আমি অনুপ সাদি, মূলত কবিতা ও প্রবন্ধ লিখি। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছি ২৬ ফেব্রুয়ারি, ২০১২ তারিখ হতে। আমাকে উইকিপিডিয়ার কোনো পাতার উন্নয়ন সম্পর্কে জানাতে চাইলে আমার আলাপ পাতায় জানাতে পারেন।
আমার আগ্রহের মূল বিষয় হচ্ছে প্রকৃতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞান। বাংলা উইকিপিডিয়াতে পরিবেশ ও প্রকৃতি বিষয়ে নিবন্ধ কম থাকার কারণে আমি বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী নিয়ে বেশ কিছু নিবন্ধ তৈরি করেছি। আবার উদ্ভিদ ও প্রাণীরা যেহেতু পানির উপর নির্ভর করেই বেঁচে থাকে, ফলে আমি দূষণহীন পানির উৎস হিসেবে বাংলাদেশের সবগুলো নদী নিয়ে লিখতে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের ৪০৫টি নদী সম্পর্কেই নিবন্ধ তৈরি করেছি।
আমার মোট ১২টি বই ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। সেগুলোর ভেতরে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি (কবিতা, ২০০৪), আধুনিক মানুষের ধারাবাহিক গল্প (কবিতা, ২০০৬), মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা (কবিতা, ২০০৭), বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান (কবিতা, ২০০৭), নারী (তাহা ইয়াসিনের সঙ্গে যৌথ সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, ২০০৮), বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা (সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, ২০১০), সমাজতন্ত্র (প্রবন্ধগ্রন্থ, ২০১৫), মার্কসবাদ (প্রবন্ধগ্রন্থ, ২০১৬) প্রভৃতি।