বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ধন্যবাদ সম্পাদনা

সুপ্রিয় Navaarun ভাই, আপনি নিভৃতে বাংলা উইকিপিডিয়ায় নিরলস কাজ করে চলেছেন। স্বল্প সময়ে আপনি বেশ কিছু মানসম্মত নিবন্ধ তৈরী করেছেন। আপনার হাত ধরে বাংলা উইকি সম্প্রসারিত হোক এই প্রত্যাশা করছি। শুভকামনা। ফের দৌস ১১:২৯, ১৫ জুন ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ! সম্পাদনা

প্রশংসার জন্য ধন্যবাদ, ফেরদৌস ভাই। আশা করছি, ভবিষ্যতেও এভাবে বাংলা উইকিপিডিয়ায় আমি আমার অবদান অব্যাহত রাখতে সক্ষম হবো। (: Navaarun

কিছু ক্ষুদ্র ত্রুটি সম্পাদনা

সুপ্রিয় নবারুণ ভট্টাচার্য চমৎকার এই নিবন্ধটি অনুবাদের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বৌদ্ধ ধর্মের ইতিহাস নিবন্ধের মধ্য এশিয়ায় গ্রেকো-বৌদ্ধ আন্তঃক্রিয়া (খৃষ্টপূর্ব ৩য় শতাব্দি - খৃষ্টপরবর্তী ২য় শতাব্দি) অনুচ্ছেদের শেষ দুটি প্যারা ইংরেজি নিবন্ধের সংগে সামঞ্জস্য করার অনুরোধ রইলো। যেহেতু এটা অনুবাদ প্রতিযোগিতা তাই অনুবাদে সকল তথ্যের অনুবাদ থাকা আবশ্যকীয়।

এছাড়া ইংরেজি নিবন্ধের Central Asian expansion অনুচ্ছেদের চতুর্থ প্যারা অনুবাদ করা হয়নি।

শতাব্দীর অনুবাদে ইংরেজির তুলনায় বাংলায় এক বছর বেশী লেখা হয়েছে। উদাহরণস্বরূপ মধ্য এশিয়া অনুচ্ছদের ২য় প্যারার প্রথম লাইনের সংগে central asia'র ২য় প্যারার প্রথম লাইন তুলনা করে দেখতে বলবো। আরো কয়েকটি স্থানে এরকমটি হয়েছে। ফেরদৌস১১:০২, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


ধন্যবাদ, ফেরদৌস ভাই আমার অনুবাদকৃত প্রবন্ধ দুইটির পর্যালোচনার জন্য। ভাগ্যিস, বৌদ্ধধর্মের ইতিহাস প্রবন্ধটিতে আপনি শতাব্দির সংখ্যাজনিত ত্রুটিগুলো ধরিয়ে দিয়েছিলেন। না হলে বাংলা-উইকিপিডিয়া পড়ুয়াদের কাছে কি ভুল তথ্যটাই না পৌছাতো। যাই হোক.. আপনার পরামর্শানুযায়ী আমি প্রবন্ধটির হেডলাইন থেকে শুরু করে ভিতরের টেক্সটগুলোতে শতাব্দির সংখ্যাজনিত যে ত্রুটিসমূহ ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে ঠিক করেছি। পাশাপাশি, "Greco-Buddhist interaction (2nd century BC–1st century AD)" ইংরেজী অনুচ্ছেদটির শেষ প্যারার সাথে "গ্রেকো-বৌদ্ধ আন্তঃক্রিয়া (খৃষ্টপূর্ব ৩য় শতাব্দি - খৃষ্টপরবর্তী ২য় শতাব্দি)" নামক বাংলা অনুচ্ছেদটির শেষ দুইটি প্যারায় সামঞ্জস্য এনেছি। আর Central Asian expansion এর ৪র্থ প্যারার অনুবাদও সংযোজন করেছি। আশা করি, বৌদ্ধধর্মের ইতিহাস নামক প্রবন্ধটি নিবন্ধ লেখার প্রতিযোগীতায় গৃহীত হওয়ার ক্ষেত্রে আর কোন বাধা রইলো না। কিন্তু তারপরও যদি কোন ভুল থেকে থাকে, তবে জানাবেন দয়া করে। ধন্যবাদ।-- নবারুণ ভট্টাচার্য্য • 0১:৪০, ১২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)


আপনার তৈরি ঘূর্ণিঝড় কোমেন নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Navaarun,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ঘূর্ণিঝড় কোমেন নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, শনিবার ১২:২৫, ১১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি বৌদ্ধধর্মের ইতিহাস নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Navaarun,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বৌদ্ধধর্মের ইতিহাস নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, রবিবার ১৪:০৩, ১২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি বার্মা অভিযান নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Navaarun,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বার্মা অভিযান নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, বুধবার ১৫:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনার তৈরি ইহুদীধর্মে ঈশ্বরের নাম নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Navaarun,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইহুদীধর্মে ঈশ্বরের নাম নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - --জয়ন্ত (আলাপ - অবদান), শুক্রবার ১৫:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ সম্পাদনা

সুপ্রিয় Navaarun,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৮:৫৪, ১১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  দলগত কাজের পদক
সুপ্রিয় Navaarun,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১২:৪৬, ১৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

 

হ্যালো Navaarun, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩৩, ৯ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


এই বিলম্বিত প্রত্যুত্তরের জন্য আন্তরিকভাবে দুঃখিত! স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধাটি আমার অ্যাকাউন্টের সাথে জুড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সম্পাদনা করে আমি যে উইকি-পরিবারের আস্থা অর্জন করতে পেরেছি, এই জিনিসটাই আমার কাছে সম্মানের এবং একইসাথে গর্বের বিষয়। তাই আবারো ধন্যবাদ! -- নবারুণ১৫:০৭, ২৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস ২০১৮ WAM Address Collection সম্পাদনা

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question.

Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৩, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)উত্তর দিন


Thanks for the approval. Glad to know that all my 4 articles were accepted in the Wikipedia Asian Month! It's such an honor to be nominated to receive Postcards as gifts from Wiki.. Thanks again! -- নবারুণ • 15:07, 27th December 2018 (UTC)
 
সুপ্রিয় Navaarun,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Navaarun,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Navaarun,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন