আরবি সাহিত্য
আরবি সাহিত্য (আরবি: الأدب العربي / ALA-LC: al-Adab al-‘Arabī) হলো আরবি ভাষায় লিখিত গদ্য এবং পদ্য। "সাহিত্য" শব্দের সমার্থকরূপে ব্যবহৃত আরবি প্রতিশব্দ হলো "আদব", যার অর্থ আদবকেতা; নম্রতা, সংস্কৃতিপরাণয়তা এবং সমৃদ্ধি এই আদবের ধারণার অন্তর্ভুক্ত হিসেবে ধার্য৷
আরবি সাহিত্য মূলত ৫ম শতাব্দীতে পূর্ববর্তী সামান্য কিছু লেখনীসহ আবির্ভূত হয়। এরপর কুরআনকে আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ খণ্ড হিসেবে বিবেচনা করা হয়,[১] যার প্রভাব পরবর্তী আরবি সংস্কৃতি ও সাহিত্যে ব্যাপকভাবে বিদ্যমান। আরবীয় সাহিত্য ইসলামের স্বর্ণযুগে ব্যাপক সমৃদ্ধি লাভ করে, যার ধারা বর্তমানের আরব বিশ্বের কবি ও লেখকদের মাধ্যমে চলমান রয়েছে। এছাড়া আরব্য অভিবাসীদের মাধ্যমে বিশ্বব্যাপী আরবি সাহিত্য বিকাশমান।
জাহেলি যুগ (প্রায় ৪৫০-৬২২ খ্রিষ্টাব্দ)
সম্পাদনাএ যুগের সর্বশ্রেষ্ঠ রচনা হল মুআল্লাকা। এতে সাত জন কবির নাম উল্লেখযোগ্য ৷ যারা হলেন-
- ইমরুল কায়েস
- ত্বরফা বিন আল আবদ
- যুহায়ের বিন আবি সুলমা
- লাবিদ বিন রাবিয়া
- আমর বিন কুলসুম
- হারিস বিন হিল্লিজা
- আনতারা বিন সাদ্দাদ
এ ছাড়াও নাবিগা যুবয়ানি, আ'সা ক্বায়েস ও সানফারা এ যুগের উল্লেখযোগ্য কবি।
কবি ছাড়া ও এ যুগে যারা খতিব (বাগ্মী) (orator) হিসাবে উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন -
- ক্বুস বিন সা'আদা আল আইয়াদি
- আমর বিন মা'দিকারব জুবাইদি
ইসলামি যুগ (৬২২ - ৬৬১ খ্রিষ্টাব্দ)
সম্পাদনা- উমাইয়া ইবনে আবি স্বলত
- তুমাদ্বির বিনতে আমের আল-খানসা
- কা'ব বিন যুহায়ের
- আব্বাস বিন মিরদাস
- শাম্মাখ বিন যিয়ার
- আমের বিন তুফায়েল
- হাস্সান বিন সাবিত
- জারওয়াল বিন আউস আল-হুতাইয়া
- নাবিগা জা'দি
উমাইয়া যুগ (৬৬১ - ৭৫০ খ্রিষ্টাব্দ)
সম্পাদনা- আখত্বাল
- ফারাযদাক্ব
- জারির
- সাহবান ওয়াইল (খতিব)
- হাজ্জাজ বিন ইউসুফ (খতিব)
আব্বাসীয় যুগ (৭৫০ - ১২৫৮ খ্রিষ্টাব্দ)
সম্পাদনাকবি
- আবু নুওয়াস
- আবু তাম্মাম
- মুতানাব্বিছ
- বুহতারি
- জাহিজ
- ইবনুর রুমি
সাহিত্যিক
- ইবনুল মুকাফ্ফা (কালিলা ও দিমনা)
- ইবনুল উমিদ
- সাহেব বিন আব্বাদ
- বাদিউজ্জামান হামদানি
- আল ক্বাজি আল ফাজেল
- খোয়ারিজমি
- হারিরি
ওসমানীয় যুগ (১২৫৯ - ১৭৯৭ খ্রিষ্টাব্দ)
সম্পাদনা- ইবনে খাল্লিকান
- ইবনে আবদে রাব্বুহি
- ইবনে যাইদুন
- ইবন মানযুর
- বুসিরি
আধুনিক যুগ (১৭৯৮ - অদ্যাবধি)
সম্পাদনা- আবুল হাসান আলী হাসানী নদভী
- আহমাদ শাওকি
- মহম্মদ রশিদ রেজা
- জুরজি যায়দান
- মুস্তফা লুতফি আল মান ফুলুতি
- হাফিজ ইব্রাহিম
- খালিল মুতরান
- জুবরান খলিল জুবরান
- ত্ব হা হুসেন
- আহমাদ আমিন
- আহমাদ হাসান জাইয়াত
- আব্বাস মাহমুদ আক্কাদ
- মুহাম্মদ হুসাইন হাইকাল
- হামযা ইবনে তৌফিক
- তৌফিক আল হাকিম
- নাজিব মাহফুজ
- জামিল সাদক্বি আয যাহাবি
- মা'রুফ রসাফি
- নাযিক আল মালায়িকা
- ইলিয়া আবু মাযি
- ফাদবি তুক্বান
- মাহমুদ দারউইশ
- মিখাঈল নুয়াইমা
তথ্যসূত্র
সম্পাদনা- তারিখুল আদাব আরবি (আহমাদ হাসান যাইয়াত)
- আরবি আদাব কি তারিখ (মহম্মদ কাযেম)
- A Literary History of The Arabs (R.A.Nicholson)
- ↑ Jones, p. ix.