Anup Sadi
— উইকিপিডিয়ান —
অনুপ সাদি সম্পাদিত তাঁর মাকে নিয়ে রচিত শাহেরা খাতুন স্মারক গ্রন্থ বইয়ের প্রচ্ছদ
অনুপ সাদি সম্পাদিত তাঁর মাকে নিয়ে রচিত শাহেরা খাতুন স্মারক গ্রন্থ বইয়ের প্রচ্ছদ
নামঅনুপ সাদি
জন্ম (1977-06-16) ১৬ জুন ১৯৭৭ (বয়স ৪৭)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশবাংলাদেশী
দেশ বাংলাদেশ
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশালেখক
কলেজঢাকা কলেজ
বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়, পোখরা বিশ্ববিদ্যালয়
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখকবিতা, প্রবন্ধ, আলোকচিত্র
বইসমাজতন্ত্র, (২০১৫) মার্কসবাদ, (২০১৬)
আগ্রহ
যোগাযোগের তথ্য
পিন্টারেস্টপিন্টারেস্ট
ব্যবহারকারী সম্পর্কিত তথ্যাবলী
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১২ বছর, ৯ মাস ও ১৫ দিন
৫০,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ৫০,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।
এই ব্যবহারকারী প্রকৃতিপরিবেশ রক্ষায় যুদ্ধরত।
এই ব্যবহারকারী বিশ্ব পরিবেশ দিবস এডিটাথনে অবদান রেখেছেন।

আমি অনুপ সাদি, মূলত কবিতাপ্রবন্ধ লিখি। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছি ২৬ ফেব্রুয়ারি, ২০১২ তারিখ হতে। আমাকে উইকিপিডিয়ার কোনো পাতার উন্নয়ন সম্পর্কে জানাতে চাইলে আমার আলাপ পাতায় জানাতে পারেন।

আমার আগ্রহের মূল বিষয় হচ্ছে প্রকৃতিবিজ্ঞানসমাজবিজ্ঞান। বাংলা উইকিপিডিয়াতে পরিবেশ ও প্রকৃতি বিষয়ে নিবন্ধ কম থাকার কারণে আমি বাংলাদেশের উদ্ভিদ ও প্রাণী নিয়ে বেশ কিছু নিবন্ধ তৈরি করেছি। আবার উদ্ভিদ ও প্রাণীরা যেহেতু পানির উপর নির্ভর করেই বেঁচে থাকে, ফলে আমি দূষণহীন পানির উৎস হিসেবে বাংলাদেশের সবগুলো নদী নিয়ে লিখতে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশের ৪০৫টি নদী সম্পর্কেই নিবন্ধ তৈরি করেছি।

আমার মোট ১২টি বই ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। সেগুলোর ভেতরে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি (কবিতা, ২০০৪), আধুনিক মানুষের ধারাবাহিক গল্প (কবিতা, ২০০৬), মনোজগতে মঙ্গা উপরিকাঠামোতে লেহেঙ্গা (কবিতা, ২০০৭), বৃষ্টির ফোঁটায় আসে আমাদের ঠোঁটে ঠোঁটে কবিতাবাগান (কবিতা, ২০০৭), নারী (তাহা ইয়াসিনের সঙ্গে যৌথ সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, ২০০৮), বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা (সম্পাদিত প্রবন্ধগ্রন্থ, ২০১০), সমাজতন্ত্র (প্রবন্ধগ্রন্থ, ২০১৫), মার্কসবাদ (প্রবন্ধগ্রন্থ, ২০১৬) প্রভৃতি।

আমার কিছু কথা

সম্পাদনা

* অপেক্ষায় থাকতে থাকতে একদিন

বাঘের পিঠে চড়ে এসে পড়বে আমাদের প্রত্যাশিত

টুকটুকে এক ঝাঁক জোনাকের আলো,

ঘরের দরজায় এনে লাগাবে সাম্যের বটবৃক্ষ,

আজন্ম স্বপ্নপিপাসুরা গাইবে মহাকাব্যগান,

লাল আপেলের ত্বকে আঁকবে চলন্ত ইতিহাস।


* আমি খোলা জানালা হতে অতি দূরে আকাশি রঙের পাহাড়

কুয়াশায় ঘন সাদা হয়ে দিগন্তের কোলে মিশে যেতে দেখি

অনুভূতির সতেজ আলোয়;


* ও নদী, ...

আমরা কজন সময় বদলের ...

সারিতে তরতাজা জীবন আবৃত্তি

করে দেখাতে

চাই।


* তোমার মনে পড়ে

তুমি আমি একবার দুজনেই যুদ্ধাহত পরস্পর জড়াজড়ি করে

পার হয়েছিলাম দাসত্বের যুগ

আর আজ পাড়ি দেবো, হাতটি ধরো,

অর্থের আরণ্যক যুগ।

আমার যন্ত্রপাতি

সম্পাদনা

উইকিপদক

সম্পাদনা

বিভিন্ন উইকিপিডিয়ান কর্তৃক আমাকে প্রদত্ত কিছু ভার্চুয়াল পদক দেখুন এই লিংক থেকে।