ট্রাস্ট ব্যাংক পিএলসি
বাংলাদেশের ব্যাংক
(ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
ট্রাস্ট ব্যাংক পিএলসি (ইংরেজি: Trust Bank PLC.) বাংলাদেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি বাংলাদেশ আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট তথা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বেসরকারী মালিকানার বাণিজ্যিক ব্যাংক।
![]() | |
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | ব্যাংকিং, আর্থিক পরিসেবা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৯ |
সদরদপ্তর | স্বাধীনতা টাওয়ার, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেইট, ঢাকা সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ -- ১২০৬ |
প্রধান ব্যক্তি | বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (পদাধিকারবলে) |
পণ্যসমূহ | ফাইন্যান্স ও বীমা কনসুমার ব্যাঙ্কিং যৌথ ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং বিনিয়োগ ব্যবস্থাপন |
![]() | |
ওয়েবসাইট | https://www.tblbd.com/ |
প্রতিষ্ঠা
সম্পাদনাএই ব্যাংকটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
কার্যক্রম
সম্পাদনাএই ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:
- বাণিজ্যিক ব্যাংকিং
- ইসলামী ব্যাংকিং
- এসএমই ব্যাংকিং
- কার্ড পরিসেবা (ক্রেডিট ও ডেবিট) - অভ্যন্তরীন ও আন্তর্জাতিক
- অনলাইন ব্যাংকিং
- এটিএম পরিসেবা
- ফোন ব্যাংকিং
শাখা এবং অন্যান্য কর্মকাণ্ড
সম্পাদনাব্যাংকটির বর্তমানে শাখার সখ্যা ৭৩টি, এসএমই সেন্টার ৭ টি, এটিএম বুথের সংখ্যা ৯৬টা এবং পিওএস সেন্টার ৫০ টি।