আশরাফ আলী থানভী
আশরাফ আলী থানভী (১৯ আগস্ট ১৮৬৩ – ২০ জুলাই ১৯৪৩; উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দি আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব।[৩] তিনি ভারতের থানা ভবনের নিবাসী হওয়ার কারণে তার নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারতীয় উপমহাদেশ ও এর বাইরের অসংখ্য মানুষ তার কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকিৎসক) উপাধিতে পরিচিত। মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারের জন্য তিনি দাওয়াতুল হক নামক সংস্থা প্রতিষ্ঠা করেন।[৪][৫][৬][৭][৮][৯]
হাকীমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী | |
---|---|
![]() প্রচলিত ছবি | |
জন্ম | আশরাফ আলী আগস্ট ১৯, ১৮৬৩ খ্রিস্টাব্দ / রবিউস সানি ৫ (মতান্তরে রবিউল আউয়াল ১২), ১২৮০ হিজরী থানা ভবন, উত্তর প্রদেশ, ভারত |
মৃত্যু | জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দ / রজব ১৬, ১৩৬২ হিজরী[১] থানাভবন, যুক্ত প্রদেশ (বর্তমানে উত্তর প্রদেশ), ভারত[২] |
সমাধি স্থান | থানাভবন, উত্তর প্রদেশ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
জাতিভুক্ত | এশীয় |
যুগ | ঊনবিংশ-বিংশ শতাব্দী |
মাজহাব | হানাফি |
শাখা | মাতুরিদি |
আন্দোলন | দেওবন্দি |
মূল আগ্রহ | ফিকহ, সমাজসেবা, রচনা |
লক্ষণীয় কাজ | বয়ানুল কোরআন, বেহেশতী জেওর, মুনাজাতে মকবুল, আদাবুল মুআশারাত, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা |
শিক্ষায়তন | দারুল উলুম দেওবন্দ |
সুফি তরিকা | চিশতিয়া তরিকা |
যাদেরকে প্রভাবিত করেছেন
| |
ওয়েবসাইট | www |
জীবনীসম্পাদনা
জন্ম ও শৈশবসম্পাদনা
আশরাফ আলী থানভী ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিষ্টাব্দে / রবিউস সানী ৫, ১২৮০ হিজরীতে ভারতের উত্তর প্রদেশের থানাভবনে জন্মগ্রহণ করেন। গোলাম মোর্তজা পানিপথীর নির্দেশক্রমে নবজাতকের নাম রাখা হয় "আশরাফ আলী"। তার বাবার নাম ছিল আবদুল হক। তিনি সাহাবী উমরের বংশের লোক ছিলেন আর তার মাতা ছিলেন ছিলেন সাহাবী আলীর বংশের। থানভী ভাইবোনদের মাঝে সকলের বড় ছিলেন। শৈশবে মাত্র পাঁচ বছর বয়সে তিনি মাকে হারান।[১০]
শিক্ষাজীবনসম্পাদনা
শৈশবে তিনি হাফেয হোসাইন আলীর কাছে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন। নিজ গ্রামে ফতেহ মুহাম্মদ থানভীর কাছে ফার্সি ও আরবি ভাষার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। ১২৯৫ হিজরীতে আশরাফ আলী ইসলামি জ্ঞান-বিজ্ঞানে উচ্চশিক্ষা অর্জনের জন্য দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। পাঁচ বছর পর ১৯ বছর বয়সে তিনি দেওবন্দের শিক্ষা সমাপ্ত করেন। দারুল উলুম দেওবন্দে তিনি হাদীস, তাফসীর, আরবী সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস অধ্যয়ন করেন। দারুল উলুম দেওবন্দের প্রথম যুগের শিক্ষা সমাপনকারী ছাত্রদের মাঝে তিনি অন্যতম। এরপর তিনি মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্ মুহাজিরে মক্কীর কাছে কেরাত (কুরআন পাঠ সম্পর্কিত একটি বিদ্যা) ও তাজবীদের (কুরআনের শব্দসমূহ সঠিকভাবে উচ্চারণ করার বিদ্যা) শিখেন।[১][২]
কর্মজীবনসম্পাদনা
১৩০০ হিজরীতে থানভী কানপুরের ফয়যে আম মাদ্রাসায় মাসিক ২৫ টাকা বেতনে শিক্ষক হিসেবে যোগদান করেন। তার জ্ঞানের কারণে তার উপাধি দেয়া হয় বাহরুল উলুম (জ্ঞানের সাগর)।[১] পরবর্তীতে তিনি কানপুরের টপকাপুরে জামেউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের দ্বায়িত্ব গ্রহণ করেন। সেখানে তিনি ১৪ বছর শিক্ষকতা করেন। পরবর্তীতে ১৩১৫ হিজরীতে হাজী ইমদাদুল্লাহ্ মুহাজিরে মক্কীর পরামর্শে তিনি থানাভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেই ইসলাম প্রচার, আত্মশুদ্ধি,তাসাওউফ ও রচনার কাজ করে যান।[২]
মৃত্যুসম্পাদনা
১৬ রজব, ১৩৬২ হিজরী/ জুলাই ১৯, ১৯৪৩ খ্রিষ্টাব্দে আশরাফ আলী থানভী থানাভবনে মৃত্যুবরণ করেন।[১০] সেদিন সোমবার ছিল। তার জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা যফর আহমেদ উসমানী। থানাভবনেই ইশকে বাযান নামক কবরস্তানে জামেন শহীদের মাযারের পাশে তাকে দাফন করা হয়।[১][২]
উত্তরাধিকারসম্পাদনা
- আশরাফুস সাওয়ানেহ: আজিজুল হাসান গৌরির লিখিত ৪ খণ্ডের জীবনীগ্রন্থ।
- মাওলানা আশরাফ আলী থানভী: হিজ ভিউস অন রিলিজিয়নস এন্ড মোরাল ফিলসফি এন্ড তাসাউফ আইএসবিএন ৯৭৮৮১৭১৫১২৬৯০: পাকিস্তানের সিন্ধু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ আলী খাজার ইংরেজি ভাষায় রচিত একটি প্রামাণ্য জীবনীগ্রন্থ, যাতে বিংশ শতাব্দীর বিখ্যাত ভারতীয় আলেম আশরাফ আলী থানভীর জীবন-কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক এই গ্রন্থে তাসাউফ, নীতিশাস্ত্র ও ধর্ম নিয়ে থানভীর বিস্তারিত চিন্তাধারা তুলে ধরেছেন।
- দ্য লাইফ এন্ড টিচিং অফ মাওলানা আশরাফ আলী থানভী আইএসবিএন ৯৭৮-৮১৭৪৩৫১১১১: ভারতীয় অধ্যাপক ও গবেষক মুহাম্মদ আবদুল্লাহর ইংরেজি ভাষায় রচিত আশরাফ আলী থানভীর একটি অনবদ্য জীবনীগ্রন্থ, যা সর্বপ্রথম ১৯৯৭ সালে ভারত থেকে প্রকাশিত হয়েছিল।
- পারফেক্টিং উইমেন: মাওলানা আশরাফ আলী থানভী’স বেহেশতী জেওর
রচনাবলীসম্পাদনা
তিনি সারা জীবনে ছোট-বড় প্রায় হাজার খানেক গ্রন্থ রচনা করেছেন। তার প্রসিদ্ধ গ্রন্থগুলোর মাঝে অন্যতম হলো ফিকহ বিষয়ক গ্রন্থ বেহেশতী জেওর (স্বর্গের অলংকার), যা ভারতীয় উপমহাদেশের সাধারণ মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তার রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআন (কুরআনের ব্যাখ্যা) সুপরিচিত। তিনি জাতির কল্যাণের জন্য তার সকল গ্রন্থের স্বত্ব উন্মুক্ত রেখেছেন।[১০] তার রচিত গ্রন্থের তালিকা:
- আল-তাকাশশুফ আন মুহিম্মাত আল-তাসাওউফ
- বয়ানুল কুরআন
- তারবিয়াতুস সালেক
- বেহেশতী যেওর (স্বর্গের অলংকার)
- মুনাজাতে মাকবুল (গৃহীত প্রার্থনা)
- ইসলাহুর রুসুম (কুসংস্কার সংশোধন)
- ইমদাদুল ফাতাওয়া
- কাসদুস সাবীল (মধ্যপন্থা)
- জাযাউল আমাল (কর্মফল)
- তালীমুদ্দীন (ধর্মশিক্ষা)
- তোহফায়ে রমজান (রমজানের উপহার)
- আগলাতুল আউয়াম (জনসাধারণের মাঝে প্রচলিত ভুল)
- আপনে ঈমান কি হিফাজাত কিজিয়ে (নিজের ঈমান রক্ষা করুন)
- মালফুযাতে কামালাতে আশরাফিয়া
- হাসিলে তাসাওউফ
- মাওয়ায়িযে আশরাফিয়া
- ফাওয়ায়িদুস সুহবাত (আল্লাহ্ওয়ালাদের সংস্পর্শের উপকারিতা)
- আমালে কুরআনী (কুরআনের আমল)
- সওম আউর ঈদ কি তাকমীল
- তোহফায়ে যাওজাইন (স্বামী-স্ত্রীর উপহার)
- ইসলাম মে পরদা কি আহমিয়াত (ইসলামে পর্দার গুরুত্ব)
- রমজানুল মোবারক
- রমজান কি তিন ইবাদাতে (রমজানের তিন ইবাদাত)
- তাতহীরে রমজান
- রমজান কা খালিস রাখনা
- আশরাফুত তাফসীর
- কালিদে মসনবী
- জামালুল কুরআন (কুরআনের সৌন্দর্য)
- আদাবুল মুআশারাত
- ইসলামী জিন্দেগি কি চার আহাম উসুল (ইসলামি জীবনের গুরুত্বপূর্ণ চার মূলনীতি)
- হায়াতুল মুসলিমীন
- আশরাফিয়া খুতবা
- মুসলমানের হাসি
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ "Maulana Ashraf Ali Thanwi"। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩।
- ↑ ক খ গ ঘ তাশরীফ, আবু (ফেব্রুয়ারি ২০১০)। "থানাভবনের ফুল"। মাসিক আলকাউসার। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩।
- ↑ Hanif, N. (২০০০)। Biographical Encyclopaedia of Sufis: South Asia (ইংরেজি ভাষায়)। Sarup & Sons। পৃষ্ঠা 384। আইএসবিএন 978-81-7625-087-0।
- ↑ পরিষদ, সম্পাদনা (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ ১ম খণ্ড। শেরেবাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৮৩। আইএসবিএন 954-06-022-7।
- ↑ আবদুল মালেক, মুহাম্মাদ (মার্চ ২০১২)। "আহলুস সুন্নাহ ওয়াল জামাআ : পরিচয় ও বৈশিষ্ট্য"। মাসিক আল কাউসার। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৩।
- ↑ Esposito, John L. EspositoJohn L. (২০০৩-০১-০১)। Esposito, John L., সম্পাদক। The Oxford Dictionary of Islam (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-512558-0। ডিওআই:10.1093/acref/9780195125580.001.0001/acref-9780195125580-e-2372।
- ↑ Belhaj, Abdessamad BelhajAbdessamad (২০১৪)। The Oxford Encyclopedia of Philosophy, Science, and Technology in Islam (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-981257-8। ডিওআই:10.1093/acref:oiso/9780199812578.001.0001/acref-9780199812578-e-236।
- ↑ Naeem, Fuad (২০০৯)। The Oxford Encyclopedia of the Islamic World (ইংরেজি ভাষায়)। Oxford University Press। আইএসবিএন 978-0-19-530513-5। ডিওআই:10.1093/acref/9780195305135.001.0001/acref-9780195305135-e-1108।
- ↑ আহমদ, মুবারক (২০১২)। এ স্টাডি অন এরাবিক প্রোস রাইটার্স ইন ইন্ডিয়া উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা মুহাম্মদ রাবে হাসানী নদভী। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৯৯–১০৪। hdl:10603/115224।
- ↑ ক খ গ থানভী, আশরাফ আলী। ফরিদপুরী, শামসুল হক (১৯৯৬)। বেহেশতী জেওর বঙ্গানুবাদ। বাংলাদেশ: এমদাদিয়া লাইব্রেরি। পৃষ্ঠা ১–১০।
গ্রন্থপঞ্জিসম্পাদনা
- Khan, Shafqat ullah; Khoso, Aijaz Ali; Badshah, Syed Naeem (২০২০-০৬-১০)। "MYSTICISM AND ASHRAF ALI THANAWI, AN ANALYTICAL APPROACH"। The International Research Journal Department of Usooluddin (ইংরেজি ভাষায়)। 4 (1): 19–24। আইএসএসএন 2664-4940।
- Yusuf, Aasia (২০১৪)। Islam and modernism: a study of Muslim scholars of Indo-Pak subcontinent (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। Aligarh Muslim University। পৃষ্ঠা 135–137।
- Afroz, Nishat (২০১৮)। Development of Islamic Thought in Colonial India A Study (গবেষণাপত্র)। India: Aligarh Muslim University। পৃষ্ঠা 72–75।
- আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ১৭৩–১৭৪।
- গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ১০৫–১১৪, ৩১৫। আইএসবিএন 9789849039107।
- মিঞা, সালেহ আহমদ (২৯ মার্চ ২০১৭)। "আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনে সুফিবাদ চর্চা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ"। পিএইচডি অভিসন্দর্ভ, ইসলামিক স্টাডিজ বিভাগ, বাংলাদেশ: ১৬০, ১৬১, ১৬২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২১।
- মোল্লা, মো. আবদুল মজিদ (১৪ মার্চ ২০২১)। "আশরাফ আলী থানবি : মুসলিম সমাজ গঠনের কিংবদন্তি আলেম"। কালের কণ্ঠ।
- আব্দুল লতীফ কাসেমী, মাওলানা (মার্চ ২০১২)। "হাকীমুল উম্মত , মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) এর রচনা সম্ভার ও তার বাহ্যিক উপকরণসমূহ"। মাসিক আল আবরার। বসুন্ধরা, ঢাকা: মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ: ২১,২২,২৩। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- মাহফূযুল হক, মুফতি (মার্চ ২০১৫)। "হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহ."। banglanews24.com।
- নূরুর রহমান, মাওলানা (২০১০)। তাযকেরাতুল আওলিয়া-৬। ঢাকা, বাংলাদেশ: এমদাদিয়া পুস্তকালয় (প্রাঃ) লিমিটেড। পৃষ্ঠা ৫৮।
- আবদুর রাজ্জাক, অধ্যক্ষ (২০১৫)। বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মুসলিম মনীষী। বাংলাবাজার, ঢাকা-১১০০: মীনা বুক হাউস। পৃষ্ঠা ৩৯৯। আইএসবিএন 9789848360194।
- মুজাদ্দিদে মিল্লাত
- শাকির, উবায়দুল্লাহ (২০১৬)। আকাবিরে উম্মাতের সোনালী জীবন। বাংলাবাজার, ঢাকা: আশরাফিয়া বুক হাউজ। পৃষ্ঠা ২৫।
- হয়রত মাওলানা আশরাফ আলী থানভী (র) এর সংক্ষিপ্ত জীবন চরিত
- ছোটদের হযরত থানভী রহ. by মুফতী আব্দুস সালাম সুনামগঞ্জী (সম্পাদক)
- খুলাফায়ে হাকীমুল উম্মত
- মুজাদ্দিতে মিল্লাত