গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী, বিশেষভাবে গ্রাম এবং শহরাঞ্চলের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করাই এদের মূল দায়িত্ব। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনী হিসাবে নিয়োজিত হলেও গ্রামের যেকোন উন্নয়নমূলক ও কল্যাণকর কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে থাকে।[১][২]
গ্রাম প্রতিরক্ষা বাহিনী | |
---|---|
সক্রিয় | ১৯৭৬–বর্তমান |
দেশ | বাংলাদেশ (১৯৭৬–বর্তমান) |
আনুগত্য | বাংলাদেশ |
ধরন | অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ |
গ্যারিসন/সদরদপ্তর | গাজীপুর, বাংলাদেশ |
বার্ষিকী | ২৬ মার্চ |
যুদ্ধসমূহ | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
সজ্জা | ১. বীর শ্রেষ্ঠ ২. বীর উত্তম ৩. বীর বিক্রম ৪. বীর প্রতীক |
কমান্ডার | |
মহাপরিচালক | মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ |
ইতিহাস
সম্পাদনাস্বনির্ভর গ্রাম প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা করেন। ছোট শহরাঞ্চলে ভিডিপি এর সমমর্যাদার প্রতিরক্ষা বাহিনী "শহর প্রতিরক্ষা বাহিনী" নামে পরিচিত।[১][২] ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রতিরক্ষা বাহিনীটির কার্যক্রম সীমিত হয়ে যায় কিন্তু রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণের পর গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যপরিধি পুনরায় বৃদ্ধি পেতে থাকে। [১]
সাংগঠনিক কার্যক্রম
সম্পাদনাগ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা ৫.৬ মিলিয়ন যার শতকরা ৫০ ভাগ মহিলা[২][৩] প্রতিটি ভিডিপি ইউনিট সমান সংখ্যক নারী ও পুরুষ নিয়ে গঠিত।[২] প্রতিটি গ্রামের জন্যেই, এক প্লাটুন পুরুষ এবং এক প্লাটুন মহিলা সদস্য থাকে[২] অনুরুপভাবে, বাংলাদেশের প্রতিটি মহানগরের প্রতিটি ওয়ার্ডে একটি পুরুষ ও একটি নারী প্লাটুন থাকে।[২] ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে, প্রতিটি ইউনিয়নে একটি পুরুষ ও একটি নারী ইউনিয়ন লিডার থাকে।[২] বাংলাদেশ আনসার এর মেজর জেনারেল গ্রাম প্রতিরক্ষা বাহিনীরও প্রধান হয়ে থাকেন।[৪] বর্তমানে প্রধানের দায়িত্বে আছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্রকাশনা
সম্পাদনাবাংলাদেশ আনসার ভিডিপি একাডেমি থেকে মাসিক, ত্রি-মাসিক, ষান্মাসিক প্রকাশনা বের করে থাকে।
- প্রতিরোধ শিরোনামে একটি মাসিক প্রতিবেদনমুলক সাময়িকী বা ম্যাগাজিন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Taru Bahl, M.H. Syed (২০০৩)। মুসলিম বিশ্বের এনসাইক্লোপেডিয়া। Anmol Publications Pvt. Ltd.। পৃষ্ঠা 184–89। আইএসবিএন 978-81-261-1419-1। line feed character in
|শিরোনাম=
at position 16 (সাহায্য) - ↑ ক খ গ ঘ ঙ চ ছ "About Bangladesh Ansar & VDP"। Bangladesh Ansar & VDP - Government of Bangladesh। ২০১০-০৯-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৭।
- ↑ Henrik Alffram (২০০৯)। Ignoring executions and torture: impunity for Bangladesh's security forces। Human Rights Watch। পৃষ্ঠা 23। আইএসবিএন 978-1-56432-483-2।
- ↑ "বাংলাদেশ আনসার ও ভিডিপি"। বাংলাদেশ আনসার ও ভিডিপি - বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৭।