ডক্টর, আল্লামা

শহীদুল ইসলাম ফারুকী

দামাত বারাকাতুহুম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1977-12-05) ৫ ডিসেম্বর ১৯৭৭ (বয়স ৪৬)
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশি
পিতামাতা
  • মুহাম্মদ নুরুল ইসলাম (পিতা)
  • কোমেলা খাতুন (মাতা)
জাতিসত্তাবাঙালি
যুগআধুনিক
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহহাদিস, ফিকহ, লেখালেখি, তাসাউফ, শিক্ষা, গবেষণা
উল্লেখযোগ্য কাজমাকাসিদুশ শরিয়াহ
যেখানের শিক্ষার্থী
মুসলিম নেতা
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
অভিসন্দর্ভআত্মশুদ্ধির নববী পদ্ধতি: একটি বিশ্লেষণধর্মী আলোচনা (২০২০)
ডক্টরাল উপদেষ্টামুহাম্মদ আবুল লাইছ খায়রাবাদী

শহীদুল ইসলাম ফারুকী (জন্ম: ৫ ডিসেম্বর ১৯৭৭) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও দায়ী। তিনি উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর, বাংলাদেশ ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ও সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান, লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক ফোরাম ইউকে, বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল, ইন্টান্যাশনাল ইসলামিক ইউনিয়ন অব মুসলিম স্কলার'স, কাতার ও গ্লোবাল মাকাসিদ আশ-শরিয়াহ ইনস্টিটিউট, মরক্কোর সদস্য। তার রচিত ‘মাকাসিদুশ শরিয়াহ’ গ্রন্থটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জন্ম ও বংশ সম্পাদনা

ফারুকী ১৯৭৭ সালের ৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ নুরুল ইসলাম ও মাতা কোমেলা খাতুন।

শিক্ষাজীবন সম্পাদনা

পরিবারেই তার প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। এরপর ভর্তি হন আজিজুল হকের প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকায়। এখান থেকে ১৯৯৩ সালে কুরআনের হেফজ ও ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ গমন করেন। ২০০৩ সালে দেওবন্দে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। এরপর তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০৯ সালে অনার্স ও ২০১০ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারীর অধীনে “বাংলায় ইসলামি বিশ্বকোষ সংকলন ও ইসলামি চিন্তা-চেতনা সম্প্রসারণে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর অবদান” শীর্ষক এমফিল গবেষণা সমাপ্ত করেন। ২০২০ সালে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ বিভাগ থেকে মুহাম্মদ আবুল লাইছ খায়রাবাদীর তত্ত্বাবধানে আরবি ভাষায় “আত্মশুদ্ধির নববী পদ্ধতি: একটি বিশ্লেষণধর্মী আলোচনা” শীর্ষক গবেষণাকর্ম সমাপ্ত করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।[১]

এছাড়াও তিনি ২০০৩ সালে দারুল উলুম নাদওয়াতুল উলামায় আরবি ভাষা ও সাহিত্য কোর্স এবং ২০১৪ সালে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ায় ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স সমাপ্ত করেছেন।

কর্মজীবন সম্পাদনা

২০০৪ সালে দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুরে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। ২০০৭ সালে তিনি মাদ্রাসা আবু হুরায়রা, মিরপুর এবং ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দারুল উলুম মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ থেকে ২০১২ পর্যন্ত তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত তিনি দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মালয়েশিয়ার মাহাদ রাবাত জীলিস সালামের শায়খুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ লাভ করেন, ২০১৯ পর্যন্ত এ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি দারুল উলুম ঢাকা, মিরপুরের মুহাদ্দিস, দারুর রাশাদ মাদ্রাসা, মিরপুরের খণ্ডকালীন শিক্ষক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের লেকচারার হিসেবে কর্মরত আছেন।[১]

এছাড়াও তিনি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, বিরুলিয়া, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক,[২][৩] সেন্টার ফর মাকাসিদুশ শরিয়াহ স্টাডিজের পরিচালক, আবুল হাসান আলী নদভী কর্তৃক প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর, কুষ্টিয়ার দারুল উলুম সাবীলুর রাশাদ মাদ্রাসা, ছাতিয়ান ও দারুত তারবিয়াহ মহিলা মাদ্রাসা, স্বরূপদহের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, সাভার ও সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান, লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক ফোরাম ইউকে, বাংলাদেশ ব্যুরাের সেক্রেটারি জেনারেল এবং ইন্টান্যাশনাল ইসলামিক ইউনিয়ন অব মুসলিম স্কলার'স, কাতার ও গ্লোবাল মাকাসিদ আশ-শরিয়াহ ইনস্টিটিউট, মরক্কোর সদস্য।[১]

সম্মেলন সম্পাদনা

তিনি ২০১২ সালে মালয়েশিয়ার কেলানতান প্রদেশের রাজ্যসভার স্পীকার আব্দুল্লাহ বিন ইয়াকুব নদভীর দাওয়াতে কেলানতান রাজ্যসভার পার্লামেন্টে বক্তৃতা করেন এবং কোহ প্রদেশের মাহাদুত তারবিয়্যাহর উলামা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে ‘থাই মুসলিম টিভি’র রাতের লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন। তিনি ২০০৫ সালে সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী এডুকেশন সেন্টারের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিকহ সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বে ইসলামি ফিকহের প্রয়ােগ: পদ্ধতি ও কর্মসূচী’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ২০০৭ সালে লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক ফোরাম, বাংলাদেশ শাখার উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত ‘একবিংশ শতাব্দীর ইসলামি পুনর্জাগরণ: পথ ও কর্মসূচি’ এবং ময়মনসিংহে অনুষ্ঠিত ‘তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ : প্রতিরােধের কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ২০০৯ সালে বাংলাদেশ ন্যাশনাল ইসলামিক ফোরামের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় বুদ্ধিবৃত্তিক সেমিনারে ‘ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক হামলা : প্রতিরােধের কর্মপন্থা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ২০১০ সালে ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে ফরিদপুরে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সেমিনারে ‘সাংস্কৃতিক আগ্রাসন : উত্তোরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন। ২০১৪ সালের ১২, ১৩ ও ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ার স্টেট ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামী অর্থনীতি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন। ২০১৫ সালের ১৪ ও ১৫ জানুয়ারী সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘এশিয়ায় ইসলামি সাম্প্রদায়িকতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি বায়তুল মােকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে ‘আন্তর্জাতিক গবেষক’ হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেন।

তাসাউফ সম্পাদনা

ছাত্রজীবনেই তিনি আবুল হাসান আলী নদভীর চিন্তাধারায় প্রভাবিত হন। এরপর আধ্যাত্মিক দীক্ষা লাভের উদ্দেশ্যে তিনি নদভীর ভাগ্নে ও উত্তরসূরি রাবে হাসানী নদভীর আধ্যাত্মিক শিষ্যত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে তার থেকে খেলাফত লাভ করেন। নদভীর আরেক খলিফা মুহাম্মদ সালমান এবং আবরারুল হক হক্কীর খলিফা মাহমুদুল হাসানও তাকে খেলাফত প্রদান করেছেন।

প্রকাশনা সম্পাদনা

ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সাথে জড়িত। ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীকে তার পঞ্চাশোর্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে মালয়েশিয়ার গবেষণা আরবি সাময়িকী ‘আল হাদীসে’ তার একটি নিবন্ধের নাম "مفهوم تزكية النفس وأهميتها في القرآن والسنة"। সমকালীন বিশ্ব পরিস্থিতি, ইসলামী সভ্যতা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও জীবনবোধ নিয়ে তিনি ২০টিরও বেশি গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন। আরবি ভাষায় তার রচিত ‘আল-মাদখাল ইলা মাকাসিদিশ শরীআহ’ সহ একাধিক গ্রন্থ ইতিমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠানে পাঠ্যসূচি হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। তার মৌলিক রচনার মধ্যে রয়েছে:

  1. ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক হামলা : প্রতিরােধের কর্মপন্থা
  2. একবিংশ শতাব্দীর ইসলামী পুনর্জাগরণ : পথ ও কর্মসূচী
  3. তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ : প্রতিরােধের কর্মকৌশল
  4. মহানবী সা . যাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন
  5. ছিলাহুল মুসলিম
  6. ইসলাম প্রতিষ্ঠায় যুগে যুগে ইসলাম প্রচারে নারীর অবদান
  7. মাকাসিদুশ শরীআহ
  8. তাযকিয়াহ ও ইহসান
  9. ইসতিশরাক ও প্রাচ্যবাদ

তার অনুবাদ কর্মের মধ্যে রয়েছে:

  1. বিশ্বায়ন : সাম্রাজ্যবাদের নতুন স্ট্রাটেজি
  2. পশ্চিমা মিডিয়ার স্বরূপ
  3. ইসলামের দৃষ্টিতে সাহাবায়ে কিরামের মর্যাদা
  4. কুরআন হাদীসের আলােকে আদর্শ মুসলমান
  5. দীনি দাওয়াত: পথ ও পদ্ধতি
  6. মুসলিম নারীদের কীর্তিগাথা
  7. সংক্ষিপ্ত মুনাজাতে মককূল
  8. মাহে রমাযান : অর্জনের এই তাে সময়
  9. অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াতী কার্যক্রম : একটি গুরুত্বপূর্ণ ফরয
  10. মাওলানা সাঈদ আহমদ খান রহ. : জীবন ও কর্ম
  11. মানবতার প্রদীপ প্রজ্জ্বলিত করুন
  12. মানবতার পয়গাম
  13. সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. : দাওয়াত ও চিন্তাধারা
  14. শরীয়ত ও ইতিহাসের আলােকে তাজদীদে দ্বীন
  15. বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের করণীয়

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ফয়জুল আল আমীন, সৈয়দ। "আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ইসলামিক স্কলার শহীদুল ইসলাম ফারুকী"দৈনিক বাংলাদেশের খবর 
  2. ডেস্ক, অনলাইন (১ ফেব্রুয়ারি ২০১৯)। "ডা. আকাশের আত্মহত্যার বিষয়ে আলেমদের পর্যালোচনা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫ 
  3. রিপোর্টার, স্টাফ (২১ ডিসেম্বর ২০১৯)। "অবিলম্বে ঈমান বিধ্বংসী হিউম্যান মিল্ক ব্যাংক বন্ধ করুন -মাওলানা শহীদুল ইসলাম ফারুকী"ইনকিলাব 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা


[[বিষয়শ্রেণী:১৯৭৭-এ জন্ম]] [[বিষয়শ্রেণী:দেওবন্দি ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ]] [[বিষয়শ্রেণী:কুষ্টিয়া জেলার ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:সুন্নি ইসলামের পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:হানাফি ফিকহ পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]] [[বিষয়শ্রেণী:ইসলামি ব্যক্তিত্ব]] [[বিষয়শ্রেণী:ইসলামি চিন্তাবিদ]] [[বিষয়শ্রেণী:ইসলামের মুসলিম পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:ইসলামের সুন্নি মুসলিম পণ্ডিত]] [[বিষয়শ্রেণী:বাংলাদেশী ইসলামপন্থী]] [[বিষয়শ্রেণী:মাহমুদুল হাসানের শিষ্য]] [[বিষয়শ্রেণী:দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:দারুল উলুম নাদওয়াতুল উলামার প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকার প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী]] [[বিষয়শ্রেণী:আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার প্রাক্তন শিক্ষার্থী]]