খসরু
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জুন ২০২০) |
কামরুল আলম খান খসরু হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত গেরিলা যোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী।[১] তিনি এদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ঢাকা অঞ্চলের গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন।[১] বাংলাদেশ সরকার তাঁকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন।[২]
কামরুল আলম খান খসরু | |
---|---|
জন্ম | ঢাকা |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | অভিনেতা |
উল্লেখযোগ্য কর্ম | ওরা ১১ জন |
পিতা-মাতা | |
আত্মীয় | সিরাজুল আলম খান (চাচাতো ভাই) |
জন্মসাল ও তারিখ: ১ জুলাই,১৯৪৩।
শিক্ষাজীবন
সম্পাদনামুক্তিযুদ্ধে অবদান
সম্পাদনাখসরু ছিলেন বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের একজন খ্যাতিমান বীরযোদ্ধা।[১][৩]
কর্মজীবন
সম্পাদনাদেশ স্বাধীন হওয়া পর খসরু অভিনেতা হিসাবে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন এবং অভিনয় শিল্পী হিসাবে প্রভূূূত খ্যাতি অর্জন করেন।[৩] দেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি, “ওরা ১১ জন” এর নায়ক তিনি। “সংগ্রাম” সহ আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন খসরু। স্বাধীন দেশের প্রথম সম্পুর্ণ রঙিন চলচ্চিত্র “বাদশা”, এতে নায়কের দ্বৈত চরিত্রে তিনিই অভিনয় করেন।[৪]
পুরস্কার ও সম্মননা
সম্পাদনাখসরু জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ আজীবন সম্মাননা বিভাগে পুরস্কার পান। [৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "চোখের পলকে তাজা প্রাণগুলো মাটিতে লুটিয়ে পড়ে"। জাগোনিউজ২৪.কম অনলাইন। ২৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭।
- ↑ "সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু"। banglanews24.com। ২০২৩-১০-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১।
- ↑ ক খ "মুক্তিযুদ্ধের চলচ্চিত্র হওয়া চাই সত্য ঘটনা নিয়ে : খসরু"। এনটিভি অনলাইন। ০১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "কামরুল আলম খান খসরু'র জন্মদিনে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা | Binodon Bichitra" (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী | শিরোনাম"। Noyashotabdi। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪।