সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি

ইন্টারনেট গবেষণা কেন্দ্র, ভারতবর্ষের ব্যাঙ্গালোর শহরে অবস্থিত

দ্য সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস) (অর্থঃ ইন্টারনেট ও সমাজের জন্য কেন্দ্র) হলো একটি বেঙ্গালুরু-ভিত্তিক সংগঠন যেটি মূলত​ বহুনিয়মানুবতী গবেষণা ও অ্যাডভোকেসিকে নিয়ে কাজ করে।[১][২][৩] ইন্টারনেট ও সমাজের ক্ষেত্রে সিআইএস সাধারণত ডিজিটাল বহুত্ববাদ, জনগণের জবাবদিহিতা (বা পাব্লিক অ্যাকাউন্টিবিলিটি) এবং শিক্ষা-সংক্রান্ত অনুশীলনের উপর কাজ করে থাকে।

সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি
সিআইএস এর ডোমলুর কার্যালয়
সংক্ষেপেসিআইএস
ধরনএনজিও
সদরদপ্তরবেঙ্গালুরু, ভারত
অবস্থান
  • বেঙ্গালুরু
ওয়েবসাইটcis-india.org

উইকিমিডিয়ার প্রকল্পসমূহ সম্পাদনা

উইকিমিডিয়া ফাউন্ডেশন সিআইএসকে ইংরেজি তথা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষায় উইকিপিডিয়া সহ উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পগুলির ও বিভীন্ন ভারতীয় ভাষায় বিনামূল্যে জ্ঞান-এর উন্ন​য়ন ও প্রচারের জন্য একটি প্রকল্প মঞ্জুর করে। ফাউন্ডেশনের অনুদানটি ভারতে উইকিমিডিয়ার বিনামূল্যে জ্ঞান বিতরণ প্রকল্পে ব্যাপকতর সহায়তার লক্ষ্যে করা হয়। দুই বছরের এই প্রকল্পের প্রথম বছরের জন্য অনুদান পরিমাণ ১,১০,০০,০০০ টাকা (২০০,০০০ মার্কিন ডলার) ছিল।[৪]

স্বতন্ত্র ২০১৪ সম্পাদনা

১৮ই থেকে ২০শে ডিসেম্বর, ২০১৪-এ তিরুবনন্তপুরম, কেরলায় অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক মুক্ত সফটওয়্যার সম্মেলন স্বতন্ত্র ২০১৪-এ সিআইএস অংশগ্রহণ ও সমর্থন করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Deconstructing 'Internet addiction'"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। আগস্ট ৩০, ২০০৯। ৩০ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১০ 
  2. "Internet, first source of credible information about A(H1N1) virus"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। আগস্ট ১৬, ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১০ 
  3. Verma, Richi (জানু ৩১, ২০১০)। "Can't read, so use new tech to let books speak"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১০ 
  4. Announcement by Wikimedia Foundation (ইংরেজি ভাষায়)

বহিঃসংযোগ সম্পাদনা