আপনার জন্য একটি পদকসম্পাদনা

  প্রশাসক পদক
সুপ্রিয় রিপন ভাই, শুভ ইংরেজি নববর্ষ! আপনি গত ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সর্বোচ্চ প্রশাসনিক কর্ম করেছেন এবং গত বছরে সর্বাধিক প্রশাসক কর্ম করেছেন, আপনাকে অভিনন্দন !!! ভবিষ্যতেও যেন আপনি বাংলা উইকিপিডিয়ায় এভাবে প্রশাসনিক কর্ম করে যান সেজন্য শুভেচ্ছা রইল।

শুভেচ্ছান্তে,
ফারহান

ফারহান  «আলাপ» ০৯:১৭, ১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Md.Farhan Mahmud: ধন্যবাদ। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:৩৪, ১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ধামরাই ইউনিয়ন নিয়ে আব্দুস সালাম ৯৯-এর প্রশ্ন (০৫:৫৩, ৯ জানুয়ারি ২০২৩)সম্পাদনা

ধামর হাট ইউনিয়নের জনসংখ্যা --আব্দুস সালাম ৯৯ (আলাপ) ০৫:৫৩, ৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

হিমেল প্রধান নরসিংদী-এর প্রশ্ন (১৯:১৪, ১৯ জানুয়ারি ২০২৩)সম্পাদনা

আমি ওয়িকিপিডিয়াতে কিছু অবদান রাখতে চাই ইতিহাস এবং স্থানীয় সত্যতার উপরে লিখে যেতে চাই। আমি কিভাবে সদস্য হতে পারি? --হিমেল প্রধান নরসিংদী (আলাপ) ১৯:১৪, ১৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@হিমেল প্রধান নরসিংদী: আপনি উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে সংশোধন, সম্প্রসারণ করে অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ার নিয়মনীতি সম্পর্কে জানতে আপনার আলাপ পাতার স্বাগত বার্তাটি পড়ে নিন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০২:২৫, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

SAGADUL ISLAM-এর প্রশ্ন (১৭:৪৮, ২০ জানুয়ারি ২০২৩)সম্পাদনা

আসসালামু আলাইকুম স্যার, আমি কিভাবে আমাকে উইকিপিডিয়ার মাধ্যমে গুগল এর প্রথম পাতায় আমাকে শো' করাতে পারি.? --SAGADUL ISLAM (আলাপ) ১৭:৪৮, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩/নিবন্ধ তালিকা নিয়ে Towa Haque-এর প্রশ্ন (০৭:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩)সম্পাদনা

শুভেচ্ছা নিবেন। আমি উইকিপিডিয়া নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতার একটি বিষয় ঠিক বুঝতে পারছিনা। এখানে বলা হচ্ছে নিবন্ধন মানোন্নয়ন আবার বলা হচ্ছে অনুবাদ। ব্যাপারটা পরিষ্কার করে দিলে কৃতার্থ হব। --Towa Haque (আলাপ) ০৭:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Towa Haque: তালিকায় দেওয়া নিবন্ধগুলো ইংরেজি থেকে অনুবাদ করে সম্প্রসারণ করাকেই মানোন্নয়ন বলা হচ্ছে। তাই আপনি অনুবাদ করে নিবন্ধগুলো সম্প্রসারণ করুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ নিয়ে Towa Haque-এর প্রশ্ন (০১:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩)সম্পাদনা

নিবন্ধ তালিকায় দেয়া বিষয়গুলোর পাশে উত্তর দিন একটা অপশন আছে। সেটা দিয়ে কি বোঝানো হয়েছে? --Towa Haque (আলাপ) ০১:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Towa Haque: অপশনটি এড়িয়ে যান। এটা কেবল আলোচনার উত্তর দেওয়ার জন্য। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

চলচ্চিত্র তালিকা সম্পদনাসম্পাদনা

বড় ভাই। উইকিপিডিয়া যে কোন অভিনেতা বা অভিনেত্তির চলচ্চিত্ত তালিকা কি ভাবে সম্পদনা করবো মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৩:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@মোঃ মালেক ইসলাম: অনুচ্ছেদের পাশে কলমের মতো আইকন পাবেন, সেটাতে ক্লিক করলে সম্পাদনা করতে পারবেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

চলচ্চিত্র তালিকা সম্পদনাসম্পাদনা

আরে ভাই। হয় না তো তোমার কাছে চলচ্চিত্র সম্পদনা বিষয়ক কোন ভিডিও আছে মোঃ মালেক ইসলাম (আলাপ) ০২:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@মোঃ মালেক ইসলাম: বাংলা উইকিপিডিয়ার ফেসবুক গ্রুপে বিস্তারিত স্ক্রিনশটসহ লিখে পোস্ট করুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:১১, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সাময়িক আইপি বাধামুক্ত অধিকার প্রসঙ্গেসম্পাদনা

শুভেচ্ছা নিবেন, আমি গত প্রায় ১ বছর যাবত (২৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে) সাময়িক আইপি বাধামুক্ত অধিকার ভোগ করে আসছি। আইপি বাধার সম্মুখীন হবার কারণ আমি এবং ওয়াকিম একই বাসায় থাকি এবং একই নেটওয়ার্ক (ওয়াই-ফাই) ব্যবহার করি। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ আমার সাময়িক আইপি বাধামুক্ত অধিকার শেষ হবে। এমতাবস্থায়, এই সমসসা সমাধানে পুনরায় আপনার হস্তক্ষেপ কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১৫:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@RUBEL SHAIKH: করা হয়েছে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
ধন্যবাদ। রুবেল শেখ (আলাপ) ১৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

MD Safiqul Islam Sabid-এর প্রশ্ন (১৯:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩)সম্পাদনা

আমি কি উইকিপিডিয়ার ইংরেজী প্রবন্ধকে সম্পূর্ণ নিজের মতো অনুবাদ করে বাংলায় প্রকাশ করতে পারবো? --MD Safiqul Islam Sabid (আলাপ) ১৯:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@MD Safiqul Islam Sabid: করতে পারবেন। তবে, অনুবাদ যাতে যান্ত্রিক নাহয় এবং অন্য কেউ যাতে পড়লে বুঝতে পারে মত অনুবাদ করতে হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়ায় নতুনদের অভিজ্ঞতার উন্নতিতে আপনার মতামত কাম্য!সম্পাদনা

সুপ্রিয় মেন্টর, শুভেচ্ছা নেবেন। আপনি হয়ত জানেন যে উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্রোথ দল ইতিবাচক প্রেরণা প্রকল্প নিয়ে কাজ করছে, যা নতুন অবদানকারীদের ধরে রাখার লক্ষ্যে কাজ করছে। নিচের নকশা এবং প্রশ্নগুলো মূলত এই বৈশিষ্ট্যের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই বৈশিষ্ট্য এবং নকশা নতুন অবদানকারীদের কাজ শুরু করতে এবং নবাগতরা করতে পারেন এমন নতুন ধরনের পরামর্শকৃত সম্পাদনার কাজ করতে উৎসাহ দেবে। অন্য সব গুরুত্বপূর্ণ গ্রোথ বৈশিষ্ট্যের মত আমরা ক/খ পরীক্ষণের মাধ্যমে নতুন এ বৈশিষ্ট্যের কার্যকারিতা পর্যবেক্ষণ করব। এই আলোচনা প্রথম দফায় পাওয়া মন্তব্যের উপর ভিত্তি করে শুরু হচ্ছে। আমরা এই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাই।

 
সম্পাদনা-পরবর্তী বার্তা।
নীড়পাতা থেকে সহজ ধরনের কাজ করেন এমন অবদানকারীদের নিয়ে প্রশ্ন

আমরা সহজ সম্পাদনা শেষ করেছেন এমন নবাগতকে নিচের নকশাটি দেখাতে চাই।

  • এই নকশা নিয়ে আপনার উইকির নবাগতদের পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করবে?
  • দ্বিতীয় ধাপে আমরা সম্প্রদায়কে এই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের সুবিধা (কতদিন ধরে অবদান রাখতে হবে, সম্পাদনা সংখ্যা, ইত্যাদি) দিতে চাই। কী ধরণের নিয়ন্ত্রণ সম্প্রদায়কে দিলে ভালো হয় বলে মনে করেন?
নতুন অবদানকারীদের একটি সম্পাদনা শেষ করার পরের (সম্পাদনা-পরবর্তী বিজ্ঞপ্তি) বার্তা নিয়ে প্রশ্ন

আমরা এই নকশা দেখাতে চাই:

  • এই নকশা কি নবাগতদের পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করবে?
  • একটি সম্পাদনাও শেষ হয়নি, এমন নবাগতদের কি এই বার্তা উৎসাহ দেবে?
  • দ্বিতীয় ধাপে আমরা আপনার সম্প্রদায়কে এই বৈশিষ্ট্যের সুবিধা (কতদিন ধরে অবদান রাখতে হবে, সম্পাদনা সংখ্যা, ইত্যাদি) দিতে চাই। কী ধরণের নিয়ন্ত্রণ সম্প্রদায়কে দিলে ভালো হয় বলে মনে করেন?

আপনার মতামত আমাদের জন্য অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Ankan (WMF) (আলাপ) ০৯:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Ankan (WMF): আপনার বার্তার জন্য ধন্যবাদ।
প্রথম নকশার উত্তর
  • আশা করা যায় এটি নতুনদের পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করবে।
  • দিনের ক্ষেত্রে ৭দিন এবং সম্পাদনার ক্ষেত্রে ৫০টি বিবেচনায় রাখা যায়। এই মানদণ্ড পূরণের পর সম্প্রদায় চাইলে উক্ত ব্যবহারকারীর জন্য অপশনটি বন্ধ করে দিতে পারবে এমন ব্যবস্থা রাখা হোক।
দ্বিতীয় নকশার উত্তর
  • অবশ্যই এটিও নবাগতকে উৎসাহিত করবে এবং তাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে৷
  • সম্পাদনা করেনি এমন নবাগতকে দিতে সমস্যা নেই।
  • কেউ কমপক্ষে ১০টি সম্পাদনা করলে তাকে রিমাইন্ডার দেওয়ার বিজ্ঞপ্তিটি ২ বারের বেশি না দেখালেও চলবে মনে করি৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
    @Al Riaz Uddin Ripon, আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!   Ankan (WMF) (আলাপ) ১৬:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বাংলার মুখসম্পাদনা

সাহিত্যপত্র বাংলার মুখ ২০১৫ সাল হতে প্রকাশিত সাহিত্য নির্ভর একটি পাঠকপ্রিয় পত্রিকা। বিশেষত রংপুর অঞ্চলের সাহিত্যক্ষেত্রে এর গুরত্ব রয়েছে। এটি উইকিপিডিয়ায় স্থান পাওয়া উচিৎ। শিস খন্দকার (আলাপ) ১৪:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সুধী, উইকিপিডিয়া কোনো প্রচারমাধ্যম নয়। তাই এখানে প্রচারণা চালানো যাবে না। আপনার লেখা বই এবং উক্ত পত্রিকা যদি উল্লেখযোগ্য হয় তাহলে কেউ না কেউ তৈরি করে ফেলবে। আগে নীতিমালাগুলো পড়ার চেষ্টা করুন, এরপরে কোনটা উল্লেখযোগ্য আর কোনটা নয় নিজেই বুঝতে পারবেন। এটা একটা বিশ্বকোষ, কোনো কিছুর নিবন্ধ লিখতে হলে বিশ্বকোষীয় উল্লেখযোগ্যতা থাকতে হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

The Md Saifullah-এর প্রশ্ন (০৯:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩)সম্পাদনা

উইকিপিডিয়া সম্পর্কে আমাকে একটু বলুন --The Md Saifullah (আলাপ) ০৯:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আপনার আলাপ পাতায় স্বাগত বার্তা দিয়েছি। সেটি অনুসরণ করুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৯:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

মুহাম্মদ কবির উদ্দিন-এর প্রশ্ন (১৬:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩)সম্পাদনা

মেন্টর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে সহযোগিতা মনোভাব প্রকাশ করার জন্য। --মুহাম্মদ কবির উদ্দিন (আলাপ) ১৬:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

মেন্টর, আমি একজন স্কুল শিক্ষক। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কে আমার ভালো ধারনা আছে। আমি উইকিপিডিয়ায় নিয়মিত কাজ করতে চাই। আমর প্রশ্ন হচ্ছে, আমি বিভিন্ন বিদ্যালয়ের অসমাপ্ত তথ্যগুলো সম্পাদন করতে চাই। আর দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠগুলো উইকিপিডিয়ায় অন্তর্ভূক্ত করতে চাই। সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কেমন সহযোগিতা পেতে পারি? নতুন বিদ্যালয় অন্তর্ভূক্ত করার জন্য কোনো টেম্পলেট পাবো?

ধন্যবাদ --মুহাম্মদ কবির উদ্দিন (আলাপ) ১৬:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@মুহাম্মদ কবির উদ্দিন: বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত। উইকিপিডিয়া একটি বিশ্বকোষ তাই ফেসবুক বা ব্লগের মতো ইচ্ছেমত যেকোনো কিছু লেখা যায় না, এখানে কিছু লিখতে চাইলে তথ্যটির জন্য নির্ভরযোগ্য তথ্যসূত্র থাকতে হবে। উদাহরণস্বরূপ, আপনি কোনো বিদ্যালয়ের নিবন্ধ লিখতে চাইলে সেটি প্রথমত উইকিপিডিয়ার নীতিমালা অনুযায়ী উল্লেখযোগ্য হতে হবে, এরপর নিবন্ধটির জন্য তথ্যসূত্র থাকতে হবে। তাহলে নিবন্ধটি শুরু করতে পারেন। আপনি যেহেতু নতুন তাই আপনাকে অনুরোধ করবো আপাতত কয়েকদিন নিবন্ধ তৈরি না করে ইতোমধ্যে থাকা যেকোনো নিবন্ধে তথ্যযোগ, সম্প্রসারণ, সংশোধন করুন। যেমন: আপনার ইউনিয়ন, উপজেলা বা জেলার নিবন্ধে কাজ করতে পারেন। পরবর্তীতে ধীরে ধীরে নতুন নিবন্ধ তৈরিতে অগ্রসর হতে পারেন। উইকিপিডিয়া সম্পর্কিত যেকোনো প্রয়োজনে আমাকে বার্তা দিতে পারেন। শুভকামনা রইল। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
এছাড়াও ইউটিউবে কিছু ভিডিও টিউটোরিয়াল (https://youtube.com/playlist?list=PLvE0h6i0vBcAQojbvbYtWCWqzr6E_o0AA) আছে, চাইলে দেখতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩/অংশগ্রহণকারী নিয়ে শ্রাচী ঘোষ-এর প্রশ্ন (১৬:০৩, ২ মার্চ ২০২৩)সম্পাদনা

নমস্কার স্যার। আমি শ্রাচী ঘোষ। অমর একুশ নিবন্ধে আমার এক প্রশ্ম আছে। তা হলো আমি কিভাবে আমার লেখা জমা দেবো? --শ্রাচী ঘোষ (আলাপ) ১৬:০৩, ২ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@শ্রাচী ঘোষ: উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩/কীভাবে অনুবাদ করবেন এটা পড়ে দেখুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:৪৫, ২ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

Page Protectionসম্পাদনা

আমার পাতা যেনো কেউ সম্পাদনা করতে না পারে সেজন্য নিরাপত্তা সার্ভিস কিভাবে ব্যবহার করবো? Zalal Khan Rony (আলাপ) ০৯:২৯, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

WP:সুরক্ষা পাতাটি পড়ে দেখুন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:২৭, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা প্রেরণসম্পাদনা

সুপ্রিয় মেন্টর, শুভেচ্ছা নেবেন। আমরা আপনার বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড-এ একটি নতুন মডিউল বসানোর কথা ভাবছি। এই মডিউল সেই সকল পরামর্শগ্রহীতার নাম প্রদর্শন করবে, যারা নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ।

 
প্রশ্নাবলী ১-এর জন্য।

যেমন, এই স্ক্রিনশটে এমন একজন পরামর্শগ্রহীতাকে দেখানো হচ্ছে যিনি মোট ২০টি অবদান রেখেছেন, এবং শেষ ৪৮ ঘণ্টায় কোনো পুনর্বহালকৃত সম্পাদনা নেই। এই মানদণ্ডের কিছু প্যারামিটার সেটিংস থেকে পরিবর্তন করা যাবে। এই স্ক্রিনশটে এটাও দেখা যাচ্ছে যে তিনি ৩টি ধন্যবাদ পেয়েছেন এবং একটানা ২দিন অবদান রেখেছেন। এরপরে, আপনি চাইলে তাদের সম্পাদনা যাচাই করে "প্রশংসা পাঠান"-এ ক্লিক করতে পারবেন। এই প্রশংসা বার্তার স্থলে একটি পূর্বনির্ধারিত বার্তা চলে আসবে, যা আপনি সম্পাদনা করে প্রকাশ করবেন। প্রকাশ করার সময় আপনি নবাগতের আলাপ পাতায় পুনর্নির্দেশিত হবেন।

একাধিক গবেষণায় দেখা গেছে যে অভিজ্ঞ অবদানকারী বা মেন্টরের প্রশংসা নবাগতদের সম্পাদনার কার্যকলাপকে তরান্বিত করে তোলে [১]। আর তাই মেন্টর হিসেবে প্রশংসা করার জন্য আপনিই যোগ্যতম ব্যক্তি।

প্রশ্নাবলী ১সম্পাদনা

  • এই নতুন মডিউল কি পরামর্শগ্রহীতাদের প্রশংসাসূচক বার্তা পাঠাতে আপনাকে উৎসাহিত করবে?
  • প্রশংসা করার জন্য পরামর্শগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য কি আপনার কাছে আছে?
  • আপনি কি মনে করেন কিছু মেন্টর এই ভেবে দ্বিধাবোধ করতে পারেন যে এখানে বোঝা যাচ্ছে না অতিরিক্ত কোনো ধাপ আছে কীনা (আলাপ পাতায় গিয়ে বার্তা প্রকাশ করা)?
  • এই বৈশিষ্ট্য নিয়ে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ?
 
প্রশ্নাবলী ২-এর জন্য।

দ্বিতীয়ত, আমরা চাই এই নতুন মডিউলটি সবার জন্য কাজ করুক, তাই আমরা চাই মেন্টররাই যেন সেটিংস ঠিক করতে পারেন। এখানে আপনি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদনার সংখ্যা নির্ধারণ করতে পারবেন যা একজন নবাগতকে প্রশংসার যোগ্য হিসেবে বিবেচিত করবে। তারপর আপনি পূর্বনির্ধারিত বার্তা ব্যবহার করতে পারবেন। এই বার্তাটি নবাগতকে প্রশংসা পাঠানোর সময় ব্যবহৃত হবে। বার্তার বিষয় এবং বিষয়বস্তু উভয়ই আগে থেকে ঠিক করা যেতে পারে।

পরিশেষে, যখন একজন পরামর্শগ্রহীতা আপনার মানদণ্ডের সাথে মিলে যাবে, তখন যেন আপনি একটি বিজ্ঞপ্তি পান, সেটা সেটিংস থেকে ঠিক করে রাখতে পারেন।

প্রশ্নাবলী ২সম্পাদনা

  • প্রশংসা করার ক্ষেত্রে পরামর্শগ্রহীতা খুঁজে পাওয়ার জন্য সম্পাদনার সময়সীমা নির্ধারণ করার সেটিংস নিয়ে কি আপনি সন্তুষ্ট?
  • আমরা কি একটি পূর্বনির্ধারিত বার্তা প্রদান করব, যা আপনি পরে সম্পাদনা করতে পারবেন?
  • আপনি কি প্রশংসাযোগ্য নবাগত পাওয়া গেলে সে সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি পেতে চাইবেন?
  • মডিউলের সেটিংসে আপনি কি নতুন কোনো সেটিংস দেখতে চান?

আপনার সময়ের জন্য ধন্যবাদ! Ankan (WMF) (আলাপ) ১৯:১২, ১৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Ankan (WMF):

প্রশ্নাবলী ১ এর উত্তর:

  • হ্যাঁ, উৎসাহিত করবে।
  • এসব তথ্য তো মডিউলে দেওয়া থাকবে। তাই মেন্টর ড্যাশবোর্ডে পাওয়া যাবে।
  • না, কারণ যারা মেন্টর হন আশা করি তারা যথেষ্ট অভিজ্ঞ ও এসব বিষয় সম্পর্কে অবগত। তাই সমস্যা হওয়ার কথা না।
  • চমৎকার একটি মডিউল। এটির মাধ্যমে নতুনদের প্রশংসার ফলে তারা আরও আগ্রহী হবেন।

প্রশ্নাবলী ২ এর উত্তর:

  • হ্যাঁ, সন্তুষ্ট
  • করতে পারেন, সমস্যা নেই। প্রয়োজন মনে হলে সেটা তো পরিবর্তন করা যাবেই।
  • হ্যাঁ, ওয়েবে বিজ্ঞপ্তি পাওয়ার অপশন রাখা যায়।
  • পরামর্শগ্রহীতা কয়টি নিবন্ধ তৈরি করেছে এটি যুক্ত করা গেলে ভালো হয়।

ধন্যবাদ। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:০৩, ১৫ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon আপনাকে ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য। Ankan (WMF) (আলাপ) ১৪:২৮, ২১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

পাতা তৈরী প্রসঙ্গেসম্পাদনা

বাংলাদেশি তরুণ বিজ্ঞানী জয় বড়ুয়া লাবলু কে নিয়ে একটা পাতা তৈরী করতে চাই। এ ব্যাপারে একটু সহায়তা করলে ভালো হতো। মুনমুন বড়ুয়া চৌধুরী (আলাপ) ০৫:৪৮, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

নিবন্ধ তৈরির আগে পড়ুন WP:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)WP:উইকিপিডিয়া কী নয়আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৩৪, ১৭ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

Nirab21-এর প্রশ্ন (১৯:৩৮, ২১ মার্চ ২০২৩)সম্পাদনা

Instagram income --Nirab21 (আলাপ) ১৯:৩৮, ২১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]