ব্রেভ ওয়েব ব্রাউজার
ব্রেভ (ইংরেজি: Brave) ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার ভিত্তিক একটি ফ্রি ও ওপেন সোর্স ওয়েব ব্রাউজার।[৩] ব্রাউজারটি বিজ্ঞাপন ও ওয়েবসাইট ট্র্যাকার ব্লক করে। কোম্পানিটি ব্রাউজারটির ভবিষ্যৎ সংস্করণে ব্যবহারের জন্য অর্থ ব্যবসায় মডেল পরিগ্রহণের প্রস্তাব দিয়েছে।
উন্নয়নকারী | ব্রেভ ব্রাউজার, ইংক.[১] |
---|---|
সর্বশেষ সংস্করণ | অ্যান্ড্রয়েড: ১.৪.৩ ডেস্কটপ: ১.০ / ১৩ নভেম্বর ২০১৯ |
প্রাকদর্শন সংস্করণ | বেটা: ১.১১.৮৩ ডেভ: ১.১১.৮৪ নাইটলি: ১.১২.৬৪ / ১ জুলাই ২০২০ |
লেখা হয়েছে | সি, জাভাস্ক্রিপ্ট, সি++ |
অপারেটিং সিস্টেম | |
উপলব্ধ | ইংরেজি |
ধরন | ওয়েব ব্রাউজার |
লাইসেন্স |
|
ওয়েবসাইট | https://brave.com |
২০১৯ অনুযায়ী ব্রেভ গ্নু লিনাক্স, উইন্ডোজ, ম্যাকওএস, অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য মুক্তি পেয়েছে। বর্তমান সংস্করণটিতে পূর্ব থেকেই পাঁচটি সার্চ ইঞ্জিন অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে তাদের অংশীদার ডাকডাকগোও রয়েছে।[৪]
ইতিহাস
সম্পাদনাব্রেভ সফটওয়্যার নামে ২৮ মে ২০১৫ সালে গঠিত একটি কোম্পানি ব্রেভ উন্নয়ন করেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রেন্ডেন ইচ, ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ব্রায়ান বন্ডি। ২০ জানুয়ারি ২০১৬ সালে ব্রেভ সফটওয়্যারের প্রথম সংস্করণ প্রকাশিত হয়, যেখানে তারা তাদের অ্যাড ব্লকের বৈশিষ্ট্যটির কথা জানায়, সাথে পরবর্তী গোপনীয়তা অ্যাড বৈশিষ্ট্য ও আয় বণ্টন প্রোগ্রাম নিয়ে তাদের পরিকল্পনার কথাও জানায়।[৫]
জুন ২০১৮ সালে ব্রেভ পে-টু-সার্ফের একটি পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করে।
ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ব্রেভ মুওন নামে ইলেক্ট্রনের একটি ফোর্ক চালাতো। তবে উন্নয়ন ও ব্যবস্থাপনার ঝামেলা এড়াতে তারা পরে ক্রোমিয়ামে স্থানান্তরিত হয়।[৩]
ইউব্লক অরিজিন, ও গোস্টারির অ্যালগরিদম থেকে থেকে উদ্বুদ্ধ হয়ে ব্রেভ জুন ২০১৯ সালে তারা রাস্টে নতুন একটি অ্যাড ব্লকিং রুল তৈরী করে, যা তাদের মতে পূর্বের সি++ এ উন্নয়নকৃত রুল থেকে ৬৯ গুণ বেশি দ্রুত।[৬]
ব্রেভ ১৩ নভেম্বর ২০১৯ সালে এর স্টেবল সংস্করণ ১.০ প্রকাশ করে। অথচ তখনই বিশ্বব্যাপী এর মাসিক ব্যবহারকারী সংখ্যা ছিলো প্রায় ৮.৭ মিলিয়ন।[৭] একই সময়ে এর প্রায় ৩ মিলিয়ন দৈনিক ব্যবহারকারী ছিল।
ব্যবসায় মডেল
সম্পাদনাব্রেভ বেসিক অ্যাটেনশন টোকেন (ব্যাট) ব্যবহার করে আয় বণ্টন করে।[৮] মূলত ডেলওয়্যারে হাইপারওয়্যার ল্যাবস ইনকর্পোরেটেড নামে নিবন্ধিত কোম্পানি ২০১৫ সালে তার নাম ব্রেভ সফটওয়্যার, ইংকে পরিবর্তন করে ও ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত হয়। বর্তমানে এখানে কোম্পানিটির সদর দপ্তর অবস্থিত।[৯]
নভেম্বর ২০১৯ সালে ব্রেভ ব্যবহারকারীদের সাথে ৭০% আয় ভাগাভাগিতে অ্যাডনেটওয়ার্ক আনে।[১০]
সমালোচনা ও গ্রহণযোগ্যতা
সম্পাদনাজানুয়ারি ২০১৬ সালে, আরস টেকনিকার সেবাস্তিয়ান এন্থনি ব্রেভকে একটি "ক্যাশ-গ্র্যাব" ও "ডাবল ডিপ হিশেবে অ্যাখ্যায়িত করেন। তার মতে, "ব্রেভ একটি দারুণ ধারণা। কিন্তু এটাতো আসলে অন্যের বিজ্ঞাপনের জায়গায় নিজের বিজ্ঞাপন দেখানো ব্যতীত আর কিছু নয়।"[১১]
এপ্রিল ২০১৭ সালে টেকওয়ার্ল্ড ব্রেভের দারুণ গতি ও উন্নত বিজ্ঞাপন ট্র্যাকিং নিয়ন্ত্রনের প্রশংসা করে। তবে এর প্রসারণ ক্ষমতা যে এখনও পরিপূর্ণ নয়, তাও উল্লেখ করেন। [১২]
বৈশিষ্ট্যসমূহ
সম্পাদনাবেসিক অ্যাটেনশন টোকেন
সম্পাদনা"বেসিক অ্যাটেনশন টোকেন" (ব্যাট) একটি ইথারিয়াম-ভিত্তিক ওপেন সোর্স, বিকেন্দ্রিক বিজ্ঞাপন বিনিময় প্ল্যাটফর্ম।[১৩] ব্রেভের পরিশোধ পদ্ধতি, যেটি আগে বিটকয়েন ব্যবহার করতো, ব্যবহারকারীদের ব্যট টোকেন ব্যবহার করে ওয়েবসাইট মালিক ও কন্টেন্ট সৃষ্টিকারকদের বখশিশ প্রদানের সুযোগ দেয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Company Overview of Brave Software Inc."। Bloomberg। ৪ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৯।
- ↑ "browser-laptop/LICENSE.txt at master"। গিটহাব। ২৯ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮।
- ↑ ক খ চিম্পানু, কাতালিন। "Brave browser moves to Chromium codebase, now supports Chrome extensions; ব্রেভ ব্রাউজার ক্রোমিয়ামে কোডবেসে স্থানান্তরিত হয়েছে, এখন ক্রোম এক্সটেনশনসমূহ সমর্থন করে"। জেটডিনেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Brave's browser offers you a bit more privacy when searching online; অনলাইনের সার্চ করার সময় ব্রেভের ব্রাউজার আপনার আরেকটু বেশি গোপনীয়তা নিশ্চিত করবে", সিনেট, সিবিএস ইন্টারেক্টিভ, ১৪ ডিসেম্বর ২০১৭, সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯
- ↑ হা, অ্যান্থনি (২০ জানুয়ারি ২০১৬)। "With Brave Software, JavaScript's Creator Is Building A Browser For The Ad-Blocked Future; অ্যাড ব্লক সুবিধাসম্বলিত ব্রেভ ব্রাউজার তৈরীর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের স্রষ্টা এবার একটা ব্রাউজার তৈরী করছেন"। TechCrunch। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ টুং, লিয়াম। "Brave defies Google's moves to cripple ad-blocking with new 69x faster Rust engine;ব্রেভ নতুন ৬৯ গুণ বেশি দ্রুত রাস্ট ইঞ্জিনের অ্যাড ব্লকিং রুল দিয়ে গুগলের চালের পাল্টা চাল দিলো"। জেডডিনেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Brave Launches Next-Generation Browser that Puts Users in Charge of Their Internet Experience with Unmatched Privacy and Rewards"। ব্রেভ ব্রাউজার (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Brave Wants to Destroy the Ad Business by Paying You to Watch Ads in Its Web Browser"। Gizmodo। ২৪ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- ↑ "California Secretary of State Business Search: Brave Software, Inc."। ১২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Brave browser launches an Ad Network while blocking publisher's ads"। পিপিসি Land (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০১৯। ১৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ Anthony, Sebastian (২১ জানুয়ারি ২০১৬)। "Mozilla co-founder unveils Brave, a browser that blocks ads by default"। Ars Technica। ২১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ মার্সার, ক্রিস্টিনা; ডুন, জন ই (২৬ এপ্রিল ২০১৮)। "The most secure browsers 2018"। টেকওয়ার্ল্ড। আইডিজি। ২৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।
- ↑ রাসেল, জন। "Former Mozilla CEO raises $35M in under 30 seconds for his browser startup Brave"। টেকক্রাঞ্চ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯।