এ কে এম আমিনুল হক স্বপন
এ কে এম আমিনুল হক স্বপন (জন্ম: ১৮ অক্টোবর ১৯৬৯) বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক মহাপরিচালক। এর আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ, আর্মি হেডকোয়ার্টার্স অধিদপ্তরের আইটি ডিরেক্টর ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২][৩]
মেজর জেনারেল এ কে এম আমিনুল হক স্বপন এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি | |
---|---|
জন্ম | ভেদরগঞ্জ, শরীয়তপুর | ১৮ অক্টোবর ১৯৬৯
আনুগত্য | ![]() |
সেবা/ | বাংলাদেশ সেনাবাহিনী |
পদমর্যাদা | ![]() ![]() |
দাম্পত্য সঙ্গী | শিমুল আমিন |
সন্তান | দুই মেয়ে ও এক ছেলে |
সম্পর্ক | এ কে এম এনামুল হক শামীম (ভাই) |
প্রাথমিক জীবন
সম্পাদনাএ কে এম আমিনুল হক স্বপন ১৮ অক্টোবর ১৯৬৯ সালে শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুরের চর গোপালপুর ইউনিয়নের মালতকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবুল হাসেম মিয়া ও মাতার নাম আশ্রাফুন নেছা।[১] তিনি ২২ ডিসেম্বর ১৯৮৯ সালে ২১তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) দীর্ঘ কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে প্রতিরক্ষা স্টাডিজে স্নাতকোত্তর এবং নিরাপত্তা বিষয়ে আরেকটি স্নাতকোত্তর সম্পন্ন করেন ।
তার বড়ভাই উপমন্ত্রী শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী। তার ছোটো ভাই আশ্রাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক।[৪] তার স্ত্রী শিমুল আমিন। এই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে।
কর্মজীবন
সম্পাদনাএ কে এম আমিনুল হক স্বপন জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টরিং স্টাফ, আর্মি হেডকোয়ার্টার্স অধিদপ্তরের আইটি ডিরেক্টর ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২২ ডিসেম্বর ২০২১ সালে ব্রিগেডিয়ার জেনারেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদোন্নতি পান।[১] তিনি ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিযুক্ত হয়ে ১২ আগস্ট ২০২৪ সালে অব্যাহতি পান।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "মেজর জেনারেল হলেন শরীয়তপুরের একেএম আমিনুল হক স্বপন"। বাংলাদেশ টুডে। ২২ ডিসেম্বর ২০২১। ২৪ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২২।
- ↑ "National Defence College"। ndc.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৪।
- ↑ Express, The Financial। "Trust Bank approves 20pc dividend"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৪।
- ↑ "সখিপুরে শীতার্তদের মধ্যে পানিসম্পদ উপমন্ত্রীর কম্বল বিতরণ"। দৈনিক নয়া দিগন্ত। ৩১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২২।
- ↑ "আনসারের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আমিনুল হক"। দৈনিক ইত্তেফাক। ২০২৩-০১-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৬।