সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। এটি নওগাঁ জেলার সাপাহার থানার সাপাহার সদরে অবস্থিত।[১] এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে পরিচালিত।[২]
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় Sapahar Pilot High School | |
---|---|
![]() সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় | |
অবস্থান | |
![]() | |
প্রফেসর পাড়া, কলেজ রোড, সাপাহার, নওগাঁ | |
স্থানাঙ্ক | ২৫°০৭′২৪″ উত্তর ৮৮°৩৫′৩২″ পূর্ব / ২৫.১২৩৪° উত্তর ৮৮.৫৯২৩° পূর্ব |
তথ্য | |
ধরন | আধা সরকারী |
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
বিদ্যালয় জেলা | নওগাঁ |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
বিদ্যালয় কোড | ১২৩৭৫০ |
ইআইআইএন | ১২৩৭৫০ |
সভাপতি | মোঃ আঃ বারী শাহ্ চৌধুরী (বাবু) |
প্রধান শিক্ষক | মোঃ সাজেদুল আলম |
শ্রেণী | ৬ষ্ঠ-১০ম |
লিঙ্গ | ছেলে-মেয়ে |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ৯৫০ জন |
ভাষা | বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | সকাল ৯ঃ০০টা-বিকাল ৪ঃ০০টা |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
রং | White and Navy Blue |
ওয়েবসাইট | http://www.sphs1962.edu.bd/ |
ইতিহাস সম্পাদনা
এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত।[৩] এটি সাপাহার এর প্রধান মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিবেচিত হয়। বিদ্যালয়টি ২০১২ সালে তাদের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করে। বিদ্যালয়টির EIIN No. ১২৩৭৫০।
একাডেমিক কার্যক্রম সম্পাদনা
বিধ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সহঃশিক্ষা কার্যক্রম চালু আছে। বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও কারিগরি শাখা চালু আছে। বালাক ও বালিকা পৃথক শাখার ব্যবস্থা আছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পড়ালেখার জন্য সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। শিক্ষর্থীদের জন্য সহঃশিক্ষা কার্যক্রম এর ব্যবস্থা আছে, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেটিং ক্লাব বিশেষ ভাবে সক্রিয়।[৪]
সাফল্য সম্পাদনা
বিদ্যালয়টি বরাবরই সফলতার সাথে প্রতি বছর জেলার অন্যান্য বিদ্যালয় এর সাথে প্রতিযোগিতামূলক ফলাফল করে থাকে। জেএসসি ২০১৯ এ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক, ৭৭ জন জিপিএ-৫ অর্জন করে। জেএসসি ২০১৯ এ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ৩৩ জন বৃত্তি লাভ করে। এসএসসি ২০২০ এ উপজেলায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকার সহ ১০৬ জন জিপিএ-৫ অর্জন করে যেখানে নম্বরের ভিত্তিতে জেলায় প্রথম স্থান অর্জন করে। এসএসসি ২০২০ এর ফলাফলের ভিত্তিতে উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ১৫ জন এর বৃত্তি লাভ করে।
চিত্রশালা সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Institute Basic Info"। Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
- ↑ "ইএসআইএফ"। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। রাজশাহী শিক্ষা বোর্ড। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৩।
- ↑ Rahman, Md. Mukhlesur (২০১২)। "Sapahar Upazila"। Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ স্কুলের বাৎসরিক প্রকাশনা
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |