা। ১৯শে ফেব্রুয়ারী ১৯৯০ ইং, রোজ সোমবার এই মনীষী দুনিয়া থেকে বিদায় নেন। ফুলবাড়ি বড় মোকামে তাঁর পূর্বপুরুষ হযরত মীর হাযারা রাহ. কবরস্থানে পাশে তাঁকে সমাহিত করা হয়। আল্লামা শায়খে ফুলবাড়ি রাহ. দাওয়াত ও তা’লিম এবং জিহাদ ও তাযকিয়ার ময়দানে মুসলিম উম্মাহর জন্য ইতিহাসের পাতায় একজন জীবন্ত দিকপাল হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। - সৈয়দ মাহমুদুল হাসান সহকারী সদস্য সচিব আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ী রাহ. ফাউন্ডেশন। --Sdmahfuz (আলাপ) ১৪:১০, ৩০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)