Office calendar-bn.svg এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৯ বছর, ৭ মাস ও ১৭ দিন

শেখ ফজলে শামস পরশ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনাসম্পাদনা

 

শেখ ফজলে শামস পরশ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শেখ ফজলে শামস পরশ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। নাবিল (✉) ১৩:০২, ৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)

পরিষ্কারকরণ ট্যাগ যুক্ত করার আগে নতুন নীতিমালা মাথায় রাখুনসম্পাদনা

হেমু নিবন্ধে পরিষ্কারকরণ ট্যাগ যুক্ত করেছে। টহল নীতিমালাতে বলা আছে "৪৮ ঘন্টার আগে পরিষ্কারকরণ ট্যাগ যুক্ত করা যাবে না এবং নিবন্ধ প্রণেতাকে এটার সমাধান ব্যাখা করতে হবে। নাইম বার্তা ০৯:০২, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)

জানলাম। এরপর থেকে খেয়াল রাখবো। ধন্যবাদ। --NahidHossain (আলাপ) ০৯:০৪, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)


আপনার তৈরি দারিয়া মসজিদ নিবন্ধটি গৃহীত হয়েছেসম্পাদনা

সুপ্রিয় NahidHossain,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি দারিয়া মসজিদ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - এফ আর শুভ (আলাপ), সোমবার ১১:৪০, ২৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/রমজানসম্পাদনা

শুভেচ্ছা নিবেন, এই রমজান মাসে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের জন্য উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/রমজান-এর আয়োজন করা হয়েছে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণের অনুরোধ রইল। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩০, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)

ধন্যবাদ ভাই আফতাবুজ্জামান, আমি বিষয়টা আগে কোন এক আলাপেও খেয়াল করেছি। অবশ্যই চেষ্টা করবো নিয়মিত অবদান এর পাশাপাশি এই এডিটাথনে সময় দেওয়ার জন্য। --NahidHossain (আলাপ) ০৩:৩৮, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)

ভাই চিত্র অনুবাদের জন্য কি এডোবি ফটোশপ ব্যবহার করেন?সম্পাদনা

ভাই আমি SVG ফাইলকে সম্পাদনা করে ইংরেজি থেকে বাংলা করতে চাই কি করব? নাইম (আলাপ) ০৭:০৩, ৪ মে ২০২০ (ইউটিসি)

Inkscape এর বেসিক ব্যবহার শিখে নিতে পারেন। আর আগে থেকে অ্যাডোব এর অন্য কোন প্রোগ্রাম যেমন ফটোশপ রপ্ত করা থাকলে ইলাস্ট্রেটর শেখা সহজ হবে। ইলাস্ট্রেটর কিন্তু ফ্রী না। Inkscape ফ্রি তেই পাওয়া যায়। NahidHossain (আলাপ) ০৭:৪০, ৪ মে ২০২০ (ইউটিসি)

ঈদ শুভেচ্ছাসম্পাদনা

  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় NahidHossain,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারকসম্পাদনা

প্রিয় নাহিদ ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:১৯, ২৪ মে ২০২০ (ইউটিসি)

আমার বাংলাদেশ পার্টি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনাসম্পাদনা

 

আমার বাংলাদেশ পার্টি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আমার বাংলাদেশ পার্টি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —ইয়াহিয়াবলুন... ০৬:৩৫, ২ জুন ২০২০ (ইউটিসি)