টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি

সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ৩ ঘণ্টা আগে "দেবাদিদেব মহাদেব" অনুচ্ছেদে
বর্তমান আবেদন


২৪ পদাতিক ডিভিশন (বাংলাদেশ) সম্পাদনা

 

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@AbuSayeed ভাই, আজাকিতে আসার মত গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু নিবন্ধ পর্যালোচনা করতে গিয়ে সূত্র যাচাইয়ে এইরকম ৫০ পাতার রিপোর্ট থেকে একটা চমকপ্রদ তথ্য খুঁজে বের করা খড়ের গাঁদায় সুচ খোজার মত। অনুগ্রহ করে iwgia প্রতিবেদনের সূত্র শিরোনাম, প্রকাশ কাল, পৃষ্ঠা নম্বর (কোন পৃষ্ঠায় তথ্যটি আছে) ঠিক করে দিন। এতে পর্যালোচনা ও নিবন্ধের গুণ যাচাই ভাল হয়। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:১৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
ধন্যবাদ @FaysaLBinDaruL ভাই, আপনার মতামতের জন্য। শতকরা হিসাবে না দিয়ে ১২ নং পাতার উদ্ধৃতি ব্যবহার করা যায়। যেখানে বলা হয়, ১,২০,০০০ সৈন্যের মধ্যে ৩৫,০০০-৪০,০০০ সৈন্য চট্টগ্রামে নিয়োজিত ছিল। -- AbuSayeed (আলাপ) ০৪:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]


চেঙ্গিজ (চলচ্চিত্র) সম্পাদনা

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০৩:৩৪, ৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

এখনো তো মুক্তি পায়নি। সেই হিসেবে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা উচিত।মেহেদী আবেদীন ০৬:২১, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Mehediabedin চলচ্চিত্রটি এখন মুক্তি পেয়েছে 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৬:৩৭, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@BadhonCR
১. আকর্ষণীয় তথ্য, কিন্তু নিবন্ধ হালনাগাদ নয়। সুচনাংশে এখনো 'মুক্তি পেতে চলেছে' লেখা। এছাড়াও চটকদার বিজ্ঞাপনী ভাষা পেলাম, যেমন - "পুরোদস্তুর অ্যাকশন এই ছবিতে জিতের নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে"। নিবন্ধে আগাগোড়া ইংরেজি শব্দে ভর্তি, যেমন - অ্যাকশন ক্রাইম থ্রিলার হবে অপরাধ-রোমাঞ্চ। একইভাবে আন্ডারওয়ার্ল্ড, অফিশিয়াল লুক, স্ক্রিন ইত্যাদি। অনেক তারিখ, গানের দৈর্ঘ্য ইংরেজিতে লেখা।
২. এছাড়াও এটি বাংলা ছবি, পোস্টার বাংলায় দিলে ভাল।
অনুগ্রহ করে উপরোল্লিখিত খামতিগুলি নিরসন করুন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৪:২০, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@FaysaLBinDaruL সংশোধন করা হয়েছে। তবে ইন্টারনেটে চলচ্চিত্রটির কোনো বাংলা পোস্টার পেলাম না, সম্ভবত বাংলা পোস্টার তৈরি করা হয়নি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৬:৫৫, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সমালোচনায় এই ধরনের যান্ত্রিক অনুবাদ রয়ে গেছে - "এটি উত্পাদন মূল্য এবং চিকিত্সার দিক থেকে বেশ সুন্দর।" খুবই দৃষ্টিকটু, অনুগ্রহ করে ঠিক করুন। প্রযোজনের কয়েকবার পুরো নিবন্ধ পড়ুন আরো উন্নয় করতে পারবেন। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৩, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@FaysaLBinDaruL আশা করি এখন ঠিক আছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:২৪, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
বিকল্প প্রস্তাব:
... ২০২৩ সালের চেঙ্গিজ বাংলা ও হিন্দি ভাষায় একসঙ্গে মুক্তি পাওয়া প্রথম বাংলা চলচ্চিত্র ? 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:২০, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

লিমোসা ল্যাপোনিকা সম্পাদনা

  • ...লিমোসা ল্যাপোনিকা এর একটানা উড্ডয়ন প্রায় ১১,৬৮০ কিমি (৭,২৫৮ মা), যা যেকোনো পাখির জন্য দীর্ঘতম একটানা উড্ডয়ন এবং কোনও প্রাণীর খাওয়া ছাড়াই দীর্ঘতম ভ্রমণ?

-- ব্যবহারকারী মোহাম্মদ মারুফ (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৫:০৮, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]


রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) সম্পাদনা

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ২২:৪৫, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ছবিটা মুক্ত নয় বরং কপিরাইট ভুক্ত। এই ছবি ব্যবহার করা যাবেনা। মেহেদী আবেদীন ২০:৩৮, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
ছবি বাদ দিয়েছি। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৪৩, ১০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আটচালা ঘর সম্পাদনা

-- ব্যবহারকারী Md.Farhan Mahmud (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৬:৪৪, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

গোর সম্পাদনা

  • ... ২০২০ সালের গোর ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ?

-- ব্যবহারকারী নবাব (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ০৯:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]


বাল্ডউইন স্ট্রিট সম্পাদনা

 

-- ব্যবহারকারী মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) কর্তৃক প্রণীত ও উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; মনোনয়ন করেছেন Ifteebd10 (আলাপ) ১৯:১১, ২১ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]


কক্সবাজার এক্সপ্রেস সম্পাদনা

 

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ২৩:০৩, ২ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]


সিরাজুল ইসলাম (কবি) সম্পাদনা

  • ...নবী মোর পরশমণি কবিতাটি কাজী নজরুল ইসলামের নামে প্রচারিত হলেও মূলত এর রচয়িতা সিরাজুল ইসলাম?

-- ব্যবহারকারী খাত্তাব হাসান (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:৩০, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@খাত্তাব হাসান এই জিনিসটা মারাত্মক দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলো তো! নবী মোর পরশমণি বিষয়ে গুগল সার্চ করেও গুরত্বপূর্ণ কিছু পেলাম না। জাগো নিউজের এই লিঙ্কটা পেলাম যেখানে নজরুলের নামই দেখতে পাচ্ছি। এদিকে নিবন্ধে বলা হচ্ছে এটা সিরাজুল ইসলামের গ্রন্থ যাতে সূত্র হিসেবে তথ্য বাতায়নের লিঙ্ক দেওয়া। এদিকে আপনি তো জানেনই তথ্য বাতায়নের তথ্য বেশিরভাগ তথ্যই আনকোরা আর ভুলভাল হয়! বিষয়টা যদি অন্য কোন সূত্র দিয়ে স্পষ্ট করেন একটু।-- Aishik Rehman (আলাপ) ১৫:১৬, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
নজরুলের লিখিত হলে গ্রন্থের প্রামাণ্য থাকা উচিত। কারণ, নজরুলের লেখা কোনোটাই তার রচনাবলীর বাইরে নয়। কিন্তু সিরাজুল ইসলামের ব্যাপারটা এমন নয়। তবুও আরও কয়েকটা উৎস দিচ্ছি (নিবন্ধে যোগ করছিনা, কারণ নিবন্ধে যোগ করার মত উৎস নয়):
  1. সমকালের কলামটি যদিও ব্যক্তিগত অভিমত, তবে তিনি ঢাবির অধ্যাপক।[১]
  2. প্রথম আলোর এই সংবাদে ধারাবাহিকভাবে তার নামও রয়েছে, নজরুলের নাম নেই।[২]
💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৬:১৪, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@খাত্তাব হাসান নবী মোর পরশমণি কবিতাটি কাজী নজরুল ইসলামের। 2400:C600:334C:A160:1:0:8AE8:663A (আলাপ) ১০:৪১, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. SAMAKAL। "নবী মোর পরশমণি"নবী মোর পরশমণি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
  2. প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০২-১৪)। "'ওই দূরে বাজে একতারা'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 


দেবাদিদেব মহাদেব সম্পাদনা

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৬:৪০, ১১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

"আপনি জানেন কি" পাতায় ফেরত যান।