ব্যবহারকারী আলাপ:রিজওয়ান আহমেদ
বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় রিজওয়ান আহমেদ! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
|
বিকল্প বাংলা শব্দ মুছবেন নাসম্পাদনা
সুধী, দয়া করে বিভিন্ন নিবন্ধে যেয়ে বিকল্প বাংলা শব্দ মুছবেন না। বাংলা উইকিপিডিয়া কেবল বাংলাদেশের বাঙ্গালীর জন্য নয়, পশ্চিমবঙ্গের বাঙালির জন্যও। যা ফলে বিভিন্ন নিবন্ধে প্রায় বিকল্প বাংলা রাখা হয়। যেমন, জল-পানি, জাতিসংঘ-রাষ্ট্রসংঘ ইত্যাদি। দয়া করে এগুলি মুছবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৯, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান তাতো বুঝতে পারলাম।কিন্তু, প্রথমে লিখে রাখলেই তো হয় যে "পশ্চিম্বঙ্গে প্রচলিত বানান রাষ্ট্রসংঘ"। তাতেই তো হয়ে যায়।তাই বলে একেবারে প্রতিটা প্যারায় অর্থাৎ যেখানেই জাতিসংঘ বানানটি আসবে সেখানেই "জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ" এভাবে লিখে রাখাটা কেমন দেখায় বলুনতো? রিজওয়ান আহমেদ (আলাপ) ১৫:৩৭, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- তা আমি বুঝতে পারছি। তবে আপনার সম্পাদনা বাতিল করার অন্য কারণ ছিল যে, আপনি একটা বই থেকে হুবহু তুলে দিয়েছেন যেটা কপিরাইট লঙ্ঘন হয়েছে। এটা করে যাবে না। আপনাকে নিজ থেকে উইকিপিডিয়ায় লিখতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৯, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান ঠিক আছে।ধন্যবাদ। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৩:১৮, ১৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)
ফিতনা-ফাসাদ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনাসম্পাদনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৫৪, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)
উইকিউপাত্ত আইটেমের বিবরণ পরিবর্তনসম্পাদনা
সুধী, আপনি উইকিউপাত্ত আইটেমের বিবরণ এমনভাবে পরিবর্তন করছেন, যা নিরপেক্ষ নয়, এবং ক্ষেত্রবিশেষে বিতর্কের উদ্রেক করতে পারে। যেমন আপনি বাংলাদেশ ও শেখ মুজিবুর রহমানের উইকিউপাত্ত বিবরণ এমনভাবে পরিবর্তন করেছেন, যা দীর্ঘদিনের একটি আন্তর্জাতিক বিতর্ককে উসকে দিতে পারে। আমি সেগুলো পুনর্বহাল করেছি। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিরপেক্ষতা নিয়ে সচেতন থাকুন। উইকিউপাত্ত বিবরণের ক্ষেত্রে ইংরেজি বিবরণ অনুবাদ করতে পারেন। প্রয়োজন না হলে খুব জনপ্রিয় পাতার বিবরণ পাল্টাবেন না। কোনো সমস্যা নজরে পড়লে আলোচনা করুন। @আফতাবুজ্জামান: ভাইয়া, অবহিতির জন্য আপনাকেও এখানে পিং করা হলো। — আদিভাই • আলাপ • ১১:০৩, ১৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
তথ্যসূত্র যুক্ত করুনসম্পাদনা
ব্যবহারকারী:রিজওয়ান আহমেদ/বিপ্লবী সন্ত্রাসবাদ পাতাটি এখানে আনা হয়েছে। তথ্যসূত্র যুক্ত করে অভিজ্ঞ কাওকে অবগতি করুন। -- >> Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১২:৪৯, ২০ এপ্রিল ২০২২ (ইউটিসি)
তথ্যছকসম্পাদনা
@রিজওয়ান আহমেদ তথ্যছক সর্বদা নিবন্ধের শুরু দিবেন। -- কুউ পুলক ০৮:৫৬, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক আচ্ছা রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৫৭, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)
বিষয়শ্রেণী তৈরিকরণ প্রসঙ্গেসম্পাদনা
@রিজওয়ান আহমেদ দয়া করে নিবন্ধ তৈরির সময় বিষয়শ্রেণী তৈরি করার চেষ্টা করবেন। -- কুউ পুলক ২০:৫৬, ২৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @কুউ পুলক আচ্ছা।ধন্যবাদ। রিজওয়ান আহমেদ (আলাপ) ২২:০৮, ২৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)
ইসলাম এডিটাথনসম্পাদনা
আপনার কয়েকটা নিবন্ধ পর্যালোচনা করলাম। আপনি বেশ ভালো অনুবাদ করেন। কিন্তু এডিটাথনের নিয়মানুসারে কয়েকটি নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ না করায় গ্রহণ করিনি। দয়া করে যেগুলো গ্রহণ করা হয়নি, সেগুলো সম্পূর্ণ অনুবাদ করে আমাকে জানান। এর বাইরে আর কোনও নিবন্ধ অসম্পূর্ণ থাকলে তাও সম্পূর্ণ করুন। শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১২:৪০, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @Yahya এডাব্লুকিউএএফ আফ্রিকা এটা সম্পূর্ণ করেছি।দেখে পর্যালোচনা করে নিন।আর এটা যদি পূঙ্খানুপুঙ্খ একেবারে নিখুত সম্পূর্ণতার সংজ্ঞা পূরণ করে তাহলে ইসলাম এডিটেথনের জন্য গ্রহণ করুন। রিজওয়ান আহমেদ (আলাপ) ২২:১৮, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ ধন্যবাদ। গ্রহণ করেছি। বাকিগুলো শেষ হলেও জানাবেন। -- — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২২:৪৯, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @Yahya মসজিদ ও ইমাম জাতীয় উপদেষ্টা বোর্ড এবং ব্রিটিশ মুসলিম সংগঠন এই দুইটি নিবন্ধ সম্পূর্ণ করেছি।দেখে পর্যালোচনা করে গ্রহণ করুন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।🌙 রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৩১, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- সাথে শিবরিহিসার গ্র্যান্ড মসজিদ এটিও পর্যালোচনা করে দিন। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৯:৩২, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @Yahya ধন্যবাদ।ফলাফল দেওয়ার ১দিন আগে পর্যালোচনা শেষ করে ভুলগুলো জানালে ভুলগুলো শোধরাতে পারতাম। রিজওয়ান আহমেদ (আলাপ) ১১:৪৭, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
নাহদলাতুল ওয়াথানসম্পাদনা
সুধী, নাহদলাতুল ওয়াথান নিবন্ধটিতে আপনি যান্ত্রিক অনুবাদের ট্যাগ লাগিয়েছেন। নিবন্ধের আলাপ পাতায় যান্ত্রিক অনুবাদ চিহ্নিত করতে অনুরোধ করলেও আপনার সাড়া পাওয়া যায়নি। অনুগ্রহ করে নিবন্ধটির গুণমান পরীক্ষা করে যান্ত্রিক অনুবাদ গুলো চিহ্নিত করুন। ধন্যবাদ! -মজুমদার সাহেব (আলাপ) ২২:৫৫, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
ইদ মোবারকসম্পাদনা
ইদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, আপনার জীবন খুশি ও আনন্দে ভরে উঠুক, ইদ মোবারক। |
~ নাহিয়ান, ১৪:৫৭, ২ মে ২০২২ (ইউটিসি)
ঈদ মোবারকসম্পাদনা
ঈদ মোবারক রিজওয়ান আহমেদ ভাই! পবিত্র মাহে রমজানের সংযম সাধনা শেষে এলো খুশির ঈদ! এই অনাবিল আনন্দের দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের মোবারকবাদ। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এই ঈদ হয়ে উঠুক আপনার ও আপনার পরিবারের জন্য অফুরন্ত আনন্দের উৎস। শুভকামনা রইল। |
মোবারকবাদে: আঃ আজিজ ফাহাদ (আলাপ)
- @Abazizfahad আপনাকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা।❤️🌙 ঈদ মোবারক রিজওয়ান আহমেদ (আলাপ) ১১:০১, ৩ মে ২০২২ (ইউটিসি)
টেমপ্লেট:মুহাম্মাদ/প্রস্তাবিত নির্বাচিত প্রবন্ধ নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনাসম্পাদনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — আদিভাই • আলাপ • ১৩:০৭, ৬ মে ২০২২ (ইউটিসি)
ইসলাম বিষয়ক এডিটাথন পদকসম্পাদনা
শীর্ষ অবদানকারী পদক | ||
প্রিয় রিজওয়ান আহমেদ, বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ এ অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে এই এডিটাথনে আপনার ৪০টি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৯:৪৫, ২৯ মে ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ।😀🥰❤️🇧🇩 রিজওয়ান আহমেদ (আলাপ) ০২:৩৩, ২ জুন ২০২২ (ইউটিসি)
কিছু জিজ্ঞাসাসম্পাদনা
সুপ্রিয়! আমি আপনাকে বার্তা দিচ্ছি মূলত একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হতে। এখানে আপনার ও Firozahmedht ইনার সম্পাদনা দেখে মনে হলো ঐটা আপনার দ্বিতীয় একাউন্ট অথবা আপনি উনাকে চেনেন। বিষয়টা সম্পর্কে একটু নিশ্চিত করুন। উল্লেখ্য যে, আপনার ও উনার সম্পাদনায় আরো কিছু মিল রয়েছে। যদি ঐটা আপনার দ্বিতীয় একাউন্ট হয় তবে এটা একটু দেখুন। ভয় নেই কোনো অপব্যবহার না করলে কাউকে কিছু বলা হয় না।আর ঐটা আপনার একাউন্ট না হলে তো কোনো প্রশ্নই উঠে না।:-) পরিশেষে বলছি,আমার বার্তাটা খারাপ ভাবে নেবেন না।আমি শুধুমাত্র আপনাকে বিষয়টা সম্পর্কে অবগত করলাম।আপনার উইকিযাত্রা শুভ হউক। —নোমান (📨আলাপ│📝অবদান) ১৭:৪৮, ২০ জুন ২০২২ (ইউটিসি)
- @মো. আব্দুল্লাহ আল নোমান আপনাকে ধন্যবাদ।কিন্তু ওটা আমার অ্যাকাউন্ট নয়।তবে তাকে আমি চিনি। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৩:৪১, ২৮ জুন ২০২২ (ইউটিসি)