২০১২ ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২০ ২০২১ ২০২২ ২০২৩
২০২৪ সালে প্রাপ্ত বার্তাসমূহ



অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



 

সুপ্রিয় Ashiq Shawon,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

দ্রুত অপসারণ প্রস্তাবনা বাতিল! সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



প্রিয় শাওন ভাই। আপনি লাইডিগ কোষ নিবন্ধে আমার করা দ্রুত অপসারণ প্রস্তাবনা বাতিল করেছেন, যেটি একটি খালি পাতা ছিল এবং নি৩ অনুসারে অপসারণযোগ্য ছিল। এটি এখনো খালি অবস্থাতেই আছে এবং ইতিপূর্বে কখনোই এটিতে কোনো তথ্য ছিল না। শুধুমাত্র অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় জন্য কাজ চলছে ট্যাগ যুক্ত করলেই কি নিবন্ধটি অপসারণের অযোগ্য হয়ে যায়? সেক্ষেত্রে ঐশিক রহমান ভাই ক্যান্সার উৎপাদন পাতাটিও একই ধারায় অপসারণ করেছিলেন, সেক্ষেত্রে উক্ত নিবন্ধটিও অপসারণযোগ্য নয় কি? তানভীর (আলাপঅবদান) ০১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir 360, সাধারণত কাজ চলছে ট্যাগ লাগানোর অর্থ সেটি নিয়ে কেউ কাজ করছেন। ফলে খালি থাকলেও সেটি দ্রুত অপসারণ না করে ব্যবহারকারীকে কিছু সময় দেওয়া হয়। প্রতিযোগিতায় অনেক নতুন আসছেন যারা উইকি সবকিছু হয়ত নাও বুঝে উঠতে পারেন। আমার মনে হয় এমন ক্ষেত্রে ট্যাগ না লাগিয়ে ব্যবহারকারীকে ২/১ দিন সময় দেওয়া যায়, এর মধ্যে তিনি কোনও তথ্য যোগ না করলে তারপর অপসারণ করে দেওয়া যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

Wikipedia Asian Month 2023 Golden Barnstar সম্পাদনা

আপনার মানোন্নয়নকৃত হিস্টোরিয়া প্লান্টারাম (থিওফ্রাস্টাসের বই) নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় Ashiq Shawon,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরিকৃত হিস্টোরিয়া প্লান্টারাম (থিওফ্রাস্টাসের বই) নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ১১:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনাকে, আপনার স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য। ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১২:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


 
দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আসসালামু আলাইকুম, আমার নিজের কলেজের পাতাটি অপসারণ করা হয়েছে সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



আমার নিজের ছোটবেলার স্কুল ও কলেজ নিয়ে ওই Lakshmikhola Collegiate School নামে নিবন্ধ করা। আমি ধীরে ধীরে ওখানে তথ্য যোগ করছি। কিন্তু ঐটা মুছে দেয়া হয়েছে। আশা করি একটু দেখবেন বিষয়টি। Marjan Rahman Rabby (আলাপ) ১০:৪৮, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি আপনার আবেগের বিষয়টি বুঝতে পারছি। কিন্তু, উইকিপিডিয়া মূলতঃ একটি বিশ্বকোষ - যেখানে সকল ধরণের নিবন্ধ রাখার সুযোগ নেই; উল্লেখযোগ্যতার নীতিমালা বিষয়টি এর সাথে জড়িত। কাজেই, নীতিমালার কারণে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না; নীতিমালার অধীনে আমরা বাঁধা। দুঃখিত। সমবেদনা রইলো। - Ashiq Shawon (আলাপ) ১৯:০৪, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে কি করা যায়, উইকিপিডিয়ায় দেখলাম প্নেক স্কুল কলেজের তথ্য দেয়া আছে। সেগুলো কিভাবে দেয়া। আমার এখানে ভুল কি কি ? এটা যশোর বোর্ডের আওতাধীন একটা কলেজ। আড় আমাদের উপজেলার প্রথম শারীর একটা কলেজ।
আমি কিভাবে এই নিবদ্ধ উইকিপিডিয়ায় যোগ করতে পারি ?? জানানবেন প্লিজ। Marjan Rahman Rabby (আলাপ) ০৬:১৩, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
উল্লেখযোগ্য নয় - এমন নিবন্ধ যোগ করলেও সেগুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে অপসারণ করা হয়; খেয়াল করলেই এটি বুঝতে পারবেন। আপনার প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য হতে হলে সেটিকে উইকিপিডিয়ার মানদণ্ড উত্তীর্ণ হতে হবে। সরকারি/শতবর্ষী/প্রখ্যাত শিক্ষার্থীর শিক্ষালয়/জাতীয় কোনো বিশেষ ঘটনায় অবদান বা যুক্ত থাকা - এমন কিছু হলে তা সাধারণতঃ উত্তীর্ণ বলে ধরে নেয়া হয়। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৮, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

প্রিয় Ashiq Shawon,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মৌসুমী দিকপতি — Mausumi Dikpati অপসারন বিষয়ে সম্পাদনা

ভাই... নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ “বিভিন্ন ক্ষেত্রে নারী” এর মৌসুমী দিকপতি — Mausumi Dikpati নিবন্ধটি নিয়ে কাজ করার জন্য ইংরেজী নিবন্ধটি 2399 bytes থেকে 7478 bytes করেছি। বৈশ্বিক উইকিতে জমা দিয়েছি। এদিকে বাংলা উইকিতে এসে দেখি কোন কিছু না জানতে দিয়েই মূল নিবন্ধে ও আলাপ পাতায় কাজ চলমান টেমপ্লেট সংযোজিত থাকার পরও আপনার দ্বারা নিবন্ধটি অপসারিত হয়েছে। ভাই, বিষয়টি কি একটু দেখবেন ? আমি নিবন্ধটি নিয়ে কাজ করছি। যেহেতু ইংরেজী নিবন্ধটিতেও সংযোজন করতে হয়েছে তাই একটু সময় লাগতেছে। আশা করি অতি শীঘ্রই কাজ শেষ করবো। Md. Giashuddin Chowdhury (আলাপ) ১১:৩৯, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বেশ কয়েকদিন যাবত্ সম্পাদনাহীন থাকায় অতিক্ষুদ্র ও তথ্যসূত্রহীন হিসাবে মৌসুমী দিকপতি নিবন্ধটি অপসারণ করা হয়। আপনার অনুরোধে নিবন্ধটি আবার ফিরিয়ে এনেছে,অপরাপর প্রশাসক। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৫, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজী নিবন্ধটা নিয়ে একটু ব্যস্ত থাকায় সম্ভব হচ্ছিল না। আজকে সমাপ্ত করে দিয়েছি ভাই। Md. Giashuddin Chowdhury (আলাপ) ২২:৫০, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৩:৫১, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন