আমি একজন বাংলাভাষী। বাংলা আমার প্রাণের ভাষা। তাই, বাংলা ভাষায় তথ্য সহজলভ্য করতে প্রয়াসী৷ জাতীয়তা: বাংলাদেশী।


এই ব্যবহারকারী একজন হিন্দু
এই ব্যবহারকারী একজন শিক্ষক
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা









অনুবাদের কৌশল "দ্য ডেইলি স্টার"

থেকে-২৪/০৫/১৯ইং

------------------------

# সূত্র: Infinitive/Gerund+Subject+Adverb

(TMP)+Verb.

এখানে, T=time(কখন),M=Manner

(কিভাবে), P=place(কোথায়)।

------------------------

পত্রিকার কলামটি পড়ি:

Last year,Bangladesh, the largest importer of

cotton in the world, met 37.06 percent of it's

requirements for the white fibre from East and

West African countries.

উপরের সূত্র প্রয়োগ করি।


(1) প্রথম ধাপ:

Infinitive/Gerund কলামে আছে কি??? নেই।

তাহলে এখানে Infinitive/Gerund বাদ।

পরের ধাপে যাই।

(2) দ্বিতীয় ধাপ:

Subject কলামে আছে কি? অবশ্যই আছে।

আর সেটা হল Bangladesh। আর Subject,

Bangladesh এর অতিরিক্ত তথ্য হল the

largest------in the world পর্যন্ত। তাহলে ঐ

অতিরিক্ত তথ্য থেকে পেছন থেকে

অনুবাদ করে আসতে হবে।

Last year, Bangladesh, the largest importer of

cotton in the world,---

পেছন থেকে অনুবাদ সবসময় করবেন---

=গত বছর বিশ্বে তুলার বৃহত্তম

আমদানিকারক বাংলাদেশ---

(৩) ৩য় ধাপ:

Adverb(TMP), কখন, কোথায়, কিভাবে

আছে কলামে?? অবশ্যই আছে আর

সেটা হল Place(কোথায়) থেকে??

from East and West African countries=পূর্ব ও

পশ্চিম আফ্রিকা দেশগুলো থেকে

(আমদানি করছে সাদা তন্তু)---

(4) ৪র্থ ধাপ:

Verb আছে?? আছে, তা হল Met যার

অর্থ পূরণ করা। আর Verb এর অতিরিক্ত

তথ্য হল=37.06 percent of it's requirements for

the white fibre। তাহলে পেছন থেকে

অনুবাদ করে আসব Met 37.06 percent of it's requirements for the

fibre=সাদা তন্তু এনে নিজের

প্রয়োজনীয়/অভাব ৩৭.০৬ শতাংশ পূরণ

করেছেন।

------------------

ধাপ ৪টি সাজিয়ে অনুবাদে বসিয়ে

পাই।

=গত বছর বিশ্বে তুলার বৃহত্তম

আমদানিকারক বাংলাদেশ পূর্ব ও

পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে

সাদা তন্তু এনে নিজের চাহিদা/

প্রয়োজনীয় ৩৭.০৬ শতাংশ পূরণ করেছেন।

--- ----- ----------

বি:দ্র: আপনিও এই কৌশল প্রয়োগ করুন।

অন্যদেরও অনুবাদ শিখতে দিন।

  1. সংগৃহীত ও পরিমার্জিত

সৌজন্যে: Leanrning English-ইংরেজি শিক্ষা

Facebook page।



ষাগর চক্রবর্তী (আলাপ) ১৩:১৬, ৮ জুলাই ২০২২ (ইউটিসি)