ব্যবহারকারী আলাপ:RiazACU/সংকলন/২০১৮

সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ৫ বছর পূর্বে "তথ্যসূত্র" অনুচ্ছেদে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের সংগ্রহশালার তালিকা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০২৪২০২৩২০২২২০২১২০২০২০১৯২০১৮২০১৭



Share your experience and feedback as a Wikimedian in this global survey

WMF Surveys, ১৮:১৯, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Share your feedback in this Wikimedia survey

WMF Surveys, ০১:১৭, ১৩ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

WMF Surveys, ০০:২৭, ২০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

একটি প্রসঙ্গ

প্রিয় রিপন ভাই, আপনি অসাধারণভাবে অনেক নিবন্ধ এবং উইকিপিডিয়ায় অবদান রেখে চলেছেন। আপনি মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধের তথ্যছকে একটি থাম্বনেইল ছবি ব্যবহার করেছেন। তথ্যছকে সাধারণত থাম্বনেইল ছবি ব্যবহার করা হয় না। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। ধন্যবাদান্তে - রাফি (আলাপ) ০৪:৪৮, ২৩ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

  সম্পাদকের পদক
সুপ্রিয় উইকিপিডিয়ান, গত ৩০ দিনে সর্বমোট কর্মের সংখ্যা ৫৩২টি। এভাবে কাজ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধশালী করে তুলুন। ফেরদৌস১৮:১৮, ২৩ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

মুছে ফেলা

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষণ থেকে আপনার পূর্বের ব্যর্থ আবেদন মুছে ফেলেছেন। কিন্তু আমার জানা মতে, ব্যর্থ আবেদনও সংরক্ষণ করতে হয়। - Ahmad ১৪:২৪, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

সচেতনতা অবলম্বন

সুপ্রিয় ব্যবহারকারী, আপনার আবেদনটি রোলব্যাক করা হয়েছে। সবক্ষেত্রে সম্পাদনা করা অনুচিত; যেমনটি আবেদনের ক্ষেত্রে করেছেন। প্রথমে সম্পাদনার বিষয়ে সচেতন হউন, তারপর না হয় আবেদন করা যাবে। আর আবেদন করেই যে কাউকে নক করতে হবে তা কিন্তু নয়; কম-বেশী প্রত্যেকেই নজর রাখেন! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ০৪:০৮, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ আবেদনের প্রেক্ষিতে মতামত

রিয়াজ, প্রথমেই আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনি নিরলসভাবে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। আপনার অধিকারের অনুরোধ ব্যর্থ হিসেবে গণ্য করা বা নিচে আমার এই মতামত আপনাকে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনি ভবিষ্যতে আরও ভালোভাবে সম্পাদনা করতে পারেন। আশাকরি, এগুলো বন্ধুত্বপূর্ণভাবেই নেবেন। প্রথমেই আপনার নিবন্ধে চোখ বুলিয়ে এবং আপনার পূর্বের অধিকারের আবেদনের প্রেক্ষিতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনি এই অধিকারের আবেদনের একটি শর্ত ৫০টি নিবন্ধ- এটি পূর্ণ করার জন্য খুব তাড়াহুড়ো করে নিবন্ধগুলো তৈরি করেছেন। এটা এমনিতে কোন সমস্যা নয় তবে এটা একজন সম্পাদক সম্পর্কে প্রথমেই অন্য একজনের মনে খারাপ ধারণার জন্ম দেয়। এবার নিবন্ধের ছোটখাটো সমস্যাগুলো নিয়ে বলি (আমাদেরও এমন ভুল যে হয় না তা নয় তবে আমরা চাই নতুনরা যথাসম্ভব ভালোভাবেই শুরু করুক), আমরা উইকিপিডিয়াতে নিবন্ধ লিখি পাঠকদের জন্য সুতরাং ভাষা এবং বাক্য যাতে পড়তে প্রাঞ্জল হয় সে দিকটিও লক্ষ্য রাখতে হয়। আপনার ইংরেজি অনুবাদের অনেক স্থানে বাক্য প্রত্যক্ষ অনুবাদ হয়েছে যার ফলে সেগুলো পড়তে প্রাঞ্জল হচ্ছে না। উদাহরণস্বরপ, “এটি প্রথম ব্যবহৃত হয় ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে।” বাক্যটিকে লেখা যায়, “এটি ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ব্যবহৃত হয়।” আবার ইংরেজি জটিল বাক্যগুলো বাংলা অনুবাদের সময়ও কয়েকটি স্থানে আপনি জটিল রেখেছেন যাতে অর্থ বুঝতে সমস্য হচ্ছে। জটিল বাক্য অনুবাদ করার সময় আপনি ভেঙ্গে সহজভাবেও কয়েকটি বাক্যের মাধ্যমে বাংলাতে পরক্ষ অনুবাদ করে লিখতে পারেন। এছাড়া, অনান্য অনেক বাক্য গঠনে মূলত সমস্যা রয়েছে তবে আমি অনুমান করছি সেগুলো ইংরেজি থেকে প্রত্যক্ষ অনুবাদের ফলেই হয়েছে। অনুচ্ছেদ যখন শুরু হবে কোন নিবন্ধের তখন নিবন্ধের শিরোনাম বা বিষয়টি উল্লেখ থাকা। যেমন, মিনিস্টার ফাটাকেষ্ট নিবন্ধের গান বা পুরস্কার অনুচ্ছেদটি শুরু হয়েছে, “এটি আনন্দলোক অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা পুরস্কার পান মিঠুন চক্রবর্তী।” এটি দ্বারা কোনটি? তাছাড়া বাক্যটিও পুরোপুরি অর্থবহ হয়নি। একই নিবন্ধে প্রথম লাইনে ব্যবহার করছেন চলচ্চিত্র কিন্তু দ্বিতীয় লাইনেই সিনেমা শব্দটি ব্যবহার করেছেন। লম্ব নিবন্ধটির কোন ভূমিকাই নেই। অন্য নিবন্ধে বাক্য, “ইন্ডিয়া টুডে ২৪ ঘণ্টা ইংরেজি ভাষার খবর সম্প্রচারকারী ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল।” যা প্রাঞ্জলভাবে লেখা যায়, “ইন্ডিয়া টুডে হলো ২৪ ঘণ্টা ইংরেজি ভাষার খবর সম্প্রচারকারী একটি ভারতীয় টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল।” তাছাড়া, আপনার অধিকাংশ নিবন্ধকে ছোট নিবন্ধই বলা চলে। তাড়াহুড়ো করে তৈরি করেছেন আমার প্রথম করা এই মন্তব্যের এটিও একটি কারণ। আবার, আপনি বিভিন্ন স্থানে “এর” ব্যবহার করেছেন। উদাহরণস্বরুপ, “বাংলাদেশ-এর” যা আসলে হবে “বাংলাদেশের”। যে শব্দের বানানে শুধু একটা অক্ষর থাকে, সেগুলোতে "-র/-এর" (possessive/genitive case) যোগ করতে হলে -র/-ের (ড্যাশ/হাইফেনটা বাদ দিয়ে) লিখবেন (উইকিপিডিয়া:বাংলা প্রয়োগবিধি দেখুন)। অধিকাংশ নিবন্ধে যেখানে শব্দের শেষে কমা ব্যবহার করেছেন সেখানে কমার পর কোন স্পেস দেননি যেখানে স্পেস হওয়া উচিত। কিছু কিছু “দাড়ি”-এর ক্ষেত্রে একই রয়েছে স্পেস নেই। এরকম বেশ কিছু সমস্যা এখনো বিদ্যমানেএ জন্য এখনো এই অধিকারটি দেয়া হয়নি। তবে, আপনার পরবর্তীতে এই অধিকারের জন্য আবেদন করতে হবে না, আমি নজর রাখবো। আপনি সমৃদ্ধ নিবন্ধ তৈরি করুন এবং ছোটখাটো এ সমস্যাসমূহ দূর করার চেষ্টা করুন। আমি নিজেই অধিকারটি আপনার একাউন্টের সাথে যুক্ত করে দেব (প্রশাসকগণ এই অধিকারটি তারা চাইলে আবেদন ছাড়াও কোন একাউন্টে যুক্ত করতে পারেন)। এবার অন্য একটি প্রসঙ্গে, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনার অনেকগুলো দ্রুত অপসারণ প্রস্তাব দেওয়া নিবন্ধ আমি অপসারণ করেছি, এজন্য আপনাকে ধন্যবাদ। তবে একটু খেয়াল করবেন কোন নীতি অনুসারে নিবন্ধটি প্রস্তাব করছেন। বিশেষ করে নতুনরা এসেই তাদের নামে বা এরকম পরীক্ষামূলক পাতা তৈরি করেন সেগুলোকে ধোঁকাবাজি কারণ দেখিয়ে প্রস্তাবনা দেয়া উচিত নয়। বড় বার্তাটি পড়ার জন্য অরেকবার ধন্যবাদ। আপনার সম্পাদনা শুভ হোক। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৪৬, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan: সুপ্রিয়, নাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি গুলো ধরে দেওয়ার জন্য।আর কিছু কিছু ভুল স্বাভাবিকভাবে হয়ে থাকে,তো যাই হোক ইনশাআল্লাহ এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ রিয়াজ (আলাপ) ০৪:১৮, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক

 

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৪, ৫ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার লোগো.png দ্রুত অপসারণ

 

চিত্র:২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার লোগো.png নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

.svg সংস্করণ আছে

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার লোগো.png|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না। অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ০৫:১০, ৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নন-ফ্রি লোগো যুক্তকরণ বাংলা নিবন্ধে

উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্যে আপনাকে ধন্যবাদ। আমার একটা বিষয় জানার প্রয়োজন। বাংলা উইকিপিডিয়া নিবন্ধে কোন নন-ফ্রি লোগো বা স্ক্রিনশট সংযুক্ত করলেও তা দেখায় না। কিন্তু আপনি দেখলাম ব্রেভ ওয়েব ব্রাউজারের নিবন্ধে একটি নন-ফ্রি লোগো যোগ করেছেন। এটা কীভাবে করবো? আমি থিংকপ্যাড ল্যাপটপ সিরিজ নিবন্ধে থিংকপ্যাডের লোগো সংযুক্ত করতে চাচ্ছি।

ধন্যবাদ আপনাকে। — কবির নাঈম আলাপ ০৫:১৭, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Kabirnayeem.99: যতদূর জানি, নন-ফ্রি লোগো লোকাল উইকিপিডিয়ায় আপলোড করতে হয়। লোগোটি ইংরেজী উইকিপিডিয়া থেকে ডাউনলোড করে এখানে আপলোড করতে পারেন। - Ahmad ১৬:১৮, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Kabirnayeem.99: ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। কবির ভাই যে সমস্ত নিবন্ধের লোগো বা চিত্র মুক্ত নয় (নন-ফ্রি) আপনি সেগুলো লোকাল উইকিপিডিয়ায় এখানে আপলোড করতে পারেন। আর হ্যা, আপনার অনুবাদকৃত নিবন্ধের লোগো বা চিত্র বাংলা উইকিপিডিয়ায় সমর্থন না হওয়ার কারণ চিত্রসমূহ ইংরেজি উইকিপিডিয়ায় আপলোড করা হয়েছে কিন্তু এখনো বাংলা উইকিপিডিয়ায় বা উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয় নি। তাই চিত্রের লোগোটি লাল লিংকে প্রদর্শন করছে। রিয়াজ (আলাপ) ১৫:৩৯, ১৯ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU: অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। উপকার করলেন।— kabirnayeem.99 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

তথ্যসূত্র

তথ্যসূত্র কীভাবে যোগ করব? আমি যে ইউআারএল যোগ করি তা দেখতে দৃষ্টিকটু ও বিশ্রী দেখায়। এরশাদ (আলাপ) ১৭:০৫, ২২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Arshad Sarkar: সুপ্রিয় এরশাদ ভাই, আপনি নিবন্ধের যেখানে তথ্যসূত্র দিতে চান সেখানে গিয়ে নিচের কোডটি লিখুন

<ref>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম= ** | ইউআরএল= ** | সংগ্রহের-তারিখ= ** |প্রকাশক= **}}</ref> যেমন: <ref>{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম = ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ | ইউআরএল = http://example.com | সংগ্রহের-তারিখ = ২২শে ডিসেম্বর ২০১৮| প্রকাশক = বিডিনিউজ২৪.কম}}</ref>

এরপরে নিবন্ধের শেষ দিকে গিয়ে "তথ্যসূত্র" নামে একটু নতুন অনুচ্ছেদ লিখে, সেখানে {{সূত্র তালিকা}} লেখাটি লিখুন। তাহলে আপনার দেওয়া তথ্যসূত্রসমূহ "তথ্যসূত্র" অনুচ্ছেদে প্রদর্শন করবে। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৭:৩৫, ২২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"RiazACU/সংকলন/২০১৮"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।