Engr.Rafi
২৬ আগস্ট ২০১৩ তারিখে যোগ দিয়েছেন
আমি মোঃ শাহাদাত হোসেন (রাফি)। পেশায় প্রকৌশলী। বাংলা উইকিপিডিয়ায় প্রযুক্তি বিষয়ক নিবন্ধের অপ্রতুলতা আমাকে বাংলা উইকির জন্য লিখতে অনুপ্রাণিত করেছে। প্রাথমিকভাবে ভেবেছিলাম আমার জ্ঞান সামান্য সুতরাং দুঃসাহস না করাই ভাল। পরবর্তীতে ভাবলাম কেউ একজন শুরু করে দিলে শেষ একদিন হবে। সুতরাং ভুল-ভ্রান্তি, দোষ-ক্রুটি সব কিছু সহই শুরু করে দিলাম।
স্ট্যাটাস, ২৮, মার্চ, ২০১৪: ইদানিং একটি ভাল অসুখ হয়েছে। বেশ কিছু নিবন্ধ শুরু করার পর আর শেষ করতে ইচ্ছে করছে না! একেতো সময় পাই না তার উপর নতুন ব্যারাম! অর্থাৎ কোন নিবন্ধ সম্পূর্ণ করতে পারছি না!
|