জামিয়া আশরাফিয়া, লাহোর

পাকিস্তানের দেওবন্দি ইসলামি বিশ্ববিদ্যালয়

জামিয়া আশরাফিয়া (جامعہ اشرفیہ), লাহোর, পাকিস্তানের একটি ইসলামি বিশ্ববিদ্যালয় যা ১৯৪৭ সালে মুফতি মুহাম্মদ হাসান প্রতিষ্ঠা করেছিলেন। [] বিশ্ববিদ্যালয়টি দেওবন্দি মতাদর্শ প্রচার করে এবং দেওবন্দি পন্ডিতরা বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করেন।

জামিয়া আশরাফিয়া, লাহোর
جامعہ اشرفیہ
নীতিবাক্যاقْرَأْ بِاسْمِ رَبِّكَ
পড় তোমার প্রভুর নামে
ধরনকওমি মাদ্রাসা
ইসলামী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৪৭
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিবেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান
ধর্মীয় অধিভুক্তি
দেওবন্দি
শিক্ষার্থী২০০০+ []
স্নাতকউলা (ফাজিল)
স্নাতকোত্তরদাওরায়ে হাদীস (কামিল)
ইফতা, আরবি সাহিত্য,বাংলা সাহিত্য,ক্বেরাত
অবস্থান
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটJamia Ashrafia

ইতিহাস

সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টি ১৯৪৭ সালের ১৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল , ভারত বিভাগের ঠিক এক মাস পরে যখন পাকিস্তান সৃষ্টি হয়। মুহাম্মদ হাসান অমৃতসরী ব্রিটিশ ভারতের মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র ভূমি গঠনের পক্ষে তার সমর্থনের স্বীকৃতি হিসেবে দেওবন্দি আলেম আশরাফ আলী থানভীর নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করেছিলেন।

এটি লাহোরের নীলা গুম্বাদ আনারকলিতে প্রতিষ্ঠিত হয়েছিল। ১২০ কেনেল খাল রোড ও পিরোজপুর রোডের মধ্যে ২৮ মার্চ ১৯৫৫ জমি ক্রয় করা হয়েছে, এবং একটি নতুন ভবন নির্মাণ সহ একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ১৯৫৭ সালে সব কর্মী এবং শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাসে চলে আসেন এবং ১৯৫৮ সালে হাদীস কোর্সগুলি প্রসিদ্ধ পণ্ডিত মুহাম্মদ ইদ্রিস কান্ধলভীর অধীনে শুরু হয়।

বর্তমানে প্রধান ক্যাম্পাসে একটি মসজিদ, একটি বৃহৎ প্রশাসনিক ও পাঠদান ব্লক, দুটি বোর্ডিং হাউস (একটি স্থানীয় শিক্ষার্থীর জন্য এবং একটি বিদেশী), একটি হাসপাতাল এবং কর্মচারীদের জন্য আবাস রয়েছে।

নেতৃত্ব

সম্পাদনা

মুহাম্মদ হাসান ১৯৬১ সালের ১ জুন মারা যান। তার ছেলেরা, মুফতি মুহাম্মদ উবাইদুল্লাহ (মরহুম), মাওলানা আবদুর রহমান আশরাফি (মরহুম), মাওলানা ফজলুর রহিম এবং মুফতি হাসানের নাতি মাওলানা হাফিজ আরশাদ উবাইদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় পরিচালনা করেন।

জামিয়া আশরাফিয়ার মূল শাখাটি লাহোরের ফিরোজপুর রোডে অবস্থিত। জামিয়া আশরাফিয়ার অন্যান্য শাখা :

  1. লাহোরের মডেল টাউনে মাদ্রাসাতুল ফয়সাল লিল বানাত (প্রধান মহিলা শাখা)
  2. লাহোরের জোহর শহরে মাহাদ আল-কুবা
  3. মাদ্রাসা বায়তুল কুরআন (সামানাবাদ, লাহোর)
  4. আল্লামা ইকবাল টাউন, লাহোরের আইকিআরএ বদরুল এফএল
  5. আহসানুল মাকাতিব, লাহোরের গুজ্জার পুরায়।
  6. মাদ্রাসাতুল হাসান লাহোরের বেদিয়ান রোডে।
  7. রাইউন্ড রোডে মাদ্রাসা সাদিক, লাহোর
  8. মাদ্রাসা আশরাফিয়া লিল বানাত লাহোরের গার্ডেন টাউনে।
  9. গুলশান-ই-রবি এ মাদ্রাসা আবদুল্লাহ ইবনে যুবায়ের, লাহোর
  10. মাদ্রাসাতুল হাসান রাওয়ালপিন্ডির হাসান আবদালে।

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jamia Ashrafia Today"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১০ 
  2. "Archived copy"। ১০ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে জামিয়া আশরাফিয়া, লাহোর সম্পর্কিত মিডিয়া দেখুন।