আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
ভারতে অবস্থিত লোক বিশ্ববিদ্যালয়
(Aligarh Muslim University থেকে পুনর্নির্দেশিত)
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। তৎকালীন অনেক স্বনামধন্য মুসলিম চিন্তাবিদ ও উর্দূ ভাষার বিখ্যাত কবি ও লেখক এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
নীতিবাক্য | আরবি: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم |
---|---|
বাংলায় নীতিবাক্য | মানুষ যা জানতো না তা মানুষকে শিখিয়েছেন (কুরআন ৯৬:৫) |
ধরন | সরকারি |
স্থাপিত | ১৮৭৫ (এমএও কলেজ) ১৯২০ (এএমইউ) |
বৃত্তিদান | $১৮.২ মিলিয়ন[১] |
উপাচার্য | অধ্যাপক নাইমা খাতুন ( এপ্রিল ২০২৪ থেকে)[২] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২,০০০ |
শিক্ষার্থী | ৩০,০০০ |
ঠিকানা | পাবলিক রিলেশন অফিস, এ্যাকাডেমিক ব্লক, দ্যা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলীগড় (ইউপি) ২০২০০২, ইন্ডিয়া
ই-মেইল আইডি , , , ভারত |
শিক্ষাঙ্গন | শহুরে ৪৬৭.৬ হেক্টর (১,১৫৫ একর) |
এ্যাক্রোনাইম | আমু |
পোশাকের রঙ | |
সংক্ষিপ্ত নাম | AMU |
অধিভুক্তি | ইউজিসি, এনএএসি, এআইইউ |
ওয়েবসাইট | www |
আবাসিক হলসমূহ
সম্পাদনাছাত্রী হল
- বেগম আজিজুন নিসা হল
- আবদুল্লাহ হল
- বেগম সুলতান জাহান হল
- ইন্দিরা গান্ধী হল
- সরোজিনী নাইডু হল
- বিবি ফাতিমা হল
ছাত্র হল
- আফতাব হল
- আল্লামা ইকবাল বোর্ডিং হাউস ফর সিনিয়র সেকেন্ডারি স্কুল ( বয়েজ)
- বি আর আম্বেদকার হল
- হাদি হাসান হল
- মহসিনুল মুলুক হল
- মোহাম্মদ হাবিব হল
- এন আর এস সি হল
- নাদিম তারিম হল
- রস মাসুদ হল
- স্যার সৈয়দ হল ( উত্তর)
- স্যার সৈয়দ হল ( দক্ষিণ)
- স্যার শাহ সুলায়মান হল
- স্যার জিয়াউদ্দিন হল
- ভিকারুল মুলক হল[৩]
বিভাগ সমূহ
সম্পাদনা১১৫৫ একরের এই বিশাল ক্যাম্পাস জুড়ে রয়েছে কিছু বিখ্যাত স্থাপনা।
এই বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদে (কৃষি বিজ্ঞান, কলা, বাণিজ্য, প্রকৌশল ও প্রযুক্তি, আইন, জীবন বিজ্ঞান, মেডিসিন, ব্যবস্থাপনা অধ্যয়ন ও গবেষণা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইউনানী চিকিৎসা) মোট ৭৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।
প্রাক্তন শিক্ষার্থী
সম্পাদনা- রফি আহমেদ কিদোয়াই ,ভারতীয় রাজনীতিক এবং স্বাধীনতা কর্মী।
- হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং কূটনীতিবিদ ও রাজনীতিবিদ।
- চৌধুরী আবদুল হামিদ খান, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পুনর্বাসন কমিশনার।
- জিয়াউদ্দীন আহমেদ, প্রাক্তন উপাচার্য'।
- মহম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি।
- নূরেজ্জামান ভুঁইয়া, রাজনীতিবিদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ও শিক্ষক।
- হাজী মোহাম্মদ দানেশ , তাকে তেভাগা আন্দলোনের 'জনক' হিসাবে আখ্যায়িত করা হয়
- মোহাম্মদ আখতারুজ্জামান অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য
- ওয়াজেহ রশিদ নদভী, সাংবাদিক
- সৈয়দ মুজতবা আলী, বাঙালি লেখক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aligarh Muslim University, BHU welcome budgetary allocations"। The Times of India। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৩।
- ↑ ১০৪ বছরে প্রথম নারী উপাচার্য পেলো আলিগড় বিশ্ববিদ্যালয়, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ২৩ এপ্রিল ২০২৪
- ↑ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট