র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। র্যাবের সদর দপ্তর ঢাকার উত্তরায় অবস্থিত।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন | |
---|---|
![]() র্যাবের লোগো | |
সংক্ষেপ | র্যাব |
নীতিবাক্য | বাংলাদেশ আমার অহংকার |
সংস্থা পরিদর্শন | |
প্রতিষ্ঠাকাল | ২৬ মার্চ, ২০০৪ |
কর্মচারী | ১২,০০০ (প্রায়) কর্মী[১] |
অঞ্চল কাঠামো | |
পরিচালনার অঞ্চল | ![]() |
সাধারণ প্রকৃতি | |
বিশেষজ্ঞ অধিকারভুক্ত অঞ্চল |
|
পরিচালনামূলক কাঠামো | |
প্রধান কার্যালয় | কুর্মিটোলা, ঢাকা |
সংস্থার কার্যনির্বাহকগণ |
|
মাতৃ-সংস্থা | বাংলাদেশ পুলিশ |
ওয়েবসাইট | |
www |
র্যাব মনোগ্রামসম্পাদনা
১। জাতীয় ফুল (শাপলা)- র্যাবের মনোগ্রামের শীর্ষভাগে অবস্থিত জাতীয় ফুল শাপলা। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং বাংলাদেশের জাতীয় প্রতীক।
২। মনোগ্রামের সবুজ রংয়ের জমিনে লাল সূর্য- অনন্ত সবুজের দেশ বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রেখে র্যাবের মনোগ্রামের সবুজ ও লাল রংয়ের জমিন নির্ধারণ করা হয়েছে। এলিট ফোর্স র্যাব এর প্রতিটি সদস্যের হৃদয়ে রয়েছে বাংলাদেশের পতাকার গৌরব সমুন্নত রাখার বজ্র কঠিন প্রতিজ্ঞা।
৩। জাতীয় স্মৃতিসৌধ- মনোগ্রামের কেন্দ্রে অবস্থিত স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য শহীদের আত্মত্যাগের প্রতীক। জাতীয় স্মৃতিসৌধ শহীদের লালিত স্বপ্নের সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার র্যাব সদস্যদের স্মরণ করিয়ে দেয়।
৪। ধানের শীষ- র্যাবের মনোগ্রামের স্মৃতিসৌধের প্রতিকৃতির দুইপার্শ্বের ধানের শীষ কৃষি প্রধান বাংলাদেশের ঐতিহ্যের প্রতিচ্ছবি এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতীক।
৫। অগ্রগতির চাকা-র্যাবের মনোগ্রামের স্মৃতি উৎকীর্ণ স্মৃতিসৌধ এর নিচে অবস্থিত ধাতব চাকা সময়ের সাথে দ্রুত উন্নয়নশীল বাংলাদেশের অগ্রগতির প্রতীক । যে কোন মূল্যে সন্ত্রাস নির্মূল করে হৃদয়ের দেশ বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির চাকা অব্যাহত রাখতে র্যাব প্রতিজ্ঞাবদ্ধ।
৬। র্যাবের মূলমন্ত্র- মনোগ্রামের সর্বনিম্নে উৎকীর্ণ বাংলাদেশ আমার অহংকার র্যাবের মূলমন্ত্র। এ মূলমন্ত্রে উজ্জীবিত র্যাবের প্রতিটি সদস্য সন্ত্রাসমুক্ত সুখী এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য সর্বদা বজ্র কঠিন সংকল্পবদ্ধ।
র্যাব ব্যাটালিয়নসমূহসম্পাদনা
ব্যাটালিয়ন নং | ব্যাটালিয়ন সদর দপ্তর | ব্যাটালিয়ন প্রধান | দায়িত্বপ্রাপ্ত এলাকা(দপ্তর) | দায়িত্বপ্রাপ্ত এলাকা(সিপিসি) | জেলা |
---|---|---|---|---|---|
র্যাব-০১ (সদর দপ্তর)[২] | হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী কার্গো অ্যাডমিন বিল্ডিং,উত্তরা | টংগী, গাজীপুর জেলা ও কালিয়াকৈর থানা | সিপিসি-১: মহাখালী, বননী, গুলশান, বারিধারা থানা সিপিসি-২:উত্তরা,আশুলিয়া,বিমান বন্দর ও তুরাগ থানা সিপিসি-৩:বাড্ডা, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণখান থানা সিপিএসসি:পোড়াবাড়ি | ঢাকা গাজীপুর | |
র্যাব-০২ [৩] | সিপিএসসি:তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শের-ই-বাংলা নগর ও আগারগাওঁ | সিপিসি-১:ধানমন্ডি, নিউমার্কেট থানা, কলাবাগান সিপিসি-২:আদাবর,হাজারীবাগ থানা
সিপিসি-৩:মোহাম্মদপুর |
ঢাকা | ||
র্যাব-০৩[৪] | সিপিএসসি:মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা | সিপিসি-১:খিলগাঁও, রামপুরা থানা সিপিসি-২:রমনা, শাহবাগ সিপিসি-৩: সবুজবাগ ও মুগদা থানা | ঢাকা | ||
র্যাব-০৪[৫] | সিপিএসসি: পল্লবী ও রুপনগর থানা | সিপিসি-১: মিরপুর, দারূস সালাম ও শাহ-আলী থানা সিপিসি-২:সাভার, আশুলিয়া (সাভার স্মৃতিসৌধ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার সেনানিবাস, সাভার মিলিটারি ফার্ম এবং ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পার্শ্বের এলাকা), ধামরাই থানা এবং মানিকগঞ্জ জেলা সিপিসি-৩:কাফরুল, ক্যান্টনমেন্ট (বারিধারা ডিওএইচএস এবং রেডিসন হোটেল সংলগ্ন বিমানবন্দর রাস্তার পূর্ব পার্শ্বের অংশ ব্যতীত) এবং ভাষানটেক থানা | ঢাকা, | ||
র্যাব-০৫[৬] | |||||
র্যাব-০৬[৭] | লবনচরা, খূলনা | খুলনা বিভাগ |
সিপিসি-১: সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি কালিগন্জ থানা এলাকা। সিপিসি-২: শ্যামনগর থানা |
খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা | |
র্যাব-০৭[৮] | সিপিএসসি:পতেঙ্গা, চটগ্রাম | সিপিসি-১:ফেনী জেলা সিপিসি-২:কক্সবাজার জেলা সিপিসি-৩:চাঁদগাও | চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী | ||
র্যাব-০৮[৯] | পটুয়াখালী ক্যাম্প, সিপিএসসি:বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলা | সিপিসি-১:পটুয়াখালী ও বরগুনা জেলা
সিপিসি-২:ফরিদপুর জেলা সিপিসি-৩:মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা |
বরিশাল পিরোজপুর ঝালকাঠি ভোলা পটুয়াখালী বরগুনা ফরিদপুর | ||
র্যাব-০৯[১০] | সিপিএসসি:সিলেট মেট্রো | সিপিসি-১:সিলেট জেলা সিপিসি-২:হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সিপিসি-৩:সুনামগঞ্জ জেলা | সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ | ||
র্যাব-১০[১১] | ব্যাটালিয়ন সদর, সিপিএসসি:ডেমরা ও যাত্রাবাড়ী থানা | সিপিসি-১:শ্যামপুর, সু্ত্রাপুর, কদমতলী ও গেন্ডারিয়া থানা সিপিসি-২:কেরাণীগঞ্জ উত্তর ও দক্ষিণ থানা
সিপিসি-৩:লালবাগ, কোতয়ালী, কামরাঙ্গীরচর, বংশাল ও চকবাজার থানা |
ঢাকা | ||
র্যাব-১১[১২] | সিপিএসসি, আদমজীনগর:ঢাকা জেলার-নবাবগঞ্জ ও দোহার থানা,মুন্সীগঞ্জ সদর, টুঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান | সিপিসি-১: মুন্সীগঞ্জ (লোহাজং, শ্রীনগর, মুন্সীগঞ্জ সদর, সিরাজদিখান, টঙ্গিবাড়ি) , ঢাকা (দোহার, নবাবগঞ্জ)
সিপিসি-২: চাঁদপুর (চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, হাজীগঞ্জ, কচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি) ও কুমিল্লা (ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, দেবীদ্বার, হোমনা, লাকসাম, মনোহরগঞ্জ, মেঘনা, কুমিল্লা সদর দক্ষিণ, তিতাস) সিপিসি-৩:লক্ষ্মীপুর (লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমল নগর) , নোয়াখালী (নোয়াখালী সদর, বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানীগঞ্জ, শেনবাগ, হাতিয়া, কবিরহাট , সোনাইমুরি, সুবর্ণ চর) |
ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর নরসিংদী | ||
র্যাব-১২[১৩] | সিপিএসসি: সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, কামারখান্দা, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তারাশ, উল্লাপাড়া) ও বগুড়া (আদমদিঘী, বগুড়া সদর, শেরপুর, ধুনট, দুপচাচিয়া, গাবতলি, কাহালু, নন্দিগ্রাম, শাহজাহানপুর, সারিয়াকান্দি, শিবগঞ্জ, সোনাতলা) | সিপিসি-১: কুষ্টিয়া (কুষ্টিয়া সদর, কুমারখালি, দৌলতপুর, মিরপুর, ভেরামারা, খোকসা)
সিপিসি-২: পাবনা (আটঘরিয়া, বেড়া, ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, পাবনা সদর, সাথিয়া, সুজানগর) সিপিসি-৩: টাঙ্গাইল (টাঙ্গাইল সদর, সখিপুর, বসাইল, মধুপুর, ঘাটাইল, কালিহাতি, নগরপুর, মির্জাপুর, গোপালপুর, দেলদুয়ার, ভুয়াপুর, ধনবাড়ী) |
বগুড়া সিরাজগঞ্জ পাবনা টাঙ্গাইল কুষ্টিয়া | ||
র্যাব-১৩[১৪] | সিপিএসসি: কুড়িগ্রাম (কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, ফুলবাড়ি, রাজারহাট, উলিপুর, চিলমারি, রউমারি, রাজিবপুর) , রংপুর (বদরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচরা, কাউনিয়া, রংপুর সদর, পীরগাছা, পীরগঞ্জ, তারাগঞ্জ) | সিপিসি-১: দিনাজপুর (বিরামপুর, বীরগঞ্জ, বিড়াল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ি, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, দিনাজপুর সদর, নবাবগঞ্জ, পার্বতীপুর) , ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, হরিপুর, রাণীসংকইল)
সিপিসি-২: লালমনিরহাট (লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা, পাটগ্রাম) , নীলফামারী (নীলফামারী সদর, সৈয়দপুর, জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার, ডিমলা) , পঞ্চগড় (পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারি, তেতুলিয়া) সিপিসি-৩:গাইবান্ধা (ফুলছড়ি, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা, সুন্দরগঞ্জ) |
রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় গাইবান্ধা | ||
র্যাব-১৪[১৫] | সিপিএসসি: ময়মনসিংহ (ময়মনসিংহ সদর) | সিপিসি-১: জামালপুর (দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ, ইসলামপুর, জামালপুর সদর, মাদারগঞ্জ, মেলানদাহা, সরিষাবাড়ি , নারুন্দি) , শেরপুর (ঝিনাইগাতি, নাকলা, নালিতাবাড়ি, শেরপুর সদর, শ্রীবরদি) , কুড়িগ্রাম (রউমারি, রাজিবপুর)
সিপিসি-২: কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর , ইটনা, করিমগঞ্জ, কতিয়াদি, কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর, মিঠামাইন, নিকলি, পাকুন্ডা, তাড়াইল) , নেত্রকোণা (কেন্দুয়া, আটপাড়া, বরহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা, মদন, মোহনগঞ্জ, নেত্রকোনা সদর, পূর্বধলা, খালিয়াজুরি) সিপিসি-৩: ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, নাসির নগর, নবীনগর, সরাইল, শাহবাজপুর টাউন, কসবা, আখাউরা, বাঞ্ছারামপুর, বিজয় নগর) , কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর , ইটনা, করিমগঞ্জ, কতিয়াদি, কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর, মিঠামাইন, নিকলি, পাকুন্ডা, তাড়াইল) |
ময়মনসিংহ নেত্রকোণা, জামালপুর শেরপুর কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুড়িগ্রাম (রাজীবপুর ও রৌমারী উপজেলা) | ||
র্যাব-১৫ | সিপিএসসি: কক্সবাজার (চকরিয়া, কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী, রামু, টেকনাফ, উখিয়া, পেকুয়া, হোয়াইক্যং) | সিপিসি-১: কক্সবাজার (টেকনাফ)
সিপিসি-২: কক্স বাজার (হোয়াইক্যং) সিপিসি-৩: বান্দরবান (বান্দরবন সদর) |
বান্দরবান, কক্সবাজার |
পদ মর্যাদার স্থর বিন্যাসসম্পাদনা
উল্লেখযোগ্য কার্যক্রমসম্পাদনা
সন্ত্রাসী গ্রেপ্তারসম্পাদনা
এখানে র্যাবের উল্লেখযোগ্য কিছু গ্রেপ্তারের বিস্তারিত বিবরণ দেয়া হল:[১৬]
আসামীর নাম | অভিযোগ | গ্রেফতার | তথ্যসূত্র |
---|---|---|---|
মুফতি হান্নান | তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী(২০১৪ - বর্তমান ) শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী এবং নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের প্রথম সারির নেতা। | ১ অক্টেবর ২০০৫ | [১] |
পিচ্চি হান্নান | সন্ত্রাস, চাঁদাবাজী | ২৬ জুন ২০০৪, পালিয়ে যাবার সময় হত্যা করা হয় | [২] |
দেবাশীষ | পিচ্চি হান্নানের সহযোগী | ক্রসফায়ারে মৃত, ২৪ জুন ২০০৪ | [৩] |
মোল্লা শামীম | তিনটি হত্যাসহ ১০টি মামলার আসামী | ক্রসফায়ারে মৃত, ৬ সেপ্টেম্বর ২০০৪ | [৪] |
সাহেব আলী | ১৭ আগস্ট ২০০৫ সালের দেশব্যপী বোমা হামলার জঙ্গীবাদী লিফলেট প্রকাশকারী এবং বিতরণকারী | ১৭ সেপ্টেম্বর ২০০৫ | [৫] |
সাহাবুদ্দীন | চাঁদাবাজী | হত্যা করা হয়, ২৬ অক্টোবার ২০০৪ | [৬] |
সৈয়দ মনির হোসেন | ২টি হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড | ক্রসফায়ারে মৃত, ১১ মার্চ ২০০৫ | [৭] |
শাহজাহান | হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ ৫টি মামলার আসামী | ক্রসফায়ারে মৃত, ১২ জানুয়ারি ২০০৫ | [৮] |
রফিকুল ইসলাম | আত্মঘাতি বোমা হামলা দলের সদস্য, নারায়ণগঞ্জ জেএমবি কমান্ডার | ২৭ ডিসেম্বর ২০০৫ | [৯] |
সুমন আহমেদ মজুমদার | চাঁদাবাজী | ক্রসফায়ারে মৃত | [১০] |
একরামুল হক | জঙ্গী | ডিসেম্বর ২০০৫ | [১১] |
হাসিবুল | ১২টি হত্যাসহ ১৬ মামলার আসামী | ২৬ জানুয়ারি ২০০৫, পালিয়ে যাবার সময় হত্যা করা হয় | [১২] |
অস্ত্র সরঞ্জামসম্পাদনা
র্যাব সদস্যগণ নিচের অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার করেন।
নাম | টাইপ | ক্যালিবার | উৎপাদনকৃত দেশ |
---|---|---|---|
ব্রাওনিং এম ১৯১১ | সেমি-অটোমেটিক পিস্তল | .৪৫এসিপি | যুক্তরাষ্ট্র |
SIG Sauer P226/228/229 | সেমি-অটোমেটিক পিস্তল | ৯মিমি | জার্মানি[যাচাই প্রয়োজন] |
বিডি-০৮ | এসাল্ট রাইফেল | ৭.৬২মিমি | বাংলাদেশ |
টাইপ ৫৬ | এসাল্ট রাইফেল | ৭.৬২মিমি | গণচীন |
হেকলার & কোচ এমপি-৫ | সাব মেশিনগান | ৯মিমি | জার্মানি |
উজি | সাব মেশিনগান | ৯মিমি | যুক্তরাষ্ট্র |
টাইপ ৮৫ | স্নাইপার রাইফেল | ৭.৬২মিমি | গণচীন |
রেমিংটন ৮৭০ | সেমি-অটোমেটিক শটগান | ১২গজ | যুক্তরাষ্ট্র |
টাইপ ৯৭-১ | সেমি-অটোমেটিক শটগান | ১২গজ | গণচীন |
টাইপ ৬৯-১ | রকেট-প্রপেলড গ্রেনেড | ৪০ মিমি | গণচীন |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Alam, Niloy; Al Hasnat, Mahadi (৬ নভেম্বর ২০১৬)। "DMP: SWAT team will root out militancy and terrorism"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০।
- ↑ "www.rab.gov.bd"। ৩ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১০।
বহিঃসংযোগসম্পাদনা
- র্যাব-এর ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মার্চ ২০১০ তারিখে