আজহার হোসেন

বাংলাদেশী ক্রিকেটার

আজহার হোসেন (জন্ম: মার্চ ১৫, ১৯৬৪) একজন বাংলাদেশী সাবেক ক্রিকেটার যিনি ১৯৮৮ সালে থেকে ১৯৯০ পর্যন্ত ৭ টি ওডিআই খেলেন। আশির দশকে ঘরোয়া ক্রিকেটের আকাশে আজহার খুব প্রভাবশালী ক্রিকেটার ছিলেন।

আজহার হোসেন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1964-03-15) ১৫ মার্চ ১৯৬৪ (বয়স ৬০)
ঢাকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা -
রানের সংখ্যা - ৯৬
ব্যাটিং গড় - ১৩.৭১
১০০/৫০ - -/১
সর্বোচ্চ রান - ৫৪
বল করেছে - ২৬৩
উইকেট -
বোলিং গড় - ৫২.২৫
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - n/a
সেরা বোলিং - ১/২০
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ২/-
উৎস: [১], 13 February 2006

১৯৯০ সালে শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৫৪ রানের ইনিংসটি তার আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের অন্যতম অর্জন। ওয়ানডেতে এটিই কোনো বাংলাদেশির প্রথম ৫০ রান। পরবর্তীতে ১৯৯৯ সালে তার ভাগ্নে মেহরাব হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে (জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায়) সেঞ্চুরি করেছিলেন। ত্তিমি একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতেন ও ওয়ানডেতে অফ-ব্রেক বোলিং করে ৪টি উইকেটও নিয়েছিলেন।

আইসিসি ট্রপিতে

সম্পাদনা

আজহার ১৯৯০ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি ৭ ইনিংসে ব্যাট হাতে ৮৩ রান করেন, যার মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন। বল হাতে তিনি ২৮৫ রানে ৭ উইকেট নেন, যার মধ্যে তার সেরা ফিগার ছিল বারমুডার বিপক্ষে ২/২৪।

তথ্যসূত্র

সম্পাদনা