ব্যবহারকারী আলাপ:NahidHossain/২০১০-২০১৯

যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১১, ১৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, NahidHossain। উইকিপিডিয়া:মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১০:১২, ১৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১২, ১৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভালো লিখছেন সম্পাদনা

নাহিদ ভাই আপনি নতুন হিসেবে যথেষ্ট ভালো করছেন। তবে কোন নিবন্ধ লিখার সময় তথসুত্র অবশ্যই সাথে সাথেই দিয়ে দিবেন। আর নিবন্ধগুলো একটু বড় করার চেষ্টা করুন। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৬:৩৪, ১৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ মাসুম-আল-হাসান রকি ভাই আপনাকে। আমি অনেক আগে প্রায় ২০১০ সালে একাউন্ট খুললেও চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম, এবং হাল ছেড়ে দিয়েছিলাম। তখন আর এখনকার মত এত রিসোর্স ছিলো না। আপনার সাহায্য না পেলে হয়তো আর নতুন করে শুরু করতে পারতাম না। আমি এখনো শিখছি এবং চেষ্টা করছি প্রতিদিন ই কিছু না কিছু অবদান করার। প্রতিদিন ই আর্টিকেল গুলা আগের চাইতে ভালো হচ্ছে এবং নতুন কোন অপশন এর সাথে পরিচিত হতে পারছি।
আগে রেফারেন্স এর ব্যাবহার জানতাম না। এখন বুঝতে পারছি এবং আগের তৈরি আর্টিকেল গুলাতেও যোগ করেছি। ধীরে ধীরে সংখ্যা কমিয়ে দিয়ে মান এর দিকে নজর দিচ্ছি। সর্বোপরি সবাইকে কাজ করতে দেখে খুব ই উৎসাহ বোধ করছি। ধন্যবাদ।
Nahid.rajbd (আলাপ) ০৬:০৩, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপানর কার্যক্রম দেখে খুবই ভালো লাগছে। শুভকামনা আপনার জন্য। আরও এগিয়ে যান, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৬:৫৪, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র বিষয়ক সম্পাদনা

প্রিয় নাহিদ ভাই, আপনার সাম্প্রতিক সময়ের সম্পাদনা খুব ভালো হচ্ছে। তবে আপনার তথ্যসূত্রের স্টাইলটা ঠিকমত হচ্ছে না। এই জন্য আপনি (http://tools.wmflabs.org/makeref/?) অথবা (https://tools.wmflabs.org/refill/index.php) এই টুলটি ব্যবহার করে দেখতে পারেন।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৫:২৭, ৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অফলাইন/রাজশাহী/১১ ডিসেম্বর ২০১৫, a page you substantially contributed to, has been nominated for deletion. Your opinions on the matter are welcome; please participate in the discussion by adding your comments at Wikipedia:Miscellany for deletion/উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অফলাইন/রাজশাহী/১১ ডিসেম্বর ২০১৫ and please be sure to sign your comments with four tildes (~~~~). You are free to edit the content of উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অফলাইন/রাজশাহী/১১ ডিসেম্বর ২০১৫ during the discussion but should not remove the miscellany for deletion template from the top of the page; such a removal will not end the deletion discussion. Thank you. Nahid Hossain ১৬:৫৭, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

প্রাণিবিজ্ঞান সম্পাদনা

নাহিদ ভাই, উইকিতে আপনার অবদানের জন্য অভিনন্দন। প্রাণিবিজ্ঞান নিবন্ধটি দেখুন, সমস্যা থাকলে জানাবেন। না থাকলে উন্নয়ন করার অনুরোধ করছি। ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ১২:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের মতামত দেখে প্রথমে অবশ্য একটু হাতাশ ই হয়েছিলাম। পরে খুব খুশি হয়েছি। আমি প্রাণিবিজ্ঞান বিষয় থেকে অনার্স শেষ করেছি এবং আমি একটা টিম তৈরি করার চেষ্টায় আছি। নিজেও প্রাণিবিজ্ঞান বিষয়ক আর্টিকেল গুলো যোগ করছি, উন্নয়ন করছি। এই প্রাণিবিজ্ঞান পাতাটির ব্যপক পরিবর্তন প্রয়োজন এবং খুব শিঘ্রয় ই এ ব্যাপারে সম্মিলিত একটা কার্যক্রম চালাবো। Nahid Hossain ১৪:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আপনাকেও ধন্যবাদ। আশা করছি উইকিতে আপনার অবদান অব্যাহত থাকবে। লক্ষ্য করলাম আরও একটি অপসারণ প্রস্তাবনা এনেছেন। পাটি এবং শীতল পাটি দুটি একই জিনিস কিন্তু অবশই আলাদা শীতল পাটি পাটির অংশ কিন্তু শীতল পাটি একটি বিখ্যাত পাটি। এর জন্য আলাদা নিবন্ধ হতে পারে। যেমন: বাংলাদেশের নিবন্ধ থাকলে রাজশাহীর নিবন্ধ থাকবে না এরমক তো নয়। আপনি ট্যাগ লাগালেও দুটি নিবন্ধ একত্রীত করার জন্য একত্রীকরণ ট্যাগ লাগাতে পারেন। অপসারণ নয়। প্রথমেই অপসারণ চিন্তা না করে অন্যভাবে সমাধানের চেষ্ঠা করা উচিত। ধন্যবাদ। --কায়সার আহমাদ (আলাপ) ১৬:১১, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আমার পাতায় নজর রাখার জন্য। শীতল পাটি এবং পাটি নিবন্ধের তথ্য সমূহ এর বিষয় ও একই তাই ভাবলাম অসম্পূর্ন এবং ছোট নামের এই নিবন্ধটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দুইটি পাতা বর্তমান থাকলে তাকে একত্রিত করার ট্যাগ দেয় কিভাবে বুঝতে পারছি না। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ? Nahid Hossain ১৬:১৬, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

অভয়পদ মুখোপাধ্যায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

অভয়পদ মুখোপাধ্যায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অভয়পদ মুখোপাধ্যায় পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৩৮, ১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

একাইনোডার্মাটা সম্পাদনা

নাহিদ ভাই, প্রথমত সুন্দর সুন্দর নিবন্ধের জন্য অনেক ধন্যবাদ। একাইনোডার্মাটা নিয়ে একটা প্রস্তাব ছিল। মূল নামের মানে অনুযায়ী স্কুলের বেশ কিছু বইতে একাইনোডার্মাটার অনুবাদ করা আছে কন্টকত্বকী। ঐ শিরোনামে নিবন্ধটা স্থানান্তর করে দিলে কেমন হয়? একাইনোডার্মাটা নামে পুনর্নির্দেশনা আপনা আপনিই তৈরি হয়ে যাবে, তাই খুঁজতে অসুবিধেও হবে না। শুভেচ্ছা জানবেন।--ব্যা করণ (আলাপ) ০২:৪১, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অনেক ধন্যবাদ আমার মত একজন নতুন উইকিপিডিয়ানকে এভাবে মূল্যয়ন করার জন্য। আমি আপনাদের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে বেশ অনেক কিছুই শিখছি। এর জন্য সবার সম্মিলিত আন্তরিকতা বিশেষ করে সিনিয়র উইকিপিডিয়ানদের আন্তরিক এবং নিঃসংকোচ সহযোগিতা এবং মন্তব্য উল্লেখযোগ্য।
আসি নিবন্ধ একাইনোডার্মাটা এ, আমার জানা মতে এককোষী প্রাণী থেকে ধাপে ধাপে ছিদ্রাল প্রাণী, একনালীদেহী প্রাণী, কৃমি জাতীয় প্রাণী, অঙ্গুরীমাল, সন্ধিপদ, কম্বোজ ও কন্টকত্বকী প্রাণীদের আবির্ভাব ঘটে। এই লাইন টা বলার কারন হলো এদের প্রত্যেকটাই প্রাণিজগতের পর্ব এর সাধারন নাম। এগুলা সবই শুদ্ধ বাংলায় অনুবাদ করা নাম যা কিঞ্চিত দূর্বোধ্য এবং খুব ই স্বল্প পরিসরে এধরনের নাম ব্যাবহার করা হয়। আমার মনে হয় মূল আর্টিকেল এ সাধারন নাম বা অন্য নাম হিসেবে এসব নাম অন্তর্ভূক্ত করা যেতে পারে। কিন্তু মূল শিরোনামে এরকম কঠিন এবং দূর্বোধ্য নাম কতটা যুক্তিযুক্ত হবে সে ব্যাপারে আমি বেশ সন্দিহান। আপনার কি মনে হয়?--Nahid Hossain (আলাপ) ০৩:০৩, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
প্রথমত আপনাদের আলোচনায় ঢুকে পড়ার জন্য দুঃখিত। কিন্তু না বলে থাকতে পারলাম না। আমার মনে হয় নিবন্ধের শিরোনাম যেটা আছে সেটাই থাক। কেননা ইংরেজি নামটাই বেশি ব্যবহার করা হয়। ধন্যবাদ --কায়সার আহমাদ (আলাপ) ০৩:২০, ২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে তাহলে ইংরেজি নামটাই থাকুক...কন্টকত্বকী তে বরং পুনর্নির্দেশ দিয়ে দেওয়া হোক?--ব্যা করণ (আলাপ) ০৫:৫২, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
পুনর্নির্দেশ করা যেতে পারে। আপনি কন্টকত্বকী নাম টা পুনর্নির্দেশ করে দেন। আমি প্রক্রিয়া টা জানিনা।--Nahid Hossain (আলাপ) ০৮:৩৬, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
নাক গলিয়ে করে দিয়েছি :) --যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১৯, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ব্যা করণ ভাই এবং আমার পক্ষ থেকে ১ মেগাবাইট এর মিষ্টি দিলাম। ধন্যবাদ!--Nahid Hossain (আলাপ) ০৯:৩২, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
উপরোক্ত প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। :D --ব্যা করণ (আলাপ) ১৩:০৩, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অসাধারণ নবাগত পদক সম্পাদনা

  অসাধারণ নবাগত পদক
আপনি নতুন হিসাবে আপনার ব্যতিক্রমধর্মী নিবন্ধ তৈরি, অনুবাদশৈলী, ব্যতিক্রমী উদ্যম, সাহসিকতা এবং অফলাইনে ব্যাপক সক্রিয়তা প্রদর্শনের জন্য আমি ব্যাক্তিগতভাবে এই পদক প্রদান করছি। আপনার উইকি সম্পাদনা শুভ হোক! --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৭:০১, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ছবি অপসারন প্রস্তাবনা সম্পাদনা

চিত্র:Adobe-Photoshop-CS6.jpg ফাইলের উৎস সমস্যা সম্পাদনা

 

চিত্র:Adobe-Photoshop-CS6.jpg আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ১৪:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ছবিটি এডবি ফটোশপ সফ্টওয়্যার এর স্ক্রিনশট। আপনি কি এর উৎস নির্দেশ এর ব্যাপারে সাহায্য করতে পারবেন? অগ্রিম ধন্যবাদ। --Nahid Hossain (আলাপ) ১৪:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

 

হ্যালো Nahid.rajbd, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  তথ্যসূত্র পদক
তথ্যসূত্র পদক নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ০৮:৩৫, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ঠাণ্ডা পানি সম্পাদনা

  আপনার জন্য এক গ্লাস ঠাণ্ডা পানি
উত্তরবঙ্গের মানুষ আপনি। সবাইকে ঠাণ্ডা পানি দিচ্ছেন, কিন্তু আপনাকে এখনও কেউ দিলো না। তাই আমার পক্ষ থেকে.. — তানভির০৯:৪১, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জলগাঁও সম্পাদনা

নাহিদ ভাই!!!

আপনি জলগাঁও নিবন্ধটি সংক্ষিপ্ত ও একইনামে (জলগাঁও জেলা) আরও একটি পাতা আছে বলে তা অপসারণে প্রস্তাব উত্থাপন করেছেন। প্রথম সমস্যা সংক্ষিপ্ততা যথাসাধ্য দূর করা হয়েছে এবং দ্বিতীয় সমস্যা একই রকম পাতার তাহলে আমি বলবো যে: একটি নিবন্ধ জলগাঁও জেলা সম্বন্ধিত আর একটি জলগাঁও শহর সম্পর্কিত। এর পরও যদি আপনি পাতাদুটি অপসরণ যোগ্য মনে করেন তাহলে নিঃসন্দেহে আপনিতা করতে পারেন কিন্তু এটা করার পর যশোরযশোর জেলা, মালদামালদা জেলা, দার্জিলিংদার্জিলিং জেলা ইত্যাদি এইরকম হাজারো নিবন্ধ অপসরণেরর জন্যে নিবন্ধ অপসরণ অভিযান শুরুও করতে পারেন।


                                              ধন্যবাদ পরমাণু   আলাপ ০৬:২৭, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আজিজ, নিবন্ধ অপসারন প্রস্তাবনা আলোচনায় অংশ নেওয়ার জন্য। নিবন্ধ অপসারন এবং নিবন্ধ অপসারন প্রস্তাবনা এক জিনিস নয়। জলগাঁও জেলার নিবন্ধটিতেই বোঝার মতো তেমন কোন তথ্য যুক্ত করা হয়নি। এরপরে জলগাঁও সম্পর্কে আলাদা একটি খালি নিবন্ধ এর উল্লেখযোগ্যতা বোঝাতে তেমন একটা সক্ষম ছিলোনা তাই আমি নিয়ম মেনে প্রস্তাবনা রেখেছি। আলাদা আলাদা নিবন্ধ সাধারনত সমৃদ্ধ কোন নগরীর ক্ষেত্রেই হয়ে থাকে। জেলা হলেই যে আলাদা নিবন্ধ হবে এরকম কোন বিষয় নাই। আপনি যদি নিবন্ধের মানোন্নয়ন করতে পারেন এবং জলগাঁও জেলা উল্লেখযোগ্য কোন নগরী হিসেবে স্থান পায় তবে এই নিবন্ধ থাকতেই পারে। ব্যক্তিগতভাবে আমার কোন আপত্তি নাই। --Nahid Hossain (আলাপ) ০৭:২০, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন সম্পাদনা

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০৪, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ মহীন (আলাপ) ১০:২৩, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পাতা একীকরণ প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় নাহিদ ভাই, আপনি মহাশোল পাতার সাথে সোনালী মহাশোল পাতার একীকরণ করার ট্যাগ লাগিয়েছিলেন। মহাশোলকে গণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর সোনালী মহাশোল প্রজাতির নাম। ফলে দুটি আলাদা নিবন্ধ রাখাই উইকিপডিয়ার নিবন্ধ রাখার রীতি। আপনি যদি মহাশোলের ইংরেজি নিবন্ধটি দেখেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন।--সাদি (আলাপ) ১৮:১২, ১২ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

রাগিব হাসান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

রাগিব হাসান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রাগিব হাসান পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। --জয়ন্ত (আলাপ - অবদান) ০৬:৩৬, ১৯ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তৈরির একটি নির্দিষ্ট সময় পর ট্যাগ যুক্তকরণ সম্পাদনা

বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে গুলাম আলী নিবন্ধটি আটকে যায়। কিন্তু নিবন্ধ সৃষ্টির ১০মিনিটের মধ্যে টুইংকল টুলে অপসারণ প্রস্তাবনা আনেন যা বেশ অনাকাঙ্খিত। পুরনো ব্যবহারকারী হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে, নিবন্ধ প্রণেতা বাংলা উইকিতে নিয়মিত; যা পরবর্তীতে ইনতেখাব ভাই পুনর্বহাল (রোলব্যাক) করেছেন। অনুগ্রহপূর্বক টুইংকল ব্যবহারে সচেতন হউন এবং আলোচনা সভায় নির্দিষ্ট সময় পর ট্যাগ যুক্তকরণ বিষয়ে আপনার মতামত ব্যক্ত করে অগ্রসর হবেন। - Suvray (আলাপ) ১১:২৪, ২৫ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জিয়াউল হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

জিয়াউল হক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/জিয়াউল হক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ মহীন (আলাপ) ০৮:৫১, ২ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

হযরত সদা বাবা (রঃ) এর মাজার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

হযরত সদা বাবা (রঃ) এর মাজার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হযরত সদা বাবা (রঃ) এর মাজার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:১৯, ১৩ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

কাজ চলছে! সম্পাদনা

আপনার তৈরি নিবন্ধসমূহে যদি কাজ শেষ হয়ে থাকে, তাহলে অনুগ্রহপূর্বক দীর্ঘ দিন যাবৎ লাগিয়ে রাখা {{tl|কাজ চলছে}} টেমপ্লেটটি সরিয়ে ফেলুন। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ০৭:০৬, ১৩ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

firti message! সম্পাদনা

Apni amake usoo sompadona somporke kisu tips diesilen. Kinto ami wikipedia te noton tai ami ta pari nai. Apni jodi amar profile ta banie den khushi hobo jodio matro doita logo ek vai banie diesen. Ekhon apni jodi ekto banie den khushi hobo. Shudu box akare dilei hobe jemon ei baboharkari ekjon binoe muslim etc. Jajaka allah. Mohammad Elias Hosaen. (আলাপ) ০১:০৯, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  পরিশ্রমী পদক
সম্প্রদায়ের প্রতি সেবামূলক মানসিকতা আপানার উত্তরোত্তর আরও বৃদ্ধি পাক এই কামনায়... মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৪:২৯, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী:ইউনিয়ন প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় নাহিদ ভাই,

শুভ সকাল। প্রথমেই বলে নেই, নাহিদ নামটি আমার ভালো লাগে। উইকিতেই দুইজন সক্রিয় নাহিদ আছে, ব্যক্তিগত জীবনেও নাহিদ নামে আমার তিনজন বন্ধু আছে। :D

যাই হোক ভাই, আপনি সম্প্রতি বিভিন্ন ইউনিয়নের পাতায় বিষয়শ্রেণী:ইউনিয়ন যোগ করেছেন, যা ইতিমধ্যেই বিষয়শ্রেণী:বাংলাদেশের ইউনিয়ন দ্বারা যুক্ত আছে, ফলে নতুন করে আর বিষয়শ্রেণী:ইউনিয়ন যুক্ত করার প্রয়োজন পড়ে না। আশা করি, ব্যাপারটি ধরতে পেরেছেন। আর বিষয়শ্রেণীর ক্ষেত্রে ইংরেজি নিবন্ধ অনুসরণ করা উত্তম।

ধন্যবাদ, ভালো থাকবেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:৩৭, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

শুভ সকাল মেরাজ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ইউনিয়ন বিষয়শ্রেনীতে আগে থেকেই কিছু ইউনিয়ন এর নাম দেখতে পাচ্ছিলাম। তাই আরো কিছু ইউনিয়ন ওটাতে যোগ করেছি। বিষয় টা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তাহলে ইউনিয়ন ক্যাটাগরিটাতে কিছু কাজ করা লাগবে যাতে সব ইউনিয়ন নিবন্ধ ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিতে ভাগ করা থাকে। আচ্ছা উপজেলা ওয়াইজ ক্যাটাগরি করলে কেমন হয়? যেমন অমুক উপজেলার ইউনিয়ন। সেটা আবার প্রধান ক্যাটাগরির আন্ডারে থাকবে? --Nahid Hossain (আলাপ) ০৪:৫২, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ভাই, কথায় ঢুকে পরার জন্য দুঃখিত।
...উপজেলার ইউনিয়ন > ...জেলার ইউনিয়ন > বাংলাদেশের ইউনিয়ন এভাবে যুক্ত করলে ভাল হয়। _কায়সার আহমাদ (আলাপ) ০৫:০৪, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
এটাও অনেক ভালো আইডিয়া। এটা করা যায়। --Nahid Hossain (আলাপ) ০৫:১৫, ১৬ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ কথা সম্পাদনা

ভাই আমি wikipedia তে আপনার মত প্রোফাইল কিভাবে তৈরি করব? যেমন এই ব্যবহারকারি একজন পুরুষ যদি বলতেন খুশি হতাম। Mohammad Elias Hosaen. (আলাপ) ১৭:১৬, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনি আমার পাতায় গিয়ে সম্পাদনা বাটনে ক্লিক করলেই সব কোড দেখতে পারবেন। কপি করে আপনার প্রোফাইলে পোষ্ট করে দিলেই এরকম ই আসবে হুবহু। এরপর আমার নামের জায়গাতে আপনার নাম বা লিখা বসিয়ে দিলেই হয়ে গেলো ব্যাস। --Nahid Hossain (আলাপ) ১৭:১৮, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G12 of the criteria for speedy deletion, because the article or image appears to be a clear copyright infringement. This article or image appears to be a direct copy from URL. For legal reasons, we cannot accept copyrighted text or images borrowed from other web sites or printed material, and as a consequence, your addition will most likely be deleted. You may use external websites as a source of information, but not as a source of sentences. This part is crucial: say it in your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing.

If the external website or image belongs to you, and you want to allow Wikipedia to use the text or image — which means allowing other people to modify it — then you must verify that externally by one of the processes explained at Wikipedia:Donating copyrighted materials. If you are not the owner of the external website or image but have permission from that owner, see Wikipedia:Requesting copyright permission. You might want to look at Wikipedia's policies and guidelines for more details, or ask a question here.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ~ মহীন (আলাপ) ২২:০৮, ১৭ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সাগর দিঘী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

সাগর দিঘী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সাগর দিঘী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ মহীন (আলাপ) ০৭:০১, ২৯ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ২১:৩৭, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পাঞ্জাব এডিটাথন পদক সম্পাদনা

  নিরলস অবদানের জন্য পদক
উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত বহুভাষী পাঞ্জাব এডিটাথনে শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হলো। মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৭:৩৬, ১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
উইকিপিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য আমি সম্পাদকের পদক দিলাম... শাহাদাত সায়েম (আলাপ) ০৫:৫৯, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Intakhab (আলাপ) ২০:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত সম্পাদনা

অভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ শঙ্খনিধি হাউজ গৃহীত হয়েছে। --Nahid Hossain (আলাপ) ২৩:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বিবি মরিয়মের সমাধি নিবন্ধটি পুনঃলিখন করা হয়েছে। সম্পাদনা

বিবি মরিয়মের সমাধি নিবন্ধটি পুনঃলিখন করা হয়েছে। পর্যালোচনা করে গৃহীত হলে জানাবেন ধন্যবাদ। -- Siplusinha (আলাপ) ১৮:৪৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


বিবি চম্পার সমাধি সম্পাদনা

@Nahid.rajbd:    i FIXED it. now 0% copy content  .THANKS.  --🙋 Muḥammad ☠চ্যাট💬অবদান© ১৪:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত সম্পাদনা

অভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ শাহ নেয়ামত উল্লাহ ওয়ালী মসজিদ   গৃহীত হয়েছে। -- Muḥammad (আলাপ) ১১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নমুনা (পরিসংখ্যান) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

নমুনা (পরিসংখ্যান) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নমুনা (পরিসংখ্যান) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। 🙋 Muḥammad ☠চ্যাট💬অবদান© ০৮:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পানাম সেতু নিবন্ধটি কিছুটা সম্প্রসারন করা হয়েছে। সম্পাদনা

পানাম সেতু নিবন্ধটি কিছুটা সম্প্রসারন করা হয়েছে। পর্যালোচনা করে গৃহীত হলে জানাবেন ধন্যবাদ।
--Siplusinha (আলাপ) ১৬:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পানাম সেতু নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

নাহিদ ভাই, আপনার পরামর্শ মোতাবেক পানাম সেতু নিবন্ধটি সম্প্রসারন করা হয়েছিল। আপনাকে অবহিত করা হয়েছিল, আপনি ধন্যবাদ সূচক বার্তা ও প্রদান করেছেন। কিন্তু প্রত্নতাত্তিক প্রতিযোগিতা লিস্ট থাকে সম্প্রসারন প্রয়োজন ট্যাগ টি সরিয়ে ফেলেণি কিংবা আরো সম্প্রসারন প্রয়োজন কিনা তা বলেন নি। দয়া করে কি করা উচিত তা জানান। --Siplusinha (আলাপ)

ধন্যবাদ। নিবন্ধটি সম্প্রসারন করার পরে এখন গৃহীত হয়েছে।--Nahid Hossain (আলাপ) ১০:৪৮, ৮ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  প্রশাসকের পদক
আপনাকে অভিনন্দন, নাহিদ ভাই। মাহফুজ (আলাপ) ১২:৪৩, ১২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত সম্পাদনা

  নিবন্ধ গৃহীত
অভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ বলিহার রাজবাড়ীশাহ নেয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি   গৃহীত হয়েছে। -মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৩:২৪, ১৩ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
সুপ্রিয় NahidHossain/২০১০-২০১৯!  

উইকিপিডিয়ায় আপনাকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো।-- শাহাদাত সায়েম (আলাপ) ১৪:৫৭, ২৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  সম্পাদকের পদক
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। আপনার মোট ৯টি নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি একটি টি-শার্ট পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। অনুগ্রহ করে, আপনার নাম, ইমেইল ঠিকানা, ফোন নাম্বার ও শীপিং ঠিকানাসহ আমাকে nahid wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৯, ৮ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, প্রয়োজনীয় তথ্য ইমেইল এ পাঠানো হয়েছে। --Nahid Hossain (আলাপ) ০৪:০৩, ৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ফয়জুল লতিফ চৌধুরী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ফয়জুল লতিফ চৌধুরী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ফয়জুল লতিফ চৌধুরী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৮:৩১, ৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এক কাপ চা! সম্পাদনা

  ভাই ইউটউব এ আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখছি

ধন্যবাদ আশিক (আলাপ) ০৯:০৪, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

মতামত সম্পাদনা

সুপ্রিয় Nahid.rajbd, উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/টেমপ্লেটের নাম, প্যারামিটার, ও অন্যান্য কারিগরী সেটিংসের বাংলাকরণ#টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে রাখা প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়েছে। আপনার যদি কোন আপত্তি থাকে, তাহলে জানান। --আফতাব (আলাপ) ১৬:৫৭, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

একটু জিজ্ঞাসা সম্পাদনা

নাহিদ ভাই, আশা করি ভালো আছেন। একজন উইকিপিডিয়ান কি কি নিবন্ধ তৈরি করেছে তা কি সে দেখতে পারে? উপায় যদি থাকে তাহলে তা কি একটু জানতে চাই। রাফি বিন তোফা (আলাপ) ১৬:৫৯, ১৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সকল সম্পাদনার পাশাপাশি নতুন শুরু করা নিবন্ধ সমূহ আপনি দেখতে পারবেন। এটা দেখার জন্য বেশ কিছু টুলস আছে। তবে এর জন্য আপনি আপাতত এই লিংক এ যেয়ে আপনার সম্পাদনা সমূহ দেখতে পারবেন। --Nahid Hossain (আলাপ) ১৭:০৪, ১৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পথনির্দেশ পদক সম্পাদনা

  পথনির্দেশ পদক
নতুন ব্যবহারকারীদের বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য, বিশেষ করে ইউটিউবে উইকিপিডিয়া গাইডলাইন মূলক টিউটোরিয়াল তৈরি করার জন্য আমর পক্ষ থেকে প্রিয় নাহিদ ভাইকে এই পদক প্রদান করলাম। --সাফি

Mmrsafy (আলাপ) ১৪:০৯, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দ্রুত অপসারণ ট্যাগ প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় নাহিদ ভাই, আশা করি ভালো আছেন। আপনি জানেন যে, একটি নিবন্ধ প্রতিযোগিতা চলছে। যেখানে প্রচুর নতুন উইকিপিডিয়ান এসে প্রথমবারের মত বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করছেন। তাদের অনেকেই (প্রায় সবাই) উইকির নীতিমালা সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাই আপনার প্রতি অনুরোধ যে, ছোট নিবন্ধগুলো তৈরির সাথে সাথে যেন দ্রুত অপসারণ ট্যাগ লাগানো না হয়, এসব ক্ষেত্রে আপনি {{ছোট নিবন্ধ}} লাগাতে পারেন। আপনি কষ্ট করে যেন অন্ততপক্ষে ৭ দিন সময় দিন, নিবন্ধের মান উন্নয়নের জন্য। এই সময়ের মধ্যে এসব নিবন্ধের মান উন্নয়ন না হলে তা মুছে ফেলা যাবে।

মোদ্দা কথা হলো, নতুন সম্পাদকগণ যাতে উইকিতে এসে সহজে মানিয়ে নিতে পারে এবং ভয় না পেয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:৪৩, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি ভালো আছি। ধন্যবাদ বিষয়টি ধরিয়ে দেওয়া জন্য। সামনে আরো সতর্ক হবো। --Nahid Hossain (আলাপ) ১১:৫৩, ৩ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Nahid.rajbd,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১১:৩৭, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

বিষয়শ্রেণী সম্পাদনা

সুপ্রিয় নাহিদ, একটি বিভাগে প্রচুর কলেজ এবং বিদ্যালয় আছে। সেজন্য বিভাগ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। যেমন রাজশাহী বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের উপশ্রেনী হচ্ছে রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠান, নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। আবার রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠানের উপশ্রেনী হচ্ছে রাজশাহী জেলার কলেজ, রাজশাহী জেলার বিদ্যালয়।

সেক্ষেত্রে রাজশাহী কলেজের বিষয়শ্রেণী হবে রাজশাহী জেলার কলেজ। এই একই নিবন্ধে যদি রাজশাহী বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান যোগ করা হয় তবে বিষয়শ্রেণী বিন্যাসের সৌন্দর্যটাই নষ্ট হয়। আশাকরি এব্যাপারের একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। Ferdous (আলাপ)

@Ferdous:বিষয়টি অবহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন একজন উইকিপিডিয়ানকে সাধারন বিষয়াবলি দেখানোর সময়ে এই বিষয়শ্রেণী টি দেখাচ্ছিলাম। বিষয়টি যোগ না করলে হয়তো জানতে পারতাম না। আপনাকে আবারো ধন্যবাদ। --নাহিদ হোসেন (আলাপ) ১২:৩১, ৭ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Bhubaneswar Heritage Edit-a-thon starts with great enthusiasm সম্পাদনা

 

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has started with great enthusiasm and will continue till 10 November 2017. Please create/expand articles, or create/improve Wikidata items. You can see some suggestions here. Please report you contribution here.

If you are an experienced Wikimedian, and want to lead this initiative, become an ambassador and help to make the event a bigger success.

Thanks and all the best. -- Titodutta using MediaWiki message delivery (আলাপ) ১৮:০৫, ১৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.

Bhubaneswar Heritage Edit-a-thon Update সম্পাদনা

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has ended on 20th November 2017, 25 Wikipedians from more than 15 languages have created around 180 articles during this edit-a-thon. Make sure you have reported your contribution on this page. Once you're done with it, Please put a  Y mark next to your username in the list by 10th December 2017. We will announce the winners of this edit-a-thon after this process.-- Sailesh Patnaik using MediaWiki message delivery (আলাপ) ১৭:৩০, ৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.উত্তর দিন

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারীকে বার্তা প্রদান সম্পাদনা

নাহিদ ভাই, কোন ব্যবহারকারীর নিবন্ধ গৃহীত হলে উক্ত ব্যবহারকারীকে বার্তা প্রদান করে দয়া করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আরও একটি বিষয়, ভারতে বাল্যবিবাহ নিবন্ধটি যদিও আপনি গৃহীত হিসেবে মার্ক করেছেন কিন্তু আদতে নিবন্ধে আপনি কোন সম্পাদনা বা সংশোধনই করেন নি যদিও নিবন্ধটির অনেক সংশোধন প্রয়োজন (যেমন, অনুচ্ছেদ ঠিক করা, উইকিফাই ইত্যাদি)। বাক্যও কিছু কিছু স্থানে বিশ্বকোষীয় হয়নি, যেমন ভূমিকার দ্বিতীয় অনেচ্ছেদের প্রথম লাইন, “ভারতে শিশু বিয়ের বহুল প্রভাব। শিশু বিয়ের বহর এমন যে, গণনা করার মধ্যে ফারাক পড়ে যায়।” এটা কখনোই একটি বিশ্বকোষীয় নিবন্ধের ভাষা হতে পারে না। দয়া করে পর্যালোচনার সময় যতটা সম্ভব সংশোধন করে দেবন, কারণ জানেনই তো পরে আর কেউ এটাতে হাত দেওয়ার সম্ভাবনা কম। যদি অনেক বেশি সংশোধনের প্রয়োজন পরে সেক্ষেত্রে, নির্দিষ্ট করে ব্যবহারকারীকে বার্তা দিয়ে সংশোধনের জন্য বলবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ওহ হো! খেয়াল করা হয়নি প্রথমবার। এর পরে বেশ কয়েকটা নিবন্ধ পড়ে রেখে দিয়েছি। খুব বেশি রিভিউ এর প্রয়োজন ছিলো বলে। দেখি, সময় করে একটা একটা করে নিবন্ধ পর্যালোচনা করবো এখন থেকে। ধন্যবাদ।--নাহিদ হোসেন (আলাপ) ১৯:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় Nahid.rajbd,

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক! সম্পাদনা

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮তে সঠিক স্থানে বিষয়শ্রেণী যোগ সম্পাদনা

ধন্যবাদ নাহিদ, উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮তে সাহায্য করার জন্য। বিষয়শ্রেণী যোগে একটু সংশোধনের দরকার।


  1. নিবন্ধের আলাপ পাতায় টেমপ্লেট {{মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮}} যোগ করতে হবে।
  2. নিবন্ধের মূল পাতায় বিষয়শ্রেণী:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ প্রকল্পাধীন নিবন্ধ যোগ করতে হবে।
  3. নিবন্ধের মূল পাতায় বিষয়শ্রেণী:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ অনলাইন এডিটাথনে তৈরিকৃত ও সম্প্রসারিত নিবন্ধ যোগ করার দরকার নেই
  4. এটি নিবন্ধের আলাপ পাতায় টেমপ্লেট {{মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮}} যুক্ত করলেই আপনাআপনি নিবন্ধের আলাপ পাতায় বিষয়শ্রেণী:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ অনলাইন এডিটাথনে তৈরিকৃত ও সম্প্রসারিত নিবন্ধ যুক্ত করবে।

সুমিতা রায় দত্ত ০৬:১৫, ৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

আপনাকেও ধন্যবাদ এরকম একটা বিষয় নিয়ে অভিযান শুরু করার জন্যে। আশা করছি আমিও কিছু নিবন্ধে অবদান রাখতে পারবো। --নাহিদ হোসেন (আলাপ) ০৬:৫১, ৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
অবশ্যই আশা করছি তোমার থেকে নিবন্ধ। নিবন্ধ সম্প্রসারণ কমপক্ষে ৯০০০ বাইট/৩০০ শব্দ অথবা নিবন্ধ তৈরি করে কমপক্ষে ৯০০০ বাইট/৩০০ শব্দ হলে উপরোক্ত টেমপ্লেট ও বিষয়শ্রেণী যোগ হবে তার আগে নয়। যেমন রজঃস্রাব নিবন্ধটি এইসময়।

সুমিতা রায় দত্ত ১২:২৮, ৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

বড়গাছি উচ্চ বিদ্যালয় নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

বড়গাছি উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:২৪, ১৪ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জনাব বা মিসেস সম্পাদনা

নাহিদ ভাই, নামের আগে শুধুমাত্র বিশেষণ যুক্ত করে পুনর্নির্দেশ তৈরির প্রয়োজন নেই। সেটি তাহলে উইকিপিডিয়ার ব্যক্তি সম্পর্কিত সব নিবন্ধেই প্রযোজ্য সেক্ষেত্রে কারণ পুরুষ মাত্রই জনাব আর নারী মাত্রই মিসেস সুতরাং উইকিপিডিয়ার নামকরণের নীতিমালা অনুসারে বিশেষণ নামের আগে বা পরে ব্যবহার করা হয় না যেহেতু সেহেতু এগুলো দিয়ে পুনর্নির্দেশ তৈরিও অপ্রয়োজনীয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩৪, ২৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা। আমি তালিকা থেকে নিবন্ধ এর লিংক গুলা চেক করছিলাম। ওখান থেকেই এরকম পরিকল্পনা এসেছে। এরপর থেকে বিষয় টা ঠিক করে নিবো।--NahidHossain (আলাপ) ০৮:৪১, ২৯ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

গুলতেকিন খান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

গুলতেকিন খান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গুলতেকিন খান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২৬, ১৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ প্রস্তাবনা বাতিল সম্পাদনা

গহের আলী নিবন্ধ টি অপসারণ করার জন্য প্রস্তাব করা হয়েছে। বর্তমানে নিবন্ধ টি মতামত পর্যালোচনার জন্য অপেক্ষমাণ রয়েছে। তিনি বাংলাদেশ সরকার প্রদও সর্বপ্রথম জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত ব্যক্তি। তাছাড়া তিনি বৃক্ষ প্রেমিক হিসেবে পরিচিত। [১] Saifulislam09 (আলাপ) ০৮:৪০, ১৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

নিবন্ধ অপসারন প্রস্তাবনা করা হয়েছে মাত্র। অপসারন করা হয়নি বা অপসারন করতে বলা হয়নি। আপনি আপনার মন্তব্য এখানে প্রকাশ করুন।--NahidHossain (আলাপ) ০৮:৫২, ১৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রস্তাবনা সম্পর্কে সম্পাদনা

নাহিদ হোসেন ভাই, আপনি মাঝে মাঝেই বিভিন্ন নিবন্ধ অপসারণ প্রস্তাবনা দেন কিন্তু সেগুলোতে কোন ধরণের কারণ উল্লেখ করেন না। তার পরিবর্তে আপনি জানতে চান নিবন্ধটি উল্লেখযোগ্য কিনা সেটা দেখার জন্য অপসারণ প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু অপসারণ প্রস্তাবনাতো এভাবে কাজ করে না। আমি বা আপনি চাইলে কোন কারণ ছাড়া অপসারণ প্রস্তাবনা দিতে পারি না। আপনার যদি নিশ্চিতই না থাকেন তাহলে আলাপ পাতায় আলোচনা করুন বা অন্য ব্যবহারকারীদের জিজ্ঞেস করুন। অপসারণ প্রস্তাবনা হলো যে, আপনি যুক্তি ও কারণ দেখিয়ে বলবেন যে, এই নিবন্ধ এই কারণে আপনার কাছে অপসারণযোগ্য মনে হয়। তারপর অন্য ব্যবহারকারীরা মতামত দিবেন। আপনার কাছে যদি আপসারণের কোন যুক্তিই না থাকে তাহলে প্রস্তাবনা দেওয়া উচিত না। আলাপ পাতাতে এটা লিখতে হলো কারণ বিভিন্ন আলোচনায় আমি বিষয়টা আপনাকে উল্লেখও করেছি কিন্তু আপনি তারপরও এধরণের প্রস্তাবনা দিচ্ছেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সরি তাহলে ভুল বুঝেছিলাম। এখন থেকে স্পস্ট কারন থাকলেই প্রস্তাবনা দিবো। ধন্যবাদ বিষয়টা ধরিয়ে দেবার জন্য। --NahidHossain (আলাপ) ০৮:২৩, ১ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ সম্পাদনা

  শুভ নববর্ষ
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আপনার আগামীর দিনগুলো শুভ নববর্ষ। মারুফ হোসেন (আলাপ) ১৮:৫৯, ৩১ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আবদুল ওয়াহেদ (রাজনীতিবিদ) নিবন্ধের নাম প্রসঙ্গে সম্পাদনা

আবদুল হামিদ খান ভাসানীকে যেমন মাওলানা ভাসানী হিসেবে চেনা যায় যেখানে ভাসানী এসেছে ভাসানচর এলাকার নাম থেকে, ঠিক সেভাবেই ময়মনসিংহ সহ অত্র অঞ্চলের লোকজনের কাছে আবদুল ওয়াহেদ বোকাইনগরী নামেই পরিচিত। সরকারী ওয়েবসাইটেও একই নাম দেওয়া আছে। তাই আবদুল ওয়াহেদ বোকাইনগরী নামে পুনঃস্থাপন করার অনুরোধ জানাচ্ছি। Jubair Sayeed Linas (আলাপ) ১৮:২৬, ৮ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

জাতীয় সংসদ নির্বাচন পদক সম্পাদনা

  জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় NahidHossain,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নুরুল হক নুর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

নুরুল হক নুর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নুরুল হক নুর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৩, ১২ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় NahidHossain,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

দাদা আপনি নবা (কবি)পাতাটিতে একটি নোটিশ লাগিয়েছেন সম্পাদনা

নোটিশ লাগিয়েছেন। সত্যতা বিচার করার জন্য সেটা কি করে করব একটু যদি বলেন।

পাতাটিতে চলে আসুন তাহলেই নোটিশটি দেখতে পাবেন নবা (কবি) মহম্মদ সেলিম১৩৩ (আলাপ) ০২:১৮, ২৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

খোকসা শহরের নিবন্ধ কেন পুনঃনির্দেশিত করেছেন সম্পাদনা

গত ১ দিন আগে উইকিপিডিয়ায় তৈরি করা খোকসা নামে একটি নিবন্ধ আপনি কেন খোকসা উপজেলায় পুনঃনির্দেশিত তা জানতে চাচ্ছি।খোকসা শহর সম্পর্কিত নিবন্ধটিতে আমি যথাযথ তথ্যসূত্র প্রদান করেছিলাম। আয়তন এবং জনসংখ্যা রেফারেন্স বা তথ্যসূত্র যোগ করেছিলাম। এবং আপনার জানার কথা যে, খোকসা শহর আর খোকসা উপজেলা একই জিনিস নয়। বাংলাদেশে উপজেলা গুলোর প্রত্যেকটির শহরাঞ্চল রয়েছে। আর খোকসা উপজেলার পৌরসভা শাসিত যে শহর অঞ্চলটি রয়েছে আমি সেই শহরের নামে নিবন্ধ তৈরি করেছিলাম। তাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি কেন আপনি খোকসা নিবন্ধটিকে খোকসা উপজেলায় পুনঃনির্দেশিত করেছেন কোন কারণ উল্লেখ না করে! জলদি উত্তর প্রদান করুন।Great Hero32 (আলাপ) ১৮:৩০, ১০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কাজী শাহীর হুদা রুমী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

কাজী শাহীর হুদা রুমী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কাজী শাহীর হুদা রুমী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ২০:১২, ১৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধক সম্পাদনা

নতুন নিবন্ধক লিখলে ছোটখাটো ভূল হলে সংশোধন করে দেয়া কিনা?? এবং কি ভুল হয়েছ সনাক্ত করে দেয়া হয় কিনা? - সুরভী আক্তার (আলাপ) ০৪:৪১, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ঘাবড়ানোর কোনো কারণ নাই। প্রাথমিক অবস্থায় আপনি সবার থেকেই ভালো সাপোর্ট পাবেন এবং প্রতিটা ভুল ই আপনাকে নতুন কিছু শেখাবে। উইকিপিডিয়া এর সম্পাদনা শুরুর গল্প সহ বেশ কিছু সাধারণ বিষয় নিয়ে আমার একটা ইন্টারভিউ আছে উইকিমিডিয়া বাংলাদেশ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ। দেখে আসলে সাহস পাবেন আশা করছি। আমি শুরুতে প্রায় কিছুই জানতাম না। --NahidHossain (আলাপ) ০৫:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কামরুল হাসান নাসিম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

কামরুল হাসান নাসিম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কামরুল হাসান নাসিম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০১, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী:NahidHossain/২০১০-২০১৯,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যাঘ্র প্রকল্প ২০১৯ সম্পাদনা

  কেমন আছেন? আপনাকে অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। আপনার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে আপনার যোগদানে, বাংলা প্রথমে চলে যেতে সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৬, ২৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ সম্পাদনা

 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"NahidHossain/২০১০-২০১৯"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।