বাংলা উইকিপিডিয়ায় স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় RIT RAJARSHI! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৬:৪৩, ৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি) |
ভালো নিবন্ধ মনোনয়নসম্পাদনা
সুধী, আপনি যদি কোনো নিবন্ধকে ভালো নিবন্ধ হিসেবে মনোনয়ন দিতে চান তাহলে তার আলাপ পাতায় {{ subst: GAN |subtopic=}} কোডটি যোগ করে দিন এবং subtopic= এর পর নিবন্ধটি কি বিষয় সম্পর্কিত তা লিখুন। ভালো নিবন্ধ মনোনয়ন দেওয়ার পূর্বে অনুগ্রহ করে উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ/দিকনির্দেশনা পাতাটি পড়ে নিন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৯:১০, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ RIT RAJARSHI (আলাপ) ১৯:২৮, ২৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
- তবে অনুগ্রহপূর্বক (সুকেন্দ্রিক- নিবন্ধের মতো) নিজের মনোনীত নিমন্ধ নিজেই পর্যালোচনা করবেন না। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)