অভিনন্দন ও কিছু কথা সম্পাদনা

@ইউনুছ মিঞা ভাই, আপনি ৩ সপ্তাহে হাজার খানেক সমাদনা করে ফেলেছেন জন্য অভিনন্দন। আলাপ পাতার সব লেখা মুছে ফেলছেন কেন বুঝতেছিনা। আলাপ পাতায় লেখাগুলো রাখবেন, এটাই সবাই করে থাকে।

যাইহোক, আপনি খুলনা আলিয়া কামিল মাদরাসা নিবন্ধের নাম সাম্প্রতিক পরিবর্তন করেছেন দেখলাম। এটা উচিত হয়নি, নাম পরিবর্তন করার আগে আলোচনা করে নিলে ভালো হয়। আপনি এই আলোচনাটি দেখতে পারেন, মাদরাসা নাকি মাদ্রাসা? এখানে আপনার উত্তর পেয়ে যাবেন, আর নিবন্ধটিও আগের অবস্থায় ফেরত আনবেন। আবারো ইসলামী নিবন্ধে হাত লাগানোর জন্য শুভ কামনা জানাচ্ছি। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:০০, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram সালাম নিবেন। মাদরাসার লোগোর মধ্যে যে নামটি ছিলো, আমি ঐটা দিয়েছি। ধন্যবাদ। ইউনুছ মিঞা (আলাপ) ১৯:০৬, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ইউনুছ মিঞা লোগোর মধ্যে যে নাম দেওয়া আছে সেই নাম দেওয়ার শতভাগ প্রয়োজন নেই। কারণ এসকল মাদ্রাসাগুলো উভয় বানানই ব্যবহার করে থাকে। এইজন্য কমন ফরম্যাটের জন্য মাদ্রাসা বানান ব্যবহারের নির্দেশ কর্তৃপক্ষ দিয়েছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:৫৩, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram ও আচ্ছা ইউনুছ মিঞা (আলাপ) ০৫:২৫, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ সম্পাদনা

 
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৫১, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

সুধী, উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার বিশেষ অবদানের স্বীকৃতির জন্যে সনদপত্র প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আপনাকে একটি ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনার সম্পাদনার সফর শুভ হক।

সংগঠকের পক্ষ হতে,

রামিশা তাবাস্সুম (আলাপ) ১৮:৫২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ফর্ম পূরন করে জমা দিয়েছি। ইউনুছ মিঞা (আলাপ) ১৯:০১, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

প্রিয় ইউনুছ মিঞা,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদে সম্পাদনা

@ইউনুছ মিঞা সুধী, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে। — কুউ পুলক  🗩  ১৮:২০, ১৬ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১০:১৩, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মার্চ ২০২৪ সম্পাদনা

অনুগ্রহ করে নিবন্ধ থেকে অপসারণ প্রস্তাবনার বিজ্ঞপ্তি সরাবেন না, যেমনটি আপনি নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ নিবন্ধে করেছেন। এই নিবন্ধটি অপসারণের প্রস্তাব দেওয়া হয়েছে, সিদ্ধান্ত আসার আগে অপসারণ প্রস্তাবনার বিজ্ঞপ্তি সরানো যাবে না। Ahmed Reza Khan (আলাপ) ১৩:৫১, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ পদক সম্পাদনা

 
Bangla-Wiki-women-badge 2024
প্রিয় উইকিপিডিয়ান,
সাম্প্রতিক উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার অবদানের জন্য ধন্যবাদ হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।

এডিটাথনের সংগঠক দলের পক্ষ থেকে,
SamihaRahman (আলাপ) ১৮:০৩, ২১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ভাই! সম্পাদনা

@ইউনুছ মিঞা ভাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। আপনি সম্প্রতি জে নিবন্ধটি তৈরি করেছেন সেটি নিয়ে আমি আগে থেকে আমার ব্যবহারকারী পাতায় কাজ করছিলাম। তাই আপনি যদি একটু বিবেচনা করে দেখতেন। R1F4T আলাপ ১৩:৫১, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এই দেখুন R1F4T আলাপ ১৩:৫৩, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Rifat008 আপনি এখনো সম্পূর্ন অনুবাদ করেন নি। সম্পূর্ণ অনুবাদ করা শেষ হলে, নিবন্ধটি আরো উন্নতি করতে সাহায্য করতে পারেন। ইউনুছ মিঞা (আলাপ) ১৩:৫৮, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
তাহলে নিবন্ধটির উন্নতির জন্য সাহায্য করুন। ইউনুছ মিঞা (আলাপ) ১৩:৫৪, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ইউনুছ মিঞা ঠিক আছে ভাই R1F4T আলাপ ১৩:৫৯, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপত্তি নেই আমার R1F4T আলাপ ১৩:৫৯, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Rifat008 বাংলা উইকিপিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউনুছ মিঞা (আলাপ) ১৪:০০, ৩১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি শীর্ষ অংশগ্রহণকারীদের একজন হয়েছেন। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪২, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Yahya ফরম পূরণ করা হয়েছে। ইউনুছ মিঞা (আলাপ) ১৩:০৯, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। Yahya (আলাপ) ১৩:১৯, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন