Mantra Clipart.svg

ইউটিসি তারিখ এবং সময়:
০৫:৪৭
ইউটিসি
রবিন সাহা সম্পর্কিত তথ্যাবলী
Klok.svgএই ব্যবহারকারী যেখানে থাকেন সেখানে এখন সময় ১১:৪৭ AM। (হালনাগাদ)
Office calendar-bn.svg এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ২ বছর ও ৩ দিন
Om symbol.svgএই ব্যবহারকারী একজন হিন্দু
O3m AryaSamaj.PNGএই ব্যবহারকারী একজন বৈদিক মতাদর্শী
Religious syms bw.svgএই ব্যবহারকারী উইকিপ্রকল্প ধর্মের সদস্য।
Wikipedia Patroller4.svgবাংলা উইকিপিডিয়ায় এই ব্যবহারকারীর পর্যবেক্ষক অধিকার রয়েছে। (যাচাই করুন)
The Thinker, Rodin.jpg
এই ব্যবহারকারী যুক্তিবাদে বিশ্বাসী।
Face-angel.svgএই ব্যবহারকারী নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেন। ভুল হলে তাকে জানাতে দ্বিধা করবেন না।
Lazy sleeping barnstar.svgএই ব্যবহারকারী অত্যন্ত অলস। আপনি তার অসম্পূর্ণ কাজগুলো করে দিতে পারেন।
Laptop z tacką.svgএই ব্যবহারকারী একটি ল্যাপটপ ব্যবহার করেন।
এই ব্যবহারকারী মুক্ত জ্ঞানে বিশ্বাসী

নমস্কার

আমি রবিন সাহা, উইকিপিডিয়াতে আছি ২ বছর ও ৩ দিন। সচরাচর আমি পঠন ও সম্পাদনা নীতি অনুসরণ করি। অর্থাৎ, আমার সম্পাদনাগুলো আমার বর্তমান পাঠের উপর হয়ে থাকে। যার জন্য পাঁচ লাইন লিখতে হলেও পাঁচ পৃষ্ঠা পড়তে হয়, ফলে সময়ও বেশি লাগে। এ কারণে অন্যান্যদের তুলনায় সম্পাদনার সংখ্যা পরিমানে কম। নিবন্ধ খুব একটা অনুবাদ করি না। সম্পাদনার সময় বাক্যগুলো নিজের মতো তৈরির চেষ্টা করি, যেটা অনুবাদ করা অপেক্ষা অধিকতর সহজ বোধ হয়। হিন্দুধর্ম নিয়েই আমার অধিক আগ্রহ। সাধারণত উইকিপ্রকল্প হিন্দুধর্মে অবদান রেখে থাকি। এছাড়া পদার্থবিজ্ঞানদর্শন নিয়েও আগ্রহ রয়েছে। আমার সম্পাদনায় যদি কোনো প্রকার ত্রুটি চোখে পড়ে, তবে আমার আলাপ পাতায় জানান। সম্পাদনায় ত্রুটি থাকা অসম্ভব কিছু না। যেভাবে লিখা হলে ত্রটিমুক্ত হবে তাও অবগত করুন। আলোচনা ও বিশ্লেষণ করে ঠিক করে দেওয়া হবে। অথবা কাজটি আপনি নিজেও করতে পারেন।

নিষ্কাম কর্মই মানব মুক্তির পথ। ফলাকাঙ্খা না করে নিঃস্বার্থভাবে মানবকল্যানে কাজ করাই মানুষের ধর্ম হোক।

আমার সম্প্রসারিত কাজ:সম্পাদনা