টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি
তুই রাজাকারসম্পাদনা
- ...তুই রাজাকার স্লোগানটি হুমায়ূন আহমেদ লিখিত ১৯৮৮ সালের বহুব্রীহি টেলিভিশন ধারাবাহিকে সর্বপ্রথম ব্যবহার করা হয়?
-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৭:২৭, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
রূপপুর বালিশকাণ্ডসম্পাদনা
- ...বাংলাদেশ নাগরিক পরিষদের আহ্বায়কের মতে, বাংলাদেশে একটি বালিশের বাজার মূল্য ২৫০ টাকা থেকে ৩০০ টাকা হলেও রূপপুর গ্রিন টিসি আবাসন প্রকল্পে প্রতিটি বালিশের দাম ৫৯৫৭ টাকা রাখা হয়?
-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৮:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- সমর্থন, আকর্ষণীয় তথ্য। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৮:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Mehediabedin অহে ভাইডি! আপনাকে কি আবারও আগের মত বলে দিতে হবে? ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৬:৪৯, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @FaysaLBinDaruL আবারো দুঃখিত। নিবন্ধ ঠিক করার পর জানাবো। মেহেদী আবেদীন ২১:৪৫, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @FaysaLBinDaruL করেছি। মেহেদী আবেদীন ০৭:৩৯, ৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Mehediabedin সুধী, নিবন্ধের ভূমিকাংশ অনুগ্রহ করে ঠিক করুন। মূল ইংরেজি নিবন্ধ হতে আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা যায়। অতঃপর একটা যুতসই বিকল্প প্রস্তাব রাখুন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২২:০২, ১৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @FaysaLBinDaruL রূপপুর বালিশ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর এটা নিয়ে অনলাইনে ট্রল করা ও মিমস প্রকাশ করা হয়? মেহেদী আবেদীন ১২:২১, ১৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin সুধী, নিবন্ধের ভূমিকাংশ অনুগ্রহ করে ঠিক করুন। মূল ইংরেজি নিবন্ধ হতে আরেকটি অনুচ্ছেদ যুক্ত করা যায়। অতঃপর একটা যুতসই বিকল্প প্রস্তাব রাখুন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২২:০২, ১৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
সাংখ্যসম্পাদনা
- ... ভারতীয় আস্তিক্য দর্শন হওয়া সত্ত্বেও অনেকের মতে সাংখ্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না?
-- ব্যবহারকারী Robin shaha (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১১:১০, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha অনেকের মতে? ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৬:৫০, ২ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- হ্যাঁ। কারণ আমি দেখেছি, একটি সম্প্রদায় এই দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছে, এমন ব্যাখ্যা দেয়নি। যদিও “ঈশ্বরে অস্তিত্ব স্বীকার করে না” এমনটাই অধিক প্রচলিত। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৩:৪৪, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha: প্রশ্নটা যদিও প্রাসঙ্গিক না, তবুও স্রেফ জানার জন্য জিজ্ঞাসা করছি। এই সকল দর্শনই কি হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত? যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা-না করা দুই পক্ষই কীভাবে একই ধর্মের অনুসারী হয়? খুব সংক্ষেপে বিষয়টা বিষয়টা বুঝিয়ে বললে ভালো হতো। * NusJaS - আলাপ ১১:০৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- ভারতীয় দর্শন#সাবেকী শ্রেণীবিভাগ - নিবন্ধটি পড়ুন — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১১:০৬, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha আপনি দেখেছেন?~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:৪৭, ৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha: প্রশ্নটা যদিও প্রাসঙ্গিক না, তবুও স্রেফ জানার জন্য জিজ্ঞাসা করছি। এই সকল দর্শনই কি হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত? যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা-না করা দুই পক্ষই কীভাবে একই ধর্মের অনুসারী হয়? খুব সংক্ষেপে বিষয়টা বিষয়টা বুঝিয়ে বললে ভালো হতো। * NusJaS - আলাপ ১১:০৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- হ্যাঁ। কারণ আমি দেখেছি, একটি সম্প্রদায় এই দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছে, এমন ব্যাখ্যা দেয়নি। যদিও “ঈশ্বরে অস্তিত্ব স্বীকার করে না” এমনটাই অধিক প্রচলিত। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৩:৪৪, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha: আপনার ভুক্তিটার মধ্যেই ভুল আছে। এখানে আস্তিক্য বলতে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হলো ইশ্বরের প্রতি আস্থা। কিন্তু ভারতীয় দর্শনে বেদের উপর যার আস্থা আছে তাকে আস্তিক বলা হয়। সে অনুসারে প্রাচীন ষড়দর্শন আস্তিক্য দর্শন। আর যারা ইশ্বরে বিশ্বাস করে না তাদের নিরীশ্বরবাদী বলা হয়। সে অনুসারে প্রাচীন ষড়দর্শনের মধ্যে সাংখ্য ও মীমাংসা নিরীশ্বরবাদী, আর বাকি ৪টি ইশ্বরে বিশ্বাসী। আর এটা "অনেকের মতে" কোনো বিষয় নয়। এটি সর্বজনস্বীকৃত। বিস্তারিত–ধর্মমন্ত্রী (আলাপ) ০০:৪৯, ১০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Robin shaha বিতর্কিত, এটা বাদদিন। এটা কোনটা ঠিক বা বেঠিক অথবা কারা মানে বা মানেনা তা নিয়ে একটি গবেষণা গ্রন্থ বা প্রবন্ধ লেখুন, নির্ভরযোগ্য কোন পত্র-পত্রিকায় দিয়ে এখানে তথ্যসূত্র্র দিয়ে তারপর এটি লেখুন। - Nazrul Islam Nahid (আলাপ) ০৭:৪৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
আজাদ (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ)সম্পাদনা
- ...১৯২৯ সালে ঢাকায় প্রযোজিত সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিস প্রদর্শনের মধ্য দিয়ে মুকুল টকিজ নামক চলচ্চিত্র প্রেক্ষাগৃহের উদ্বোধন হয়?
-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০০:০৭, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)
ফিল্ড মার্শাল (ভারত)সম্পাদনা
- ...ফিল্ড মার্শাল ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হলেও এখন পর্যন্ত মাত্র দুইজন সেনা-কর্মকর্তা এই পদে আসীন হয়েছেন?
-- ব্যবহারকারী MS Sakib (আলাপ) কর্তৃক প্রণীত নিবন্ধ; ও স্বমনোনীত ০৯:৪৩, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @MS Sakib ভাল নিবন্ধ হতে মনোনায়ন দেয়ার জন্য ধন্যবাদ। ইংরেজিতে এই আজাকি তথ্য হুবহু এসেছে দেখলাম। তবে এরচেয়ে আকর্ষণীয় হিসেবে একটি বিকল্প প্রস্তাব রাখলামঃ
- ... ভারত সরকার অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের ফিল্ড মার্শাল পদবী দেয়ার জন্য যোগ্যতার শর্তসমূহ পরিবর্তন করে?
- কারণ ভারতের ফিল্ড মার্শালের সংখ্যা ভবিষ্যতে পরিবর্তন হলে এই তথ্যটির আজাকিতে থাকার অযোগ্য হয়ে যাবে।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২১:৪২, ১৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @FaysaLBinDaruL ভাই, ইংরেজিতে এসেছে নাকি! আমি নিজ থেকেই লিখেছিলাম। আচ্ছা যাইহোক, আপনার বিকল্পটা আরও আকর্ষণীয় নিশ্চয়। কিন্তু কিছুটা জটিল মনে হচ্ছে। আসলে, আমার নিজের ক্ষেত্রে এটা পড়ে বুঝতে আরেকবার তাকাতে হয়েছে। আমার ধারণা আজাকিতে "at a glance"-টাইপ তথ্য থাকলে ভালো হয়। আবার, শুধু এই তথ্যটা দেখলে এই বিষয়ে ধারণা না থাকা লোকজন বেশি কিছু বুঝতে পারবে না। সেক্ষেত্রে নিবন্ধের ব্যাপারে আগ্রহ না-ও পেতে পারে পাঠক। সেজন্য আমার মনে হচ্ছে, প্রথম বাক্যটাই ভালো হবে। ≈ MS Sakib «আলাপ» ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
মুহাম্মাদ আবদুল মালেকসম্পাদনা
- ...বাংলাদেশী হাদিস বিশেষজ্ঞ মুহাম্মাদ আবদুল মালেকের রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরিফ হাদিসশাস্ত্রের পাঠ্যবই হিসেবে পড়ানো হয়?
-- ব্যবহারকারী Owais Al Qarni (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ১৯:২৪, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
পেলেসম্পাদনা
- ১৯৬৯ সালের ১৯ নভেম্বর রিউ দি জানেইরুতে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের হয়ে খেলতে নেমে ব্রাজিলীয় ফুটবলার পেলে তার হাজারতম গোলটি করেন?
-- ব্যবহারকারী Ragib (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Galib Tufan (আলাপ) ১৫:৫৭, ৩০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Galib Tufan, এমন কিছু দিলে মনে হয় ভালো হবে, "১৯৬৯ সালের ১৯ নভেম্বর রিউ দি জানেইরুতে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের হয়ে খেলতে নেমে ব্রাজিলীয় ফুটবলার পেলে তার হাজারতম গোলটি করেন।"
- এটি আমি ইংরেজি উইকি থেকে নিয়েছি, বাংলা নিবন্ধটিতে তথ্যটি নেই। আমাদের বাংলায় পেলে নিবন্ধটির উন্নতি করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ৩০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- আচ্ছা! Galib Tufan (আলাপ) ১১:১৯, ৩১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Galib Tufan: প্রধান পাতায় লাল লিংক শোভনীয় নয়। সিআর ভাস্কো দা গামা নিবন্ধটিও তৈরি করা প্রয়োজন। ≈ MS Sakib «আলাপ» ০৯:৪৭, ৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- তৈরি করা হয়েছে Galib Tufan (আলাপ) ১৪:৫৯, ৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Galib Tufan: প্রধান পাতায় লাল লিংক শোভনীয় নয়। সিআর ভাস্কো দা গামা নিবন্ধটিও তৈরি করা প্রয়োজন। ≈ MS Sakib «আলাপ» ০৯:৪৭, ৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আচ্ছা! Galib Tufan (আলাপ) ১১:১৯, ৩১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
লাপা রসুনসম্পাদনা
- ...সবুজ এবং সিরকাজাত রসুনের একটি পদ লাপা উৎসব তথা চীনা বর্ষপঞ্জির ১২তম মাসের ৮তম দিনে তৈরি করা হয় বলে এটি লাপা রসুন নামে পরিচিত?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৯:২৬, ৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
খুশিতে, ঠ্যালায়, ঘোরতেসম্পাদনা
- ...খুশিতে, ঠ্যালায়, ঘোরতে জনপ্রিয় ইন্টারনেট মিমটি শখের বশে বানানো টিকটক ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৯:২৫, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
রিলা জাতীয় উদ্যানসম্পাদনা
- ...বুলগেরিয়ার সবথেকে বড় জাতীয় উদ্যান রিলায় ১৩০ প্রজাতির স্বাদুপানির শৈবাল রয়েছে?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:৪২, ১৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
গামা-রশ্মি বিস্ফোরণসম্পাদনা
- ...ভেলা কৃত্রিম উপগ্রহ দ্বারা ১৯৬৭ সালে সর্বপ্রথম গামা-রশ্মি বিস্ফোরণ সনাক্ত করা হয়েছিল?
-- ব্যবহারকারী খাঁ শুভেন্দু (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:১৩, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @খাঁ শুভেন্দু দাদা, প্রধান পাতায় লাল লিংক শোভনীয় নয়। তার উপর, এই আজাকির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কেই নিবন্ধ নেই! সুতরাং, ভেলা (কৃত্রিম উপগ্রহ) নিবন্ধটি প্রথমে তৈরি করা প্রয়োজন। ≈ MS Sakib «আলাপ» ০৯:১৮, ২৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @খাঁ শুভেন্দু বিকল্প প্রস্তাব ১: ... গামা-রশ্মি বিস্ফোরণ ব্যাখ্যা করার জন্য ধূমকেতু ও নিউট্রন তারার মধ্যেকার সংঘর্ষের মতো শত শত তাত্ত্বিক মডেলের প্রস্তাব করা হয়েছিল? ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২৩:১৬, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
মধু হই হইসম্পাদনা
- ...চাটগাঁইয়া ভাষার একটি গান মধু হই হই বিষ হাওয়াইলা সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেলে ইন্টারনেটে গানটি কোটি বারের বেশি শেয়ার হয়?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:৪৫, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
চোষক মুখীসম্পাদনা
- ...২০২৩-এর ১১ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়া ক্ষতিকর সাকার মাছ চূড়ান্তরূপে নিষিদ্ধ করে?
-- ব্যবহারকারী Dolon Prova (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন AbuSayeed (আলাপ) ১৩:১৮, ২৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @AbuSayeed সুধী, অনুগ্রহ করে ইংরেজি নিবন্ধ হতে অনুবাদ করে সম্প্রসারণ করলে ভাল হয়। বাংলা নিবন্ধে অনেক তথ্য আসেনি। সম্প্রসারণের পর আমাকে জানানোর অনুরোধ থাকলো।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৯:১৯, ২৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
মুকিম আহমেদসম্পাদনা
- ...বাংলাদেশিবংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা মুকিম আহমেদকে ব্রিক লেনের প্রথম ক্রোড়পতি মনে করা হয়?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
২৪ পদাতিক ডিভিশন (বাংলাদেশ)সম্পাদনা
- ...২৪ পদাতিক ডিভিশন বাংলাদেশের সর্ববৃহৎ পদাতিক ডিভিশন যেখানে ২০১২ আই.ডব্লিউ.জি.আই.এ'র রিপোর্ট অনুযায়ী দেশের ৩৩% সেনাবাহিনী নিয়োজিত ছিল?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @AbuSayeed ভাই, আজাকিতে আসার মত গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু নিবন্ধ পর্যালোচনা করতে গিয়ে সূত্র যাচাইয়ে এইরকম ৫০ পাতার রিপোর্ট থেকে একটা চমকপ্রদ তথ্য খুঁজে বের করা খড়ের গাঁদায় সুচ খোজার মত। অনুগ্রহ করে iwgia প্রতিবেদনের সূত্র শিরোনাম, প্রকাশ কাল, পৃষ্ঠা নম্বর (কোন পৃষ্ঠায় তথ্যটি আছে) ঠিক করে দিন। এতে পর্যালোচনা ও নিবন্ধের গুণ যাচাই ভাল হয়। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ @FaysaLBinDaruL ভাই, আপনার মতামতের জন্য। শতকরা হিসাবে না দিয়ে ১২ নং পাতার উদ্ধৃতি ব্যবহার করা যায়। যেখানে বলা হয়, ১,২০,০০০ সৈন্যের মধ্যে ৩৫,০০০-৪০,০০০ সৈন্য চট্টগ্রামে নিয়োজিত ছিল। -- AbuSayeed (আলাপ) ০৪:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
২০২৩-এ বাংলাদেশে পাঠ্যবই বিতর্কসম্পাদনা
- ...এনসিটিবি কর্তৃক প্রকাশিত বাংলাদেশে ২০২৩-এর পাঠ্যবইয়ে যান্ত্রিক অনুবাদ ব্যবহার ও কন্টেন্ট চুরির প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযোগের সত্যতা বেরিয়ে আসে?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৮:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
ভূপতি ভূষণ বর্মাসম্পাদনা
- ... জনপ্রিয় বাংলাদেশী সংগীতশিল্পী ভূপতি ভূষণ বর্মার ভাওয়াইয়া সংগীতে অসামান্য অবদানের জন্য ভাওয়াইয়া ভাস্কর বলা হয়?
-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:১৪, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
নরেন্দ্রনাথ দেবসম্পাদনা
- ...বাঙালি উদ্ভাবক নরেন্দ্রনাথ দেব গ্রামীন কৃষি অঞ্চলে বহুল জনপ্রিয় পা চালিত ঢেঁকি কল বা ট্রেডল পাম্প আবিষ্কার করেন?
-- ব্যবহারকারী J M Ali Nayon (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ২০:১৮, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
ধানের শীষ (রাজনীতি)সম্পাদনা
-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৪:৩৯, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)
ইমান আহমেদ আবদ এল আতিসম্পাদনা
- ...ইমান আহমেদ আবদ এল আতি ২০১৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে স্থূলাকার জীবিত নারী ছিলেন?
-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৫:৪৭, ১৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সসম্পাদনা
- ...২০২২-এর তামিল ভাষায় নির্মিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ তথ্যচিত্র বিভাগে একাডেমি পুরস্কার (অস্কার) প্রাপ্ত প্রথম ভারতীয় তথ্যচিত্র?
-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:২২, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
দেবনাগরী লিপিসম্পাদনা
- ... দেবনাগরী লিপি বিশ্বের অন্যতম সর্বাধিক গৃহীত লিখন পদ্ধতি, যা ১২০টিরও বেশি ভাষা লিখতে ব্যবহৃত হচ্ছে?
-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:৩০, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
চন্দ্রগুপ্ত মৌর্যসম্পাদনা
- ...ভারত উপমহাদেশের প্রথম চক্রবর্তী সম্রাট ও মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য?
-- ব্যবহারকারী 121.245.104.184 (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ২০:৩৫, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
চেঙ্গিজ (চলচ্চিত্র)সম্পাদনা
- ...২০২৩ সালের চেঙ্গিজ নামক বাংলা চলচ্চিত্র প্রেক্ষাগৃহে একই দিনে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র??
-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০৩:৩৪, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- এখনো তো মুক্তি পায়নি। সেই হিসেবে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত।মেহেদী আবেদীন ০৬:২১, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin চলচ্চিত্রটি এখন মুক্তি পেয়েছে 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৬:৩৭, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- @BadhonCR
- ১. আকর্ষণীয় তথ্য, কিন্তু নিবন্ধ হালনাগাদ নয়। সুচনাংশে এখনো 'মুক্তি পেতে চলেছে' লেখা। এছাড়াও চটকদার বিজ্ঞাপনী ভাষা পেলাম, যেমন - "পুরোদস্তুর অ্যাকশন এই ছবিতে জিতের নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে"। নিবন্ধে আগাগোড়া ইংরেজি শব্দে ভর্তি, যেমন - অ্যাকশন ক্রাইম থ্রিলার হবে অপরাধ-রোমাঞ্চ। একইভাবে আন্ডারওয়ার্ল্ড, অফিশিয়াল লুক, স্ক্রিন ইত্যাদি। অনেক তারিখ, গানের দৈর্ঘ্য ইংরেজিতে লেখা।
- ২. এছাড়াও এটি বাংলা ছবি, পোস্টার বাংলায় দিলে ভাল।
- অনুগ্রহ করে উপরোল্লিখিত খামতিগুলি নিরসন করুন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৪:২০, ৪ মে ২০২৩ (ইউটিসি)
- @FaysaLBinDaruL সংশোধন করা হয়েছে। তবে ইন্টারনেটে চলচ্চিত্রটির কোনো বাংলা পোস্টার পেলাম না, সম্ভবত বাংলা পোস্টার তৈরি করা হয়নি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৬:৫৫, ৪ মে ২০২৩ (ইউটিসি)
- সমালোচনায় এই ধরনের যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে - "এটি উত্পাদন মূল্য এবং চিকিত্সার দিক থেকে বেশ সুন্দর।" খুবই দৃষ্টিকটু, অনুগ্রহ করে ঠিক করুন। প্রযোজনের কয়েকবার পুরো নিবন্ধ পড়ুন আরো উন্নয় করতে পারবেন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৩, ৪ মে ২০২৩ (ইউটিসি)
- @FaysaLBinDaruL আশা করি এখন ঠিক আছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:২৪, ৪ মে ২০২৩ (ইউটিসি)
- সমালোচনায় এই ধরনের যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে - "এটি উত্পাদন মূল্য এবং চিকিত্সার দিক থেকে বেশ সুন্দর।" খুবই দৃষ্টিকটু, অনুগ্রহ করে ঠিক করুন। প্রযোজনের কয়েকবার পুরো নিবন্ধ পড়ুন আরো উন্নয় করতে পারবেন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৩, ৪ মে ২০২৩ (ইউটিসি)
- @FaysaLBinDaruL সংশোধন করা হয়েছে। তবে ইন্টারনেটে চলচ্চিত্রটির কোনো বাংলা পোস্টার পেলাম না, সম্ভবত বাংলা পোস্টার তৈরি করা হয়নি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৬:৫৫, ৪ মে ২০২৩ (ইউটিসি)
- @Mehediabedin চলচ্চিত্রটি এখন মুক্তি পেয়েছে 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৬:৩৭, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
জিয়া গোকাল্পসম্পাদনা
- ... তুর্কি জাতীয়তাবাদের জনক হিসেবে অভিহিত জিয়া গোকাল্প উসমানীয়বাদ ও ইসলামবাদ উভয়কেই প্রত্যাখ্যান করেছিলেন?
-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:০০, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
লিমোসা ল্যাপোনিকাসম্পাদনা
- ...লিমোসা ল্যাপোনিকা এর একটানা উড্ডয়ন প্রায় ১১,৬৮০ কিমি (৭,২৫৮ মা), যা যেকোনো পাখির জন্য দীর্ঘতম একটানা উড্ডয়ন এবং কোনও প্রাণীর খাওয়া ছাড়াই দীর্ঘতম ভ্রমণ?
-- ব্যবহারকারী মোহাম্মদ মারুফ (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৫:০৮, ২৮ মে ২০২৩ (ইউটিসি)