বাংলাদেশ কোস্ট গার্ড

বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা

বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশের সমুদ্র উপকূল অঞ্চলে নিয়োজিত একটি আধা-সামরিক বাহিনী। এই সংস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষা করে। এই আধাসামরিক বাহিনীটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ।[১] এর কর্মকর্তাগণ বাংলাদেশ নৌবাহিনী থেকে স্থানান্তরিত হয়ে আসেন। এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। বর্তমানে এই বাহিনীতে ৫৭টি জাহাজ এবং ৩,৩৩৯ জন উপকূল রক্ষী নিয়োজিত আছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড
বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতীক.svg
বাংলাদেশ কোস্ট গার্ডের লোগো
সক্রিয়১৯৯৫ – বর্তমান
দেশ বাংলাদেশ
ধরনকোস্ট গার্ড
আকার৩৩৩৯+ কর্মী
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
ডাকনামবিসিজি
নীতিবাক্যসমুদ্রের অভিভাবক
ওয়েবসাইটwww.coastguard.gov.bd
কমান্ডার
মহাপরিচালকরিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী
প্রতীকসমূহ
পরিচিতিসূচক
প্রতীক
Ensign of the Bangladesh Coast Guard.svg
Racing stripeBangladesh Coast Guard racing stripe.svg

ইতিহাসসম্পাদনা

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে নৌ বাহিনী অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোস্ট গার্ডের ভূমিকা পালন করত। এতে তার নিজেস্ব কর্মকাণ্ড ব্যাহত হতো এবং কিছু আইনি সমস্যা সৃষ্টি হতো। এই সমস্যা নিরসনের জন্য সরকার একটি কোস্ট গার্ড গঠনের জন্য সংসদে আইন পাশ করে যা কোস্ট গার্ড এ্যাক্ট ১৯৯৪ নামে পরিচিত। আনুষ্ঠানিক ভাবে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড গঠিত হয় এবং ১৯৯৫ সালের ডিসেম্বর থেকে নৌ বাহিনী হতে ধার নেয়া দুটি টহল জাহাজের সমন্বয়ে তার কর্মকাণ্ড শুরু করে।

গঠনসম্পাদনা

বাংলাদেশ কোস্ট গার্ড একটি সদর দফতরের মাধ্যমে পরিচালিত হয়। সংস্থার নিয়ন্ত্রিত অঞ্চলকে চারটি জোনে ভাগ করা হয়েছে। এগুলো হলো ইস্ট জোন (চট্টগ্রাম), ওয়েস্ট জোন (বাগেরহাট), সাউথ জোন (ভোলা) এবং নর্থ জোন (ঢাকা)।[২]

কোস্ট গার্ডের প্রধান হলেন ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক। এই বাহিনীর বর্তমান মহাপরিচালক হলেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।[৩]

দায়িত্ব ও কর্তব্যসম্পাদনা

বাংলাদেশের সামুদ্রিক তটরেখার শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনী হিসেবে কর্মরত আছে।

জলযান সমূহসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Chapter 6: Asia"। The Military Balance (ইংরেজি ভাষায়) (2015 সংস্করণ)। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ। ১৭ ফেব্রুয়ারি ২০১৫। পৃষ্ঠা 229–231। আইএসবিএন 9781857436426। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫ 
  3. "কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক আশরাফুল হক চৌধুরী"। দ্য ডেইলি স্টার বাংলা। ২৫ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা