বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

ডিপ্লোমা চিকিৎসকদের নিয়ে কিছু কথা

সম্পাদনা

ডা: তারেক আজিজ রাব্বী ( চেয়ারম্যান বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ) বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে পুরো দেশ জুড়ে রোদ-বৃষ্টির ঝড় ও আলো আঁধারে বাংলাদেশের ডিপ্লোমা চিকিৎসকগণ বহু অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ডিপ্লোমা চিকিৎসকগণ বহুল অবদান রেখেছেন এবং বয়াবহ করোনার ক্লান্তি লগ্নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দেশের ডিপ্লোমা চিকিৎসকগণ। অথচ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে তারাই অবহেলিত এবং বিভিন্ন প্রশাসনিক নিয়ম ও কানুনে তারা হয়রানির শিকার হচ্ছেন। একজন ডিপ্লোমা চিকিৎসক হতে গেলে জেনারেল শিক্ষায় এসএসসি, এইচএসসি, ডিগ্রি সম্পন্ন করে ১ থেকে ৪ বছর ডিপ্লোমা করে একজন ডিপ্লোমা চিকিৎসক হিসাবে উপাধি পায়। অথচ রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদের আওতায় স্বীকৃতি না দিয়ে বরং বিভিন্ন হয়রানির শিকার হতে হয় তাদের। যারা সর্বস্তরের চিকিৎসা দিয়ে থাকেন তাদের নিবন্ধন নিতে হয় দন্ত চিকিৎসকদের অধীনে। কিছুদিন আগে সরকারের আওতাধীন ম্যাটসের শিক্ষার্থীরা স্বীকৃতির দাবি জানান এবং তা রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদের প্রতিশ্রুতি পান স্বীকৃতির লক্ষ্যে। সরকারিভাবে ১৪ থেকে ১৬ বছর পড়ালেখার পরেও স্বীকৃতি পাচ্ছে না লক্ষ ডিপ্লোমা চিকিৎসকন। বর্তমান প্রজন্মে এসেও বাংলাদেশের দরিদ্র মধ্যবিত্ত সকল শ্রেণীর লোক ডিপ্লোমা চিকিৎসকদের থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন। তাই দেশের সকল ডিপ্লোমা চিকিৎসকদের ঐক্যমত ও একতা পোষণের এবং রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদের আওতায় স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশের একটি অন্যতম জেলা নোয়াখালী থেকে ডিপ্লোমা চিকিৎসকগণের ঐক্যমত পোষণের ডাক দিয়েছি। দেশের সকল ডিপ্লোমা চিকিৎসকগণ নিজেদের আত্মমর্যাদা ও অধিকারের লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদে অংশগ্রহণ করে এ সংগঠনকে আরো বেগমান করবেন এবং রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদের নজর পর্যন্ত পৌঁছে দিবেন। এ সংগঠন দেশের সকল ডিপ্লোমা চিকিৎসকগণের। তাই ডা: তারেক আজিজ রাব্বী সকল ডিপ্লোমার চিকিৎসকগণকে আহ্বান করেন একমত হয়ে চিকিচকদের হাতকে আরো মজবুত করে নিজেদের দাবি আদায় করার লক্ষ্যে স্বতঃস্ফূর্ত থাকবেন। তারেক আজিজ রাব্বী (আলাপ) ১৩:১৭, ১২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:তারেক আজিজ রাব্বী পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে

সম্পাদনা
 

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:তারেক আজিজ রাব্বী পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণ মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে এটি করা হয়েছে, কারণ পাতাটির লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপ উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনো বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ০৬:২৮, ১৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন