বাংলা উইকিপিডিয়া স্বাগতম

সম্পাদনা

মো: জনি হোসেন (আলাপ) ১৫:৩৯, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ জনি হোসেন অসংখ্য ধন্যবাদ 😊 Tanvir Rahat (আলাপ) ১৫:৪২, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

সম্পাদনা

প্রিয় Tanvir Rahat,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman ধন্যবাদ 😊 Tanvir Rahat (আলাপ) ১৯:০৪, ১৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে নিবন্ধে লেখা যোগ করে তা সম্প্রসারণ করুন

সম্পাদনা

সুধী, আমি লক্ষ্য করেছি নিবন্ধে ছবি যোগ করা আপনার একমাত্র উদ্দেশ্য। দুই মাস আগে আমি আপনাকে ঘর বাতাসি লিখতে সাহায্য করেছিলাম। কিন্তু এর পর থেকে ছবি যোগ করা ছাড়া আপনাকে কিছু করতে দেখিনি, যা আমার সন্দেহকে আরও জোরালো করছে যে ছবি যোগ করাই সম্ভবত আপনার একমাত্র উদ্দেশ্য। অনেক সময় তা কম মানসম্পন্ন, অপ্রাসঙ্গিক, ভুল সিনট্যাক্স ইত্যাদিসহ করছেন। অনেক সময় ছবি আছে কিন্তু নিবন্ধের ভিতরে ছবিতে দেখানো বিষয় নিয়ে কোন লেখা নেই এমন হচ্ছে।

বাংলা উইকির বেশিরভাগ নিবন্ধ অসম্পূর্ণ, প্রায় খালি নিবন্ধে লেখা যোগ না করে কেবল ছবি যোগকরণ নিবন্ধের উন্নতি ঘটায় না। দয়া করে প্রথমে নিবন্ধে লেখা যোগ করে নিবন্ধ সম্প্রসারণ করুন, নিবন্ধের উন্নতি ঘটান, বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন। আপনি অনুবাদের দ্বারা তা করতে পারে। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৭, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান দুঃখিত, সম্প্রতি আমার নতুন যুক্ত করা সব ছবি গুলো উইকিমিডিয়া কমন্স কর্তৃক ভালো গুণমানসম্মত চিত্র হিসেবে স্বীকৃত । হয়তো সিনট্যাক্স অথবা উপস্থাপনে ত্রুটি থাকতে পারে যেহেতু আমি একজন নবীন উইকি সদস্য, তবে ছবি কম মানসম্পন্ন না।
বাংলা উইকিপিডিয়ায়‌ লক্ষ্য করেছি তুলনামূলক ভাবে ভালো মানের ছবি খুবই জরুরি । আপাতত ভালো মানের ছবি যুক্ত করে বাংলা উইকিপিডিয়াকে অনন্য উচ্চতায় তুলে ধরাই আমার উদ্দেশ্য। কিন্তু এটা আমার একমাত্র ও মূল উদ্দেশ্য নয় । এর পাশাপাশি অবসর সময়ে বাংলায় নতুন নিবন্ধ তৈরি এবং অনুবাদ করার স্বদিচ্ছা রয়েছে, এই মূহুর্তে একাডেমিক পড়াশোনার জন্য সময় স্বল্পতার কারণে তা সম্ভবপর হচ্ছে না। ধন্যবাদ। Tanvir Rahat (আলাপ) ০৭:৩৯, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
হতে পারে সেটি কমন্সে গুণমানসম্মত চিত্র। কিন্তু বহু ক্ষেত্রে তার থেকেও ভালো ছবি রয়েছে। কিন্তু আপনাকে সেগুলি যোগ করতে দেখছি না। আবার অনেক ক্ষেত্রে আপনি নিজের পছন্দের ছবি দিয়ে প্রতিস্থাপন করছেন। যা থেকেই আমার ধারণা ছবি যোগ করাই সম্ভবত আপনার একমাত্র উদ্দেশ্য। তবে আমার পয়েন্ট কেবল সেটিই নয়। যেখানে নিবন্ধে ৫-১০ লাইনের বেশি লেখা নেই, সেখানে ছবি যোগ করে ভরিয়ে দিলেই তা নিবন্ধের উন্নতি ঘটায় না। আমি আপনাকে প্রথমে নিবন্ধে লেখা যোগ করে নিবন্ধ সম্প্রসারণ করে নিবন্ধের উন্নতি ঘটাতে মনোনিবেশ করতে বলব। আমি বলছি না আপনি একদিনেই পুরো কাজ করুন। প্রতিদিন ২-৪ লাইন করে যোগ করে কাজ করুন। একটা নিবন্ধ ধরুন, সেখানে আজ ৪ লাইন অনুবাদ করে যোগ করুন, কাল ৪ লাইন যোগ করুন। এভাবে করলে আপনি যেমন খুব সহজে নিবন্ধের উন্নতি ঘটাতে পারবেন, একই সাথে আপনার বেশি সময়ও ব্যয় হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় Tanvir Rahat,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil ধন্যবাদ, অংশগ্রহণ করার চেষ্টা করবো। Tanvir Rahat (আলাপ) ১১:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত সূত্র নিবন্ধটি গৃহীত হয়েছে

সম্পাদনা

সুপ্রিয় Tanvir Rahat,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরিকৃত সূত্র নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! মেহেদী আবেদীন ০৬:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা

প্রিয় Tanvir Rahat,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন

সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:হাস্যময় কুকাবুরা সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫২, ২৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:ক্লামাইডোমোনাস সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫০, ৮ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:ক্লামাইডোমোনাস অপসারণের জন্য ট্যাগ করা হয়েছে

সম্পাদনা
 

আপনার তৈরি "ক্লামাইডোমোনাস" খসড়াটিতে গত ছয় মাসে কোনো সম্পাদনা হয়নি।

যেহেতু নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানের অনুপযোগী বিষয়বস্তু অসীম সময়ের জন্য রাখা হয় না, তাই খসড়াটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনার যদি খসড়াটি মানোন্নয়নের বা খসড়ার সমস্যাগুলো দূর করার পরিকল্পনা থাকে, তবে এটি সম্পাদনা করুন এবং খসড়া থেকে {{db-g13}}, {{db-draft}} অথবা {{db-afc}} কোড অপসারণ করুন।

যদি খসড়াটি ইতিমধ্যে অপসারিত হয়ে থাকে এবং এটি উন্নয়নের জন্য পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এখানে অনুরোধ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রশাসক এটি পুনরুদ্ধার করে দিবেন।

আপনার অবদানের জন্য ধন্যবাদ! KanikBot (আলাপ) ১৩:৫০, ৮ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ভাগ করো ও শাসন করো নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

শুভেচ্ছা নিন। উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ভাগ করো ও শাসন করো নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোনও প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:অসম্পূর্ণ দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধ অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর হতে হবে এবং এতে নির্ভরযোগ্য উৎসের তথ্যসূত্র প্রদান করতে হবে যেন এর বিষয়বস্তু যাচাই করা যায়

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। -- R1F4T (আলাপ · অবদান) ১৫:১৮, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@R1F4T আমি নিবন্ধটি সম্প্রসারণ করেছি। আর অপসারণ করার প্রয়োজন নেই। ধন্যবাদ। Tanvir Rahat (আলাপ) ১৫:৩৪, ১৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:যাদুর চর উচ্চ বিদ্যালয় সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫০, ২০ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম ও পর্দা প্রথা

সম্পাদনা

দয়া করে বিভিন্ন হাদীস, আয়াতের অনুবাদ কপি করে তুলে দিবেন না। এগুলি কপিরাইট লঙ্ঘন। আপনি চাইলে en:Islamic clothing অনুবাদ করে যোগ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সোনাভরি নদী

সম্পাদনা

আপনার তৈরি সোনাভরি নদী নিবন্ধটি উইকিপিডিয়া:দ্রুত#স১২ অনুসারে দ্রুত অপসারণ করা হয়েছে। দুই-চারটি শব্দ এদিক ওদিক করা ছাড়া আপনি পুরো লেখাটি roddure.com/nature/river/border/sonavori/ থেকে তুলে দিয়েছেন যা কপিরাইট লঙ্ঘন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৪, ১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

সম্পাদনা
 
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

সম্পাদনা
 

প্রিয় Tanvir Rahat!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।

একনজরে
  • অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
  • নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
  • নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।

প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:হাস্যময় কুকাবুরা সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫০, ২৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:হাস্যময় কুকাবুরা অপসারণের জন্য ট্যাগ করা হয়েছে

সম্পাদনা
 

আপনার তৈরি "হাস্যময় কুকাবুরা" খসড়াটিতে গত ছয় মাসে কোনো সম্পাদনা হয়নি।

যেহেতু নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানের অনুপযোগী বিষয়বস্তু অসীম সময়ের জন্য রাখা হয় না, তাই খসড়াটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনার যদি খসড়াটি মানোন্নয়নের বা খসড়ার সমস্যাগুলো দূর করার পরিকল্পনা থাকে, তবে এটি সম্পাদনা করুন এবং খসড়া থেকে {{db-g13}}, {{db-draft}} অথবা {{db-afc}} কোড অপসারণ করুন।

যদি খসড়াটি ইতিমধ্যে অপসারিত হয়ে থাকে এবং এটি উন্নয়নের জন্য পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এখানে অনুরোধ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রশাসক এটি পুনরুদ্ধার করে দিবেন।

আপনার অবদানের জন্য ধন্যবাদ! KanikBot (আলাপ) ১৩:৫০, ৩০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ

সম্পাদনা

সুধী সম্প্রদায়ের সদস্যগণ,

আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।

উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।

সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6

সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫

উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

Thank you for being a medical translator!

সম্পাদনা
  The 2024 Cure Translators Award
In 2024 you joined us as a medical translator. Thank you from Wiki Project Med for helping bring free, complete, accurate, up-to-date health information to the public. We look forwards to working together in 2025.

Thanks again :-) -- Doc James along with the rest of the team at Wiki Project Med Foundation ০৬:৫৪, ২৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Doc James Thank you very much too. Tanvir Rahat (আলাপ) ১২:১০, ২৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় Tanvir Rahat,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এ আমি অংশগ্রহণ করেছি এবং নিবন্ধ অনুবাদের কাজ চলমান রয়েছে। এই মহৎ উদ্যোগের জন্য আপনাদের ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। Tanvir Rahat (আলাপ) ১৩:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন