বাংলাদেশ আনসার

বাংলাদেশী আধা-সামরিক বাহিনী

বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি বাংলাদেশী আধা-সামরিক বাহিনী। ৯৫ হাজার সাধারণ আনসার, ১৮ হাজার ব্যাটেলিয়ান আনসার ও আনুমানিক ৫৮ লক্ষ ৪০ হাজার ভিডিপি সদস্য নিয়ে আনসার বাহিনী গঠিত।

বাংলাদেশ আনসার
লোগো
সক্রিয়(১৯৪৮–বর্তমান)
দেশ পাকিস্তান (১৯৪৮–১৯৭১)
 বাংলাদেশ (১৯৭১–বর্তমান)
আনুগত্যবাংলাদেশ
ধরনঅভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ, আধা সামরিক বাহিনী
আকারব্যাটালিয়ান আনসার ১৮ হাজার।

সাধারণ আনসার ৯৫ হাজার।

ভিডিপি সদস্য ৫৮ লক্ষ ৪০ হাজার।

মোট ৫৯ লক্ষ ৫৩ হাজার।
গ্যারিসন/সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
নীতিবাক্যশান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা
বার্ষিকী১২ ফেব্রুয়ারি
সরঞ্জামাদিটাইপ-৫৬ এস এম জি, টাইপ-৫৬ লাইট মেশিনগান, এম-২ ভারি মেশিনগান, টাইপ-৫৬ এসল্ট রাইফেল, ৬০মিঃ মর্টার, টাইপ-৫৬ কার্বাইন, মিলস বোম্ব গ্রেনেড, পাম্প-অ্যাকশন শটগান, এম-৪ শটগান, টাইপ-৫৪ পিস্তল। লি এনফিল্ড রাইফেল (রিটায়ার্ড), থ্রী নট থ্রী (রিটায়ার্ড)
যুদ্ধসমূহবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
সজ্জা১. বীর শ্রেষ্ঠ
২. বীর উত্তম
৩. বীর বিক্রম
৪. বীর প্রতীক
কমান্ডার
মহাপরিচালকমেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি[১]
অতিরিক্ত মহাপরিচালকব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি [১]
উপ-মহাপরিচালক (প্রশাসন)কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, পি এস সি [১]

ইতিহাস সম্পাদনা

১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ভারতীয় গার্ডের কিছু সদস্য, যারা পরবর্তীতে পাকিস্তানের নাগরিক হয়, সেখান থেকে বের হয়ে আনসার বাহিনী গঠন করে। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত এবং ১৯৪৮ সালের ১২ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে[২]

স্বাধীনতা পূর্ব সম্পাদনা

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, আনসারের বেশির ভাগ সদস্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর গেরিলা সদস্য হিসেবে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর, বাংলাদেশ আইন দ্বারা আনসার বাহিনী আবার পুনর্গঠিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সরকার আনসার বাহিনীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে আনসার বাহিনীকে জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে মনোনীত করেন।[৩]

বাহিনীর নাম পরিবর্তন প্রস্তাব সম্পাদনা

সম্প্রতি বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনাল গার্ড করার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।[৪]

প্রকাশনা সম্পাদনা

বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি থেকে মাসিক, ত্রি-মাসিক, ষান্মাসিক প্রকাশনা বের করে থাকে।

  • প্রতিরোধ শিরোনামে একটি মাসিক প্রতিবেদনমুলক সাময়িকী বা ম্যাগাজিন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. [১]
  2. "Take a look at the history"www.ansarvdp.gov.bd। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  3. "War of Liberation"www.ansarvdp.gov.bd। ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৫ 
  4. "আনসারে চাকরি ৬ বছরে স্থায়ী বিদ্রোহে মৃত্যুদণ্ড"সমকাল। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা