ইংরেজি উইকিপিডিয়া
উইকিপিডিয়ার ইংরেজি ভাষার সংস্করণ
ইংরেজি উইকিপিডিয়া (ইংরেজি: English Wikipedia) একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। এটি উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণ। এটি ১৫ জানুয়ারি ২০০১ তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং অগাস্ট ২০০৯ এর মধ্যে এর নিবন্ধ সংখ্যা ৩০ লক্ষে পৌঁছায়। এটি উইকিপিডিয়ার প্রথম সংস্করণ ছিলো এবং বর্তমানে সবচেয়ে বড় সংস্করণ। এতে সেবুয়ানো উইকিপিডিয়া (২য় বৃহত্তম উইকিপিডিয়া) থেকে প্রায় ৬.৫ লক্ষ বেশি নিবন্ধ আছে।আর বাংলা উইকিপিডিয়া থেকে ৭০ গুণ বেশি নিবন্ধ আছে। ডিসেম্বর ২০২৪ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ৬৯,২৩,৫৫৫টি নিবন্ধ, ৪,৮৪,০৪,০০০ জন ব্যবহারকারী, ৮৪৬ জন প্রশাসক ও ৯,৩০,৮০৭টি ফাইল আছে।
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প |
---|---|
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
স্লোগান | উন্মুক্ত বিশ্বকোষ |
ওয়েবসাইট | en |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১৫ জানুয়ারি ২০০১ |
বিষয়বস্তুর লাইসেন্স | ক্রিয়েটিভ কমন্স শেয়ারআলাইক লাইসেন্স ৩.০ |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ইংরেজি উইকিপিডিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইংরেজি উইকিপিডিয়া (ইংরেজি)
- ইংরেজি উইকিপিডিয়ার মোবাইল সংস্করণ (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |