আজিজ
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় আজিজ! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৪:৪৩, ১৮ জুলাই ২০১৫ (ইউটিসি) |
পাতা স্থানান্তর প্রসঙ্গে
সম্পাদনাপ্রিয় আজিজ, আপনি দেশি বোল নামক পাতাটিকে দেশী বোয়াল শিরোনামে স্থানান্তর করেছেন। আপনি খেয়াল করেননি বোয়াল এবং বোল আলাদা মাছ। আপনি এর পূর্বেও আরো একটি পাতার ক্ষেত্রে নাম স্থানান্তর করেছিলেন। স্থানান্তরের ক্ষেত্রে উপযুক্ত কারণ ব্যতীত স্থানান্তর গ্রহণযোগ্য নয়। আপনি স্থানান্তরের সময় কোনো কারণ উল্লেখ করেননি। ভবিষ্যতে স্থানান্তরের পূর্বে আলাপ পাতায় আলোচনা করে নিলে ভালো হয়।--Anup Sadi (আলাপ) ০৩:৩৫, ২ জুন ২০১৬ (ইউটিসি)
- @Anup Sadi: ভাই ধন্যবাদ, বোয়াল আর বোল দুটো আলাদা মাছ তা আমি জানতাম না, কারণ আন্তর্জালেও কোথাও খুঁজে পাইনি। আর ছোটবেলা থেকে বাংলা বাইরে কাটাচ্ছি তাই আমার বাংলা জ্ঞান সব আন্তর্জাল লব্ধ। আমার ভুল হোতেও পারে; যাইহোক বিরক্ত হবেন না, আমার করা সম্পাদনা অবশ্যই পূর্বাবস্থায় নিতে পারেন আর পুনর্নির্দেশগুলি অপসরণ করে দিবেন যাতে পরে বিভ্রান্তি না তৈরি হয়। আর হ্যাঁ বোল আর বোয়াল শব্দদ্বয় প্রায় একরকম শুনতে তাই আরও বিভ্রান্ত হয়েছিলাম। এরপর কোনো নতুন পাতা তৈরির সময় যদি একইধরনে দুটি নাম থাকে তাহলে {{Distinguish|বোয়াল}} টেমপ্লেটটি ব্যবহার করবেন তাতে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। পুনর্নির্দেশগুলি অবশ্যই অপসরণ করুন। আবারও ধন্যবাদ:) পরমাণু আলাপ ০৪:৩৮, ২ জুন ২০১৬ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাসুন্দর রসবোধ পদক | |
Thanks for your contributions, --Nilanjana Bagchi (আলাপ) ১১:০০, ১৭ জুন ২০১৬ (ইউটিসি) |
দেয়ালপত্রিকা দেয়াল পত্রিকা নামে স্থানান্তর
সম্পাদনাপ্রিয় আজিজ ভাই। আপনি দেয়ালপত্রিকা পাতাটি কে দেয়াল পত্রিকা নামে স্থানান্তরিত করেছেন। কিন্তু বাংলা বানানে দেয়ালপত্রিকা শব্দটি একটি মাত্র শব্দ হিসাবে গন্য করা হয়। আশা করি ভবিষ্যতে এ রকম ক্ষেত্রে দৃষ্টি থাকবে। ধন্যবাদ।
- @Sanubd: আপনি আমাকে এব্যাপারে ই-মেইলও করেছিলেন। উত্তরগুলো সেখান দেওয়া হয়েছে। ধন্যবাদান্তে:) পরমাণু আলাপ ১৮:০০, ২৯ জুন ২০১৬ (ইউটিসি)
নডী খান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নডী খান পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। আফতাব (আলাপ) ১৪:১১, ১ জুলাই ২০১৬ (ইউটিসি)
বেতাই কলেজ
সম্পাদনাবেতাই ড. বি. আর. আম্বেদকর কলেজ হবে মহাবিদ্যালয় নয়। কারন কলেজ নামেই অনুমোদন আছে। আর পেজ বিকৃ করবেন না। সঠিক তথ্য দিয়ে পেজ কে সুন্দর করবেন আশা রাখি।
- @Mamun Biswas786: আরও সাবধান করার জন্য ধন্যবাদ। তবে শিরোনাম বেতাই ড. বি. আর. আম্বেদকর কলেজ হবে না বরং ডঃ বি আর অাম্বেদকর কলেজ হবে; আর তা করা হয়েছে। আশাকরি বাংলা ভাষার উন্নয়নে এভাবেই সক্রিয় থাকবেন। আবারও ধন্যবাদান্তে!!:)পরমাণু আলাপ ১৪:১৮, ২৯ জুলাই ২০১৬ (ইউটিসি)
সম্পাদনা দ্বন্দ্ব
সম্পাদনাভাই নতুন পাতা বানানর আগে দেখে নাও উইকিপিডিয়া অনলাইন এডিটাথনেের এই লিঙ্কটি https://bn.wikipedia.org/s/7saj
তালিকায় নিবন্ধের আগে কারোর নাম লেখা থাকার মানে ওই নিবন্ধটি বিস্তারিতভাবেই হয়ত তিনি অনুবাদ করছেন,তাই সময় নিচ্ছেন। এই অবস্থায় কেউ ছোট করে নিবন্ধটি লিখে প্রকাশ করলে মুশকিল। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। অকাল তখতেের ও পাঞ্জাব প্রদেশ (ব্রিটিশ ভারত) ক্ষেত্রে এটি ঘটেছে।
Sumita Roy Dutta (আলাপ) ১৫:০৫, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)
- @Sumita Roy Dutta: বুঝানোর জন্য ধন্যবাদ! তবে আমি দ্বন্দ্ব বাধাতে এরকমটি করিনি। এখন আপনি চাইলে নিবন্ধটি সম্প্রসারণের মাধ্যমে আমায় ক্ষমা করবেন। ধন্যবাদ:)পরমাণু আলাপ ১৫:১৪, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)
ভাই, এক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটা বোঝাতে ব্যাবহার করেছি। এত ভাল অনুবাদ তোমার। আমি জানি এটি সফটওয়ারের সমস্যা। আমি বাকী অংশ সম্প্রসারণ করে দিচ্ছি। আগে যাতে অসুবিধা না হয় তার জন্য লিখলাম। খুব ভাল লেখা তোমার, এরকমই লিখতে থাক। ভাল থেক।
Sumita Roy Dutta (আলাপ) ১৫:২২, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)
- @Sumita Roy Dutta: ধন্যবাদ দিদিপরমাণু আলাপ ১৭:০২, ৩১ জুলাই ২০১৬ (ইউটিসি)
পাঞ্জাব এডিটাথন পদক
সম্পাদনানিরলস অবদানের জন্য পদক | ||
উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত বহুভাষী পাঞ্জাব এডিটাথনে শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হলো। মৌর্য্য বিশ্বাস (আলাপ - অবদান) ১৭:১১, ১ আগস্ট ২০১৬ (ইউটিসি) |
আপনার জন্য একটি পদক!
সম্পাদনানিরলস অবদানের পদক | |
বাংলা উইকিপিডিয়ার সাম্প্রতিক পরিবর্তন পাতায় আপনার নাম নিয়মিত দেখা যাচ্ছে এখন প্রায়। আপনার এই নিরলস অবদান এর জন্য আমার পক্ষ থেকে এই ধন্যবাদ। Nahid Hossain (আলাপ) ১৪:৫১, ৬ আগস্ট ২০১৬ (ইউটিসি) |
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাপরিশ্রমী পদক | |
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:৩৮, ১৩ আগস্ট ২০১৬ (ইউটিসি) |
বিধানসভা কেন্দ্র
সম্পাদনাভাই, আপনি সম্প্রতি বিধানসভা ও লোকসভা কেন্দ্র নিবন্ধগুলো ইংরেজি শিরোনামের অর্থ ".. নির্বাচনী এলাকা " শিরোনামে স্থানান্তর করেছেন। কিন্তু বিধানসভা কেন্দ্র শব্দটি বেশি প্রচলিত, গুগল করে দেখুন প্লিজ। আর পূর্ববর্তী কিছু নিবন্ধও এভাবেই তৈরি করা হয়েছে। তাই বাংলাভাষী অঞ্চলের প্রচলিত শব্দ বা নামের ক্ষেত্রে ইংরেজির অনুবাদ না করে প্রচলিতটিই ব্যবহার করা অনুরোধ করব। ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০৩:০১, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)
@Kayser Ahmad: ভাই ধন্যবাদ! তবে "কেন্দ্র" শব্দটি প্রচলিত হলেও এর শাব্দিক অর্থ কিন্তু শুধুমাত্র একটিই জায়গাকে বুঝায়, আর যে নিবন্ধগুলি তৈরি করা হচ্ছে সেগুলিতে কোনও একটি জায়গাকে নয় বরং একটি এলাকাকে বুঝাতে তৈরি করা হচ্ছে। এছাড় সরকারিভাবেও কেন্দ্রের বদল "আসন" লেখা হয়। আর আমি ইংরেজির হুবহু অনুবাদ করে নয় বরং সঠিক অর্থ প্রকাশ করতেই "নির্বাচনী এলাক" শব্দদ্বয় ব্যবহার করেছি; এবং আমি মনে করি এধরণের সব নিবন্ধের শিরোনামে "নির্বাচনী এলাকা" ব্যবহার করা উচিৎ। আবারও ধন্যবাদ:) পরমাণু আলাপ ০৬:৩৭, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)
আলিশা ম্যাডিসন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাআলিশা ম্যাডিসন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আলিশা ম্যাডিসন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।
অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ০৬:৪৮, ২১ আগস্ট ২০১৬ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা১৭:২৩, ২১ আগস্ট ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
যৌনশিল্প পদক!
সম্পাদনাযৌনশিল্প পদক | |
বাংলা উইকিপিডিয়াতে পর্নোগ্রাফি (আপনার ভাষায় যৌনশিল্প) সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ তৈরিকরণের জন্য আমার তরফ থেকে এই পদকটি দিলাম। আশা করি আরও নিবন্ধ তৈরি করবেন। আমিও চেষ্টা করি কিন্তু হয়ে উঠে না। ধন্যবাদ!!! সাদ্দাম হুসেন (আলাপ) ১২:৫৯, ৩০ আগস্ট ২০১৬ (ইউটিসি) |
বাগদা
সম্পাদনাস্যার আপনি বাগদা গ্রাম এর পরিবর্তে বাগদা ব্লক নিবন্ধ তৈরির কথা বলছিলেন। কিন্তু বাগদা ব্লক নিবন্ধ আর বাগদা গ্রাম তো এক বিষয় নয়। বাগদা ব্লক এর একটি গ্রাম ও সদর দপ্তর হল বাগদা গ্রাম। ফলে দুটি আলাদা নিবন্ধ তৈরি করা যায়। আর আমি চেষ্টা করছি বাগধা ব্লক নিবন্ধ তৈরি করতে। ধন্যবাদ — খাঁ শুভেন্দু (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @খাঁ শুভেন্দু: দাদা আমি ওভাবে বলিনি, আমি বলছিলাম যে আগে ব্লক সম্পর্কিত এবং পরে গ্রাম সম্পর্কিত নিবন্ধ তৈরি করা ভাল" এটা বলছিলাম। আপনি আপনার মত করে নিবন্ধ তৈরি করুন। অসুবিধা নেই। ধন্যবাদ!! আর আলাপ পাতায় সাক্ষর করার জন্য
~~~~
এভাবে চিহ্ন যোগ করবেন। আবারও ধন্যবাদ!! পরমাণু আলাপ ১২:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
নিবন্ধ স্থানান্তর করা প্রসঙ্গে
সম্পাদনাআপনি বিভিন্ন সময় অশুদ্ধ উচ্চারণ ও ভুল নাম যুক্ত করে নিবন্ধ স্থানান্তর করেছেন, যেগুলোর নিবন্ধকার আপনাকে জানিয়েছে এবং অভিযোগ করেছে; তদুপরি আপনি একই কাজ পুনঃ পুনঃ করেই যাচ্ছেন। নিজের তৈরি নিবন্ধ ব্যতীত অন্যের তৈরিকৃত নিবন্ধ স্থানান্তরের পূর্বে অতি-অবশ্যই নিবন্ধকারকে জানাবেন এবং নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করে সে-সম্পর্কে উত্তর পাবার পর তা সরাবেন। - Ashiq Shawon (আলাপ) ১১:২৬, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: দাদা, কোন বানানটা অশুদ্ধ মূল পাঞ্জাবি বানানটা? তাছাড়া "আলাপ:সুরজিৎ পাতার" এখাও উত্তর দেওয়া হয়েছে। ধন্যবাদ! পরমাণু আলাপ ১৮:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- আপনাকে ইতিপূর্বেও সতর্ক করা হয়েছে আলাপ পাতায় আলোচনা না করে নিজের ইচ্ছে মতো পাতা স্থানান্তর না-করার জন্য। উপরে অনুপ সাদীও এই বিষযে একটি বক্তব্য রেখেছে কিছুদিন আগে। এর আগেও অসংখ্যবার আপনাকে সম্পাদনা সংক্রান্ত এই বিষয়গুলো জানানো হয়েছে। মূল পাঞ্জাবী বানান অশুদ্ধের প্রসঙ্গ আসছে কেন? ভবিষ্যতে এধরণের শ্লেষমূলক মন্তব্য করলে সরাসরি ব্যান করা হবে; কারণ ইতিপূর্বে আপনি আমার আলাপ পাতায় আসংখ্য আজে-বাজে মন্তব্য করেছিলেন যেগুলো ক্ষমা করা হয়েছে - সেটাই যথেষ্ট ছিলো বলে মনে করি। - Ashiq Shawon (আলাপ) ১৯:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: এর পর থেকে স্থানান্তরের পূর্বে অবশ্যই আলাপ পাতা ব্যবহার করব। এখানে পাঞ্জাবি বানানের প্রসঙ্গ আসছে করণ, আপনি সরাসরি "পাতর" বানানটি ভুল বলেছেন; ব্যক্তি যেহেতু পাঞ্জাবি তাই আমার পাঞ্জাবি উচ্চারণ অনুসরণ করা যুক্তিসংগত মনে হয়েছিল, আমি জানি না আপনি কোন বানান অনুসারে সেটি ভুল বলেছিলেন; জানালে খুব ভালো হতো। তাছাড়া আপনি ব্যান করার কথা বললেন; ভালো কথা! আপনার ক্ষমতা অবশ্যই আপনি প্রয়োগ করতে পারেন। তবে আমার মনে হয় না দু'একটা বানান ভুলের কারণে কাউকে উইকিতে ব্যান করা হয়ে থাকে।) পরমাণু আলাপ ২০:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- নিবন্ধকারের অভিযোগের বিষয়ে বলা হয়েছে; তিনি নিজে সূত্র উল্লেখ করেছেন। ব্যক্তিগত আক্রমণ ও অসদাচরণের জন্য ব্যান করার বিধান রয়েছে - যেটির সীমা অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ২০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: ব্যক্তিগত আক্রমণ ও অসদাচরণ কি করলাম বা করেছি? আমি একটি নিবন্ধ জলগাঁও নামে তৈরি করেছিলাম, কিন্তু একই স্থান সম্পর্কিত নিবন্ধ জালগাও নামে আগে থেকেই ছিল। আমি সেই "জালগাও" বানানটির কারণে মূলত বুঝতে পারিনি। কিন্তু আপনি সেই নিবন্ধটি অপসরণ না করে একত্রিত করতে পারতেন; যেহেতু আমার তৈরি নিবন্ধটিতে পূর্বেকার নিবন্ধটির চাইতে তথ্য বেশী ছিল; নিবন্ধের আলাপ পাতায় তো দূর আপনি আমাকেও জানানোর প্রয়োজন মনে করেননি যে "নিবন্ধটি অপসরণ করা হচ্ছে" এখানে আপনি কোন নিয়ম মেনেছিলেন? মুম্বাই আর মুম্বই বানান নিয়েও @Bodhisattwa:দা'র সাথে তাঁর আলাপ পাতায় তর্ক হয়েছিল, যখন তিনি আমার কয়েকটি নিবন্ধ স্থানান্তর করেছিলেন। তখন আমি "মুম্বাই" বানানটি লেখার পক্ষে বলছিলাম; এখনও আছি। @Sumita Roy Dutta: আমি পাতার বানানটিও মানতে রাজি তবে কোনও পত্রিকার বানানের ভিত্তিতে নয়, সঠিক এবং যুক্তিযুক্ত বাস্তব প্রমিত নিয়মের ভিত্তিতে। আর কোন ব্যক্তি নামের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্থানীয় বানানেটিকেই যে প্রাধান্য দেওয়া উচিৎ তা আপনাকে স্বীকার করতেই হবে; বাংলা একাডেমীও ব্যক্তি নামের ক্ষেত্রে এমনটিই বলে। এখন দু'টি পত্রিকার বানানকে আপনি প্রাধান্য দিলে আমার কিছু করার নেই; অগত্যা আমাকে ভুল স্বীকার করতেই হবে। এখানেও যদি আমি অসদাচরণ করে থাকি অবশ্যই আমাকে "বাধা দিন"। ধন্যবাদ! পরমাণু আলাপ ০০:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- অতীতে একাধিকবার আমার আলাপ পাতায় ব্যক্তি-আক্রমন করেছেন। - Ashiq Shawon (আলাপ) ১৪:৪১, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- আলোচনার মধ্যে এভাবে ঢুকে পড়ার জন্য দুঃখিত। @Ashiq Shawon: আপনার মন্তব্যের একটি লাইন দেখে না ঢুকে পারলাম না। আপনার করা মন্তব্য -> ভবিষ্যতে এধরণের শ্লেষমূলক মন্তব্য করলে সরাসরি ব্যান করা হবে; এটি কোন প্রশাসকসুলভ কথা নয়। এতে ব্যবহারকারীরা উইকিপিডিয়ায় কাজ করার আগ্রহ হারায়। ভবিষ্যতে এই জাতীয় মন্তব্য আপনার কাছ থেকে দেখতে পাবো না বলে আশা করি। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৬:০২, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: দাদা পূর্বে যদি আমি অসদাচরণ করেই থেকে থাকি, সে জন্য আগেও ভুল স্বীকার করেছিলাম, এখনও করছি। আমি আগের জবাবে বলেছি কোনও ব্যক্তি যে স্থানের সাথে সংশ্লিষ্ট বা তাঁর নিজের মাতৃভাষায়/স্থানীয় ভাষার বানানটিতে লেখার কথা বলেছিলাম; সেই অনুযায়ীই (মারাঠি:सिंधुताई सपकाळ)-এর উচ্চারণ সংশোধন করে সিন্ধুতাই সপকাল করেছিলাম, যা আপনি পূর্বাবস্থায় নিয়েছেন কোনও পুনর্নির্দেশও রাখেননি। একই নিয়ম মেনে (পাঞ্জাবি:ਸੁਰਜੀਤ ਪਾਤਰ) কে সুরজিৎ পাতর করেছিলাম (যেহেতু "পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি" ও "বাংলা একাডেমী" ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে এমটিই বলে)। এখানে অবশ্যই আমার/আপনার আলাদা আলাদা মত থাকতে পারে, তাই বলে আপনি জাতীয় স্তরের সংগঠনের নিয়ম না মেনে পত্রিকাদির নিয়মের উপর বেশি গুরুত্ব দিতে পারেন না! @Sumita Roy Dutta: নিশ্চয় এই আলোচনাটি দেখছেন; তাঁকেও আমি একই কথা বলব। @Aftabuzzaman: দাকে আলোচনাটি দেখার জন্য ধন্যবাদ! আমার মনে হয় এই "ব্যক্তি নাম" এবং "স্থান নাম" বিষয়ে আমাদের "উইকিপিডিয়া:আলোচনাসভা"য় আলোচনা করা উচিত। ধন্যবাদ সবাইকে!) পরমাণু আলাপ ১৬:৫০, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon এবং আজিজ:, এক্ষেত্রে সিন্ধুতাই সপকাল এবং সুরজীৎ পাতর বানানটি সঠিক। যেহেতু হিন্দি বা মারাঠি বা পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষায় অ-এর উচ্চারণ আ-এর উচ্চারণের মত হয়ে থাকে, তাই সেক্ষেত্রে এই নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক, কিন্তু সেক্ষেত্রে হিন্দি, পাঞ্জাবি বা মারাঠি বানানটিই অনুসরণ করা উচিৎ, কারণ সেটিই সঠিক। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Aftabuzzaman: উক্ত ব্যবহারকারী ইতিপূর্বে কিছু বাজে মন্তব্য এবং আচরণ করেছিলো সেটির ধারাবাহিকতায় কথাগুলো বলা হয়েছে। পূর্বে তার ব্যবহারকারী নাম এবং আমার আলাপ পাতায় মুছে ফেলা একাধিক মন্তব্য পর্যালোচনা করলেই বিষয়টি বুঝতে পারবে। তখন তাকে ব্যান করার প্রসঙ্গ এসেছিলো - কিন্তু উইকিতে তার অবদানের কথা বিবেচনায় আমি নিজেই তাতে নিষেধ করেছিলাম; কিন্তু সে তার আচরণে কোন পরিবর্তন আনেনি। উপরে লক্ষ্য করে দেখো, আমার মন্তব্যের উত্তরে তার কথাটি সরাসরি শ্লেষামূলক। এবং, সবচেয়ে বড় কথা, অভিযোগের সূচনাকারী আমি নই - অন্য একজন উইকিপিডিয়ান (সুমিতা দে)। এধরণের ব্যবহারকারীকে বাধা দেয়াটাই যৌক্তিক বলে আমি মনে করি, কারণ তাদেরকে শুধরানোর সুযোগ দেয়া হয়েছে। আমি বা সে নিজেও পাঞ্জাবি নয়, অধিকন্তু সে অপর প্রশাসকের জবাবদিহিতার প্রসঙ্গও তুলেছে (বোধিসত্ত্ব)। খেয়াল করে দেখো, তার আচরণ হচ্ছে সরাসরি বিরোধীতা করা, আলোচনা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারা উইকিতে কাজ করি তাদের আরো অনেক কাজ থাকে - সেটি ফেলেই এটি করি; এমতাবস্থায় এধরণের বিষয় নিয়ে সময়ক্ষেপন করার কোন মানে নেই এধরণের ব্যবহারকারীর জন্য। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ। -- Ashiq Shawon (আলাপ) ১৮:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Bodhisattwa: অভিযোগটি আমার নয়, নিবন্ধকারের। আমি তার অনুরোধে সরানোর কাজ দু'টি করেছি, যেহেতু আলাপ পাতায় কোন আলোচনা ছিলো না এবং নিবন্ধকার এই বিষয়ে অভিযোগ এবং সূত্রও উল্লেখ করেছে। - ধন্যবাদ। -- Ashiq Shawon (আলাপ) ১৮:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: বুঝলাম। কিন্তু প্রশাসক হিসেবে আপনি তাঁর আলাপ পাতায় তাকে বাধা দেয়ার কথা বলতে পারেন না। আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি আলোচনাসভাতে জানান। সেখানে আলোচনা করে বাংলা উইকি সম্প্রদায় যা সিদ্ধান্ত নেয়ার নিবে। দেখুন, বাংলা উইকির অবস্থা ইংরেজি উইকির মত। বাংলা উইকিতে একজন মোটামুটি সক্রিয় ব্যবহারকারী পাওয়া দুষ্কর। --আফতাব (আলাপ) ১৯:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Aftabuzzaman: তোমার লেখা শেষ লাইনটির কারণেই কিন্তু ইতিপূর্বে ক্ষমা করা হয়েছিলো তাকে। এবং এধরণের সিদ্ধান্ত নেবার ক্ষেত্র অবশ্যই আলোচনা করা হবে। - Ashiq Shawon (আলাপ) ১৯:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon, Aftabuzzaman, এবং Bodhisattwa: এখান ফের সবগুলো অভিযোগের উত্তর দিতে গেলে, আলোচনা লম্বা হবে; তবে আমি কারও বিরোধিতা করতে চাই না বরং আমার মতামতটিই ব্যক্ত করতে/জানাতে চাই। আবারও আমি স্বীকার করছি এবং বিশেষত আশিক ভাইয়ের কাছে পূর্বেকার তাঁর আলাপ পাতায় করা সরাসরি বিরোধিতার জন্য মার্জনা চাচ্ছি, নিবন্ধের আলাপ পাতা বা প্রণেতার সাথে আলোচনা না করাটা আমার ভুল ছিল। কিন্তু কৃত বানানটি ঠিক ছিল তা অভিযোগকারীকে এখনতো জানানো যেতে পারে। আর পরবর্তী সময়ে যাতে অবাঙালি কোনও ব্যক্তির নামের ক্ষেত্রে এই ধরণের ঘটনা না ঘটে তার জন্য একটি আলোচনা করা উচিত। আলোচনা হলে আমাকে কেউ জানাবেন কি? ধন্যবাদ! পরমাণু আলাপ ১৯:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- এই প্রসঙ্গটি এখানেই শেষ বলে ধরে নেয়া হলো। আপাততঃ নিবন্ধ দুটির আলাপ পাতায় এবং উইকিপিডিয়ার মূল আলোচনা পাতায় এই সংক্রান্ত একটি আলোচনার সূচনা করা হলো। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon, Aftabuzzaman, এবং Bodhisattwa: এখান ফের সবগুলো অভিযোগের উত্তর দিতে গেলে, আলোচনা লম্বা হবে; তবে আমি কারও বিরোধিতা করতে চাই না বরং আমার মতামতটিই ব্যক্ত করতে/জানাতে চাই। আবারও আমি স্বীকার করছি এবং বিশেষত আশিক ভাইয়ের কাছে পূর্বেকার তাঁর আলাপ পাতায় করা সরাসরি বিরোধিতার জন্য মার্জনা চাচ্ছি, নিবন্ধের আলাপ পাতা বা প্রণেতার সাথে আলোচনা না করাটা আমার ভুল ছিল। কিন্তু কৃত বানানটি ঠিক ছিল তা অভিযোগকারীকে এখনতো জানানো যেতে পারে। আর পরবর্তী সময়ে যাতে অবাঙালি কোনও ব্যক্তির নামের ক্ষেত্রে এই ধরণের ঘটনা না ঘটে তার জন্য একটি আলোচনা করা উচিত। আলোচনা হলে আমাকে কেউ জানাবেন কি? ধন্যবাদ! পরমাণু আলাপ ১৯:৫১, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Aftabuzzaman: তোমার লেখা শেষ লাইনটির কারণেই কিন্তু ইতিপূর্বে ক্ষমা করা হয়েছিলো তাকে। এবং এধরণের সিদ্ধান্ত নেবার ক্ষেত্র অবশ্যই আলোচনা করা হবে। - Ashiq Shawon (আলাপ) ১৯:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: বুঝলাম। কিন্তু প্রশাসক হিসেবে আপনি তাঁর আলাপ পাতায় তাকে বাধা দেয়ার কথা বলতে পারেন না। আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি আলোচনাসভাতে জানান। সেখানে আলোচনা করে বাংলা উইকি সম্প্রদায় যা সিদ্ধান্ত নেয়ার নিবে। দেখুন, বাংলা উইকির অবস্থা ইংরেজি উইকির মত। বাংলা উইকিতে একজন মোটামুটি সক্রিয় ব্যবহারকারী পাওয়া দুষ্কর। --আফতাব (আলাপ) ১৯:০৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Bodhisattwa: অভিযোগটি আমার নয়, নিবন্ধকারের। আমি তার অনুরোধে সরানোর কাজ দু'টি করেছি, যেহেতু আলাপ পাতায় কোন আলোচনা ছিলো না এবং নিবন্ধকার এই বিষয়ে অভিযোগ এবং সূত্রও উল্লেখ করেছে। - ধন্যবাদ। -- Ashiq Shawon (আলাপ) ১৮:৫৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Aftabuzzaman: উক্ত ব্যবহারকারী ইতিপূর্বে কিছু বাজে মন্তব্য এবং আচরণ করেছিলো সেটির ধারাবাহিকতায় কথাগুলো বলা হয়েছে। পূর্বে তার ব্যবহারকারী নাম এবং আমার আলাপ পাতায় মুছে ফেলা একাধিক মন্তব্য পর্যালোচনা করলেই বিষয়টি বুঝতে পারবে। তখন তাকে ব্যান করার প্রসঙ্গ এসেছিলো - কিন্তু উইকিতে তার অবদানের কথা বিবেচনায় আমি নিজেই তাতে নিষেধ করেছিলাম; কিন্তু সে তার আচরণে কোন পরিবর্তন আনেনি। উপরে লক্ষ্য করে দেখো, আমার মন্তব্যের উত্তরে তার কথাটি সরাসরি শ্লেষামূলক। এবং, সবচেয়ে বড় কথা, অভিযোগের সূচনাকারী আমি নই - অন্য একজন উইকিপিডিয়ান (সুমিতা দে)। এধরণের ব্যবহারকারীকে বাধা দেয়াটাই যৌক্তিক বলে আমি মনে করি, কারণ তাদেরকে শুধরানোর সুযোগ দেয়া হয়েছে। আমি বা সে নিজেও পাঞ্জাবি নয়, অধিকন্তু সে অপর প্রশাসকের জবাবদিহিতার প্রসঙ্গও তুলেছে (বোধিসত্ত্ব)। খেয়াল করে দেখো, তার আচরণ হচ্ছে সরাসরি বিরোধীতা করা, আলোচনা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যারা উইকিতে কাজ করি তাদের আরো অনেক কাজ থাকে - সেটি ফেলেই এটি করি; এমতাবস্থায় এধরণের বিষয় নিয়ে সময়ক্ষেপন করার কোন মানে নেই এধরণের ব্যবহারকারীর জন্য। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ। -- Ashiq Shawon (আলাপ) ১৮:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon এবং আজিজ:, এক্ষেত্রে সিন্ধুতাই সপকাল এবং সুরজীৎ পাতর বানানটি সঠিক। যেহেতু হিন্দি বা মারাঠি বা পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন ভাষায় অ-এর উচ্চারণ আ-এর উচ্চারণের মত হয়ে থাকে, তাই সেক্ষেত্রে এই নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক, কিন্তু সেক্ষেত্রে হিন্দি, পাঞ্জাবি বা মারাঠি বানানটিই অনুসরণ করা উচিৎ, কারণ সেটিই সঠিক। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: দাদা পূর্বে যদি আমি অসদাচরণ করেই থেকে থাকি, সে জন্য আগেও ভুল স্বীকার করেছিলাম, এখনও করছি। আমি আগের জবাবে বলেছি কোনও ব্যক্তি যে স্থানের সাথে সংশ্লিষ্ট বা তাঁর নিজের মাতৃভাষায়/স্থানীয় ভাষার বানানটিতে লেখার কথা বলেছিলাম; সেই অনুযায়ীই (মারাঠি:सिंधुताई सपकाळ)-এর উচ্চারণ সংশোধন করে সিন্ধুতাই সপকাল করেছিলাম, যা আপনি পূর্বাবস্থায় নিয়েছেন কোনও পুনর্নির্দেশও রাখেননি। একই নিয়ম মেনে (পাঞ্জাবি:ਸੁਰਜੀਤ ਪਾਤਰ) কে সুরজিৎ পাতর করেছিলাম (যেহেতু "পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি" ও "বাংলা একাডেমী" ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে এমটিই বলে)। এখানে অবশ্যই আমার/আপনার আলাদা আলাদা মত থাকতে পারে, তাই বলে আপনি জাতীয় স্তরের সংগঠনের নিয়ম না মেনে পত্রিকাদির নিয়মের উপর বেশি গুরুত্ব দিতে পারেন না! @Sumita Roy Dutta: নিশ্চয় এই আলোচনাটি দেখছেন; তাঁকেও আমি একই কথা বলব। @Aftabuzzaman: দাকে আলোচনাটি দেখার জন্য ধন্যবাদ! আমার মনে হয় এই "ব্যক্তি নাম" এবং "স্থান নাম" বিষয়ে আমাদের "উইকিপিডিয়া:আলোচনাসভা"য় আলোচনা করা উচিত। ধন্যবাদ সবাইকে!) পরমাণু আলাপ ১৬:৫০, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- আলোচনার মধ্যে এভাবে ঢুকে পড়ার জন্য দুঃখিত। @Ashiq Shawon: আপনার মন্তব্যের একটি লাইন দেখে না ঢুকে পারলাম না। আপনার করা মন্তব্য -> ভবিষ্যতে এধরণের শ্লেষমূলক মন্তব্য করলে সরাসরি ব্যান করা হবে; এটি কোন প্রশাসকসুলভ কথা নয়। এতে ব্যবহারকারীরা উইকিপিডিয়ায় কাজ করার আগ্রহ হারায়। ভবিষ্যতে এই জাতীয় মন্তব্য আপনার কাছ থেকে দেখতে পাবো না বলে আশা করি। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৬:০২, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- অতীতে একাধিকবার আমার আলাপ পাতায় ব্যক্তি-আক্রমন করেছেন। - Ashiq Shawon (আলাপ) ১৪:৪১, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: ব্যক্তিগত আক্রমণ ও অসদাচরণ কি করলাম বা করেছি? আমি একটি নিবন্ধ জলগাঁও নামে তৈরি করেছিলাম, কিন্তু একই স্থান সম্পর্কিত নিবন্ধ জালগাও নামে আগে থেকেই ছিল। আমি সেই "জালগাও" বানানটির কারণে মূলত বুঝতে পারিনি। কিন্তু আপনি সেই নিবন্ধটি অপসরণ না করে একত্রিত করতে পারতেন; যেহেতু আমার তৈরি নিবন্ধটিতে পূর্বেকার নিবন্ধটির চাইতে তথ্য বেশী ছিল; নিবন্ধের আলাপ পাতায় তো দূর আপনি আমাকেও জানানোর প্রয়োজন মনে করেননি যে "নিবন্ধটি অপসরণ করা হচ্ছে" এখানে আপনি কোন নিয়ম মেনেছিলেন? মুম্বাই আর মুম্বই বানান নিয়েও @Bodhisattwa:দা'র সাথে তাঁর আলাপ পাতায় তর্ক হয়েছিল, যখন তিনি আমার কয়েকটি নিবন্ধ স্থানান্তর করেছিলেন। তখন আমি "মুম্বাই" বানানটি লেখার পক্ষে বলছিলাম; এখনও আছি। @Sumita Roy Dutta: আমি পাতার বানানটিও মানতে রাজি তবে কোনও পত্রিকার বানানের ভিত্তিতে নয়, সঠিক এবং যুক্তিযুক্ত বাস্তব প্রমিত নিয়মের ভিত্তিতে। আর কোন ব্যক্তি নামের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্থানীয় বানানেটিকেই যে প্রাধান্য দেওয়া উচিৎ তা আপনাকে স্বীকার করতেই হবে; বাংলা একাডেমীও ব্যক্তি নামের ক্ষেত্রে এমনটিই বলে। এখন দু'টি পত্রিকার বানানকে আপনি প্রাধান্য দিলে আমার কিছু করার নেই; অগত্যা আমাকে ভুল স্বীকার করতেই হবে। এখানেও যদি আমি অসদাচরণ করে থাকি অবশ্যই আমাকে "বাধা দিন"। ধন্যবাদ! পরমাণু আলাপ ০০:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- নিবন্ধকারের অভিযোগের বিষয়ে বলা হয়েছে; তিনি নিজে সূত্র উল্লেখ করেছেন। ব্যক্তিগত আক্রমণ ও অসদাচরণের জন্য ব্যান করার বিধান রয়েছে - যেটির সীমা অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ২০:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- @Ashiq Shawon: এর পর থেকে স্থানান্তরের পূর্বে অবশ্যই আলাপ পাতা ব্যবহার করব। এখানে পাঞ্জাবি বানানের প্রসঙ্গ আসছে করণ, আপনি সরাসরি "পাতর" বানানটি ভুল বলেছেন; ব্যক্তি যেহেতু পাঞ্জাবি তাই আমার পাঞ্জাবি উচ্চারণ অনুসরণ করা যুক্তিসংগত মনে হয়েছিল, আমি জানি না আপনি কোন বানান অনুসারে সেটি ভুল বলেছিলেন; জানালে খুব ভালো হতো। তাছাড়া আপনি ব্যান করার কথা বললেন; ভালো কথা! আপনার ক্ষমতা অবশ্যই আপনি প্রয়োগ করতে পারেন। তবে আমার মনে হয় না দু'একটা বানান ভুলের কারণে কাউকে উইকিতে ব্যান করা হয়ে থাকে।) পরমাণু আলাপ ২০:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- আপনাকে ইতিপূর্বেও সতর্ক করা হয়েছে আলাপ পাতায় আলোচনা না করে নিজের ইচ্ছে মতো পাতা স্থানান্তর না-করার জন্য। উপরে অনুপ সাদীও এই বিষযে একটি বক্তব্য রেখেছে কিছুদিন আগে। এর আগেও অসংখ্যবার আপনাকে সম্পাদনা সংক্রান্ত এই বিষয়গুলো জানানো হয়েছে। মূল পাঞ্জাবী বানান অশুদ্ধের প্রসঙ্গ আসছে কেন? ভবিষ্যতে এধরণের শ্লেষমূলক মন্তব্য করলে সরাসরি ব্যান করা হবে; কারণ ইতিপূর্বে আপনি আমার আলাপ পাতায় আসংখ্য আজে-বাজে মন্তব্য করেছিলেন যেগুলো ক্ষমা করা হয়েছে - সেটাই যথেষ্ট ছিলো বলে মনে করি। - Ashiq Shawon (আলাপ) ১৯:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
ব্যক্তির নামের বানান সংক্রান্ত
সম্পাদনাপ্রিয় ব্যবহারকারী, উইকিপিডিয়ার আলোচনা সভায় “ভারতের বিভিন্ন রাজ্যের কৃতি ব্যক্তির নামের বানান” সংক্রান্ত একটি আলোচনার সূচনা করা হয়েছে; এই লিংকটি ব্যবহার করে উক্ত আলোচনায় আপনার মতামত প্রদান করার জন্য সবিশেষ অনুরোধ রাইলো। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:২১, ২৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন-দ্য-ট্রেনার কর্মশালা
সম্পাদনানমস্কার দাদা! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন-দ্য-ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালা আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস (আলাপ - অবদান) ১৯:১১, ১৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
সম্পাদনাসুপ্রিয় আজিজ,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
ইদ মোবারক
সম্পাদনাএই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১৮:০৫, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
বানান সংশোধন
সম্পাদনাপ্রীয় আজিজ ভাই,
আমার তৈরি একটি নিবন্ধ উত্তর পূর্ব বানিজ্য সম্মেলন আপনি উত্তর পূর্ব বাণিজ্য সম্মেলন-এ স্থানান্তর করেছেন। সঠিক বানানে স্থানান্তর করার জন্য ধন্যবাদ। অনেক সময় ব্যস্ততার সঙ্গে নিবন্ধ লেখার জন্য বানান সঠিক হয় না। ফলে ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আপনি উইকিপিডিয়াতে ভালো কাজ করছেন। আমি চাই আপনি আরও এগিয়ে যান। শুভেন্দু, (আলাপ)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাআসল উইকিপদক | |
বাংলা উইকিপিডিয়ায় আপনার পদচারণা আরো সুদৃঢ় হোক। — ফেরদৌস • ১৪:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি) |
- @Ferdous: দা ক্ষমা করবেন
আমি পদক প্রাপ্তির খুশিতে ধন্যবাদ জানাতেও ভুলে গেছিলাম! ধন্যবাদ পদক দিয়ে উৎসাহিত করার জন্য। পরমাণু আলাপ
মালাজগির্দের যুদ্ধ নিবন্ধের পর্যালোচনা
সম্পাদনাদয়া করে মালাজগির্দের যুদ্ধ নিবন্ধের পর্যালোচনা করবেন। আপনি ৩১ মে ২০১৬ তে পর্যালোচক হয়েছিলেন। দেড় বছর হয়ে গেছে। Che12Guevara (আলাপ) ১৬:৪০, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ!
সম্পাদনাসুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৮:৪১, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
আপনার দেওয়া পদকের জন্য ধন্যবাদ - পিয়াল (আলাপ) ০৮:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
ধন্যবাদ
সম্পাদনাঅামি নতুন ব্যবহারকারী হওয়ায় গাটাপার্চা শিরোনামে লেখা নিব্ন্ধ টিতে কিছু অসম্পূর্ণতা ছিল। সেগুলো সম্পাদনা করে দেয়ার জন্য ধন্যবাদ।— Shahidul mirza (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Shahidul mirza: চালিয়ে যান।
কারণ
সম্পাদনাকেনো ভাই,আমার কেনো ব্যবস্থা নেওয়া হবে?? আমার প্রয়োজন সেই কারনে আমি ওইসব পেজ খুলে ছিলাম। (জোবায়ের) — Zubaer Ahmad (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Zubaer Ahmad: ভাই আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কী কারণে বলেছি সেটা আপনি জানেন; এবং @Aftabuzzaman:-ভাইয়ের আলাপ পাতায় তা উল্লেখও করেছি। উইকিপিডিয়াতে একজন লোকের দুটি অ্যাকাউন্ট রাখা হয় না। যেটা আপনি করেছেন। তবে যেহেতু আপনি এখানে নতুন, হতে পারে আপনি এমনটি না জেনে করেছেন। আমিও আমার প্রারম্ভিক সময়ে এমনটি করেছিলাম। বর্তমানে একটি অ্যাকাউন্টে বাধাদান করা হয়েছে এটি সক্রিয় রয়েছে। আশাকরি আলোচনার মাধ্যমে আপনার সাথেও এরকম ব্যবহার করে; একটি সুযোগ দেওয়া হবে। আর ওইভাবে বার্তা লিখবেন না!!! ধন্যবাদান্তে-- পরমাণু আলাপ ১৮:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
sorry ভাইয়া, কষ্ট দেওয়ার জন্য। please ভাইয়া আমাকে খুলে বলুন যে আমি যদি আমার এই একাউন্টে বিভিন্ন পেজ খুলি যেগুলো আমার মাদরাসার বা কলেজের বিভিন্ন অনুষ্ঠানের পেজ খুলে তাতে তথ্য আপলোড করি তাতে কি কোনো সমস্যা হবে??
উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন
সম্পাদনাউইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।
ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ১৩:৩৪, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)
সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত নোকিয়া, ফিনল্যান্ড পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ! ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২২, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)
Share your experience and feedback as a Wikimedian in this global survey
সম্পাদনাHello! The Wikimedia Foundation is asking for your feedback in a survey. We want to know how well we are supporting your work on and off wiki, and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. You have been randomly selected to take this survey as we would like to hear from your Wikimedia community. The survey is available in various languages and will take between 20 and 40 minutes.
You can find more information about this survey on the project page and see how your feedback helps the Wikimedia Foundation support editors like you. This survey is hosted by a third-party service and governed by this privacy statement (in English). Please visit our frequently asked questions page to find more information about this survey. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through the EmailUser feature to WMF Surveys to remove you from the list.
Thank you!
Reminder: Share your feedback in this Wikimedia survey
সম্পাদনাEvery response for this survey can help the Wikimedia Foundation improve your experience on the Wikimedia projects. So far, we have heard from just 29% of Wikimedia contributors. The survey is available in various languages and will take between 20 and 40 minutes to be completed. Take the survey now.
If you have already taken the survey, we are sorry you've received this reminder. We have design the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. If you wish to opt-out of the next reminder or any other survey, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement. Thanks!
Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey
সম্পাদনাHello! This is a final reminder that the Wikimedia Foundation survey will close on 23 April, 2018 (07:00 UTC). The survey is available in various languages and will take between 20 and 40 minutes. Take the survey now.
If you already took the survey - thank you! We will not bother you again. We have designed the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. To opt-out of future surveys, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement.
ইদ মোবারক!
সম্পাদনা কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। |
উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!
সম্পাদনাউইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৪০, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
বিষয়শ্রেণী:আত্মহত্যাকারী পর্নোগ্রাফি অভিনয় শিল্পী-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাউইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করার জন্য বিষয়শ্রেণী:আত্মহত্যাকারী পর্নোগ্রাফি অভিনয় শিল্পী পাতায় একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার বি১ ধারা অনুযায়ী করা হয়েছে, কারণ বিষয়শ্রেণীটি সাতদিন অথবা তারও বেশি সময় ধরে ফাঁকা ছিল এবং এটি কোন দ্ব্যর্থতা নিরসন বিষয়শ্রেণী, প্রকল্প বিষয়শ্রেণী, রক্ষণাবেক্ষণ বিষয়শ্রেণী নয় কিংবা বর্তমানে এটি নিয়ে বিষয়শ্রেণীর জন্য আলোচনায় কোন আলোচনা চলছে না।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নকীব বট (আলাপ) ১১:৩৪, ২২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
এলিজাবেথ স্টার্র নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাএলিজাবেথ স্টার্র নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এলিজাবেথ স্টার্র পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ইসমাইল (আলাপ) ০৮:৪২, ২৬ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় আজিজ, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় আজিজ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
সম্পাদনাসুপ্রিয় আজিজ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
অনন্ত মন্ডল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
সম্পাদনাঅনন্ত মন্ডল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অনন্ত মন্ডল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ০১:১৪, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
সম্পাদনাHello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Bangla and Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১
সম্পাদনাসুপ্রিয় আজিজ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন।
উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।
নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না
সম্পাদনাসুপ্রিয় আজিজ,
আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন।
এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন।
সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।
নির্বাচন সম্পর্কে আরও জানুন। MediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
ধলভূমগড় ব্লক নিবন্ধ সম্পর্কে
সম্পাদনা@আজিজ আপনার তৈরি করা নিবন্ধটিতে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। ঠিক করুন। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:৩২, ৬ জুলাই ২০২২ (ইউটিসি)
- যথা সম্ভব তথ্যসূত্র প্রদানের চেষ্টা করেছি এবার দয়া করে নিবন্ধটি থেকে ট্যাগ মুছে দিন। -- পরমাণু আলাপ ১৭:১৯, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)
আজাকি মনোনায়ন
সম্পাদনাসুধী @আজিজ, আপনি কুয়াপি নিবন্ধটি আজাকিতে মনোনায়ন দিয়েছেন, এটা আপনার প্রথম মনোনায়ন। আজাকি মনোনায়ন দেয়া শুরু করার জন্য অভিনন্দন। আজাকি মনোনায়নের ক্ষেত্রে 'আলোচনা শুরু করুন' ট্যাব ব্যবহার করছেন। তারচেয়ে 'নতুন প্রস্তাবনা দিতে এখানে ক্লিক করুন' লিংকটি ব্যবহার করা অনুরোধ করছি। ঐ মনোনায়ন টেমপ্লেটে গিয়ে কি লিখতে হবে, তার একটি নমুনা আমি দিচ্ছি, এটি অনুসরণ করে পরবর্তী মনোনায়ন দেয়ার অনুরোধ থাকলো।
- বিষয় (এখানে কিছু লিখবেন না)
- {{safesubst:নতুন আজাকি মনোনয়ন
- | article = জুলি হেইডেন
- | status = নতুন
- | hook = ... কৃষ্ণাঙ্গ শিশুদের শিক্ষিত করার দায়ে জুলি হেইডেনকে শ্বেতাঙ্গ বর্ণবাদী হোয়াইট ম্যান'স লিগ হত্যা করেছিল?
- | author = FaysaLBinDaruL
- | nominator = (অন্য কেউ হলে, তার না দিন, না হলে ফাঁকা রাখুন)
- | image = Miss Julie Hayden Harper's Weekly October 3 1874, 813.jpg
- | rollover = জুলি হেইডেনের পেন্সিল স্কেচ, হারপার'স উইকলি, ১৮৭৪
- }}
- ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৮:০৫, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ দাদা পরমাণু••আলাপ•• ০৪:৪৪, ২৬ আগস্ট ২০২২ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ১ অক্টোবর ২০২২
সম্পাদনাঘাবরানা নেহি হ্যায় (আন্তঃভাষা এবং চিত্র)
সম্পাদনা@আজিজ:, @আজিজ ভাই, ঘাবরানা নেহি হ্যায় এটার আন্তঃভাষা সংযোগ দিন (চিত্র আপলোড ও করে দিন); Ghabrana Nahi Hai নিবন্ধটির ইংরেজি সংস্করণ। শামীম শ (আলাপ) ০২:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @শামীম শ আপনার পিছনে কে দাঁড়িয়ে আছে? ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৩:৩৪, ৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- ওনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে! মানে বুঝলাম না দাদা! পরমাণু••আলাপ•• ০৫:২৮, ৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @আজিজ:, @আজিজ ভাই, ঘাবরানা নেহি হ্যায়র কাজ হয়ে গেছে। শামীম শ (আলাপ) ০৫:২৯, ৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
যৌনতা সম্পর্কিত নিবন্ধ
সম্পাদনা@আজিজ:, আজিজ ভাই, আপনি কি যৌনতা সম্পর্কিত নিবন্ধে লেখালেখি করেন? করলে/আগ্রহ থাকলে বলেন। সাজ্জাদ খান (আলাপ) ১১:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- আমি নির্দিষ্ট কোনও বিষয়ে লেখালেখি করি না, যখন যা ভালো লাগে আরকি! পরমাণু••আলাপ•• ১১:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
সাহিল (বাকু মেট্রো) নিবন্ধটি সম্পর্কে
সম্পাদনা@আজিজ আপনার তৈরি করা সাহিল (বাকু মেট্রো) নিবন্ধটিতে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে। যেমন: নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে এসব সমস্যা দূরীভূত করুন। এছাড়া যেকোনো প্রয়োজনে আপনার মেন্টরকে জানান অথবা আমার আলাপ পাতায় বার্তা দিন। ধন্যবাদ।মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:৪০, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- করা হয়েছে! পরমাণু••আলাপ•• ১০:১০, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
সম্পাদনাDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Help us organize!
সম্পাদনাDear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (আলাপ) ১৫:২১, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
সম্পাদনাDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
On Behalf of, WCI 2023 Core organizing team.
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
সম্পাদনাDear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ০৮:১১, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
On Behalf of, WCI 2023 Organizing team
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনাপ্রিয় আজিজ,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
ঈদ মোবারক
সম্পাদনাالله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক আজিজ ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
সম্পাদনাYou have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)
সুপ্রিয় আজিজ,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সম্পাদনাসুপ্রিয় আজিজ, |
উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
সম্পাদনাসুপ্রিয় বাংলা উইকিপিডিয়ান ও অন্যান্য সহপ্রকল্পের স্বেচ্ছাসেবক পাঠক এবং অবদানকারীবৃন্দ,
প্রতি বছরের মতো এই বছরেও শুরু হয়ে গেছে উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে নিবন্ধ তৈরির এই প্রতিযোগিতা চলবে ১লা ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত। রয়েছে বিশেষ কিছু আন্তর্জাতিক পুরস্কার। অংশগ্রহণ করে বাংলা উইকিপডিয়াকে সমৃদ্ধ করুন।
আজাকি হালনাগাদ ২৯ ফেব্রুয়ারি ২০২৪
সম্পাদনা~ ফায়সাল বিন দারুল (২০২৪) ২২:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনাপ্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)