ব্যবহারকারী আলাপ:Moheen/বার্তাসংকলন ২০১৬

সাম্প্রতিক মন্তব্য: শাহাদাত সায়েম কর্তৃক ৭ বছর পূর্বে "আপনার জন্য একটি পদক!" অনুচ্ছেদে

উইকিফাই

আমার এয়ার মাজ নিবন্ধটিতে একটি বার্তা দেখাচ্ছে উইকিফাই করার জন্য বিষয়টি আমার কাছে নতুন। আপনার সাহায্য কামনা করছি।ধন্যবাদ। Mohammed Galib Hasan (আলাপ) ১০:২৫, ৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Mohammed Galib Hasan: চিন্তিত হবার কিছু নেই। পর্যালোচকগণ নিবন্ধটি পর্যালোচনার সময় বিষটির প্রতি দৃষ্টি দেবেন। ~ মহীন (আলাপ) ১৭:৩৯, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার জন্য অনুরোধ

অনেকদিন (প্রায় ১৩-১৪ দিন) যাবত আমার তৈরি কয়েকটি অনুবাদিত পাতা পর্যালোচনা টেবিলে নেয়া হলেও একটিও গৃহীত অথবা বাতিল কোনটিই করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে, আমার পরে জমাদানকৃত অনেক পাতা পর্যালোচিত হয়েছে। এতে আমি নতুন কোনো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছি। আমার অনুবাদিত পাতাগুলি কি পর্যালোচনা করা হবে না? অনুগ্রহপূর্বক আমার অনুবাদিত পাতাগুলি পর্যালোচিত হলে খুশি হব। আমার প্রশ্নের যথাযথ উত্তর পাব আশা রেখে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি। Mesbah013 (আলাপ) ১৮:০৬, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Mesbah013: এটা আগ্রহ হারাবার বিষয় বলে মনে হয় না! যাই হোক, পর্যালোচকগণ তালিকার সকল নিবন্ধই পর্যালোচনা করবেন। অপেক্ষায় থাকুন। ~ মহীন (আলাপ) ১৭:৪৩, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সহায়তা প্রয়োজন

ভেস্টগ্রেনসা (স্টেশন) পাতাটিতে "পাদটীকা"তে ইংরেজি পাতার "Footnotes" এর (Reflist|group=note) কমান্ডের কোনো বাংলা কমান্ড আছে কি? থাকলে আমাকে দয়া করে জানালে উপকৃত হব।

আপনি চাইলে {{সূত্র তালিকা|group=টীকা}} এভাবেও লিখতে পারেন। ~ মহীন (আলাপ) ১৫:৩৫, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমি লক্ষ্য করেছি যে, আমার এক বন্ধুর অনুবাদিত নিবন্ধ গৃহীত হবার পর তাকে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে। কিন্তু আমার অনুবাদিত নিবন্ধগুলো বেশ কয়েকদিন পূর্বে গৃহীত হলেও আমি কোনো ফর্ম পূরণ করার জন্য বার্তা পাইনি। এখন আমি কি আমার বন্ধুর সেই ফর্মের লিঙ্ক থেকে ফর্ম পূরণ করে জমা দিবো?--Mesbah013 (আলাপ) ১২:৪৮, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পদক প্রাপ্তি

  সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৫২, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Help decide the future of Wikimania

 

The Wikimedia Foundation is currently running a consultation on the value and planning process of Wikimania, and is open until 18 January 2016. The goals are to (1) build a shared understanding of the value of Wikimania to help guide conference planning and evaluation, and (2) gather broad community input on what new form(s) Wikimania could take (starting in 2018).

After reviewing the consultation, we'd like to hear your feedback on on this survey.

In addition, feel free to share any personal experiences you have had at at a Wikimedia movement conference, including Wikimania. We plan to compile and share back outcomes from this consultation in February.

With thanks,

I JethroBT (WMF) (talk), from Community Resources ২৩:৪৬, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য

বটতলী স্টেশন নিয়ে নিবন্ধ থাকলেও চট্রগ্রাম রেলওয়ে স্টেশন নিয়ে কোনো নিবন্ধ নেই। এটি তৈরীতে আপনার সাহায্য কামনা করছি। আরেকটি বিষয় চট্রগ্রামে তো বইমেলা শুরু হল আমরা ওইখানে উইকিপিডিয়ার কোনো কর্মসূচি করতে পারি? Mohammed Galib Hasan (আলাপ) ০৯:২৩, ১৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ইভেন্টের বিস্তারিত দেখুন এই লিংকে। ধন্যবাদ। ‍‍‍‍‍‍‍‍ ~ মহীন (আলাপ) ১৫:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতার পর্যালোচনা

মহীন ভাই, ইতিমধ্যেই জানেন যে উইকিপিডিয়া ১৫ উপলক্ষ্যে আয়োজিত অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে এবং নোটিশ অনুসারে এখনো প্রায় ৭০/৮০টি নিবন্ধ ২০ তারিখের মধ্যে পর্যালোচনা করতে হবে। যদি দয়া করে একটু নিবন্ধ পর্যালোচনাতে হাত লাগাতেন তাহলে সময়মতো সবগুলো নিবন্ধ পর্যালোচনা করা সম্ভব হত। এটি শুধু ঠিক সময়ে পর্যালোচনার ব্যাপার নয়, আমাদের কথা দিয়ে কথা রাখা টাইপের সম্মানেরও ব্যাপার। যেহেতু যারা অংশ নিয়েছেন তারা সকলেই প্রায় নতুন ব্যবহারকারী সেহেতু তাদের মনে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে বিরুপ মনোভাব সৃষ্টিহোক সেটা চাই না। ধন্যবাদ ব্যাপারটি বুঝার জন্য।  – তানভির (আলাপ) ১২:২৭, ১৯ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া ১৫ অনুবাদ প্রতিযোগিতা

  Moheen, উইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুবাদ প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য স্বাগতম ! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে আপনার ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}} টেমপ্লেট লাগাতে পারেন। এ জন্য আপনার ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}} টেমেপ্লেট লাগাতে পারেন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি একজন উইকিপিডিয়ান হিসাবে উইকিপিডিয়া উপভোগ করবেন!

ধন্যবাদান্তে-- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:১০, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জাকার্তা পোস্টের ভালো নিবন্ধ শিরোনাম

মহীন ভাই, আমি এই সম্পাদনাটি করেছি। কারণ জাকার্তা পোস্ট নিবন্ধের পাতায় পত্রিকাটির যে স্ক্রিনশট আছে তা ফেয়ার ইউজ পলিসি অনুসারে ঐ নিবন্ধের জন্যই প্রযোজ্য। প্রধান পাতা বা ভালো নিবন্ধের শিরোনামের পাতায় ব্যবহারের অনুমতি সেটির নেই। এ জন্য আমি ঐ পাতা থেকে চিত্রটি বাদ দিয়েছি। — তানভির১১:১৫, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বিষয়টি লক্ষ করার জন্য। ~ মহীন (আলাপ) ২০:১৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Towards a New Wikimania results

 

Last December, I invited you to share your views on the value of Wikimedia conferences and the planning process of Wikimania. We have completed analysis of these results and have prepared this report summarizing your feedback and important changes for Wikimania starting in 2018 as an experiment. Feedback and comments are welcome at the discussion page. Thank you so much for your participation. I JethroBT (WMF), Community Resources, ২২:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

মাছবূক নিবন্ধ প্রসঙ্গে

ভাইয়া, নিবন্ধটি তিনবার অপসারণ করা হয়েছে জানতাম না। আমি ইদানিং কাজের চাপে উইকিতে ঢুকতে পারিনি। এটা আমার ভুল। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার কথাগুলো অবশ্যই মনে থাকবে। যে সব এডমিন ভাই এই নিবন্ধটি নিয়ে ঝামেলায় পড়েছিলেন, তাদের কাছেও আমি আন্তরিকভাবে দুঃখিত। আদিব (আলাপ) ১৮:৪২, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

  আশা রাখবো উইকিপিডিয়ায় আপনার আগ্রহ পূর্বের ন্যায় বজায় থাকবে। আর যে কোন কিছু জানতে আমার আলাপ পাতায় জিজ্ঞেস করেত দেরি করবেন না। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১৭:৩৬, ৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকি পেজ মুছে দেওয়া প্রসঙ্গ

আমি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নামে একটা পেজ লিখেছিলাম, দেখলাম আপনি মুছে দিয়েছেন। আসলে লেখাটা সম্পুর্ন হওয়ার আগেই সেইভ করে পরে আবার ভালো করে লিখতে গিয়ে বিপত্তি হইছে। আরো একটা কথা, ওই পেজটার জন্য উল্লেখযোগ্য সংখ্যক রেফারেন্স থাকলেও সেটা আমি যোগ করতে পারছিনা, সেজন্য হয়তো এটা উইকি পলিসি ভায়োলেট করছে। আমার সংগঠনের জন্য পেজটা তৈরি করা দরকার। এখন কি করবো! --Modern Ape (আলাপ) ১৩:০০, ৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)Modern Apeউত্তর দিন

আপনার সাম্প্রতিক সময়ে তৈরি ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উইকিপিডিয়ার স্বতন্ত্র নিবন্ধ হিসেবে থাকার মতো উল্লেখযোগ্যতা মেটাতে সক্ষম হয়নি বিধায় তা অপসারণ করা হয়েছে। তাছাড়া নিবন্ধের ভাষাও নিরপেক্ষ ছিলো না। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১৮:৩৫, ৩ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ঠান্ডা পানি

  আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি
অসহ্য এই গরমের দিনেও আপনি উইকিপিডিয়ায় অপবদান রেখে যাচ্ছেন দেখে আপনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি দিলাম। নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ১১:৪৮, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী নিন্ধটি আলাদা একটি নিবন্ধ হিসেবে রাখার পক্ষে

আমি এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী নিন্ধটি আলাদা একটি নিবন্ধ হিসেবে রাখার পক্ষে মন্তব্য করছি। এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী বর্তমানে আন্তর্জাতিকভাবে আলোচিত একজন শিক্ষক। এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের উপদেষ্টা ছিলেন, একটি সাংস্কৃতিক পত্রিকার সম্পাদনাও করতেন তিনি। এছাড়াও তিনি বাচ্চাদের জন্য একটি স্কুল ও প্রতিষ্ঠা করেন। এছাড়াও আপনি এই নিবন্ধের ইংরেজি নিবন্ধের আলাপ পাতা দেখতে পারেন, আগে থেকেই এ বিষয়ে ওখানে আলোচনা চলছে। --নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ০৪:৩৯, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি নিবন্ধের অপসারণ আলোচনায়ও একই মতামত দিয়েছি। WP:GNG অনুসারে নিবন্ধটি একত্রীকরণের পক্ষে। ~ মহীন (আলাপ) ০৫:৪৪, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বানানে সমস্যাযুক্ত শব্দ

শিক্ষাত্রী, নির্নিওমান, ছাত্রিনিবাস, দৈর্ঘ, ছারপত্র, সংশ্লিষ্ঠ, বিরোধীতা, ধ্বংসপ্রবনতা, গ্রহনযোগ্যতা, ভূক্তি, কারন, সৌহার্দ, স্বত্বঃসিদ্ধ, পরিপক্ততা, বন্ধুগন, কোলকাতা, সম্পূর্ন, চিত্রন, ব্যাক্তিগত, প্রতিষ্টিত, দক্ষিন, শরষে, পরবর্তি, পুণর্গঠনের, সম্প্ররক, বিশ্লেষন, বৈশিষ্টমূলক, ব্যাবসায়ীক ...... বাবলু (আলাপ) ০৮:২৩, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সানি লিওন

মহিন ভাই সানি লিওন পাতায় 119.30.39.96 এর করা সম্পাদনাটির বিষয়বস্তু অপসারণ করলে মনে হয় ভাল হত। --কায়সার আহমাদ (আলাপ) ১১:১৯, ২৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আফতাব ইতোমধ্যেই অপসারণ করেছে। ধন্যবাদ ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে সচেষ্ট থাকার জন্য। ~ মহীন (আলাপ) ১২:৩৬, ২৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

জানতে চাই

উইকিপিডিয়ার সমান্মিত প্রশাসক এর কাছ থেকে জানেতে চাই?

  1. পাতা তৈরি করা সয়ম কোন কোন জিনিস লক্ষ্য রাখতে হবে।
  2. আর নিজের কোন পাতা তৈরি করা যায় না?
  3. আমার তৈরি করা পাতা গুলো কিভাবে সুরক্ষা করা যাবে?

ঢালিউড২৪.কম নিবন্ধন অপসারন

আসসালামুয়ালাইকুম। গতকাল ঢলিউড২৪.কম নামের একটি নিবন্ধন আমি যুক্ত করেছিলেম। কিন্তু নিবন্ধনের কিছুক্ষণ পর সেটি অপসারণ করা হয়। এর কারণটাকি জানতে পারি?

উল্লেখযোগ্যতা (ওয়েব) অনুসারে এটি উইকিপিডিয়ায় থাকার জন্য উত্তীর্ণ হয় নি। ~ মহীন (আলাপ) ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সহযোগিতা কামনা করি

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি । আমি একজন নতুন উইকিপিডিয়ান। এখন পর্যন্ত দুইটি নিবন্ধ লিখেছি...আর চেষ্টা করছি মান সম্মত নিবন্ধ সম্পাদন করতে । চিত্র:মোবাইল.jpg হলো আমার ব্যবহার ব্যবহার পাতায় দেওয়া একটি ছবি এবং যার স্বত্বাধিকারি আমি ।এখন এটা আমি কিভাবে ফ্রি লাইসেন্স করতে পারি (ছবি নিছে লেখা থাকবে এখন যেভাবে আছে) আশাকরি নিয়মটা ক্লিয়ার করবেন। আবারও আপনাকে ধন্যবাদ । Mahmudul Hasan (আলাপ) ০৩:৪৬, ৪ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নিজের তোলা ছবি কমন্সে আপলোড করাই ভালো। আপলোড লিংকে: UploadWizard। আপলোডরে দ্বিতীয় ধাপ Release rights-এ This file is my own work. ক্লিক করলেই সয়ংক্রিয়ভাবে লাইসেন্স যুক্ত হবে। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ০৬:১৮, ৪ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আজিজ

ধন্যবাদ মাননীয় মোহীনদা!!

আমি কিছু চলচ্চিত্র সম্বন্ধিত নিবন্ধের নাম পরিবর্তন করেছি; যেগুলি, আপনি আমার আলাপ পাতায় উল্লেখ করেছেন যে নিয়ম মতো সাধারণত চলচ্চিত্রের নামে ([[শিরনাম সাল-এর চলচ্চিত্র]]) এভাবে লিখতে হয়; কিন্তু আমার মনে হয় সব চলচ্চিত্রের শিরনামে সাল উল্লেখ করা ঠিক নয়। আমর মতে একই নামের দুটি চলচ্চিত্র একই ভাষার হয় তাহলে সাল উল্লেখ করবো। আর এমনটি না হোয়ে আলাদ দুটি ভাষার চলচ্চিত্রের নাম একই হয় তাহলে সাল না উল্লেখ কোরে [[শিরনাম ভাষা চলচ্চিত্র]] এভাবে লিখবো। আর একই নামে শুধু একটিই চলচ্চিত্র থাকে আর নামটি কোনো জায়গার নাম ব্যক্তি নাম যন্ত্রপাতির নাম ইত্যাদি নামের হয় তাহলে শিরনামেরর পর প্রথম বন্ধনীর মধ্যে চলচ্চিত্র লিখবো। অন্যথায় শুধু শিরনাম থাকবে। যদি বুঝাতে পেরে থাকি তাহলে এ সম্বন্ধে একটি আলোচনা কোরে সবাইকে অবগত করা যায়। আবারও ধন্যবাদ; আর এসম্পর্কিত আলোচনা শুরু হোলে আমাকে জানাবেন।! পরমাণু আলাপ ০৬:১৯, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আমি বলেছি দ্ব্যর্থতা নিরসনের ক্ষেত্রে এভাবে লেখার কথা। দয়া করে বক্তব্যের ভুল ব্যাখ্যা হাজির করবেন না। যাই হোক, আমার মনে হয় এ বিষয়ে তেমন আলোচনার প্রয়োজন রয়েছে, অধিকাংশ ব্যবহারকারী এ-ধারা মেনেই সম্পাদনা করে থাকেন। উদাহরণ হিসেবে এটা দেখা যেতে পারে: দেবদাস (দ্ব্যর্থতা নিরসন)। ধন্যবাদ। ‍‍‍‍ ~ মহীন (আলাপ) ০৭:০৫, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
মহিনদা ধন্যবাদ আমার কিছুই বলার নেয়। আমি বোধ হয় আপনাকে বোঝাতে পারিনি পরমাণু আলাপ ১০:২৮, ৮ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

দুটি প্রশ্নের উত্তর জানতে চাই

এক.কোন নিবন্ধের শিরোনাম ভুল হলে কিভাবে ঠিক করতে পারি? যেমন আমি এই নিবন্ধের মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর শেষ ইনস্টিটিউট না হয়ে ইন্সটিটিউট হবে। এটা শুধু শিরোনামে দেখা যাচ্ছে । এটা কিভাবে সংশোধন করবো।

দুই. আমার জানা একজন ব্যক্তির ভিন্ন নামে দুটি নিবন্ধ রয়েছে , একটি রেখে অন্যটি কিভাবে মুছে ফেলতে পারি ? আপনাকে ধন্যবাদ ।

সাহিত্যিক ডাঃ লুৎফর রহমানের উপর দুটি নিবন্ধ রয়েছে যা একই ব্যক্তি কিন্তু একটু ভিন্ন নাম । যথা এক. লুৎফর রহমান এবং দুই. মোহাম্মদ লুতফর রহমান দুই নাম্বার টি অপসারণ পূর্বক এক নাম্বার টি ডাঃ লুৎফর রহমান শিরোনামে স্থানান্তর করবেন আশা রাখি ।

এখানে দেখুন: আলাপ:মোহাম্মদ লুতফর রহমান। ‍‍‍‍ ~ মহীন (আলাপ) ১৭:০৭, ৯ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Participate in the Ibero-American Culture Challenge!

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (আলাপ) ১৩:৩০, ১০ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

পাতা অপসারণ প্রসঙ্গে

মোহাম্মদ গোলাম হোসেন পাতাটি অপসারিত করা হয়েছে । যিনি একজন ভারতীয় উইকিপিডিয়ান প্রশাসন । আমি কবি মোহাম্মাদ গোলাম হোসেন নামে যে নিবন্ধনটি করেছিলাম এবং যেসকল তথ্যসূত্র যোগ করেছিলাম তা একজন (মৃত) হিসাবে যথেষ্ট ছিল । আশা করি বিষয়টি দেখবেন। ধন্যবাদ Mpi.mahmud (আলাপঅবদান) ২১:৩৩, ১৩ মে ২০১৬‎ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।উত্তর দিন

@Mpi.mahmud: নিবন্ধের ৩টি সূত্রের প্রথমটি ব্যতীত বাকি ২টি লিংক অকার্যকর, এবং অনেকটা দূর্বল। বর্তমান অবস্থায় নিবন্ধটি সৃজনশীল পেশাজীবি মাণদণ্ড অনুযায়ী উইকিপিডিয়ায় থাকার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। যদি উল্লেখযোগ্যতার মাণদণ্ড পুরণ করার মতো যথেষ্ঠ তথ্য আপনার কাছে থাকে সেক্ষেত্রে চাইলে নিবন্ধটি পুনরায় শুরু করতে পারেন। ধন্যবাদ। ‍‍‍‍ ~ মহীন (আলাপ) ১৭:০৩, ১৩ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আজিজুল হক (পণ্ডিত) পাতা প্রসংগে

এই পাতার নামে পন্ডিত না রেখে মুহাদ্দিস রাখা বেশি সঙ্গত কারণ তিনি হাদিসের বিশেষজ্ঞ ছিলেন, শুধু পণ্ডিত বললে অস্পষ্টতা তৈরি হয়। --Intakhab (আলাপ) ২০:২৫, ২৯ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ইন্তেখাব ভাই, আমার মনে হয় এ বিষয়ে আলোচনাসভায় একটা আলোচনা শুরু করা উচিৎ। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১২:৩৪, ৩০ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:ব্যবহারকারী পরীক্ষক

পাতাটিতে আপনার সম্পাদনা রোলব্যাক করেছি। এটি সম্প্রদায়ের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি বাংলা উইকিপিডিয়ার জন্য নীতিমালা। ইংরেজি উইকিপিডিয়া থেকে শুধুমাত্র অনুবাদ করলেই এটি হবে না, আপনাকে এটাতে কোন ধরণের পরিবর্তনের জন্য সম্প্রদায়ের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২০, ৬ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

স্বাক্ষর

ধন্যবাদ মহীন ভাই । আমি একজন নতুন উইকিপিডিয়ান । আসলে এটা আমার সিদ্ধান্ত নয় । আপনি যখন দেখছিলেন তখন আমি আপনাকে অনুসরণ করে কাজটা করছিলাম । অযাচিত ' সংরক্ষণ ' বাটনে চাপ পড়ে গিয়েছিল । সংশোধন করেছি । অনুগ্রহ করে এখন দেখুন তো হয়েছে কী না ।আবারো ধন্যবাদ ।ফুরকান ইবন্‌ সা'দাদ (আলাপ) ০৭:৪৭, ১১ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

রহনপুর নিবন্ধ সম্পর্কে

রহনপুর নিবন্ধটি একবার পড়ে দেখবেন। রহনপুর একটি প্রাচীন সমৃদ্ধ নগরী। এর ইতিহাস ও বেশ সতন্ত্র এবং উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য যথেষ্ট উল্লেখযোগ্য বলে আমি মনে করি। রহনপুর এর একটি ছোট অংশ রহনপুর ইউনিয়ন যা গোমস্তাপুর উপজেলার অধীনে এবং রহনপুর এর প্রধান নগরীর কিছু অংশ রহনপুর পৌরসভা। রহনপুর নামে নিবন্ধটি আপনাকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। --Nahid Hossain (আলাপ) ১৩:২০, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

 
সুপ্রিয়, Moheen। Ibrahim Husain Meraj-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:২৫, ২১ আগস্ট ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:২৫, ২১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এক কাপ কফি!

  হয়ে যাক এক কাপ কফি! Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:১৬, ২৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আপনাকে! ~ মহীন (আলাপ) ১৪:৩০, ২৩ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আজকের নির্বাচিত ছবি

মহিন ভাই আপনি একবার জানিয়েছিলেন সচরাচর জীবিত ব্যক্তির ছবি আজাকিতে যুক্ত করছি না। কিন্তু আজ অবাক হয়ে দেখলাম এখানে একজন জীবিত ব্যক্তির ছবি যুক্ত করা হয়েছে। ছবি আজাকিতে যুক্ত করার ব্যাপারে মনে হয় একটা নির্দিষ্ট নিতিমালা থাকা দরকার। এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। -মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৫:৫৩, ১৩ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Request

Greetings.

Could you create the article en:Azerbaijani literature in Bengali?

Thank you. 31.200.17.86 (আলাপ) থেকে ০০:৪০, ১৬ অক্টোবর ২০১৬‎ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

  সম্পাদকের পদক
সুপ্রিয় Moheen/বার্তাসংকলন ২০১৬!  

উইকিপিডিয়ায় আপনাকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -- শাহাদাত সায়েম (আলাপ) ১৪:৫৯, ২৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

"Moheen/বার্তাসংকলন ২০১৬"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।