যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করছে। ১ জুলাই, ২০১৩ সালে ক্রোয়েশিয়া যোগদান করেছে, এ বিষয় গুলো ইতিহাসের শেষে যুক্ত করতে হবে।

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অনুবাদ প্রসঙে সম্পাদনা

আমি আপনার সাথে অনুবাদ সম্পর্কে কতা বলতে চাই Aks Ahnaf Abid (আলাপ) ১২:১০, ২৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Aks Ahnaf Abid: বলুন, কি জানতে চান? আফতাব (আলাপ) ১৮:৫২, ২৫ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia main page in bangla সম্পাদনা

https://bn.wikipedia.org/wiki/প্রধান_পাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। সাফি ০৯:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য সম্পাদনা

যেহেতু উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ সেহেতু এখানে মূল্যবান এবং গুরুত্বপুর্ণ নিবন্ধন থাকা জরুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিসঠান সেই দিক বিবেচনায় রেখে এই মাঠ নিবন্ধনে রাখা যেতে পারে আবার যেহেতু এটা শুধুমাত্র একটি মাঠ কোন স্টেডিয়াম নয় সেহেতু নিবন্ধন অপসারণ যোগ্য বলে মনে করছি, আমি এই মাঠটি অনুবাদ করার সময় ভেবেছি যে এইটা কিভাবে উইকিতে থাকে পরে আবার ভেবেছিলাম এখানে দেশের সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠিত হয়। আরো বিভিন্ন মতবাদ থাকে এই মাঠটি নিয়ে সকলের পরামর্শক্রমে কাজ করা ভালো হবে বলে মনে করছি। Farabi (আলাপ) ১৩:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অপসারণের প্রস্তাবনার মন্তব্য আপনার আলাপ পাতায় নয়, এখানে করুন। আফতাব (আলাপ) ১৩:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র নিয়ে তামাশা সম্পাদনা

আপনি তো তথ্যসূত্র কে তামাশা পর্যায়ে নিয়ে গেছেন। তথ্যসূত্র না থাকলে না করবেন, কিন্তু েএকটা হিজিবিজি লিংক কে তথ্যসূত্র এর মতো করে লিখে সব আর্টিকেল এ এপ্লাই করবেন না। প্লিজ তথ্যসূত্র নিয়ে একটু সচেতন হউন। আমি আপনার তথ্যসূত্র তামাশা দেখে প্রায় বিরক্ত। --নাহিদ হোসেন (আলাপ) ১৭:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নাহিদ ভাই আমি খুব দুক্ষের সাথে বলতেছি যে আমি পূর্বের কিছু বিষয় বুঝতে না পারায় এরকম করেছি হয়তো, আমি নতুন, আমাকে ক্ষমা করবেন। অবশ্যই উইকিপিডিয়া এবং এর কোন কাজকে আমি মোটেই তামাশা ভাবছি না। এটা আমার অজ্ঞতার প্রতিফলন মাত্র। আমার এ বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয়ে নিরলস কাজ করে যাচ্ছি আশা করি সামনে এরকম ভূল আর হবেনা। আমি আপনার সাহায্য কামনা করি।Habib Rabbi (আলাপ) ১৮:১৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@NahidHossain: এখানে উনি তামাশা করছেন না, উনি ইংরেজি উইকি নিবন্ধ থেকে অনুবাদ করছেন। নতুন উইকিপিডিয়ানদের এভাবে না বলে বরং কিভাবে তথ্যসূত্র যোগ করতে হয় তা বলা উচিত। আফতাব (আলাপ) ১৪:৪৫, ৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। তথ্যসূত্র যোগ করার ধরন দেখে মনে করছিলাম উনি তথ্যসূত্র সম্পর্কে জানেন তাই কিভাবে তথ্যসূত্র যোগ করতে হয় তা শেখানোর কথা মাথায় আসেনি। --নাহিদ হোসেন (আলাপ) ১৬:৩৭, ৭ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অতি ক্ষুদ্র নিবন্ধ সম্পাদনা

উইকিপিডিয়ায় অবদান রাখায় আপনাকে ধন্যবাদ। অতি অল্প সময়ে অনেকগুলো নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করনে আপনার অবদান দারুন প্রশংসার যোগ্য। কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই যে, আপনার তৈরি কৃত অধিকাংশ নিবন্ধই ২/৩ লাইনের মধ্যে সীমাবদ্ধ; যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণে দ্রুত অপসারণ যোগ্য। আপনার অবগতির জন্য জনাচ্ছি যে, ইনফোবক্স এবং তথ্যসূত্র, বিষয়শ্রেণি প্রভৃতি কিন্তু নিবন্ধের অংশ হিসাবে গন্য করা হয় না। আপনি নতুন নিবন্ধ তৈরি না-করে বরং ইতিমধ্যে তৈরি করা নিবন্ধগুলো সম্প্রসারণে মনোযোগ দিবেন বলে আশা করছি। - Ashiq Shawon (আলাপ) ১৭:৩৪, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Ashiq Shawon: উনি ইংরেজি উইকি নিবন্ধ থেকে অনুবাদ করছেন। অনুগ্রহ করে তাকে সম্প্রসারণে সাহায্য করুন। আফতাব (আলাপ) ১৭:৫৮, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে তাহলে ১/২ লাইনের স্টেডিয়াম সম্পর্কিত নিবন্ধগুলো বাদ দিয়ে কয়েক প্যারাযুক্ত নিবন্ধ যোগ করতে পরামর্শ দেবো। এবং নিজের আগ্রহের সাথে সম্পর্কযুক্ত পেলে অবশ্যই সহায়তা করবো। - Ashiq Shawon (আলাপ) ১৮:৩৫, ১২ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ সম্পাদনা

আশাকরি পরবর্তী নিবন্ধনের সময় আপনার কথা অনুসারে চলব। কিন্তু দুক্ষের বিষয় আমার অধিকাংশই অনুবাদ এবং অধিকাংশই চাইলেই তথ্য ➕ যোগ করতে পারা যায়না , আমি কিছু স্টেডিয়াম নিবন্ধন করেছি যা ইংরেজি থেকে বাংলা করেছি মাত্র। আমার এর পিছনে অবদান বলতে অনুবাদ ছাড়া কিছুই না। আমি তথ্য সংযোগ করতে চেষ্টা করতে ব্যর্থ হয়েছি গুগলের সাহায্যে নিয়েও তথ্য বাড়াতে ব্যার্থ। দেশে এখনো এমন কিছু স্টেডিয়াম আছে যা বেশী তথ্য বহন করেনা। তবে আমার ব্যাক্তিগত ভাবে তৈরি নিবন্ধন আমি যথাযথ তথ্য দিয়ে থাকি। তবুও সামনে আমি আপনার কথা অনুসরণ করতে চেষ্টা করব, দোয়া করবেন ধন্যবাদ। Habib Rabbi (আলাপ) ০৩:৩১, ১৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এটক সম্পাদনা

এটক নিবন্ধটি রুক্ষ অনুবাদ হয়েছে। নিবন্ধের মান উন্নয়ন করুন। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:৪৬, ১ নভেম্বর ২০১৮ (ইউটিসি) (উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ সংগঠক)উত্তর দিন

ধন্যবাদ চে গুয়েভারা ভাই সম্পাদনা

আমি একটি নিবন্ধন পাবলিশ করার পরে অবসর সময়গুলোতে সেসব নিবন্ধের মানউন্নয়নের জন্য নিয়মিত দেখাশোনা (সম্পাদন) করি । আশা করি এই অভ্যাসের দ্বারা আমার এসব সমস্যাগুলো পরবর্তীতে সমাধান হবে। ধন্যবাদ । Habib Rabbi (আলাপ) ০৯:২৩, ৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন


সুধী, আপনাকে স্তন্যপান করানো নিবন্ধটিতে সংশোধন ও ট্যাগ লাগানোর জন্য ধন্যবাদ। আপনি উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ অভিযানে ৩ অক্টোবর নাম যোগ করেছেন কিন্তু একটিও নিবন্ধ জমা করেন নি। দয়া করে উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮/নিবন্ধ তালিকা থেকে ২৪ নভেম্বর অবধি কমপক্ষে ৯০০০বাইট ও ৩০০ শব্দ যোগ করে নিবন্ধ জমা করুন। দুটি দেশ মিলিয়ে আমরা এখনো মাত্র ২৭টির মত নিবন্ধ যোগ করেছি। আমাদের লক্ষ্য ৩৫টি। তাই নিবন্ধ তালিকা থেকে যে নিবন্ধটি তৈরি হয় নি অথবা অন্য কেউ সম্প্রসারন করছে না (পাতাটির ইতিহাস দেখলেই বুঝতে পারবেন) দেখে সম্প্রসারণ করতে পারেন (যা ১ অক্টোবর থেকে এই সময়ের মধ্যে সম্প্রসারিত হয়নি)। ২৪ নভেম্বরের পর ছোটখাট ভুলত্রুটি সংশোধনে সময় দিন এটি আমার অনুরোধ, রাখতে পারলে খুশী হব। আপনার সম্পাদনা শুভ হোক।

সুমিতা রায় দত্ত ১৭:৩০, ২০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮তে আপনার নিবন্ধগুলি সম্পাদনা

সুধী,

আপনাকে অভিনন্দন, উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ তে আপনার তিনটি নিবন্ধ গৃহীত হয়েছে কিন্তু জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) নিবন্ধটি ব্যবহারকারী:Che12Guevara (উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ সংগঠক) অগ্রহণযোগ্য রচনাশৈলীর জন্য গৃহীত হয়নি। আপনার ইসলামিয়া কলেজ (পাকিস্তান) নিবন্ধটিও অগ্রহণযোগ্য রচনাশৈলী এবং যান্ত্রিক অনুবাদ ছিল। অনেকটা সময় নিয়ে নিবন্ধটি ঠিক করে গ্রহণ করেছিলাম। এখানে দেখুন। সংগঠকদের এতটা সময় দেওয়া সম্ভব নয়, আশা করি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) নিবন্ধটিতেও ইংরাজী অংশটি বাংলা করে ও নিবন্ধটি বারবার পড়ে, ঠিক করে, গ্রহণযোগ্য করে করবেন এবং ব্যবহারকারী:Che12Guevara '(উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ সংগঠক) কে জানাবেন। মনে রাখবেন উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ র জন্য আজই ঠিক করার শেষ দিন। আপনার সম্পাদনা শুভ হোক।

সুমিতা রায় দত্ত

ধন্যবাদ, সুমিতা রায় দত্ত আপু,গুরুত্বপূর্ন পরিক্ষা চলার কারণে ও সময়ের অভাবে উইকি এশীয় মাসে আমি তেমন কোন অবদান রাখতে পারলাম না। আমার রুক্ষ ও যান্ত্রিক অনুবাদের জন্য আমি দুক্ষিত। অতি দ্রুত আমি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাকিস্তান) পাতাটি যথাযথ সম্পাদনা করতে চেষ্টা করতেছি।Habib (আলাপ) ০৯:১৯, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
গ্রহণ করেছি। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৭:২৫, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিপ্লবী দাদা বিপ্লবী বিজয়ী হওয়ার আগে আপনাকে ধন্যবাদ।😄 Habib (আলাপ) ১৮:২১, ৩০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস ২০১৮ WAM Address Collection সম্পাদনা

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question.

Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৩, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  ভদ্রতা পদক
উইকিপিডিয়ার শিষ্টাচার মেনে চলা এবং আপনার অমায়িক আচরণের জন্য এই পদক দেয়া হল। মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:৪৬, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী:Habib Rabbi,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি অবসরভাতা নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Habib Rabbi,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন-এ অংশ নিয়ে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অবসরভাতা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), রবিবার ১৩:৫৮, ০৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বার্তা সম্পাদনা

 
সুপ্রিয়, Habib Rabbi। আলাপ:আধুনিক গান পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

অংকন (আলাপ) ০৭:২৭, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আধুনিক গান নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

আধুনিক গান উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই নিবন্ধ বা ছবি সম্ভবত URL থেকে সরাসরি কপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; আধুনিক গান নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — শাহাদাত হোসেন (আলাপ)বার্তা পাঠান ১১:০৬, ১৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পেশাদারি কুস্তি এডিটাথনে আপনাকে আমন্ত্রণ! সম্পাদনা

 

প্রিয় Habib Rabbi,
আশা করছি করোনার এই মহামারীতেও আপনার পরিবারসহ সুস্থ ও ভালো আছেন। আপনি জানেন যে বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় রচিত একটি মুক্ত অনলাইন বিশ্বকোষ। কিন্তু অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তুলনায় বাংলা উইকিপিডিয়া নিবন্ধবৈচিত্র‍্যে অনেকটাই পিছিয়ে রয়েছে; বিশেষ করে পেশাদারি কুস্তি বিষয়ক নিবন্ধ নেই বললেই চলে। ফলশ্রুতিতে পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধঘাটতি পূরণের লক্ষ্যে আগামী ১৫ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের বিশেষ উদ্যোগে পেশাদারি কুস্তিবিষয়ক এডিটাথন-এর আয়োজন করা হয়েছে। উক্ত এডিটাথনে অংশগ্রহণপূর্বক পেশাদারি কুস্তিবিষয়ক নিবন্ধ প্রণয়নের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (প্রকৃতপক্ষে অঙ্গুলীচারণা) শুভ হোক।
-- ধন্যবাদান্তে,
আয়োজক কমিটির পক্ষে,
নকীব বট (আলাপ) ১১:৫৭, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Habib Rabbi,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনার আমন্ত্রণ বার্তার জন্য। Habib (আলাপ) ০৭:২০, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ এডিটাথন পদক সম্পাদনা

  বিশেষ এডিটাথন পদক
প্রিয় Habib Rabbi,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত পিট বুটিজেজ নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ২৭ মে ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

-- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪১, ২৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Habib Rabbi,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Habib Rabbi,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Habib Rabbi,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities সম্পাদনা

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১ সম্পাদনা

সুপ্রিয় Habib Rabbi,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না সম্পাদনা

সুপ্রিয় Habib Rabbi,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন