আমি মোঃ শাহাদাত হোসেন (রাফি)। পেশায় প্রকৌশলী। বাংলা উইকিপিডিয়ায় প্রযুক্তি বিষয়ক নিবন্ধের অপ্রতুলতা আমাকে বাংলা উইকির জন্য লিখতে অনুপ্রাণিত করেছে। প্রাথমিকভাবে ভেবেছিলাম আমার জ্ঞান সামান্য সুতরাং দুঃসাহস না করাই ভাল। পরবর্তীতে ভাবলাম কেউ একজন শুরু করে দিলে শেষ একদিন হবে। সুতরাং ভুল-ভ্রান্তি, দোষ-ক্রুটি সব কিছু সহই শুরু করে দিলাম।

স্ট্যাটাস, ২৮, মার্চ, ২০১৪: ইদানিং একটি ভাল অসুখ হয়েছে। বেশ কিছু নিবন্ধ শুরু করার পর আর শেষ করতে ইচ্ছে করছে না! একেতো সময় পাই না তার উপর নতুন ব্যারাম! অর্থাৎ কোন নিবন্ধ সম্পূর্ণ করতে পারছি না!

বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।

এই অবদানকারী একজন পুরুষ
এই ব্যবহারকারী একজন নিশাচর এবং কোনো ব্যতিক্রমতা ছাড়া রাতে তিনি উইকিতে থাকেন।
এই ব্যবহারকারী একজন প্রকৌশলী

এই ব্যবহারকারী পৃথিবী নামক গ্রহের বাসিন্দা।
এই ব্যবহারকারী জীবিত বা মৃত হতে পারে।
এই ব্যবহারকারী মরণশীল

এই ব্যবহারকারী কফি পান করতে পছন্দ করেন।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ান হয়ে গর্বিত।

এই ব্যবহারকারী ভূতের গল্প শুনতে ভালোবাসেন!
এই ব্যবহারকারী একজন মুভিখোর
এই ব্যবহারকারী ওয়েস্টার্ন চলচ্চিত্র দেখতে পছন্দ করেন।

এই ব্যবহারকারী কখনো ভুল করে না। কখনো ভুল ধরা পরলে বুঝতে হবে সেটা ইচ্ছাকৃত!
এই ব্যবহারকারী অত্যন্ত অলস। আপনি তার অসম্পূর্ণ কাজগুলো করে দিতে পারেন।
এই ব্যবহারকারী এখন ঘুমাচ্ছেন অথবা এই টেমপ্লেটটি ব্যবহারকারী পাতা থেকে বাদ দিতে ভুলে গেছেন।

এই ব্যবহারকারী ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করেন।
C++এই ব্যবহারকারী একজন সি++ প্রোগ্রামার।
Cএই ব্যবহারকারী একজন সি প্রোগ্রামার।

এই ব্যবহারকারী বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক।
এই ব্যবহারকারী এখন আপনার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন।

rafi