বাংলা উইকিপিডিয়া স্বাগতম সম্পাদনা

মো: জনি হোসেন (আলাপ) ১৫:৩৯, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ জনি হোসেন অসংখ্য ধন্যবাদ 😊 Tanvir Rahat (আলাপ) ১৫:৪২, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় Tanvir Rahat,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman ধন্যবাদ 😊 Tanvir Rahat (আলাপ) ১৯:০৪, ১৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে নিবন্ধে লেখা যোগ করে তা সম্প্রসারণ করুন সম্পাদনা

সুধী, আমি লক্ষ্য করেছি নিবন্ধে ছবি যোগ করা আপনার একমাত্র উদ্দেশ্য। দুই মাস আগে আমি আপনাকে ঘর বাতাসি লিখতে সাহায্য করেছিলাম। কিন্তু এর পর থেকে ছবি যোগ করা ছাড়া আপনাকে কিছু করতে দেখিনি, যা আমার সন্দেহকে আরও জোরালো করছে যে ছবি যোগ করাই সম্ভবত আপনার একমাত্র উদ্দেশ্য। অনেক সময় তা কম মানসম্পন্ন, অপ্রাসঙ্গিক, ভুল সিনট্যাক্স ইত্যাদিসহ করছেন। অনেক সময় ছবি আছে কিন্তু নিবন্ধের ভিতরে ছবিতে দেখানো বিষয় নিয়ে কোন লেখা নেই এমন হচ্ছে।

বাংলা উইকির বেশিরভাগ নিবন্ধ অসম্পূর্ণ, প্রায় খালি নিবন্ধে লেখা যোগ না করে কেবল ছবি যোগকরণ নিবন্ধের উন্নতি ঘটায় না। দয়া করে প্রথমে নিবন্ধে লেখা যোগ করে নিবন্ধ সম্প্রসারণ করুন, নিবন্ধের উন্নতি ঘটান, বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন। আপনি অনুবাদের দ্বারা তা করতে পারে। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৭, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান দুঃখিত, সম্প্রতি আমার নতুন যুক্ত করা সব ছবি গুলো উইকিমিডিয়া কমন্স কর্তৃক ভালো গুণমানসম্মত চিত্র হিসেবে স্বীকৃত । হয়তো সিনট্যাক্স অথবা উপস্থাপনে ত্রুটি থাকতে পারে যেহেতু আমি একজন নবীন উইকি সদস্য, তবে ছবি কম মানসম্পন্ন না।
বাংলা উইকিপিডিয়ায়‌ লক্ষ্য করেছি তুলনামূলক ভাবে ভালো মানের ছবি খুবই জরুরি । আপাতত ভালো মানের ছবি যুক্ত করে বাংলা উইকিপিডিয়াকে অনন্য উচ্চতায় তুলে ধরাই আমার উদ্দেশ্য। কিন্তু এটা আমার একমাত্র ও মূল উদ্দেশ্য নয় । এর পাশাপাশি অবসর সময়ে বাংলায় নতুন নিবন্ধ তৈরি এবং অনুবাদ করার স্বদিচ্ছা রয়েছে, এই মূহুর্তে একাডেমিক পড়াশোনার জন্য সময় স্বল্পতার কারণে তা সম্ভবপর হচ্ছে না। ধন্যবাদ। Tanvir Rahat (আলাপ) ০৭:৩৯, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
হতে পারে সেটি কমন্সে গুণমানসম্মত চিত্র। কিন্তু বহু ক্ষেত্রে তার থেকেও ভালো ছবি রয়েছে। কিন্তু আপনাকে সেগুলি যোগ করতে দেখছি না। আবার অনেক ক্ষেত্রে আপনি নিজের পছন্দের ছবি দিয়ে প্রতিস্থাপন করছেন। যা থেকেই আমার ধারণা ছবি যোগ করাই সম্ভবত আপনার একমাত্র উদ্দেশ্য। তবে আমার পয়েন্ট কেবল সেটিই নয়। যেখানে নিবন্ধে ৫-১০ লাইনের বেশি লেখা নেই, সেখানে ছবি যোগ করে ভরিয়ে দিলেই তা নিবন্ধের উন্নতি ঘটায় না। আমি আপনাকে প্রথমে নিবন্ধে লেখা যোগ করে নিবন্ধ সম্প্রসারণ করে নিবন্ধের উন্নতি ঘটাতে মনোনিবেশ করতে বলব। আমি বলছি না আপনি একদিনেই পুরো কাজ করুন। প্রতিদিন ২-৪ লাইন করে যোগ করে কাজ করুন। একটা নিবন্ধ ধরুন, সেখানে আজ ৪ লাইন অনুবাদ করে যোগ করুন, কাল ৪ লাইন যোগ করুন। এভাবে করলে আপনি যেমন খুব সহজে নিবন্ধের উন্নতি ঘটাতে পারবেন, একই সাথে আপনার বেশি সময়ও ব্যয় হবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Tanvir Rahat,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil ধন্যবাদ, অংশগ্রহণ করার চেষ্টা করবো। Tanvir Rahat (আলাপ) ১১:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত সূত্র নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Tanvir Rahat,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরিকৃত সূত্র নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! মেহেদী আবেদীন ০৬:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

প্রিয় Tanvir Rahat,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন