এমনিই কথা

সম্পাদনা

@ফাহিম ফ্যানাটিক ভাই, আপনি উইকিপিডিয়াতে খুবই ভালো ভালো নিবন্ধ তৈরী করছেন, অনেক অনেক ধন্যবাদ, আমি ফ্রান্সে সমকামীদের অধিকার নামে একটি পাতা তৈরী করেছি, দেখুন তো কেমন হয়েছে। বিশাল খান (বার্তা) ১০ঃ২৭, ২০ জানুয়ারী ২০১৭ (ইউটিসি)

ঈদ শুভেচ্ছা

সম্পাদনা
  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় প্রলয়স্রোত,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

 

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)

২০২২ সালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

২০২২ সালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/২০২২ সালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ২০:৪৫, ২৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যক্তিগত আক্রমণ না করতে অনুরোধ করছি

সম্পাদনা

আপনি আমার আলাপ পাতায় একটি বিষয় উত্থাপন করতে গিয়ে বেশ কিছু বাক্য ব্যবহার করেছেন যা মোটেও কাম্য নয়। এমনকি আপনাকে ব্যক্তিগত আক্রমণ না করতে বলার পরেও আপনি ঐ আলোচনায় উত্তর দিতে গিয়ে পুনরায় ব্যক্তিগত আক্রমণ করে বসেছেন। আপনাকে আমি আবারো যেকোন আলোচনায় ব্যক্তিগত আক্রমণ না করতে অনুরোধ করছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৫, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ওখানে আপনার আলাপটা মাত্র দেখছি। যে ভাষায় যে ওয়েতে উনি বার্তা দেন, সেটার রাশ যদি আপনারা টেনে না ধরেন। তাহলে বাংলা উইকিপিডিয়া শুধুমাত্র একপাক্ষিক হয়ে যাবে। আশা করব, অভিজ্ঞ এবং পুরাতন প্রশাসক হিসেবে সবদিককেই বিবেচনা করবেন। প্রলয় (আলাপ) ১৮:৫৫, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত ভাই, আমার গোটা উইকিপিডিয়ার একটি মন্তব্যেও একপাক্ষিক মন্তব্য পাবেন না। হ্যা আমি ইসলামি সম্পাদনা একটু বেশি করি, আমার ইসলামের প্রতি দুর্বলতা থাকতে পারে। তবে কখনো আমি আমার দুর্বলতার স্থান থেকে মন্তব্য করিনা। যেটা নীতিমালায় পাই, তথ্যসূত্রে পাই, সেটাই বলি।
কিন্তু আপনি সেটা পারছেন না। অতিরঞ্জিত ও আবেগপ্রবণ হয়ে সম্পাদনা করছেন ও কথা বলছেন, সেগুলো ব্যক্তিগত আক্রমণের সৃষ্টি করছে। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৯:১৩, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি হয়তো আপনাকে দু:খ দিয়ে ফেলেছি। আমি আপনার দুর্বলতা বুঝতে পারছি। আমি প্রাথমিকভাবে এত ইতিহাস টানতে আগ্রহী ছিলাম না। আপনি যদি খেয়াল করেন, আফতাবুজ্জামান ভাইকে আমি কিছুটা নামপুরুষে [সরাসরী আপনাকে উল্লেখ না করে] কিন্তু সাধারণভাবে একটু কমপ্লেইন করেছিলাম। কিন্তু আরেকজন প্রশাসক এসে এবং আপনি এসেও যখন আমাকে মেনশন করে নিজেদের বক্তব্য দিয়ে বসেন, তখন আমার মনে হয়েছে, যা যা আপনার ব্যাপারে আমার মনে হচ্ছিল, সবকিছু এখন বলা দরকার।
যাইহোক, এখনো আপনি অতিরঞ্জিত আবেগপ্রবণ এগুলো বলছেন, তবে আপনি এবং আমি দুইজনেই যেহেতু উইকিপিডিয়াকে এট দ্য এন্ড সমৃদ্ধ করার প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করি, এই ব্যাপারটাকে আমি ভাইয়ের মত ভেবেই মেনে নিলাম।
আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি, আমাদের যা মনোমালিন্য হয়েছে, তা এখানেই সমাপ্ত হবে। ভবিষ্যতে আবারো মনোমালিন্য হওয়ার সম্ভাবনা হলে, আমরা দুইজনেই শান্ত হয়ে একজন আরেকজনের প্রতি সতর্কভাবে শব্দ চয়ন করব। এবং একত্রে অন্য সবার সাথে মিলে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজ এগিয়ে নিয়ে যাব। প্রলয় (আলাপ) ১৯:২৭, ১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@প্রলয়স্রোত আনি কখনোই আপনাকে আঘাত দিয়ে কথা বলিনি, কখনো বলবোনাও না। আপনিই ব্যক্তিগত আক্রমণ করেছেন।
আশা করি সামনের দিনগুলোতে নিরেপক্ষতা বজায় রাখবেন, কারণ ইতিপূর্বে আপনার কিছু সম্পাদনা অনিরেপক্ষ জন্য বাতিল করেছিলাম। শেষে বাধাপ্রদানও করা হয়েছিলো। তাই সামনের দিনগুলোতে ব্যক্তিগত আক্রমণে পরিহার ও নিরেপক্ষ সম্পাদনায় মনোযোগী হোন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১০:০৭, ২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

সম্পাদনা
 
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

সম্পাদনা
 

প্রিয় প্রলয়স্রোত!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।

একনজরে
  • অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
  • নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
  • নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।

প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:২০২৩ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে

সম্পাদনা

  সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাসে কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে স১৩ ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৩:৫০, ২৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন