উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/টেমপ্লেটের নাম, প্যারামিটার, ও অন্যান্য কারিগরী সেটিংসের বাংলাকরণ

টেমপ্লেটের নাম বাংলাকরণ সম্পাদনা

আলোচনা সম্পাদনা

টেমপ্লেটের নামের জন্য গ্রহণযোগ্য সহজ বাংলা পাওয়া না গেলে প্রতিবর্ণীকরণ সম্পাদনা

প্রস্তাবিত নীতি:

রক্ষণাবেক্ষণ, ডিজাইন ফরম্যাটিং, ও শৈলী নির্দেশনার কাজে ব্যবহৃত টেমপ্লেট ব্যতীত বাংলা উইকিপিডিয়ায় ব্যবহৃত কোনো টেমপ্লেটের নামের জন্য গ্রহণযোগ্য সহজ বাংলা পাওয়া না গেলে তা প্রতিবর্ণীকরণ করা হবে। বাংলা অনুবাদটি সহজবোধ্য বা কী না সে বিষয়ে ভিন্নমত তৈরি হলে সম্প্রদায়ের মতৈক্য সাপেক্ষে তা অনুবাদ বা প্রতিবর্ণীকরণ করতে হবে।

অনুগ্রহ করে আপনার মতামত দিন: {{সমর্থন}} বা {{বিরোধিতা}}।

  1.   সমর্থন --আফতাব (আলাপ) ১৩:০৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2.   সমর্থন করছি। Arian Writing আলাপ ১৪:৪৮, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   সমর্থনতানভির১৬:২৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4.   সমর্থন - Suvray (আলাপ) ১৬:৩৪, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  5.   সমর্থন - অংকন (আলাপ) ১৬:৫০, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  6.   সমর্থন - Tarunno (আলাপ) ১৮:২৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  7.   সমর্থন  – তানভির মোর্শেদ (আলাপ) ১৯:৩৩, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  8.   সমর্থন - Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:০৬, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  9.   সমর্থন - ফেরদৌস বার্তালাপ ১০:০৫, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  10.   সমর্থন -- অবাঙ্ময় (আলাপ) ১৭:৫০, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  11.   সমর্থন -- Muḥammad (আলাপ) ০৮:৩৫, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

রক্ষণাবেক্ষণ টেমপ্লেটের নাম ইংরেজিতে রাখা সম্পাদনা

অনুগ্রহ করে এই অংশে মন্তব্য না করে নিচের দুটি অনুচ্ছেদে আপনার মন্তব্য ও পছন্দ যোগ করুন। আলোচনার জন্য ওপরের ‘আলোচনা’ অনুচ্ছেদ ব্যবহার করুন। ধন্যবাদ।


অনুগ্রহ করে আপনার মতামত দিন: {{সমর্থন}} বা {{বিরোধিতা}}।

  1.   বিরোধিতা --আফতাব (আলাপ) ১৩:০৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2.   সমর্থনতানভির১৩:৫৪, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   বিরোধিতা — রক্ষণাবেক্ষণ টেমপ্লেটগুলোর নাম বাংলা করা হলেও যথার্থই মনে হচ্ছে। আর "টোন" এর বদলে "বর্ণনা ভঙ্গি" দেওয়া হলে প্রথমে একটু অদ্ভূত মনে হলেও বর্ণনা ভঙ্গি এমন কোনো বাংলা শব্দ নয় যে বুঝতে কষ্ট হবে। নতুন ব্যবহারকারীদের বোধগম্যতার জন্য তানভীর ভাইয়ের ভাবনাটা সঠিক। তবে নতুনদের কাছে "টোন" শব্দটাও মোবাইলে থাকা টোন অপশন বলে মনে হবে। উইকিতে যে অর্থে ব্যবহৃত হয় তা বোঝার জন্য "বর্ণনা ভঙ্গি" শব্দটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হচ্ছে। অতএব এই টেমপ্লেটগুলোর নাম বাংলায় থাকাটা বোধগম্যতার দিক থেকে সমস্যা সৃষ্টি করবে না বলেই আমার মনে হয়। - অংকন (আলাপ) ১৭:২৪, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    @ANKAN GHOSH DASTIDER: অংকনদা, {{Bsr}}, {{Tl}} এই টেমপ্লেটগুলোর বাংলা কি হবে বলতে পারেন? এক্ষেত্রে ইংরেজি রাখাটাই কি যৌক্তিক নয়? আপনি একটি টেমপ্লেটের উদাহরণ দিলেন আমি যে উদাহরণটি দিলাম সেরকম অসংখ্য টেমপ্লেট বাংলা উইকিতে রয়েছে, সেটির ব্যাপারে আপনার মতামতটা জানালে খুশি হতাম। — তানভির১৮:২৯, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    তাহলে আপনি অনুচ্ছেদের শিরোনাম বদলিয়ে দুই, তিন অক্ষরযুক্ত রক্ষণাবেক্ষণ টেমপ্লেটের নাম ইংরেজিতে রাখা রাখুন। আপনার বর্তমান শিরোনাম দ্বারা বোঝাচ্ছে, রক্ষণাবেক্ষণ টেমপ্লেটের নাম {{Unreferenced}} বা এই জাতীয় হলে হলে তাও বাংলা করা যাবে না। --আফতাব (আলাপ) ১৮:৫০, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    আপনার কথা ঠিক আছে। এই অনুচ্ছেদটি আরও স্পষ্ট করা যায়। — তানভির১৯:২৮, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যা অর্থাৎ উদাহরণ দেয়া প্রয়োজন! - Suvray (আলাপ) ১৬:৪১, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    @Suvray: উপরের বাক্সে থাকা আলোচনার প্রথম দিকে দেখুন। এগুলি হল রক্ষণাবেক্ষণ টেমপ্লেট --আফতাব (আলাপ) ১৬:৪৮, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4. প্রচণ্ড   বিরোধিতা - Suvray (আলাপ) ১৭:০১, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    @Suvray: সুব্রতদা, {{Bsr}}, {{Tl}} এই টেমপ্লেটগুলোর বাংলা কি হবে বলতে পারেন? এক্ষেত্রে ইংরেজি রাখাটাই কি যৌক্তিক নয়? {{সমর্থন}} স্পষ্ট অর্থ বোঝায় এটি আমি বাংলা করতে বলছি না। হতে পারে, রক্ষণাবেক্ষণের মধ্যে দু ধরনের টেমপ্লেটের জন্য দুধরনের সমাধান প্রয়োজন। আপনার কি মত? — তানভির১৮:২৯, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    তিন লাইন উপরে ANKAN GHOSH DASTIDER-এর মন্তব্যের নিচের মন্তব্য দেখুন --আফতাব (আলাপ) ১৮:৫০, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@ANKAN GHOSH DASTIDER:, @Aftabuzzaman:, @Suvray: আপনারা ইতোমধ্যেই আপনাদের মতামত প্রকাশ করেছেন। কিন্তু ওপরের আলোচনার প্রেক্ষিতে মনে হয়েছে বিষয়টি একটু সুনিশ্চিত করা প্রয়োজন তাই বিষয়টি নিচের দুটি অংশে ভাগ করা হয়েছে। অনুগ্রহ করে সেখানে আপনাদের মূল্যবান সিদ্ধান্তটি আবার প্রদানের অনুরোধ। — তানভির১৯:৪৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেটের নাম পূর্ণ ইংরেজি বা বিদেশি ভাষার অর্থবহ শব্দ হলে বাংলায় অনূদিত বা প্রতিবর্ণীকরণ সম্পাদনা

প্রস্তাবিত নীতি:

রক্ষণাবেক্ষণ, ডিজাইন, ও শৈলী নির্দেশনার কাজে ব্যবহৃত কোনো টেমপ্লেটের নাম ইংরেজি বা বিদেশি ভাষার কোনো উইকি থেকে আমদানি বা নকল করা হলে এবং ইংরেজি বা বিদেশি ভাষার উইকিতে ঐ টেমপ্লেটের যে নাম দেওয়া আছে তা ঐ বিদেশি ভাষায় অর্থবহ পূর্ণ শব্দ হলে, তা বাংলা ভাষায় সহজবোধ্য ও প্রচলিত বাংলা শব্দ থাকা সাপেক্ষে অনুবাদ করতে হবে। এক্ষেত্রে যদি ঐ বিদেশি ভাষার পূর্ণ শব্দের জন্য সহজবোধ্য ও প্রচলিত বাংলা শব্দ পাওয়া না যায় তবে তা বাংলা ভাষায় প্রতিবর্ণীকরণ করতে হবে।

উদাহরণ: {{Unreferenced}}, {{Citation needed}} ইত্যাদি টেমপ্লেটের ক্ষেত্রে নাম পূর্ণ অর্থবহ শব্দ হওয়ায় তা সহজবোধ্যতা অনুযায়ী অনুবাদ বা প্রতিবর্ণীকরণ করা হবে।
অনুগ্রহ করে আপনার মতামত দিন: {{সমর্থন}} বা {{বিরোধিতা}}।

  1.   সমর্থনতানভির১৯:৪৩, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2.   সমর্থন --আফতাব (আলাপ) ১৯:৪৪, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   সমর্থন অনুবাদ কিংবা সহজ/প্রচলিত বাংলার জন্য - Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:০৯, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4.   সমর্থনঅংকন (আলাপ) ০৩:১৫, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  5.   সমর্থন - Suvray (আলাপ) ১০:৪১, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  6.   সমর্থন -- Muḥammad (আলাপ) ০৮:৩৫, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  7.   সমর্থন -=-ফেরদৌস ০৩:৫৫, ৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেটের নাম পূর্ণ শব্দের বদলে অক্ষর, নম্বর, বা চিহ্ন সর্বস্ব হলে তা ইংরেজি ভাষায় রাখা সম্পাদনা

প্রস্তাবিত নীতি:

রক্ষণাবেক্ষণ, ডিজাইন, ও শৈলী নির্দেশনার কাজে ব্যবহৃত কোনো টেমপ্লেটের নাম ইংরেজি বা বিদেশি ভাষার কোনো উইকি থেকে আমদানি বা নকল করা হলে, এবং ইংরেজি বা বিদেশি ভাষার উইকিতে উল্লেখিত টেমপ্লেটের যে নাম দেওয়া আছে তা ঐ বিদেশি ভাষায় অর্থবহ পূর্ণ শব্দ না হয়ে বাংলায় ভাষায় খুব প্রচলিত নয় এমন শব্দসংক্ষেপ ও পরিভাষা, জোড়শব্দ, অক্ষর, চিহ্ন, নম্বর, ইত্যাদি বা এগুলোর সমষ্টি হলে, তা ঐ বিদেশি ভাষা বা ইংরেজি ভাষায় অবিকৃত থাকবে। এক্ষেত্রে শব্দের অর্থবহতা নিয়ে কোনো সংশয় থাকলে বা প্রয়োজনীয় ব্যতিক্রমতা প্রযোজ্য হলে তা সম্প্রদায়ের মতৈক্য অনুসারে পরিবর্তনযোগ্য।

উদাহরণ: {{tl}}, {{bsr}}, {{navbox}} ইত্যাদি ক্ষেত্রে যেহেতু নাম পূর্ণশব্দ নয় তাই এসব ক্ষেত্রে নাম ইংরেজিতে থাকবে।
অনুগ্রহ করে আপনার মতামত দিন: {{সমর্থন}} বা {{বিরোধিতা}}।

  1.   সমর্থনতানভির১৯:৪২, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2.   সমর্থন --আফতাব (আলাপ) ১৯:৪৪, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   সমর্থন - Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:১০, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4.   সমর্থনঅংকন (আলাপ) ০৩:১৫, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  5.   সমর্থন - Suvray (আলাপ) ১০:৫০, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  6.   সমর্থন -- Muḥammad (আলাপ) ০৮:৩৫, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  7.   বিরোধিতা আমাদের অনুবাদের উদ্দেশ্য তো এটাই যে ব্যবহারকারী টেমপ্লেটের নামটি দেখেই তার কার্য্যকারিতা বুঝতে পারবেন ও সেটি সঠিক জায়গায় ব্যবহার করবেন। তাহলে পূর্ণশব্দরূপে অনুবাদ করলে ক্ষতি কি? উদাহরণস্বরূপ
  • {{tl}} মানে 'Template link' কে 'টেমপ্লেট সংযোগ' (The template link template is a simple macro template used to display a template name as a link surrounded by braces, thus showing how the template name would be used in code. Its primary use is in instruction and documentation)
  • {{bsr}} 'Better Source Requested ke' 'উত্তম উৎস অনুরোধ' পুরোটাই অনুবাদ করলে ক্ষতি কি?(যেটি আপনাআপনি Category:Files with poor sources.এ যুক্ত করে)
  • {{navbox}} কে দিকসূত্রনির্মান বাক্স/পরিভ্রমণ বক্স যেটি দুটি navigational template এর একটি (A navigation template is a grouping of links used in multiple related articles to facilitate navigation between those articles.) এর একটি, যেটি প্রবন্ধেের নীচে আসে,অপর navigational template {{sidebar}} যেটি প্রবন্ধেের একপাশে আসে। ধন্যবাদ। সুমিতা রায় দত্ত ০৭:২৬, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
  1.   বিরোধিতা, {{bsr}} এর অনুবাদ কেন সম্ভব নয়? {{ভাউঅ}} জাতীয় নাম লেখা যায়। তবে এরকম ব্যবহারিক প্রয়োগ একদমই নেই। প্রতিষ্ঠানের নাম সংক্্ষেপে লেখা হলেও সেটা ইংরেজী থেকে নেওয়া হয়। এটা কাম্য নয়। বাংলাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। -=-ফেরদৌস

টেমপ্লেটের প্যারামিটার বাংলাকরণ সম্পাদনা

আলোচনা সম্পাদনা

অনুগ্রহ করে এই অংশে মন্তব্য না করে এর নিচ থেকে আপনার মন্তব্য যোগ করুন। ধন্যবাদ।


সুব্রতদা’র অনুরোধে সবার বোঝার সুবিধার্থে ‘টেমপ্লেটের প্যারামিটার’ বলতে কি বোঝানো হচ্ছে সেটির ব্যাখ্যা দিচ্ছি। যে-কোনো টেমপ্লেট ব্যবহারের সময় আমরা ‘|’ বা পাইপ চিহ্ন ব্যবহার করে যে শব্দটি লিখি সেটি হচ্ছে টেমপ্লেটের প্যারামিটার। আর ঐ শব্দের পর ‘=’ বা সমান চিহ্ন ব্যবহার করে যেটি লিখি সেটি হচ্ছে তার মান বা ভ্যালু। ভ্যালু বা মান বাংলায় লিখলে তা পাতায় সবসময় বাংলাতেই প্রদর্শন করবে (কিছু ব্যতিক্রম ছাড়া)।

প্রিয় সবাই, উইকিতে উন্নয়নের জন্য যে কাজগুলো করা হয়েছে তার পেছনে সবসময়ই একটি কারণ ছিলো, আর তা হচ্ছে সম্পাদক ও পাঠকের জন্য ইন্টারফেস সহজ করা। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সেটি বজায় রাখা দরকার ও ভবিষ্যতের দিকে তাকানো দরকার। আমরা নতুন ব্যবহারকারীদের উৎসাহিত করি, তাদের জন্য উইকি ইন্টারফেস সহজ করার কাজ করি। আমাদের কোনো পরিবর্তনের ক্ষেত্রে এদিকে খেয়াল রাখা দরকার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি সবক্ষেত্রে মাতৃভাষা আমাদের কাজ সহজ করে না। এটা বাস্তবতা। এটা অস্বীকার করে কঠিন পথ বেছে নিলে আমাদের অসুবিধা বৈ সুবিধা হবে না।

আমাদের মনে রাখতে হবে আমাদের উইকির লোকবল কেমন ও তাদের মধ্যে টেকনিক্যাল কাজ-কর্মে অবদান রাখেন কতোজন ব্যক্তি। এক্ষেত্রে সহজেই অনুমেয় যে আমরা ততোটা শক্ত অবস্থানে নেই। আমাদের উইকির প্রায় সকল টেমপ্লেট ইংরেজি থেকে আনা। এখন আমরা যদি এই প্যারামিটার বাংলা করি তবে আমাদের সকল স্থানে এই প্যারামিটার বাংলাতেই লিখতে হবে। যা আপাত দৃষ্টিতে সমস্যাসঙ্কুল মনে হচ্ছে না। ধরুন আমি কেউ একজন কোনো একটি টেমপ্লেট সম্পূর্ণ বাংলায় করলেন ও প্যারামিটারও বাংলায় দিলেন। কিন্তু ভবিষ্যতে এটি হালনাগাদের প্রয়োজন হলো ও মূল অবদানকারী তখন উইকিতে সক্রিয় নন। নতুন একজন একটি হালনাগাদকৃত সংস্করণ ইংরেজি উইকিতে পেলেন এবং তিনি তা সহজেই কপি করে এনে হালনাগাদ করতে পারেন, কিন্তু তিনি তা করলে যেটা হবে তাকে পুরো টেমপ্লেটের প্যারামিটার আবার বাংলা করতে হবে নাহলে ইতোমধ্যেই যেসব পাতায় ঐটি ব্যবহার হয়েছে সেখানে কাজ করবে না (অথবা সকল পাতায় প্যারামিটার ঠিক করতে হবে যা অসম্ভব)। অর্থাৎ তার অতিরিক্ত সময় ব্যয় হবে। এই সময়টি হয়তো তিনি বাংলা উইকিপিডিয়াতে কন্টেন্ট তৈরিতে কাজে লাগাতে পারতেন, অথচ আমরা একটি জটিল সিস্টেম বেছে নেওয়াতে এ সমস্যা তৈরি হবে। আর কেউ যদি এতো কষ্ট করতে না চান তবে কি হবে? টেমপ্লেটটি আপডেট হবে না। আমরা এক প্রকার বাধ্য হবো পুরোনোটা ব্যবহার করতে, কারণ সহজে আপডেট করার পথ আগেই বন্ধ হয়েছে। এটি উইকিত তাই যিনি টেমপ্লেট তৈরি করেন তাকে আপনি বাধ্য করতে পারেন না।

আমি সম্প্রদায়ের সবার সুবিধার্থে সমস্যাগুলো আবার উল্লেখ করছি। অনুগ্রহ করে বিবেচনা করুন।

  • প্রথমত জটিল বিভিন্ন টেমপ্লেট তৈরি বা হালনাগাদের সময় আমরা প্রায় সময়-ই ইংরেজি বা অন্যান্য বড় উইকিপিডিয়া থেকে কপি বা ইম্পোর্ট করে আনি। এখন প্যারামিটার বাংলা করলে টেমপ্লেট সম্পাদকে পুরো প্যারামিটার বাংলা করতে হবে যা অতিরিক্ত কাজ। বাংলা না করলে ব্যবহৃত সকল নিবন্ধে এরর প্রদর্শন করবে বা কোনো কন্টেন্ট প্রদর্শন করবে না।
  • নিবন্ধ লেখার সময় অনুবাদ ইংরেজি থেকে তথ্যছকসহ কন্টেন্ট অনুবাদ করে আনলেন, এখন লেখককে সেই ভ্যালুর পাশাপাশি প্যারামিটারগুলোও অনুবাদ করতে হবে যা বাড়তি কাজ। ধরুন তিনি Hour-এর বাংলা করলেন ঘণ্টা কিন্তু লিখলেন ন দিয়ে ঘন্টা। কিছুই প্রদর্শন করলো না, ঝামেলা লেগে গেলো। তিনি উইকিপিডিয়াকে জটিলভেবে নিরুৎসাহিত হলেন। অভিজ্ঞদের এসব ঠিক করার কাজ বাড়লো। ইংরেজিতে বানান ভুল হবার সম্ভাবনা কম। বাংলায় যুক্তাক্ষর ও কাছাকাছি প্রচুর বর্ণ থাকায় বানান ভুল বা টাইপোর পরিমাণ বেশি। ইংরেজিতে অনেক সময় সফটওয়্যার ভুল সাজেস্ট করে, কিন্তু বাংলায় তার প্রচলন কম।
  • বাংলা বানান শুদ্ধিকরণ প্রোগ্রাম যদি প্যারামিটারের বানান ঠিক করে তবেও ঝামেলা হতে পারে। এখন বলতে পারেন বট কনফিগার ঠিক করা দরকার। হ্যাঁ তা প্রয়োজন, কিন্তু যেটা সরলীকরণ করার সম্ভব সেটা জটিল করে সবার জন্য জটিল ও বটের জন্যও জটিল করার নিষ্প্রয়োজন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বট বাংলা বানান সমাধানে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
  • আমরা সবাই বাংলা ভাষাকে ভালোবেসেই এখানে কাজ করি। কিন্তু কোড মূলত ইংরেজি বা ল্যাটিন অক্ষরেই হয় যা বাস্তবতা। তাই এটা অস্বীকার করে বাংলায় গেলে আমাদের-ই বিভিন্নরকম ঝামেলা তৈরি হবে।
  • বাংলা উইকিপিডিয়ায় আমরা টেমপ্লেট তৈরি করেই শেষ করি, ডকুমেন্টেশন সাধারণত বাংলা করি না। টেমপ্লেট বোঝার জন্য আমরা ইংরেজি উইকির ডকুমেন্টেশন পড়ি কারণ কন্টেন্ট একই। এখন প্যারামিটার যদি ভিন্ন হয় তখন বোঝা সমস্যা হয়ে দাঁড়াবে কারণ আপনার মাথায় প্রত্যেক প্যারামিটারের সঠিক অনুবাদটি থাকতে হবে। এছাড়া নাম যদি বাংলা হয় তখন আপনাকে নামের ইংরেজি অনুবাদ করে তবে খুঁজে বের করতে হবে। আবার অতিরিক্ত সময় ব্যয় যা আমাদের স্বেচ্ছাসেবকদের মূল্যবান সময়ের অপচয়।
  • আজকে হয়তো এক্সপার্ট স্বেচ্ছাসেবক আছে যিনি এগুলো আগলে রাখবেন, সামনে সেরকম কেউ পাওয়া না গেলে তখন সমস্যার কে সমাধান করবেন? পরবর্তীতে যিনি আসলেন তার আগের ধারণা না থাকায় বুঝতে সমস্যা হলো, এখন তাঁকেও ঠিক করতে অতিরিক্ত সময় বের করে বুঝতে হবে। ইংরেজিতে থাকলে হয়তো ইংরেজি উইকিতে গিয়ে ডকুমেন্টেশন দেখে তুলনামূলকভাবে কম সময়ে কাজ সারতে পারতেন।
  • আগে প্রায় সময় সমাধানের জন্য গ্লোবালি বিভিন্ন ব্যবহারকারীর সাহায্য নেওয়া হয়েছে। এখন পা থেকে মাথা পর্যন্ত বাংলা থাকলে তার জন্য সমস্যাটি বুঝে কাজ করাই সমস্যা হয়ে দাঁড়াবে।

এতোগুলো অসুবিধার বিপরীতে শুধুমাত্র বাংলার প্রতি আবেগের কারণে যদি বাংলার পক্ষে যান তবে তা সম্প্রদায়ের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ও আমাদের উন্নয়ন বাধাগ্রস্থ হবে ও আমাদের স্বেচ্ছাসেবকদের মূল্যবান সময় কন্টেন্টের বদলে এমন একটি কারিগরী সমস্যা সমাধানে ব্যয় হবে যা প্রয়োজন ছিলো না। আমাদের অবস্থা এমন নয় যে ইংরেজিতে লিখলে কেউ বুঝবেন না। বরং অনেক ক্ষেত্রে ইংরেজিটাই বাংলার থেকে বেশি বোধগম্য। আর একটা প্রবাদ আছে কোনো সিস্টেম কাজ করলে সেটি ঠিক করতে যেতে নেই। ১০ বছরেরও বেশি সময় থেকে এ ধরনের সিস্টেম বাংলা উইকিপিডিয়ায় কাজ করে আসছে। এখন তাই এ ধরনের পরিবর্তন নিষ্প্রয়োজন ও সম্প্রদায়ের বিস্তৃতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। ‍‍‍— তানভির১০:৪৫, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@সুব্রতদা, আপনার অনুরোধক্রমে টেমপ্লেটের প্যারামিটারের ব্যাখ্যাটি আবার ওপরে দিয়েছি। এছাড়া কারণগুলো আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আপনি ঘণ্টা/ঘন্টার পার্থক্য ধরার সাথে অভিজ্ঞ সম্পাদকের যোগ্যতা বিবেচনা করছেন কিন্তু প্রতিনিয়ত আমাদের নতুন সম্পাদক আসছে। সবার জন্য সবকিছু সহজীকরণ করতে আমরা সবসময় নতুনদেরটা বিবেচনা করি। আমার জানামতে আপনিও তাই করেন। আর আপনার মন্তব্যকে সম্মান করে এটি মতামতের অনুরোধ পাতায় সরিয়েছি যেনো বেশি ব্যবহারকারীর মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। — তানভির১১:০৫, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@তানভির ভাই, আপনি বলেছেন: “পরবর্তীতে অধিকাংশ টেমপ্লেট ইংরজি নাম দিয়ে করলেও প্যারামিটারগুলো বাংলাকরণ করেছি। যেহেতু নিবন্ধে ব্যবহার করলে পাঠক হিসেবে আমি নিজেও নিবন্ধের সব অংশই বাংলাতেই দেখতে চাইবো, তাই তথ্যছকের প্যারামিটার বাংলাতে রাখা বাঞ্ছনীয়।” আপনি প্যারামিটার বাংলা করেননি, প্যারামিটারের লেবেল অনুবাদ করেছেন এবং সেগুলো অনূদিতই থাকবে। প্যারামিটার ইংরেজি থাকলে পাঠক নিবন্ধ বাংলাতেই দেখবেন। কারণ ভ্যালু বাংলাতেই প্রদর্শিত হবে। অনুগ্রহ করে আলোচনার শুরুতে দেওয়া প্যারামিটারের ব্যাখ্যাটি দেখুন।

আপনি আরও বলেছেন: “এটা ঠিক রক্ষণাবেক্ষণ টেমপ্লেটসহ অনেক জটিল টেমপ্লেট বাংলাকরণ দুরূহ একটা বিষয় যা অভিজ্ঞ উইকিপিডিয়ান ছাড়া কারো পক্ষে হয়তো সম্ভব নয়, তবে তাই বলে আমি নীতিমালা করে টেমপ্লেটের নাম/প্যারামিটার ইংরেজিতে রাখার পক্ষে নই। কেউ যদি নিজ উদ্যোগে এরকম টেমপ্লেট বাংলাকরণ শুরু করেই থাকে, তবে তাকে এটা নিশ্চিত করতে হবে যে টেমপ্লেটটা ঠিকমত কাজ করবে।” এটির ফলে সমস্যা যেটি হবে সেটি আমি এই আলোচনা তৃতীয় প্যারায় উল্লেখ করেছি। আপনি তা পড়লেই বুঝতে পারবেন সমস্যাটি ভবিষ্যতে কতোটা প্রকট হতে পারে। কারণ টেমপ্লেট শুরুতে কাজই করবে, কিন্তু পরে আপডেট না হলে তা অবসোলিট হয়ে যাবে, আর আপডেট করতে গেলে দেখুন কতোটা কাজের চাপ তৈরি হয়। বর্তমানে আমরা কি করি? কপি ও পেস্ট — সেকেন্ডের মাঝে আপডেট হয়ে যায়, যা আর সম্ভব হবে না। — তানভির১১:০৫, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের বাক্সে আমার বিস্তারিত বক্তব্য আছে। খালি এটাই বলতে চাই, ভবিষ্যতে কেউ টেমপ্লেটের প্যারামিটার বাংলায় দিলে তাকে এই আলোচনা দোহাই দিয়ে প্যারামিটার ইংরেজি করতে বাধ্য করা হোক, এটা চাই না। এই জন্য এই প্রস্তাবের বিপক্ষে আমার অবস্থান। --আফতাব (আলাপ) ১৩:২৬, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
ভবিষ্যত বলতে আপনি যদি আজ থেকে অনেক বছর পরের বাংলা উইকির কথা বলেন তবে তখন আলোচনা করা যায়, কিন্তু এখন এ ধরনের কাজ করা ভালো কিছু করবে না। খেয়াল করুন যে আমরা প্রবেশদ্বার তৈরি নিরুৎসাহিত করি কারণ তা একজন অবদানকারীর সময়ের কার্যকর ব্যবহার হয় না তাই। এখানেও একই কথা প্রযোজ্য। আপনি কিন্তু একবারও অস্বীকার করছন না যে যে সব সমস্যার কথা আমি উল্লেখ করেছি তা হবে না, কিন্তু আপনি আবেগ বা ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন। আমি জানি আপনি পুরো বাংলা করতে পারবেন আর আমিও পারবো। কিন্তু এটা আপনার আমার ব্যাপার নয়, পুরো সম্প্রদায়ের ব্যাপার। এখানে দুটো বিষয় দেখা জরুরী: ১. সহজীকরণ ও ২. স্ট্যান্ডার্ডাইজেশন। এদুটো নিশ্চিত হয় প্যারামিটার ইংরেজি থাকলেই। উল্লেখ্য প্রাতিষ্ঠানিকভাবেও এ ধরনের কাজ হয়। বাংলা একাডেমি বাংলা ভাষার অনেক নিয়ম ব্যাকরণ বা ফোনেটিক্স পাশ কাটিয়ে হলেও সহজ করা যায় এমন স্ট্যান্ডার্ড করে দিয়েছে। আমাদের বাংলা উইকিতে এমন স্ট্যান্ডার্ড করতে সমস্যা কোথায়? — তানভির১৩:৫২, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
দেখুন, ভবিষ্যত বলতে কালও হতে পারে। আপনি বারবার বলছেন, ইংরেজি থাকলে এই হয়, সেই হয়। আপনার এত ইংরেজিপ্রীতি থাকলে আপনি ইংরেজিতে কাজ করুন। আমি কাউকে বাংলায় কাজ করতে বাধ্য করতে বলছি না কিন্তু আমি বাংলায় কাজ করতে গেলে আমাকে নিয়ম দ্বারা বাধা দেয়া হোক আমি তা চাই না। কাল কোন ব্যবহারকারী বাংলায় কাজ করতে চাইলে তিনিও নিয়মের কারণে নিরুৎসাহিত হোক তা আমি চাই না। বাংলায় হাজারো সমস্যা থাকতে পারে, কিন্তু একটি বাংলা বিশ্বকোষে নিয়ম করে বাংলাকে অগ্রাহ্য করে ইংরেজিকে আদর্শ ধরা হবে তা আমি মানব না। --আফতাব (আলাপ) ১৪:২১, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যা, তানভির ভাই ঠিকই বলেছেন, আমি আসলে প্যারামিটারের লেবেল বাংলাকরণ করেছি। তবে আমার বক্তব্যের উদ্দেশ্য হল, কেউ যদি বাংলা করতেই চায়, তাকে নিয়ম দিয়ে ইংরেজি করার বাধ্যবাধকতা থাকা উচিত নয় বলে মনে করি। যেটা আফতাব ভাইও বলছেন। যেমন: চেয়ার, মোবাইল শব্দগুলোর উৎস ইংরেজি হলেও সেগুলো বাংলা ভাষার অংশ হয়ে গেছে। কিন্তু তাই বলে শব্দদুটোয় বঙ্গানুবাদ হিসেবে কেউ যদি যথাক্রমে কেদারা, মুঠোফোন ব্যবহার করতেই চায়, তবে নীতিমালা করে এর ব্যবহার কি রোধ করা ঠিক হবে?  – তানভির মোর্শেদ (আলাপ) ১৫:১৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তানভির ভাই, বাংলা উইকিকে ঘিরে আপনার বাস্তবধর্মী চিন্তা-চেতনা, ভবিষ্যতের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়গুলো তুলে ধরায় সত্যিই আনন্দিত। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক কম, টেকনিক্যাল বিষয়ে জানা লোক আরও কম, নতুন ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যতা ইত্যাদি বিষয়গুলো বোধহয় অতিরঞ্জিত! আশার কথা হচ্ছে, বাংলা উইকিতে যারা জড়িয়ে আছেন তাঁরা কিন্তু সবাই বাংলাকে ভালোবেসেই উইকি সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতার লক্ষ্যেই কাজ করছেন। একজনের ভুল হচ্ছে; তো অন্যজন সংশোধন করছে। অভিজ্ঞতালব্ধজ্ঞান তো আর একদিনেই অর্জিত হয় না! দুঃখ হয় যে, আমরা সর্বদাই ইংরেজির দিকে মুখাপেক্ষী হয়ে থাকি। কিন্তু আশার বাণী হচ্ছে বাঙালী, বাংলাদেশীরা কিন্তু কোনক্রমেই, কোন অংশেই ইংরেজদের চেয়ে পিছিয়ে নেই। ইংরেজরা কেবল ইংরেজিই জানে; কিন্তু শিক্ষিত বাঙালীরা কিন্তু বাংলা-ইংরেজিসহ বিভিন্ন ভাষায় দক্ষ। যেখানে আপনাদের ন্যায় দক্ষ টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন লোক এ উইকিতে রয়েছে; সেখানে কিন্তু সমস্যা হবার কথা নয় বা এ প্রশ্নই আসতে পারে না। ধীরে ধীরে প্রযুক্তিজ্ঞানসম্পন্ন অনেক ব্যক্তিই দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। আর দক্ষ উইকিপিডিয়ান কিন্তু একদিনেই গড়ে ওঠেন না। কেউবা কিছুদিনেই আত্মস্থ হয়ে যান, আবার কারোবা কিছুদিন সময় লাগে - এই যা পার্থক্য? তবে, আপনার ভবিষ্যৎবাণী নিয়ে যেমন উৎকণ্ঠিত; আবার সমাধান হিসেবে কোন প্রোগ্রামিং সম্পর্কীয় টিউটোরিয়াল কিংবা আগ্রহীদের জন্য কোন নতুন পাতা বা গ্রুপ তৈরী করার চিন্তাধারাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো। - Suvray (আলাপ) ১৭:৩৩, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সুব্রতদা, আমি আপনাকে শ্রদ্ধা করি ও আপনার মতামতের মূল্য আমার কাছে আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে আপনি বাংলার প্রতি আবেগকে প্রাধান্য দিয়ে সমস্যাটিকে পাশ কাটিয়ে যাচ্ছেন। আপনি আমাকে আবেগকে পাশ কাটয়ে একটি কথা বলুন যে, সমস্যাগুলোর কথা কি আমি ভুল বলেছি? বাংলার প্রতি তো আমার আবেগ কম নেই। কিন্তু টেমপ্লেট প্যারামিটার বাংলা করার সিদ্ধান্ত তো বাংলা উইকিপিডিয়ারই ক্ষতি করছে। আপনি দুজনের ভরসায় যদি আজ বাংলার পক্ষে মত দেন তবে সামনে আপনার সমস্যা হলে আপনি আমার কি বাংলা উইকিপিডিয়াতে বিশৃঙ্খলা তৈরি করবে না? আমাদের কি একটি দীর্ঘমেয়াদে কার্যকর থাকে এমন একটি সমাধান বেছে নেওয়া উচিত নয়? এ প্রশ্নগুলোর উত্তরই সুব্রতদা আপনার আমার প্রস্তাবের প্রতি আপনার সমর্থন আনার জন্য যথেষ্ট। আর আপনি যে টিউটোরিয়াল লেখার কথা বললেন, আমি বলবো যে বাস্তবতা হচ্ছে আমাদের বাংলায় ডকুমেন্টেশন লেখারই সময় নেই। যেটুকু সময় নিয়ে আসি সেটি কন্টেন্টের পেছনে দেওয়াটাই সঠিক কাজ। আপনি নিজেও তেমনটি করেন। টেমপ্লেটের কাজ কন্টেন্টের উপস্থাপনা সহজতর করা আর তা ইংরেজিতেই বর্তমান ও ভবিষ্যতের জন্য সুখকর। এমনিতেই আমাদের টেমপ্লেটের ৯৯% বা তার বেশির প্যারামিটার ইংরেজিতে, তাই ইংরেজিকে নীতিগতভাবে গ্রহণ করতে সমস্যা কোথায়? এটা আমাদের কাজ সহজ করার জন্যই, ইংরেজি প্রীতির জন্য তো নয় সুব্রতাদা! — তানভির১৯:১৫, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সুব্রতদা, তানভির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। উনি প্রস্তাবে সংশোধনী আনবেন, বিশেষ করে টেমপ্লেটে বাংলা প্যারামিটার যোগ করা যাবে না এটি থেকে। --আফতাব (আলাপ) ২২:৪৬, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সত্যি কথা বলতে, প্যারামিটারগুলো দেখলে আমার ভয়ই লাগে। প্রথমদিকে আমি বেশ কিছু উলোট-পালোট করে দিয়েছি। যাই হোক, বাংলায় সব করা হোক, তার মানে এই নয় যে আগামীকাল সবকিছু বাংলা অনুবাদ বা নতুন করে হয়ে যাবে, এখন তো ইংরেজিই থাকবে। কিন্তু যে বা যাহারা পারেন, তারা সুবিধামত আস্তে আস্তে বাংলায় করবেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:৩৮, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন প্রস্তাবনা আসছে তাই পছন্দ প্রদান বা মন্তব্যের আগে অনুগ্রহ করে অপেক্ষা করুন। — তানভির০৮:৪৬, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ভবিষ্যতের জন্য নমনীয়তা, আদর্শীকরণ, ও অন্যদের মতামতের সাথে সামঞ্জস্য রেখে সংশোধিত নীতি প্রস্তাব করা হয়েছে। আফতাব ভাই, তানভির ভাই, সুব্রতদা, নাহিদ ভাই, আরিয়ান রাইটিং, ও বোধিসত্ত্বদার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার চাইলে নতুন প্রস্তাবনা অনুসারে আপনাদের অবস্থান পরিবর্তন করতে পারেন। ধন্যবাদ। — তানভির১৬:৩৩, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে রাখা সম্পাদনা

প্রস্তাবিত নীতি:

ইংরেজি উইকিপিডিয়া বা অন্য কোনো ভাষার উইকি থেকে আমদানি বা নকল করা কোনো টেমপ্লেটের ক্ষেত্রে ভবিষ্যত হালনাগাদ প্রক্রিয়া সহজ করার স্বার্থে টেমপ্লেটের প্যারামিটার ঐ ভাষার উইকির মূল টেমপ্লেটের প্যারামিটারের ন্যায় থাকবে বা ইংরেজি ভাষায় থাকবে। ইংরেজি বা অন্য ভাষার উইকি থেকে আমদানি বা নকল করা টেমপ্লেটের প্যারামিটার বৃহ্ত্তর সম্প্রদায়ের সমর্থন ও আলোচনা ব্যতীত কোনভাবেই বাংলায় অনুবাদ, প্রতিবর্ণীকরণ, বা অন্য কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। বৃহত্তর সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের স্বার্থে এককভাবে কোনো টেমপ্লেটের ক্ষেত্রেও আলোচনার লিংক সম্প্রদায়ের আলোচনাসভায় নোটিশ আকারে প্রদান করতে হবে ও অন্তত দুই সপ্তাহব্যাপী তা সম্প্রদায়ের মতামত প্রদানের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলা উইকিপিডিয়ায় স্বতন্ত্র কোনো টেমপ্লেট তৈরি করা হলে সেই টেমপ্লেটের প্যারামিটার টেমপ্লেটের মূল অবদানকারীর ইচ্ছা অনুযায়ী ইংরেজি বা বাংলা যে-কোনো ভাষায় থাকতে পারে, তবে প্যারামিটার বাংলায় দিতে হলে টেমপ্লেট সম্পাদনা বা ব্যবহারের পূর্বে সম্প্রদায়ের মতৈক্যের প্রয়োজন হবে। মতৈক্যের ক্ষেত্রে টেমপ্লেটটির ইংরেজি উইকিতে ব্যবহার আছে কী না, টেমপ্লেটটি ব্যবহারের ব্যাপ্তি, ভবিষ্যতে অন্য টেমপ্লেটের সাথে একত্রীকরণ ও হালনাগাদের সুযোগ ও সহজীকরণ, নিবন্ধ অনুবাদের ক্ষেত্রে এটির সমস্যা, ইত্যাদি বিবেচনা করতে হবে।

অনুগ্রহ করে আপনার মতামত দিন: {{সমর্থন}} বা {{বিরোধিতা}}।

  1.   সমর্থনতানভির১০:৪৫, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
      বিরোধিতা। এই মুহুর্তে বাংলা উইকিতে থাকা সব প্যারামিটার ইংরেজি থেকে বাংলা করতে বলছি না। আমি কাউকে বাংলায় কাজ করতে বাধ্য করতে বলছি না তবে বাংলাকে বন্ধ করে দেয়া হোক, ভবিষ্যতে কেউ করতে চাইলে তাকেও নিয়ম করে বাধা দেয়া হোক তা চাই না। উপরের বাক্সের মধ্যে আমার বিস্তারিত মন্তব্য দেখুন। --আফতাব (আলাপ) ১৩:০৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2.   সমর্থন বর্তমান প্রস্তাব পূর্বের থেকে অতি উত্তম। এখানে নিয়ম করে বাংলাকে একেবারেই বাদ দেয়ার চিন্তা করা হয়নি। আমার বিরোধিতার মূল যে কারণ ছিল তা এই প্রস্তাবে পরিহার করায় প্রস্তাব সমর্থন করছি। --আফতাব (আলাপ) ১৬:৩৬, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   সমর্থন  – তানভির মোর্শেদ (আলাপ) ১৫:১৯, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4.   বিরোধিতা - বাংলা উইকি ছোট হলেও ধীরে ধীরে নিজস্ব ফরম্যাট অর্থাৎ বাংলায় গড়ে উঠছে। সবক্ষেত্রেই যে ইংরেজিকে অনুকরণ করতে হবে তা নয়; বরঞ্চ অনুসরণ করা যেতে পারে। - Suvray (আলাপ) ১৭:০২, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    সম্পূরক মন্তব্য: আসলে আবেগ-ভালোবাসার সমন্বয়ে আমার বিরোধিতা ছিল না। প্রকারান্তরে ভবিষ্যতে বাংলা বিস্তারে ব্যবহারকারীর আগ্রহকে দমিয়ে যাওয়া, সৃজনশীলতা ও সৃষ্টিশীলতার পথ রুদ্ধ হয়ে যাবার সমূহ সম্ভাবনা থেকে চিন্তা-চেতনার প্রতিফলনকল্পে স্বীয় সিদ্ধান্তে অটুঁট রয়েছি। আমার আর কোনরূপ মন্তব্য বা বক্তব্য নেই! সবাইকে ধন্যবাদ! - Suvray (আলাপ) ১৮:৩৮, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  5.   সমর্থন আমাদের প্রথম লক্ষ্য হলো প্রতিটি নিবন্ধের বাংলা নিবন্ধ তৈরি করা। এর জন্য কখনো একা একা বা ছোট টিম নিয়ে কাজ করা সম্ভব না। আমি নিজে বাংলা উইকিপিডিয়ার ভলান্টিয়ার বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি আমার সাধ্য মতো। এতে করে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে উইকিপিডিয়ানদের লিমিটেশান সম্পর্কে। বেশিরভাগ নতুন/সেমি নতুন উইকিপিডিয়ান এমনকি ১,০০০ সম্পাদনা ক্রস করা উইকিপিডিয়ান ও টেমপ্লেট সমূহ সম্পর্কে খুব একটা বেশি পরিচিত নন। তারা যতটা পারে ইংরেজী উইকি থেকে টেমপ্লেটসমূহ কপি করে নিয়ে আসেন। খুব বেশি হলে কমন কিছু ভ্যালু অনুবাদ করে আর হাত দেন না তেমন ভেতরে।
    প্যারামিটার সমূহ এর বাংলা থাকবে এটা আমিও চাই। তবে এখনই বাংলা উইকি এর জন্য খুব বেশি টেকনিক্যাল ভলান্টিয়ার পাওয়া যাবে না, যারা এই কাজে সহযোগিতা করবে। আপনি যদি একাই সব টেমপ্লেট করে ফেলার পন করেন তাহলে আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাইবো। আমি টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে রাখার পক্ষে মত দিচ্ছি। --Nahid Hossain (আলাপ) ১৭:৩২, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)##[উত্তর দিন]
    আমি পন করে সব বাংলা করার কথা বলিনি। বলতে চেয়েছি, নিয়ম করে টেমপ্লেটে বাংলা প্যারামিটার যোগ করার সম্ভাবনা বন্ধ করে দেয়া হোক, বাধা দেয়া হোক তা চাই না। এর মানে এই নয়, যে বাংলা উইকিতে থাকা কয়েক হাজার টেমপ্লেট বাংলা করতে হবে বা কেউ তৈরি করলে তাতে বাংলায় করতে বাধ্য করতে হবে বা নতুনরা ইংরেজি থেকে কপি করতে পারবেন না। --আফতাব (আলাপ) ১৮:৫৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
    আফতাব ভাই, স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিতে সমস্যা কোথায় যেখানে ৯৯% এর বেশি টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে তখন আপনি কেনো এটিকে নীতি হিসেবে গ্রহণ করতে পারবেন না? আমি তো স্ট্যান্ডার্ড হিসেবেই গ্রহণ করছি। প্যারামিটারের মতো টেকনিক্যাল জিনিস ইংরেজিতে রাখলে অসুবিধা কি কোনো হচ্ছেন? আর আপনি বিভিন্ন সময়ে বলেছেন আপনি বাধ্য করার পক্ষে না, কিন্তু এই পাতায় কি আপনি মূল সম্পাদকের ফরম্যাটকে স্বাগত জানিয়েছেন? না, বরং আলোচনা না করেই পুশ করেছেন (যা উইকি গ্রহণযোগ্য আচরণের পরিপন্থী)। এধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়ানোর জন্য আমাদের স্ট্যান্ডার্ড প্রয়োজন। — তানভির১৯:২৫, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  6.   সমর্থন করছি। Arian Writing আলাপ ১২:৫২, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
      বিরোধিতা - ধীরে ধীরে সব প্যারামিটার বাংলায় করা হচ্ছে, যা অত্যন্ত জরুরী একটা পদক্ষেপ। অন্যান্য বড় অ-ইংরেজি উইকিতে তাঁদের নিজের ভাষায় প্যারামিটার রাখে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৫৬, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  7.   সমর্থন - নতুন প্রস্তাব গ্রহণযোগ্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৪৯, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  8.   সমর্থন --Tanvir ১৭:০৬, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  9.   সমর্থনঅংকন (আলাপ) ০৮:৫৫, ৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  10.   সমর্থন--সাজিদ বার্তা ০৪:৩৬, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  11.   সমর্থন -- Muḥammad (আলাপ) ০৮:৩৫, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  1.   সমর্থন -=-ফেরদৌস ০৪:১১, ৯ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ম্যাজিক ওয়ার্ড ও পার্সার ফাংশনসহ অন্যান্য সেটিংসের বাংলাকরণ সম্পাদনা

হালনাগাদ: ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী মিডিয়াউইকির সবগুলি জাদুশব্দ বাংলায় কাজ করে। ফলে এই অনুচ্ছেদের আলোচনাটি বর্তমানে অচল বা অবচিত হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৫, ২৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা সম্পাদনা

মিডিয়াউইকির ম্যাজিক ওয়ার্ডপার্সার ফাংশন প্রায় সময়ই বিভিন্ন টেমপ্লেট ও পাতায় ব্যবহৃত হয়। এদের মধ্যে ম্যাজিক ওয়ার্ড বাংলা সাপোর্টের কাজ চলছে ও পার্সার ফাংশন সাপোর্ট করে না এখনও। এগুলো ইংরেজিতে থাকলে এদের কাজের নিশ্চয়তা প্রদান করা সহজ হয় ও বোধগম্যতাও ঠিক থাকে। এদের মধ্যে পার্সার ফাংশনের ভাষা পুরোই প্রোগ্রামিং টার্ম। আমার প্রস্তাব হবে এ দুটোতেই বাংলা উইকিপিডিয়ায় ইংরেজিতে ব্যবহার হোক। উল্লেখ্য এদের আউটপুট স্বয়ংক্রিয়ভাবে বাংলায় আসে তাই এটি ইংরেজিতে লিখলে ভ্যালু বাংলায় আসবে। এজন্য এগুলো অনূদিত করে ব্যবহার করা নিষ্প্রয়োজন। — তানভির১১:১৮, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য আগামী ৯ ডিসেম্বর থেকে মিডিয়াউইকির জাদুশব্দ বাংলাতে কাজ করবে। --আফতাব (আলাপ) ১৩:০৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ম্যাজিক ওয়ার্ড ও পার্সার ফাংশনসহ অন্যান্য সেটিংস ইংরেজিতে রাখা সম্পাদনা

অনুগ্রহ করে আপনার মতামত দিন: {{সমর্থন}} বা {{বিরোধিতা}}।

  1.   সমর্থনতানভির১০:৪৬, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  2. আংশিক   সমর্থন ও আংশিক   বিরোধিতা --আফতাব (আলাপ) ১৩:০৭, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   সমর্থন  – তানভির মোর্শেদ (আলাপ) ১৯:৩১, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  4.   সমর্থন --Tanvir ১৭:০৯, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  5.   সমর্থন -- Muḥammad (আলাপ) ০৮:৩৫, ৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  6.   সমর্থন -- অবাঙ্ময় (আলাপ) ১৭:৪৪, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  মন্তব্য হালনাগাদ: ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী মিডিয়াউইকির সবগুলি জাদুশব্দ বাংলায় কাজ করে। ফলে উপরোক্ত অনুচ্ছেদের আলোচনাটি বর্তমানে অচল বা অবচিত হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৫, ২৬ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]