এ কে এম আমিনুল হক স্বপন

এ কে এম আমিনুল হক স্বপন (জন্ম: ১৮ অক্টোবর ১৯৬৯) বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি বাংলাদেশ আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক। এর আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ, আর্মি হেডকোয়ার্টার্স অধিদপ্তরের আইটি ডিরেক্টর ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][][]

মেজর জেনারেল

এ কে এম আমিনুল হক স্বপন

এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
জন্ম (1969-10-18) ১৮ অক্টোবর ১৯৬৯ (বয়স ৫৫)
ভেদরগঞ্জ, শরীয়তপুর
আনুগত্য বাংলাদেশ
সেবা/শাখাবাংলাদেশ সেনাবাহিনী
পদমর্যাদা মেজর জেনারেল
দাম্পত্য সঙ্গীশিমুল আমিন
সন্তানদুই মেয়ে ও এক ছেলে
সম্পর্কএ কে এম এনামুল হক শামীম (ভাই)

প্রাথমিক জীবন

সম্পাদনা

এ কে এম আমিনুল হক স্বপন ১৮ অক্টোবর ১৯৬৯ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরের চর গোপালপুর ইউনিয়নের মালতকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাসেম মিয়া ও মাতার নাম আশ্রাফুন নেছা।[] তিনি ২২ ডিসেম্বর ১৯৮৯ সালে ২১তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) দীর্ঘ কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে প্রতিরক্ষা স্টাডিজে স্নাতকোত্তর এবং নিরাপত্তা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর সম্পন্ন করেন ।

তার বড়ভাই উপমন্ত্রী শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী। তার ছোটো ভাই আশ্রাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক।[] তার স্ত্রী শিমুল আমিন। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে।

কর্মজীবন

সম্পাদনা

এ কে এম আমিনুল হক স্বপন জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ, আর্মি হেডকোয়ার্টার্স অধিদপ্তরের আইটি ডিরেক্টর ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২২ ডিসেম্বর ২০২১ সালে ব্রিগেডিয়ার জেনারেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদোন্নতি পান।[] তিনি ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ আনসারগ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিযুক্ত হয়ে ১২ আগস্ট ২০২৪ সালে অব্যাহতি পান।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মেজর জেনারেল হলেন শরীয়তপুরের একেএম আমিনুল হক স্বপন"বাংলাদেশ টুডে। ২২ ডিসেম্বর ২০২১। ২৪ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২২ 
  2. "National Defence College"ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৪ 
  3. Express, The Financial। "Trust Bank approves 20pc dividend"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৪ 
  4. "সখিপুরে শীতার্তদের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রীর কম্বল বিতরণ"দৈনিক নয়া দিগন্ত। ৩১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২২ 
  5. "আনসারের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আমিনুল হক"দৈনিক ইত্তেফাক। ২০২৩-০১-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৬