জাতীয় প্রতিরক্ষা কলেজ (বাংলাদেশ)
জাতীয় প্রতিরক্ষা কলেজ বা ন্যাশনাল ডিফেন্স কলেজ ঢাকা মেট্রোপলিটন শহরের মিরপুর সেনানিবাসে অবস্থিত একটি কলেজ। এখানে জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রম এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ সংক্রান্ত বিষয়াদি পড়ানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল বা তদুর্ধ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তার নেতৃত্বাধীন এ কলেজে চারটি শাখা রয়েছে।[১][২]
ন্যাশনাল ডিফেন্স কলেজ | |
![]() | |
নীতিবাক্য | জ্ঞানে নিরাপত্তা |
---|---|
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস |
কমান্ড্যান্ট | লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন |
ঠিকানা | , , , |
ওয়েবসাইট | www |
ইতিহাসসম্পাদনা
১৯৯৬ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ প্রাঙ্গণে সাময়িকভাবে ১৯৯৯ সালের ১০ জানুয়ারি কলেজটি চালু করা হয়। জাতীয় প্রতিরক্ষা কলেজের বর্তমান অবস্থানের সন্নিকটেই ওই কলেজটি ছিল। প্রতিরক্ষা কলেজে প্রধানত দুই ধরনের শিক্ষাক্রম রয়েছে। জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রম এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ সংক্রান্ত বিষয়াদি (এএফডব্লিউসি)। ব্রিগেডিয়ার জেনারেল বা তদুর্ধ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তার নেতৃত্বাধীন এ কলেজে চারটি শাখা রয়েছে।[১]
সশস্ত্র বাহিনী যুদ্ধ কলেজসম্পাদনা
২০০১ সালে জাতীয় প্রতিরক্ষা কলেজের অধীনে সশস্ত্র বাহিনী ওয়ার কলেজ প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান।[৩] সশস্ত্র বাহিনীসহ বেসামরিক কর্মকর্তাগণ জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রমের আওতাভু্ক্ত। প্রতিরক্ষাসহ জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে সশস্ত্র বাহিনী ও বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষিত করাই এ শিক্ষাক্রমের সার্বিক উদ্দেশ্যে।
উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীসম্পাদনা
- মেজর জেনারেল টুকুর ইউসুফ বুরাটাই, নাইজেরীয় সেনাবাহিনী প্রধান।[৪]
- মেজর জেনারেল কে, যে, বিজেটিল্লেক, শ্রীলংকান জেনারেল।
- এয়ার মার্শাল জাসজিত সিংহ কলের ভম, ভারতীয় বিমান বাহিনীর মহাপরিচালক (পরিদর্শন ও নিরাপত্তা)।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ এ.এম.এম শওকত আলী (২০১২)। "জাতীয় প্রতিরক্ষা কলেজ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Bangladesh NDC Student Officers Receive Updates during Visit to Army Headquarters"। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬।
- ↑ শেখ আমিনুর রহমান (২০১২)। "আর্মড ফোর্সেস ওয়ার কলেজ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Buari, Jasmine। "10 Facts About Chief of Army Staff General Buratai"। naij.com। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৬।